নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকা আফগানদের জন্য আশীর্বাদ ছিলো

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২৫



আফগানরা কখনো গৃহযুদ্ধ চাহেনী, তারা চেয়েছিলো রাজতন্ত্রের থেকে বেরিয়ে এসে, আধুনিক বিশ্বের মতো প্রজাতন্ত্রে বাস করতে, নিজেদের জীবনযাত্রার মানকে উন্নত করতে। দেশের পুরুষদের জীবন কেটে যেতো প্রবাসে ফেরি করে, ইহা কারো জন্য ভালো জীবন ছিলো না। রাজা জহির শাহকে ক্ষমতাচ্যুত করে প্রজাতন্ত্র গঠন করার সময়, ভুল পদক্ষেপের কারণে গৃহযুদ্ধ লেগে যায়; সেই যুদ্ধ আর শেষ হয়নি।

আমেরিকার এটমবোমা হজম করার পর, জাপানীরা বুঝতে পেরেছিলো যে, আমেরিকা ভয়ংকর শক্তিশালী দেশ, ইহার সাথে আঁতাত করা ব্যতিত জাপান সহজে আবার নিজপায়ে দাঁড়াতে পারবে না সহজে; আজকে যেই জাপান বিশ্ব দেখছে, ইহাতে আমেরিকার অনেক অনেক বড় অবদান; জাপানীরা আমেরিকান সাহায্যকে কাজে লাগিয়ে, দীর্ঘদিন বিশ্বের ২য় অর্থনীতি হিসেবে ছিলো; আজকে, আমেরিকার প্রতি ১০০টি গাড়ীর মাঝে ৪০টি গাড়ী জাপানী; ওরা গাড়ী বানানোর টেকনোলোজী, এটোমিক পাওয়ার ষ্টেশন ও ইলেকট্রোনিক টেকনোলোজী পেয়েছিলো আমেরিকা থেকে; এবং আমেরিকা জাপানকে নিজেদের বাজারে প্রবেশ করতে দিয়েছিলো।

একই কাহিনী জার্মানীর; ২য় বিশ্বযুদ্ধ পরাজিত হওয়ার পর, জার্মান বলতে কিছু ছিলো না: দেশ ২ টুকরা হয়ে গিয়েছে, ৯০ লাখ যুদ্ধবন্ধী; একাংশ চলে গেছে সোভিয়েতের তত্বাবধানে, অন্য অংশ আমেরিকা, ইংল্যান্ড'এর অধীনে। জার্মানরা ঠিক করলো, ইউরোপের কেহ তাদেরকে সাহায্য করার মতো অবস্হানে নেই, একমাত্র বড় শত্রু আমেরিকার সাহায্য নিয়ে দাঁড়াতে হবে; আজকের ইউরোপকে ধরে রেখেছে জার্মানী।

পাকিস্তানকে আমেরিকা সাহায্য করার শুরু করেছিলো ১৯৫৮ সাল থেকে; ১৯৫৮ সালে, আমেরিকা পাকিস্তানে সামরিক ক্যু'ঘটায়, দেশটিকে নিজের পক্ষে নেয়ার জন্য। পাকিস্তানী মিলিটারী সরকার আমেরিকার কাছে টেকনোলোজী চাহেনী, চেয়েছিলো খাদ্য। খাদ্য চায় ভিক্ষুক; পাকিস্তান যা চেয়েছিলো তা পেয়েছে। পাকিস্তান আমেরিকা থেকে ভিক্ষা নেয়ার পর ফন্দিবাজী করে নিয়েছে ঋণ, তাদের ইচ্ছা ছিলো সেই ঋণ ফেরত দেবে না; তাদের ইছ্চা পুরণ হয়েছে, আমেরিকাকে বেকুব বানিয়ে পাকিস্তান তাদের সাথে "বিন লাদেন ব্যবসা" করেছে, তালেবান ব্যবসা করেছে; এখন সেই ২টি সেক্টর বন্ধ হতে যাচ্ছে।

আমেরিকা ততকালীন আফগানিস্তানের কাছে দাবী করেছিলো যে, বিন লাদেনকে আমেরিকার কাছে হস্তান্তর করতে হবে, কিংবা আফগানিস্তান থেকে বের করে দিতে হবে। তালেবানরা বলেছে যে, তারা মেহমানকে বের করে দিতে পারবে না। ফলাফল, যুদ্ধ। কি পরিমাণ তালবান প্রান হারিয়েছে কে জানে, তবে ৭১,০০০ আফগান ইহাতে প্রাণ হারেয়েছে।

যুদ্ধের পর, আমেরিকার চলে যাওয়ার দরকার ছিলো; কিন্তু তারা দেখলো যে, তারা চলে গেলে দেশটি আবারো তালেবানদের হাতে চলে যাবে; তারা দেশটিকে গড়ে তোলার সিদ্ধান্ত নিলো; ২০ বছর চেষ্টা করার পর, গত মাসে সেই তালেবানদের কাছে দেশটিক রেখে দিয়ে আমেরিকা চলে এসেছে; আফগানিস্তানের অবস্হা সেই ২০ বছর আগের মতোই; কারণ, এরা গত ৪০০ বছরে কোনদিন ভালোভাবে থাকার কথা চিন্তা করেনি।



মন্তব্য ৫২ টি রেটিং +১/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমেরিকার সংগে সম্পর্ক ভালো করতে পারলে তালেবান তথা আফগানিস্তানের অনেক লাভ হবে। তারা এটা ভেবে দেখতে পারে; জাপান ও জার্মনীর কথা।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:



তালেবানরা আধুনিক বিশ্বে বাস করে না, ওরা রাজনীতি, সমাজ ও অর্থনীতি বুঝার কথা নয়।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৩৫

*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: এই পোস্টে আপনার অতীতের পোস্টের কপি-পেস্ট রয়েছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:




আমি এই ধরণের কথা অনেক পোষ্টে বলেছি।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভিয়েতনাম এবং আফগানিস্তানে আমেরিকা টিকতে পারলোনা। ভিয়েতনাম আমেরিকার সংগে সম্পর্ক ভালো করে লাভবান হচ্ছে সেরকম আফগানিস্তানও লাভবান হতে পারে তবে তাদের আমেরিকার ব্যবস্থাপত্র অনুযায়ী চলতে হবে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:




তালেবানরা শরীয়া আইনে দেশ চালায়েছে অতীতে, এবারও চালাবে; শরীয়া আইন আরবদের পুরান রীতিনীতি, যা এখন আরবেরাও চাহে না।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪৪

জ্যাকেল বলেছেন: পশ্চিমের যা আছে তা-ই ভাল এই চিন্তাটা আপনার মত মানুষকে আক্রান্ত করে বেশি। উন্নত জীবন যাপন করা সাধারণত মানুষের ভাবনা থাকে তবে কিছু মানুষ সেভাবে ভাবে না। যেমন আফগানরা কিসে নিজের ভাল হবে সেটা তাদেরকেই ঠিক করতে দেওয়াই উচিত। তারা যদি তাদের ভাল মনে করে জংগলে বাস করতে তালে আপনার আমার সেটা নিয়ে বেশি কথাবার্তা বলা মানে সেইটে হস্তক্ষেপ করা।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫০

চাঁদগাজী বলেছেন:



আফগানরা একটা ব্যবসা জানতো, "ফেরিওয়ালা"; ইহা বর্তমান বিশ্বে অচল। তারা আরেকটা ব্যবসায় যুক্ত হয়েছে, তা'হলো মাদক; ইহাও তাদের জন্য সমাধান নয়।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫১

চাঁদগাজী বলেছেন:



তারা যখন বিশ্বের জংগীদের রাজধানীতে পরিণত হবে, তখন বিশ্ব হস্তক্ষেপ করবে।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০৫

শাহ আজিজ বলেছেন: তালেবান মন্ত্রীরা বন্দুক নিয়ে অফিস , মিটিং করছে । অনেক রাষ্ট্রই তাদের খয়রাত দেবে নতুন তালেবানি সমর দেখতে । বারাদার , হাক্কানি তীব্র বিবাদ মিটিংএ । হাক্কানি আমেরিকার মোস্ট ওয়ান্টেড লিস্টে আছে । তাকে নিয়ে কেন মন্ত্রিসভা গঠন হয়েছে এটা নিয়েই বাকযুদ্ধ , শুধু গোলাগুলি হয়নাই । বারাদার সোজা কান্দাহারে গুরুর কাছে । এই মন্ত্রিসভা টিকবে না , দেখেন কাবুল দুইভাগ হয় কিনা।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:১৩

চাঁদগাজী বলেছেন:


ইরানীরা বাংলাদেশ, কাশ্মীর, ইন্দোনেশিয়া, চেসনিয়া ও ভারত থেকে লোক এনে আফগানিস্তানে ট্রেনিং দেবে; এছাড়া ৩০/৪০ টি জংগী সংস্হা আফগানিস্তানকে ট্রেনিং সেন্টার হিসেবে "ভাড়া" করবে; এই টাকা ও পপির টাকায়, তালেবানরা বাংলাদেশ, পাকিস্তান থেকে মাথাপিছু হারে বেশী আয় করবে।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:১৪

নতুন নকিব বলেছেন:



তবু আমেরিকা (জো বাইডেন) কে ধন্যবাদ এই কারণে যে, নিজেদের এ যাবতকালের সকল ক্ষয়ক্ষতিকে মেনে নিয়ে এবং সামনের দিনগুলোতে অপেক্ষমান আরও ভয়াবহ অনেক ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচার জন্য অবশেষে লেজ গুটিয়ে আফগানিস্তান থেকে পরিমরি করে সরে পড়ার সিদ্ধান্ত নিতে পেরেছেন এবং তার বাস্তবায়ন ঘটিয়ে সটকে পড়তেও সক্ষম হয়েছেন।

তবে রক্তপিপাসু, দখলদার, হানাদার এবং নারী শিশু নির্বিশেষে নির্বিচারে লক্ষ লক্ষ নিরপরাধ মানুষকে যারা বোমার আঘাতে খুন করেছে, মানবতা বিরোধী অপরাধী সেই খুনীদের পক্ষে সাফাই গাইতে অনেকের কেন যে সঙ্কোচ হয় না- সেটাই বুঝে আসে না।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

চাঁদগাজী বলেছেন:



আমেরিকান সৈন্যরা সাধারণ মানুষকে হত্যা করে না; যারা অস্ত্র হাতে সৈন্যদের হত্যা করেছে, তাদের একাংশ প্রাণ হারায়েছে।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫৬

হাবিব বলেছেন: বোমা যদি বাংলাদেশে পরতো তাহলে কি বাংলাদেশও জাপানের মতো উন্নত হতো?

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:


না, বাংলাদেশে জাপানের মতো উন্নত হতো না; পাকিস্তানের মতো ভিক্ষা করতো।

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪০

কামাল১৮ বলেছেন: আমেরিকান সৈন্য চলে আসার পর আফগান চৌদ্দশ বছর পেছনে পড়ে গেলো।এখান থেকে বেরিয়ে আসতে অনেক সময় লাগবে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:


৫০ বছর লাগবে তালেবানদের খপ্পর থেকে বের হতে।

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৩

জুন বলেছেন: আমার ছেলের সাথে একই এপার্টমেন্টে থাকে এক জাপানি ছাত্র আর তার ক্লাসমেট এক জার্মান ছেলে। দুজনেই তার খুব ক্লোজ ফ্রেন্ড। জাপানি বন্ধুটি বলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানিদের নৃশংসতা আর ভয়াবহতা পরবর্তী প্রজন্মকে যেন আচ্ছন্ন না করে রাখে, তাদের ভেতর হিংসা কলুষতা যেন আর না প্রবেশ করে তাই তাদের ইতিহাস বইতে নাকি সেই সময়কার ঘটনার কোন উল্লেখ নেই। তারা যে কথায় কথায় আরিগাতো (ধন্যবাদ) বলে এটাও এই মানসিকতা থেকে এসেছে।
আমার হাজবেন্ডের জার্মান বস মহিলার সাথে আমরা খুব ক্লোজ। আমার বাসায় একদিন কথা প্রসঙ্গে ইহুদীদের সাথে হিটলারের আচরণের কথা উঠেছিল। উনি মাথা নীচু করেছিলেন লজ্জায় আর মাথা দুলাতে দুলাতে বার বার বলছিলেন "ওহ নো নো"।
আসলে আমরা আমাদের অতীত থেকে বের হতে পারি না, এগিয়ে যেতে পারি না। একই জায়গায় ঘুরপাক খেয়েই চলেছি লাট্টুর মত বনবন করে।
আফগানদের ভবিষ্যৎ ও খুব সুবিধার নয়।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪২

চাঁদগাজী বলেছেন:


আফগানী লোকগুলো সুদ, কম্বল, আখরোট নিয়ে প্রবাসে ফেরি করতে করতে ক্লান্ত হয়েগিয়েছিলো; তাই রাজাকে বাদ দিতে গিয়ে বানরের পালের হাতে পড়েছে।

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৩৮

হাবিব বলেছেন: আপনি যদি সুযোগ পান তবে বাংলাদেশের জন্য কি করবেন?

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:



সবার জন্য পড়ালেখা ফ্রি, সবার জন্য চাকুরী, সবার জন্য ফ্রি চিকিৎসা, সবার জন্য ৮ ঘন্টার কাজ।

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:০৯

জ্যাকেল বলেছেন: Click This Link

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:১৬

চাঁদগাজী বলেছেন:




দেখলাম, এগুলোই ঘটছে।

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:০৯

শূন্য সারমর্ম বলেছেন:

বাংলাদেশ মূলত আমেরিকাকে মিডলইস্টে খারাপ পরিচয়ে প্রথমে জেনে আসছে ;তাই প্রথম পরিচয়ের ধারণা থেকে সহজে বের হতে পারছে না।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:১৯

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশীরা বিশ্বের ও নিজেদের ইতিহাসকে বুঝে না; আধুনিক জীবনযাত্রা, অর্থনীতি ও রাজনীতি বাংগালীরা বুঝে উঠতে পারছে না।

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২৮

শূন্য সারমর্ম বলেছেন:

আফগানিস্তানে মেয়ে শিশু জন্ম নিলে পুরো বিশ্ব বলবে,আহা বনসাই!তালেবান বলবে, পুরো বিশ্ব থেকে আমরাই আলাদা,ইউনিক ও ধর্মীয় ব্যাপারে ১০০ ভাগ বেনিফিটেড।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:



তালেবানরা শুধু জাতি নয়, ওখানকার প্রকৃতিকেও ধ্বংস করে দেবে।

১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৫

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের হুজুর সম্প্রদায়ের লোকজন তালেবানদের বন্ধু মনে করছে।

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৫৩

চাঁদগাজী বলেছেন:



মগজের দিক থেকে ওরা সমগোত্রীয়

১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:০৯

ঢাবিয়ান বলেছেন: গার্বেজ পোস্ট

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫০

চাঁদগাজী বলেছেন:



কঠিন লেগেছে? কঠিন লাগলে পড়ার কি দরকার?

১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:৪৭

বিটপি বলেছেন: আফগানিস্তান উত্থান পতনের দেশ। কোন শক্তিই এখানে দীর্ঘদিন রাজত্ব করতে পারেনি। তালেবানরাও পারতো না। তালেবানদের হটিয়ে আফগানদের পছন্দের সরকার গঠন কেবল সময়ের ব্যাপার ছিল, যদি.........

যদি আমেরিকা প্রতিশোধের নামে সেখানে আলগা বীরত্ব দেখাতে না যেত। এখন মাথা নিচু করে আফগানিস্তান ছেড়ে গিয়ে তালিবানদেরকে আরো শক্তিশালী ও স্থায়ী করে দিয়ে গেল। সেইসাথে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘাপটি মেরে থাকা ইসলামী চরমপন্থীদের উত্থানের সুযোগ করে গেল। শেইম টু এমেরিকা। শেইম!

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪১

চাঁদগাজী বলেছেন:



আপনার ভাবনা এনালাইটিক্যাল কিনা,সেটা মিলিয়ে দেখেন!

১৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:১৪

জুল ভার্ন বলেছেন: বর্তমান তালেবানী অরাজকতায় আফগানিস্তানের পরিস্থিতি আরও বেশী ভয়ংকর, অমানবিক হতে খুব বেশী দেরী নাই।

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪২

চাঁদগাজী বলেছেন:



শরীয়া জ্ঞানের সুফল পাবে জাতি, তালেবান সরকারের আমলে মরলে বেহেশতে যাবার সম্ভাবনা থাকবে।

১৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: এখন আর আমেরিকার আফগানদেরকে আশির্বাাদ করার সক্ষমতা নেই। কেউ চাইলেই আফগানদেরকে আশির্বাদ করতে পারে না।

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৪

চাঁদগাজী বলেছেন:



এখন জংগীসংগঠন গুলো ও আফিম হচ্ছে ওদের জন্য আশীর্বাদ।

১৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৫

কবির সরদার বলেছেন: ঢুস খেয়ে হুস ফিরলেই হয়।

১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৬

চাঁদগাজী বলেছেন:


তালেবানরা টেরোরিষ্ট।

২০| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩৮

নতুন বলেছেন: আফগানীরা জ্ঞান বিদ্যায় অনেক পিছিয়ে আছে। তাই তাদের আরো ভুগতে হবে।

আমেরিকার অধীনে থাকার চেয়ে স্বাধীনতা অবশ্যই ভালো যদি নিজেরা মিলে দেশ শাসন করে। কিন্তু তালেবানদের মতন শরীয়া আইনে দেশ চালানোর দল অবশ্যই ভালো কিছু আনতে পারবেনা। এটার জন্য খারাপ লাগে।

কিন্তু ভয়ংকর বিষয় হইলো আমাদের দেশের বলদে আকবরেরা চিন্তা করবে কিভাবে বাংলাদেশে শরীয়া আইন প্রতিস্ঠিতা করা যায়। যদিএ এটা কখনোই সম্ভব না।

১৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:



"আমেরিকার অধীনে" থাকার মানে কি, আমেরিকা কি আফগানিস্তান দখল করে রেখেছিলো?

২১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৭

নতুন বলেছেন: লেখক বলেছেন: "আমেরিকার অধীনে" থাকার মানে কি, আমেরিকা কি আফগানিস্তান দখল করে রেখেছিলো?

আমি তো কখনো শুনি নাই যে আফগানীরা আমেরিকান দের নিমন্ত্রন করে ২০ বছর আগে নিয়ে এসেছিলো।

১৭ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা এসেছিলো আফগানিস্তানকে জংগীদের থেকে মুক্ত করতে; গত ২০ বছর ছিলো আফগান জনতার মুক্তভাবে বসবাসের সময়।

২২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪২

নতুন বলেছেন: আমেরিকা এসেছিলো আফগানিস্তানকে জংগীদের থেকে মুক্ত করতে; গত ২০ বছর ছিলো আফগান জনতার মুক্তভাবে বসবাসের সময়।

কারুর নিমন্ত্রনে এসেছিলো না কি নিজেই এসেছিলো?

সরকার তৌরিতে তাদের প্রভাব ছিলো?

আগের দিনে সম্রাটরাও অন্য দেশে যেতো সেখানের যোদ্ধাদের সাথে যুদ্ধ করে সেই দেশ দখল করতো এবং নতুন শাসক বসাতো, সেই শাসক ঐ সম্রাটের কথা মতন চলতো।

এখানেও কি কোন মিল পাওয়া যায়?

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৪

চাঁদগাজী বলেছেন:



২০০১ সালে যখন বিন-লাদেনকে নিয়ে আমেরিকা ও আফগানিস্তানের মাঝে কথা হচ্ছিল, সেগুলো আপনি অনুসরণ করেছিলেন?

২৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪২

নতুন বলেছেন: সেটা খেয়াল নাই। তবে ২০০১ এ আমেরিকা যে আফগানিস্থানে গিয়েছিলো সেটাকে সবাই invasion বলে।

নিমন্ত্রিত অতিথী দেশ দখল করলে সেটাকে invasion বলেনা।

উকি(War in Afghanistan (2001–2021)

https://en.wikipedia.org/wiki/War_in_Afghanistan_(2001–2021)

যেখানে হিসেবে ২লক্ষ মানে হয়তো আসলে ২ থেকে ৪ গুন বেশি মানুষ মারা গেছে। সেটা আপনার কাছে আশিবাদ মনে হতে পারে।

২০ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:



বিন লাদেন ও তার সমর্থকেরা আমেরিকার ৩০০০ মানুষকে হত্যা করার পর, আমেরিকা চুপ করে বসে থাকার কথা ছিলো?

২৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:২৬

নতুন বলেছেন: বিন লাদেন ও তার সমর্থকেরা আমেরিকার ৩০০০ মানুষকে হত্যা করার পর, আমেরিকা চুপ করে বসে থাকার কথা ছিলো?


৩০০০ আমেরিকান মারা গেছে সেটা অবশ্যই সমর্থন যোগ্য না। তার জন্য ২০ বছর একটা দেশ দখল করে তাতে ২ লক্ষ মানুষ মারা যদি আশিবাদ হয় তবে তো ভালো।

আর বিন লাদেন যে আমেরিকার পক্ষে কাজ করেনাই এটার কি কোন প্রমান আছে? ঐখানেও অনেক প্রশ্ন আছে।

তাকে টাকা দিয়ে পেলে পুষে বড় করে তাকে দিয়েই যে এই কাজ করায়নাই সেটার প্রমান তো নাই। এটাও আমেরিকার ষড়যন্ত্র হতে পারে।

সর্প হইয়া দংষন করে ওঝা হয়ে ঝাড়ার মতন।

আর আমেরিকার ৩০০০ মানুষের মৃত্যুর চেয়ে অস্র বিক্রি, প্রতিরক্ষার নামে দেশের মানুষের উপরে নিয়ন্ত্রন, ইরাকে ২ বার হামলা সব মিলিয়ে ব্যবসা অবশ্যই ভালো হয়েছে।

আর এই ২০ বছরে ৩৫৫৭ জন্য সৈন্য মারা গেছে ২০ হাজার আহত হয়েছে। তাতেই আমেরিকা কি করতে পেরেছে?

দিনের শেষে ওদের হিসাব মানুষ না ব্যবসায় লাভ অথবা ক্ষতি।

যুদ্ধ কখনোই আশিবাদ হতে পারেনা।

২০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার মানুষের ভাবনাচিন্তা অনেকের সাথে মিলে না; তবে, আমেরিকার সাধারণ মানুষ বিশ্বের মাঝে সবচেয়ে দয়ালুদের মাঝে আছে।

২৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫৪

নতুন বলেছেন: আমেরিকার মানুষের ভাবনাচিন্তা অনেকের সাথে মিলে না; তবে, আমেরিকার সাধারণ মানুষ বিশ্বের মাঝে সবচেয়ে দয়ালুদের মাঝে আছে।


বিশ্বের সব দেশ, জাতী,সমাজেই দয়ালু মানুষ আছে। আমার আপনার আশে পাশেই আছে।

ক্ষমতাশালী আর সাধারন মানুষের হিসাব আলাদা। সাধারন মানুষের মাঝে ভালো মানুষের সংখ্যা অনেক বেশি।

২০১৩ তে আমার বাচ্চার জন্য একটা ঔষুধ দরকার ছিলো সেটা দেশে পাওয়া যায় না ডাক্তার বললো সেটা ভারতে পাওয়া যায়। কিন্তু উনি একজন মানুষের ঠিকানা দিলেন যে দেখেন উনার কাছে পেতে পারেন। কারন উনার শিশুর জন্য কিছু দিন আগে আনিয়ে ছিলেন।

আমি উনাকে ফোন করলে উনি বলেন আপনার কোথায় লাগবে, উনি এসে দিয়ে যাবেন। আমি তার বাসায় আনতে গেলে উনি আমাকে ৪ বোতল ওষুধ দিলেন। কত দেবো বললে তিনি বললেন কিছুই না। আমি ঐ ঔষুদের জন্য উনি যত চাইতেন দিতে প্রস্তুত ছিলাম কারন আমার মেয়ে আইসিউ তে এবং দেশে পাওয়া যাবেনা। আমি হয়তো ৩০ নতুবা ৫০ হাজার টাকা পকেটে করে নিয়ে গিয়ে ছিলাম তার জন্য।

ভালো মানুষ আমাদের ঢাকার শহরেও আছে। আমার আপনার সবার পাশেই আছে।

এটা ঐ মানুষটার প্রতি কৃতঙ্গতা প্রকাশের জন্য লেখা, তার ঠিকানা হারিয়ে ফেলেছি তাই তার জন্য আর যোগাযোগ করতে পারিনাই।

২১ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:




আপনার উদাহরণটা বিশাল দয়ার একটি উদাহরণ; আমেরিকায় ইহা পদে পদে আছে, বাংলাদেশে ইহা লাখে ১টা আছে।

২৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:১৯

জ্যাকেল বলেছেন: আমেরিকা স্বার্থের জন্য সব করতে পারে। এমনকি মুসলমানের অভিনয় করতে দ্বিধা করে না। এদের কাছ থেকে রাস্ট্রিয় বেপারে আপনে ভাল কিছু আশা করত পারেন না।

২১ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫০

চাঁদগাজী বলেছেন:



এরা যদি খারাপ হতো, এদেশ ভালো করতে পারতো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.