নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

জ্বীনের বাদশাহ (পুনরায় প্রকাশ )

২০ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫৯



এই পোষ্টটি আমাদেরে এলাকার পিতামাতাহীন এক ছেলের জীবন সংগ্রামের সামান্য অংশ:

আমি ষষ্ট শ্রেণীতে পড়ার সময়, ধানের মওসুমে, মাদ্রাসার জন্য চাঁদা তুলতে আসা মাদ্রাসার এক দরিদ্র ছাত্রের সাথে আমার পরিচয় হয়েছিলো, নাম ছিলো আবদুল করিম; মনে হচ্ছে, স্কুলে পড়ার আগ্রহ ছিলো তাঁর; কিন্তু বাবা না থাকায় খরচ চালানোর উপায় ছিলো না। তিনি মাদ্রাসাও শেষ করতে পারেননি, মাদ্রাসা ছেড়ে, দিনমুজুরী করে সংসার চালাতেন; তাঁর বড় বোনের বিয়ে হওয়ার পর, তার মায়ের মৃত্যু হয় কম বয়সে। বড় বোন ব্যতিত তাঁর আর ভাইবোন ছিলো না; মনে হয়, দারিদ্রতা তাঁকে হতাশ করে তুলেছিলো, ১৫/১৬ বছর বয়সে তিনি নিরুদ্দেশ হয়ে যান; এবং ১১ বছর পর তিনি বাড়ীতে ফিরে আসেন।

যখন বাড়ীতে ফিরে এসেছিলেন, তাঁর হাতে টাকা পয়সা ছিলো, তিনি বাড়ীতে নিজের ঘর করেছিলেন ও বাড়ীর সামনে একখানা মসজিদ করেছিলেন; তিনি মানুষের সাথে তেমন আলাপ আলোচনা করতেন না; নিজের মসজিদে ইমামতী করতেন, গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন, হাতে থাকতো একখানা বড় লাঠি; তাঁর আয়ের ব্যাপারে কেহ কিছু জানতো না, মানুষ মনে করতো যে, তাঁর টাকার উৎস হলো জ্বীন; তাঁকে জ্বীনের বাদশাহ নাম দেয় গ্রামের লোকেরা।

আমার চাকুরী জীবনের প্রথমদিকে তাঁর সাথে কথা হয়, পরেও আমি দুর থেকে তাঁকে হেঁটে যেতে দেখেছি, কিন্তু আলাপ হয়নি। সম্প্রতি আমি উনার উপর একটি পোষ্ট দিয়েছিলাম; ব্লগার জুন উনার সম্পর্কে আরো জানতে চেয়েছিলেন; আমি উনার খবর নিয়েছি: ২ বছর আগে উনার মৃত্যু হয়েছে; ৩ জন ছেলে আছে, ছেলেগুলো পড়ালেখা করেছিলো, চলছে।

নিরুদ্দেশ থাকাকালীন সময়ে, আসলে তিনি চট্টগ্রামের ভাটিয়ারীতে এক নির্জন পাহাড়েই ছিলেন; তিনি কখনো হাটবাজারে যেতেন না বলেই কেহ তার খবর জানতো না। ভাটিয়ারীতে, শিল্পপতি একে খানের কিছু পাহাড় ছিলো, সেগুলো অনাবাদী পড়েছিলো; সেখানে স্হানীয় একজন লোক ২টি গাভী পালন করতো; সেই লোক করিমকে গাভীগুলোর দায়িত্বে নিয়োগ করে। গরুর ঘরের পাশেই একটি কুঁড়ে ঘরে করিম থাকতেন, মালিক বাজার সাজার করে দিতেন, করিম নিজে রান্নাবান্না করে খেতেন। এক সময় করিম ৮টি গাভীর দেখাশোনা করতেন। দীর্ঘদিন সেখানে থাকার সময়, নিজেই কুঁড়ে ঘরটাকে ভালো করে বাঁধেন ও অনেক ধরণের ফল গাছ লাগিয়েছিলেন পাহাড়ে।

পাহাড়ে করিমের ১১ বছর কাটার পর, একদিন একে খান সাহেব নিজের পাহাড়গুলো দেখতে এসে করিমকে ও গরুর খামার দেখতে পান; করিম তাঁকে খুব সন্মানের সাথে দুগ্ধ দিয়ে আপ্যায়ন করেন। একে খান করিমকে এককালীন ভালো পরিমাণ টাকা দেন ও উনার কারখানার শ্রমিক হিসেবে চাকুরী দেন। কিন্তু করিম বাড়ী গিয়ে মসজিদ করে ইমামতি করতে চান; একে খান বিনা কাজেই করিমকে প্রতিমাসে শ্রমিক হিসেবে বেতন দিতে বলেন উনার ম্যানেজারকে; ইহাই ছিলো করিমের আয়ের পথ। করিম নিজের কোন ব্যাপারে মানুষের সাথে আলাপ করতো না, মানুষ মনে করতো যে, জ্বীন করিমকে টাকা দিয়ে যায়।






মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৩

কামাল১৮ বলেছেন: বড়লোকরা এমন অনেক খামখেয়ালী কাজ করেন যার কোন লজিক নাই।

২০ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:



একে খান মোটামুটি ভালো লোক ছিলেন।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১০

শেরজা তপন বলেছেন: একে খানের ছেলে, একে খান টেলি কমিউনিকেশনের মালিক যিনি তার সাথে আমার পরিচয় ছিল।
ভাল মানুষ- অরিজিন বাঙ্গালী না হলেও দেশকে বেশ ভালবাসে বলে মনে তার কথায় ও কাজে মনে হয়েছে। চাঁটগা'র প্রতি ভীষন টান

২০ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

চাঁদগাজী বলেছেন:



উনার ছেলেরা উনার তো ভালো করতে পারেনি; পাকিস্তানী সময়ে, আইয়ুব খান বিনা কারণে উনার ব্যবসাকে ধ্বংস করতে চেয়েছিলো, উনি কষ্টে টিকে ছিলেন।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৪৪

সচেতনহ্যাপী বলেছেন: এমন দুই/চার জনের জন্য আমরা পুরো বন্ধ্য হয়ে যাই নি।।

২০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:


আপনি কোথায়?

মন্তব্য বুঝতে পারিনি।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:১০

শূন্য সারমর্ম বলেছেন:

মানুষরুপী ভালো জীন এ.কে খানকে চিনে নাই বিধায় ; গ্রামবাসী অদৃশ্য জগৎ জীন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে।

করিমের এখন কি খবর? ম

২০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:


শিক্ষিত সমাজের দিকে তাকিয়ে দেখুন, এরা মানুষের জন্য কিছু করছে, নাকি মানুষের সবকিছু লুট করার কাজে ন্যস্ত?

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমিও এখন লেখা পুনঃপ্রকাশ করি।
আর নতুন কিছু লিখতে উৎসাহ পাইনা।

২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০৩

চাঁদগাজী বলেছেন:



লিখার ইচ্ছা কমে আসছে?

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪২

রাজীব নুর বলেছেন: আমেরিকার বর্তমান করোনা পরিস্থিতি কি রকম?

২০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৪

চাঁদগাজী বলেছেন:



ভয়ংকর: গতকাল ১ লাখ ৬৫০০০ আক্রান্ত, ২১০০ মৃত।

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখাটা খুব একটা আকর্ষণীয় লাগলো না।

২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০১

চাঁদগাজী বলেছেন:



লেখা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:০১

শূন্য সারমর্ম বলেছেন:

:শিক্ষিত সমাজের দিকে তাকিয়ে দেখুন, এরা মানুষের জন্য কিছু করছে, নাকি মানুষের সবকিছু লুট করার কাজে ন্যস্ত?


শিক্ষিত কোনো সমাজ নেই।
দেশের ১০ কোটিকে করিমের মত জীবনযাপন করতে দেয়া দরকার,টাকা দিবে খানদের মত লোকেরা।

২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:১৯

চাঁদগাজী বলেছেন:



দেশে কয়েককোটী করিম আছে, কিন্তু নতুন কোন একে খান নেই

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৩:৫১

নেওয়াজ আলি বলেছেন: আপনার এইসব লেখা বই আকারে থাকা দরকার। দেশে আসলে করিমের পরিবারের খোজ নিয়ে বর্তমান অবস্থা লিখবেন

২১ শে সেপ্টেম্বর, ২০২১ ভোর ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


ভাবছি, ব্লগিং'এ সময় কম দিয়ে ১টি বইলিখবো।

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫৯

জ্যাকেল বলেছেন: লোকেরা এত বোকা হয় কেন?

২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০৫

চাঁদগাজী বলেছেন:



জাপানী, বা জার্মানদের সাথে তুলনা করলে, আমাদের পুরোজাতিই অনেকটা বোকা

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:২৮

জুল ভার্ন বলেছেন: এক কে খান পরিবারের কিছু ঘটনা শেয়ার করার জন্য ধন্যবাদ।

২১ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩৫

চাঁদগাজী বলেছেন:



পাকিস্তানী আমলে, বাংগালীদের মাঝে ধনী ছিলো না বললেই চলে; একে খান বাংগালীদের অনেকভাবে সাহায্য করতেন।

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:২৯

জুন বলেছেন: জীনের বাদশাহর পরিনতি সম্পর্কে জানা হলো চাদগাজী। আমার আব্বার মুখে শুনেছিলাম সমাজে এ কে খানের বিভিন্ন অবদানের কথা। আপনি যে আমার কথা মনে রেখেছেন তার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।
+

২১ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:



কোটী কোটী মানুষ সুখের মুখ দেখছে না এই বাংলায়।

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এর আগেবারও আমি জীবন থেকে নেয়া এই গল্পটি পড়েছি তবে এবার জীনের বাদশাহর কাহিনী জানলাম।

২১ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:



গরীব মানুষদের সাহায্য করার জন্য কেহ নেই আজকাল।

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো সত্য ঘটনা পড়ে

২১ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:



বাংলার মানুষের জীবনটা কঠিন থেকে কঠিনতর হচ্ছে।

১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৪৯

জুন বলেছেন: আমাদের দেশের গ্রামাঞ্চলে গরীব অসহায় নারী পুরুষ নির্বিশেষে এত অসহায় যে তারা সহজেই বিভ্রান্ত হয় কিছু কিছু খারাপ মানুষের মাধ্যমে। শিক্ষার অভাব তাদের ভালো মন্দ বোঝার অনুভূতিকেও নষ্ট করে দেয়। সমাজপতিরাও ধুর্ত শেয়ালদের পক্ষই নেয়। আমি কিছুদিন এনজিওতে চাকরি করেছিলাম। উভয় পক্ষের আচরণই আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় নি। এনজিওর কর্মকর্তারা মাঠ পর্যায়ের কর্মীদের গ্রামের গরীব অসহায় মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ঋন দিতে বলতো। এই ঋন দিতে না পারলে তাদের চাকরি থাকতো না। পোল্ট্রি প্রোগ্রামে এনজিওর সদস্য গরীবদেরকে ডিম নিতে বলতো যাতে তারা মুরগী উতপাদন করে। কিন্ত গ্রামের গরীব সদস্যরা টাকা দিয়ে ডিম নিতে চাইতো না। অসহায় মাঠকর্মীরা নিজেদের নুন্যতম বেতনের টাকা দিয়ে সেই ডিম নিজেরা কিনে খেতো। ফেরত গেলে তাদের চাকরি থাকবে না। কি যে এক অসহায় অবস্থা। মনে হয় একটা চক্র। আমি এই জিনিসগুলো খুব কাছ থেকে দেখেছি। গ্রামের দরিদ্র মানুষের চেয়েও মায়া লাগে এনজিওতে মাঠ পর্যায়ে চাকরি করা নিম্নবিত্ত পরিবাতের অসহায় ছেলেমেয়েদের জন্য যারা প্রত্যেকে মাস্টার্স পাশ।

২১ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:


সরকার ও প্রশাসন মানুষকে না পড়ায়ে ভালো আছে, দাস হিসেবে বিক্রয় করছে, আর দর্জি বানাচ্ছে; ইহাতে আমাদের শিক্ষিতরাই যুক্ত।

১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩২

খায়রুল আহসান বলেছেন: রি-পোস্ট কেন? আপনি এ পর্যন্ত প্রায় দু'হাজার পোস্ট লিখেছেন। আপনার তো লেখার বিষয়ের অভাব হবার কথা নয়।
জীবনের এ পর্যায়ে এসে কোন কিছুর জন্য রিগ্রেটস ফীল করেন? আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্য কী?
"ভাবছি, ব্লগিং'এ সময় কম দিয়ে ১টি বইলিখবো" (৯ নং প্রতিমন্তব্য) - চমৎকার, তাই করুন। কী বিষয়ে লিখবেন?

২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪২

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, ভাবছি তরুণদের নিয়ে লিখবো, যাতে তারা পড়ালেখা করে, রাজনীতি, অর্থনীতি ও টেকনোলোজী শিখে, ৮ ঘন্টা কাজ করতে শিখে, সময় পেলে যেন খেলাধুলা করে।

১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫৭

রানার ব্লগ বলেছেন: যাক শেষ পর্যন্ত জ্বিন রহস্য ফাস হলো। B-)

২২ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:১৯

চাঁদগাজী বলেছেন:



জিন, ভুত, পেত্নীরা বাংগালীদের মাথায় বাস করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.