![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আমি দীর্ঘদিন থেকে এক গায়েনীজ মহিলার দোকান থেকে ফলমুল, শাকসবজী কিনি; মহিলা ক্যাশে থাকেন; বিকেলে ভীড় হলে, উনার স্বামী আরেকটা ক্যাশ খোলেন। সেদিন বিকেলে দোকানে গিয়ে দেখি তাদের কলেজে-পড়া মেয়েটি বাবার ক্যাশে কাজ করছে; আমি এটা সেটা কিনে মায়ের লাইনে দাঁড়ালাম; এই লাইনে লোকজন বেশী, তিনি ইশারায় মেয়ের লাইনে যেতে বললেন; মেয়েকে লক্ষ্য করে বললেন,
-ইনি আমাদের বন্ধু মানুষ, আমাদের অনেকদিনের কাষ্টমার।
-ওমা, তোমাদের পাকিস্তানী বন্ধুও আছে? এরা তো জাল নোট দেয়!
-চুপ কর, বেকুব মেয়ে! প্রথমত: উনি পাকিস্তানী নন, বাংলাদেশী; উনি আমাদের পারিবারিক বন্ধু।
-ঠিক আছে, ঠিক আছে; পারিবারিক বন্ধু তো আমারও বন্ধূ।
ক্যাশ মেশিনে মুল্য চাপতে গিয়ে মেয়ে বারবার ভুল করছে, মাকে সবকিছুর দাম জিজ্ঞাসা করছে; আমি বিপদেই পড়লাম মনে হয়, দাম কম রাখলে তো অসুবিধা নেই, বেশী নিলে আমার মনটা খারাপ হবে শেষে। আমি নীচু গলায় বললাম,
-মেমোরি কম নাকি, কোন কিছুর মুল্য মনে থাকে না?
-মেমোরি আছে, মেমোরি আছে, এখন বড় হয়ে গেছি, মেমোরিও অনেক বড় হয়ে গেছে! তবে, ওখানে শাক লতাপাতার মুল্য লেখা নেই, আছে ফুল, ফল, মৌমাছি, মেঘ, বৃষ্টি, ঝড়ের কবিতা!
-আমিও কবিতা ভালোবাসি!
-তাই নাকি? তা'হলে আমাদের রাস্তা একদিন হয়তো কোথায়ও পরস্পরকে কাটবে।
আমি চুপ, বেশী কথা বলতে চাইলাম না; শেষে মা কি মনে করে। বাসায় এসে দেখি, স্পারাগাস এক প্যাকের স্হানে ২ প্যাকের মুল্য নিয়েছে; মেজাজটা খারাপ হয়ে গেলো! তার সৌন্দয্য তার, টাকা নষ্ট হয়েছে আমার। ঠিক আছে, তা'কে একটু ধরতে হয়; ঘরে ১০ ডলারের ২টি জাল নোট অনেকদিন থেকে পড়েছিলো। ৩/৪ দিন পরে বিকেলে দোকানে গেলাম, ২১ ডলারের মত বাজার করলাম; টাকা দেয়ার সময়, ২ ডলারের একটা নোট দিলাম উপরে, তারপরে ১ ডলারের অনেকগুলো নোট, প্রায় শেষের দিকে ১০ ডলারের জাল নোট! সে ২ ডলারের নোট পেয়ে এমনভাবে উত্তেজিত হয়ে উঠলো যে, বাকী নোটগুলো তেমন দেখেনি। ২ ডলারের নোটটা নিজের পকেটে রেখে দিলো; আমাকে বারবার ধন্যবাদ দিলো।
সপ্তাহ'খানেক পর, কাজের দিনে দোকানে গেলাম, লোকজন নেই, মা বাইরে বসে বাতাস খাচ্ছে, মেয়ে ক্যাশে। মেয়ের মা বললো,
-ফ্লোরিডার ছোট কমলা এসেছে, এই সিজনে আজকে প্রথমবার, খেয়ে দেখবেন।
আমি এটা সেটা কেনার পর, ১ কমলা খেয়ে দেখলাম, বেশ ভালো; আমি আরো ২/১টা খেলাম; দেখি মেয়ে তাকিয়ে আছে! মেয়ে তাকিয়ে থাকায় আমি আরো ২টি খেলাম। শেষে ৩/৪ পাউন্ড কমলা নিলাম। ক্যাশে আসার পর মেয়ে আমাকে বলে,
-তোমার ওজম কত?
-১৮০ পাউন্ড।
-বরাবর?
-বরাবর অবধি জানার কি দরকার?
-এখন আমি তোমাকে পাল্লায় তুলে মাপবো, তার থেকে ১৮০ পাউন্ড বাদ দিলে বুঝতে পারবো কি পরিমাণ কমলা তুমি খেয়েছো!
-মাপার এই পুরানো পদ্ধতিই তুমি শুধু জান? মেয়েরা বিনা পাল্লায়ও মানুষের ওজন মাপতে পারে!
-তুমি বলছ, মেয়েরা বিনা পাল্লায়ও মানুষের ওজন মাপতে পারে?
-হ্যাঁ, পারে!
-পারিবারিক বন্ধু, তুমি খুবই আকর্ষনীয় কথা বলেছ; আমার খুব ভালো লেগেছে! আমি আমার মাকে এটা শোনাতে চাই; তুমি কি বল!
-না, মাকে বলার দরকার নেই!
-আমার মনে হয়, বলাই ঠিক হবে!
-না, না বলাই ঠিক হবে!
-আমার মনে হয়, তুমি ছোটখাট একটা ধরা খেয়েছ!
সে হাসছে, আমাকে কৌশলে ধরেছে, এমন একটা ভাব। পয়সা দিয়ে বের হওয়ার আগে তার হাতে ১০ ডলারের একটা নোট দিলেম।
-এটা কিসের জন্য?
-গতদিন তোমাকে জাল ডলার দিয়েছিলাম, টের পাওনি?
-ঐ কাজ তুমি করেছিলা? আমাকে অনেক বকুনী খাওয়ায়েছো তুমি! এটাকে বলে পারিবারিক বন্ধু?
২২ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫০
চাঁদগাজী বলেছেন:
হিউমার না থাকলে জীবটা কঠিন হয়ে যায়
২| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৩
শেরজা তপন বলেছেন: ধরা আপনি খেয়েছেন- এর পরের টুকুর খবর নিতে হবে
২২ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৯
চাঁদগাজী বলেছেন:
মেয়ে ব্ল্যাকমেইলিং'এর ভয় দেখায়েছিলো।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩২
কামাল১৮ বলেছেন: একদিন ঠিকই ফেসে যাবেন।ওজন জানার কথা মাকে বলে দেবে তখন মা ওজন মাপতে চাইবে।
২২ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:২২
চাঁদগাজী বলেছেন:
আমেরিকানদের সাথে হিউমার চলে।
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০১
মরুভূমির জলদস্যু বলেছেন: শেষ মেশতো আপনারই লস হলো!! অবশ্য যে আনন্দ পেয়েছেন তাতে এক প্যাকেট এসপ্যারাগাসের মূল্য নস্যি।
২২ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৯
চাঁদগাজী বলেছেন:
পরে ১ দিন স্পারাগাসও বুঝে নিয়েছি।
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল জীবনের গল্প।
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:১৩
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে বাজার করা কঠিন কাজ।
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৫
ত্রিশিলা বলেছেন: এটা ধারাবাহিক হলে শান্তি লাগতো।
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:১৪
চাঁদগাজী বলেছেন:
সম্প্রতি ওরা দোকানটা কতগুলো খারাপ তুর্কিদের কাছে বিক্রয় করে দিয়েছে।
৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:২৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বাংলাদেশে বাজার করা কঠিন কাজ।
প্রচুর টাকা থাকলে কঠিন নয়। গতকাল সন্ধ্যায় দৈনিক বাংলা মোড়ে দেখলাম- একলোক অফিসে শেষে ১৭৫০ টাকা দিয়ে একটা দেড় কেজি ওজনের ইলিশ কিনে নিলো। আরেকজনকে দেখলাম, সে-ও অফিস শেষ করে তেলাপিয়া কিনলো ২৮০ টাকা দিয়ে এক কেজি।
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ২:৫৮
চাঁদগাজী বলেছেন:
ইলিশ ধরা ও বাজার অবধি আনতে কেজি প্রতি কত খরচ, সেটা সরকার বের করে মানুষকে জানালে ভালো হতো।
৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:৫৭
জুন বলেছেন: এতো সেই নাসিরুদ্দিন হোজ্জার গল্প এটা যদি বিড়াল হয় তো মাংস কই? আর এটা যদি মাংস হয়তো বিড়াল কই
আপনাকেও একদিন এই ভাবে দাড়িপাল্লায় তুলবে দেখবেন
লেখায় ভালো লাগা রইলো অনেক চাদগাজী।
+
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:০২
চাঁদগাজী বলেছেন:
আমেরিকার মেয়েরা হিউমার পছন্দ করে, নিজেরাও হিউমার করে।
৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪২
রানার ব্লগ বলেছেন: হিউমার জিনিসটা ভালো কিন্তু কার সাথে করছেন এটা জানা জরুরী।
ভাগ্যিস আপনি দেশে থাকেন না, বাঙ্গালী আর যাই বুঝুক হিউমার বোঝে না। দেশে হলে ইভ টিজিং এর মামলা খেতেন।
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:১৮
চাঁদগাজী বলেছেন:
আমি ব্লগে ১টি বাক্য শুনি, "মেয়েটার দিকে এমনভাবে তাকায়েছিলো, যেন গিলে খাচ্ছিলো"; ইহা বাংলাদেশের বাইরে আমি শুনিনি।
১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৩৯
হাবিব বলেছেন: আপনার লেখা পড়লে আপনাকে বুড়া মনে হয়না।
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৪
চাঁদগাজী বলেছেন:
৭০+ বাংগালীদের জন্য বেশী বয়ষ।
১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:২১
মোস্তফা সোহেল বলেছেন: পড়ে ভাল লাগল।
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৬
চাঁদগাজী বলেছেন:
আমি বেশী গম্ভীর লোকজনকে পছনদ করি না; বাংগালীরা গম্ভীর হয়ে থাকার চেষ্টা করে।
১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৪
হাবিব বলেছেন: আপনার এই লেখা তো আরেকদিন পোস্ট করেছিলেন, তাহলে পুন: পোস্ট বা রিপোস্ট কেন বললেন না?
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৫
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, আমি বুঝতে চাচ্ছিলাম, কেহ ইহা মনে রেখেছেন কিনা!
১৩| ০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ১০:০৭
খায়রুল আহসান বলেছেন: হাল্কা রসের এ গল্পটা ভালো লেগেছে। ভাবগম্ভীর সব আলোচনা শুনতে শুনতে, পড়তে পড়তে যখন হাঁপিয়ে উঠি, তখন এ ধরনের 'জীবন থেকে নেয়া' গল্প বেশ স্বস্তি ও আনন্দ এনে দেয়।
"Humor is the shock absorber of life; it helps us take the blows"!
০৫ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৩৫
চাঁদগাজী বলেছেন:
অনেক ধন্যবাদ।
আমেরিকানরা পরিচিত সাথে হিউমার করে।
১৪| ০৬ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:০২
মিরোরডডল বলেছেন:
প্যাঁচা প্রোফাইলের ম্যাক্সিমাম লেখাই আগে পোষ্ট হয়েছে ।
এটাও হয়তো হয়েছিলো কিন্তু আমি আজই প্রথম পড়লাম ।
সুপার ডুপার ফান । Loved this one
০৬ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:১৭
চাঁদগাজী বলেছেন:
সম্প্রতি কিছু টাইপ করছি না, খারাপ সময় যাচ্ছে।
১৫| ১২ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৩৭
মিরোরডডল বলেছেন:
কি হয়েছে, খারাপ সময় যাচ্ছে কেনো ।
১২ ই অক্টোবর, ২০২১ রাত ১১:১১
চাঁদগাজী বলেছেন:
কিছু প্রতিষ্টিত ব্লগার কিছু অদক্ষ ব্লগারকে আমার পেছনে লেলিয়ে দিয়েছিলেন।
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৬
জ্যাকেল বলেছেন: আপনার হিউমারের ধারে কোন সমস্যা হয়নাই দেখা যায়।