নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

জার্মান নির্বাচন: মার্কলের দল জয়ী হয়নি।

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১০



গতকাল (৯/২৬/২১ ) জার্মানীর ফেডারেল সরকারের পার্লামেন্ট, 'বুন্ডেসটাগ'এর নির্বাচন হয়ে গেছে; ইহাতে বর্তমান চ্যান্সেলর মার্কেলের দল ২য় স্হান পেয়েছে। বুন্ডেসটাগ'এর সদস্য সংখ্যা ৫৯৮ জন; কিন্তু এবারের নির্বাচনের ফলাফলের প্যাটার্ণের ফলে, ইহা বেড়ে ৭৩৫ জন হয়ে গেছে, আরো কয়েকটা বাড়বে কিনা কে জানে; ইহা একটি সুন্দর নির্বাচন পদ্ধতি, যাতে এমপি'দের সংখ্যা বেড়ে যেতে পারে; ইহা কারো জানা থাকলে মন্তব্যে বলবেন।

মার্কলের দল সিডিইউ/সিএসউ ( খৃশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন/খৃশ্চিয়ান সোস্যাল ইউনিয়ন ) পেয়েছে ১৯৬ সীট; এদের থেকে বেশী পেয়েছে সোস্যাল ডেমোক্রেটিক দল, তারা পেয়েছে ২০৬ সীট। সরকার গঠন করতে কতো সীটের দরকার উহা আমি ঠিক জানি না ( হতে পারে, ৩৬৯ সীট)।

মার্কেলের দল জয়ী না হওয়ায় পুরো ইউরোপ চিন্তিত; এ'ছাড়া আফ্রিকা, আরব ও এশিয়ার রিফিউজীরা বেশ হতাশ। মার্কেলের দল জয়ী হলেও, মার্কেল আর চ্যান্সেলর পদে না যাবার কথা। এবার সরকার গঠন অবধি তিনি থাকবেন। এবার সরকার গঠন করতে সময় লাগতে পারে; এমন কি মার্কেলের দলও হয়তো সরকার গঠন করতে পারে। তবে, মানুষ সেটা চাচ্ছে না, মানুষ বলছে যে, মার্কেল অপ্রয়োজনীয় রিফিউজী নিয়ে এসেছে ও অকারণে গ্রীস, স্পেন, পর্তুগাল, পোল্যান্ড ও পুর্ব ইউরোপকে বেশী সাহায্য করেছেন, তার দলকে বাহিরে রাখার দরকার।

জার্মানরা পার্লামেন্ট ভোটে ২ ধরণের ভোট দেয়: (১) ২৯৯ জন এমপি নির্বাচনের জন্য ভোট দেয় (২) আবার কোন দলকে পছন্দ করে, সেটার উপর আলাদা ভোট দেয়। ২য় ভোটের শতকরা হার ধরে, দলগুলো মিলে আরো ২৯৯ জন এমপি 'নিযুক্ত' করে; এর ফলে, পার্লামেন্টে ৫৯৮ এমপি নির্বাচিত হয়। কিন্তু ১ম ভোট ও ২য় ভোট'এর কারণে পার্লামেন্ট এমপি'র সংখ্যা ৫৯৮ জন থেকে বেড়ে যায়।

৭৩৫ সীট:

এসপিডি ( SPD, Olaf Scholz ) ২০৬ সীট ও শতকরা হার: ২৫.৭
সিডিইউ/সিএসউ ( CDU/CSU, Armin Laschet ) ১৯৬ সীট ও শতকরা ২৪.১
গ্রীন (GRÜNE, Annalena Baerbock ) ১১৮ সীট, ও শতকরা ১৪.৮
এফডিপি (FDP, Christian Lindner ) 92 সীট ও ও শতকরা ১১.৫
এএফডি (AfD, Alice Weidel, Tino Chrupalla ) ৮৩ সীট ও শতকরা ১০.৩

বাকীরা পেয়েছে ৪০ সীট।


মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৪

রানার ব্লগ বলেছেন: ধারনা কম তাই ভালো বা মন্দ মন্তব্য থেকে বিরত থাকা জরুরী মনে করলাম

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৭

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা রাজনীতি কেন পছন্দ করে না?

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৪

শাহ আজিজ বলেছেন: যেই বা যারাই আসুক তারা যেন গেল এক দশকের মেরকেলের মত অর্থনীতিতে উজ্জ্বল ভাব বজায় রাখে । রিফিউজির চাপে কিছু সমস্যা হয়েছে তবে পাকিস্তানের মত হয়নি । জার্মানি সুস্থ রাজনীতির ধারা বজায় রাখুক ।

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:



একটু কম মানবিক হতে চাচ্ছে জার্মানরা

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

peayas বলেছেন: see this link to watch the video.
চুরির কৌসল দেখলো বিশ্বাস করতে পারবেন না নিজের চোখ কে.

https://www.youtube.com/watch?v=L-QQ3lhAV3o&t=5s

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:



অপ্রয়োজনীয় কমেন্ট।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:১২

সোহানী বলেছেন: মার্কল টিকে ছিল নিজের ক্যারিশমায়, দলের নয়। তাই তার উত্তরসূরী জিতেনি। কালই আমার ভাই এর সাথে এ নিয়ে কথা হচ্ছিল সে সেখানেই থাকে। ভোট দেবার আগ মূহুর্তেও কনফিউজড ছিল কাকে ভোট দিবে। কারন মার্কল এর উত্তরসূরী সিলেকশানকে তেমন কেউ পছন্দ করেনি।

তবে যে যাই বলুক রিফিউজি এ্যাক্সেপ্ট সে অনেক হিসেব নিকেশ করে করেছে। কারন এ মূহুর্তে তার সস্তা লেবার দরকার ও চীন বা থার্ড ওয়াল্ডের উপর নির্ভশীলতা কমাতে হবে। এবং সে অবশ্যই সাক্সেস। প্রথম কিছুদিন হাউ হয়েছে যা স্বাভাবিক কিন্তু ঠিকই সামলে নিয়েছে। কারন সে সৎ, তার চারপাশে সব সৎ। আর সবচেয়ে বড়কথা কঠিন দেশপ্রেম তাদের মাঝে যা আমি আর কোথাও এতোটা দেখিনি।

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২০

চাঁদগাজী বলেছেন:


উনি ১ মিলিয়ন সিরিয়ান ও অনেক আফ্রিকান নিয়েছেন, এরা কাজ করে না।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩০

কামাল১৮ বলেছেন: গনতন্ত্রের এই এক সুবিধা।দেশের মানুষের প্রয়োজন অনুযায়ী সাজানো যায়।

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২১

চাঁদগাজী বলেছেন:


ইউরোপে নবী আসেনি, রক্ষা।

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ইউরোপে নবী আসেনি, রক্ষা।

নবী রাসূলগন এবং কোরআন, হাদীস সারা বিশ্বের সকলের জন্য। সব সময়ের জন্য। পৃথিবীতে কত কিছু ধ্বংস হয়ে গেছে অথচ নবী রাসূলের বানী বা কোরআন শরীফ কেয়ামত পর্যন্ত টিকে যাবে।

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৮

চাঁদগাজী বলেছেন:



কেয়ামত মানব জাতি দেখবে না।

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৬

নেওয়াজ আলি বলেছেন: আমাদের দেশ হতে ওদের শিক্ষা নেওয়া দরকার । কিভাবে জিতে আসতে হয়

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ২:১৩

চাঁদগাজী বলেছেন:



আমাদের দেশের কারো মাথায় রাজনীতি ঢুকে না।

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:২৯

শূন্য সারমর্ম বলেছেন:

জার্মানী মানেই মার্কেল;মার্কেলের হাত থেকে জার্মান ফসকে যায়।জার্মানরা ভিন্ন কিছু ভাবছে।

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ২:১৪

চাঁদগাজী বলেছেন:



ওরা যখন ভিন্ন কিছু ভাবে, তখন ইউরোপ বিপদে পড়ে।

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪৮

জুল ভার্ন বলেছেন: মার্কলের দল হেরে যাবে-ভাবতেই পারিনি!

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:১৭

চাঁদগাজী বলেছেন:


গত ৬ মাস থেকে বুঝা াচ্ছিলো যে, মার্কেলের দল সমস্যায় আছে: জার্মানরা মার্কলের দানশীলতা পছন্দ করছে না।

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:২৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: এক দলে অনেক দিন হওয়াতে হয়ত ভোটারের অরুচি হয়েছে।

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২০

চাঁদগাজী বলেছেন:



আপনি মার্কলের সময়টার উপর তেমন খেয়াল রাখেননি বলে মনে হচ্ছে; মার্কের বেলায় সময়টা লম্বা হওয়ার দরকার ছিলো; কারণ, সময়ের সাথে জার্মানরা ভালো করছিলো।

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০০

জুন বলেছেন: মার্কেলের হারাটা আমার কাছে খুবই আশ্চর্য লেগেছে। এমন একজন নেত্রী খুব কমই আসে দুনিয়ায়। জার্মানরা কি ভালো থাকতে থাকতে বোর হয়ে গেলো নাকি!!

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২৩

চাঁদগাজী বলেছেন:


জার্মানরা দেশে এত বেশী ইমিগ্র‌েন্ট চাচ্ছে না, এবং যেসব ইউরোপিয়ান জাতি অকারণে জার্মান সাহায্যের জন্য বসে থাকে, তাদেরকে পছদ করছে না।

১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫০

গফুর মিয়া১৯১ বলেছেন: মার্কেলের মতো জনপ্রিয়তা অর্জন করা তাঁর জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কারণ ১৬ বছরের নেতৃত্বে জার্মানির অর্থনৈতিক অবয়ব অনেকটাই বদলে দিয়েছেন মার্কেল।

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:



মার্কেল শুধু জার্মানী নয়, ইউরোপকেও সামনে এগিয়ে দিয়েছেন।

১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:২২

বিটপি বলেছেন: Grüne শব্দটি লিখতে কীবোর্ডের কোন কী প্রেস করতে হয়?

জার্মানি নিয়ে আমাদের মাথাব্যাথা নেই। রিফিউজি আশ্রয় দেবার জন্য জার্মানী কোন বাহবা পাবার যোগ্য না। রিফিউজি আশ্রয় দেবার মাধ্যমে অত্যাচারী শাসকদের অন্যায় মেনে নেয়া এবং একই সাথে দেশের ক্ষতি করার মত ব্যাপার হল।

আমি বাংলাদেশের ক্ষমতায় থাকলে রোহিঙ্গাদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়ে আবার মায়ানমারে পুশব্যাক করতাম। জাতিসংঘের টাকায় বসিয়ে বসিয়ে খাওয়ানোর মত বোকামি করতাম না।

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:



Grüne টি কিভাবে লিখতে হয়, তা আমি জানি না, নিশ্চয় জার্মান কি-বোর্ড ব্যবহার করতে হবে, মনে হয়; আমি কপি করেছি।

জামাত, জামাতের মতিউর রহমান নিজামী ও করাচীর কিছু জংগী টাকা পয়সা দিয়ে কিছু রোহিংগাকে ট্রেনিং দিয়ে বার্মায় প্রবেশ করায়ে দেয়ার ফলে, আমরা ১৩ লাখ রিফিউজী পেয়েছি।

আপনি যদি রোহিংগাদের ট্রেনিং দিয়ে বার্মায় পা ঠাতে চান, জামাত ও হেফাজতের সাথে কথা বলুন। বার্মার ভেতরে আরো ২ লাখ রোহিংগা আছে; আপনার সাহায্যের পর, ওরাও বাংলাদেশে আসবে।

[native code]
}

১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ভালোইতো আছেন !!
কারো সাথে আর বিবাদ করন না নাকি !

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ ভোর ৪:০৩

চাঁদগাজী বলেছেন:



বাদ, বিবাদ তো করতে চাই; কিন্তু লোকজন দেয়াল ধাক্কায়ে ক্লান্ত হয়ে গেছে।

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০১

বিটপি বলেছেন: আপনার কথার সাথে আমি স্পষ্ট দ্বিমত পোষণ করছি। আপনি বরাবরই রোহিঙ্গা সমস্যার জন্য রোহঙ্গাদেরকেই দায়ী করে চলেছেন। বার্মা সামরিক জান্তা হল ধোয়া তুলসি পাতা। তাই জামাত হেফাজতের কাছে ট্রেনিং পাওয়া রোহিঙ্গারা কোথাও পাদু দিলেও তার জন্য সব রোহঙ্গাকে দেশছাড়া করতে হবে, তাই না?

আমার জানা মতে কোন রোহিঙ্গা যদি জামাত হেফাজতের কাছে সামরিক ট্রেনিং পেয়েও থাকে - তার কেউ মায়ানমারে ফিরে যায়নি। উৎপাত করা তো পরের কথা। আরাকান লিবারেশন আর্মির সাথে বাংলাদেশের কারো দূরতম কোন সম্পর্কও নেই। তার তাদের মত করেই চলছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪৩

চাঁদগাজী বলেছেন:



বার্মার আরেক নাম মগের মুল্লুক, আরাকন আরাকান লিবারেশন আর্মির রোহিংগাদের কপাল ভেংগেছে, আমাদের মাথার উপর আবর্জনা জড়ো করেছে।

১৬| ০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ৯:৩৮

খায়রুল আহসান বলেছেন: তার বিচক্ষণতা ও সরল, সৎ জীবন যাপনের জন্য চ্যান্সেলর মার্কেলকে আমি পছন্দ করি। তবে জার্মানীর নির্বাচন পদ্ধতি সম্পর্কে আমার তেমন কিছুই জানা ছিল না। আপনার পোস্ট পড়ে অনেক কিছু জানতে পারলাম।

"মার্কেল শুধু জার্মানী নয়, ইউরোপকেও সামনে এগিয়ে দিয়েছেন" - একমত।

০৫ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৩২

চাঁদগাজী বলেছেন:



তিনি ইউরোপের জন্য, সাথে সাথে এশিয়া ও আফ্রিকার গরীবদের জন্য খুঁটি ছিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.