নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

হাঁটার সময়

০৮ ই অক্টোবর, ২০২১ রাত ১২:২১



করোনা নিয়ে ভয় কমে এসেছে, নিউইয়র্কের লোকজন কাজ শুরু করে দিয়েছে, সকাল ৭'টার দিকে রাস্তায় অনেক লোকজন; আজ সকাল ৬'টার দিকে হাঁটতে বের হলাম; আধ মাইল পর একটা ৮ লেইনের পার্কওয়ে পড়ে, ক্রসিং'এর লাল-লাইট সবুজ হতে বেশ সময় নেয়। লাইটের সাথেই লাগানো একটি গাছ, উহার নীচে দাঁড়াতেই একটা ডবল শিশ শুনলাম; পেছনে একটা মেয়ে কুকুর নিয়ে আমার দিকে আসছে, আর কেহ নেই; মনে হয়, শিশটা উপরের দিক থেকে এসেছে; ভাবলাম, বড়মিয়া কি কিছু বলতে চাচ্ছে? দেখি, ঠিক মাথার উপরে, বেশ নীচু ডালে একটা প্যারোট জাতীয় পাখী, মাথা বাঁকা করে আমাকে দেখছে। কুকুর-ওয়ালী আমার পাশে এসে দাড়াতেই আবার ২ শিশ; মেয়ে অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে; তার চোখে একটু বিস্ময় ও অবজ্ঞা! আমি বুঝলাম সে ধরে নিয়েছে, এটা আমার কাজ! আমি বললাম,

-আমার উপর রাগ করিও না, ভালোবাসার লোক ডালে বসে আছে।
এবার তার চেহারায় একটু রাগ ফুটে উঠলো; আমার সৌভাগ্য, আমি আর কিছু বলার আগেই ২ শিশ, কুকুরটা উপরের দিকে তাকিয়ে ঘেউ করে উঠলো; আমি আংগুল দিয়ে ইশারা করে উপরের দিকে দেখালাম। সে দেখলো, অবাক হয়ে তাকিয়ে থাকলো কিছুক্ষণ; তারপর বললো,
-তোমার?
-না, আমার নয়; মনে হয় কারো পোষা ছিলো।
ইতিমধ্য লাইট সবুজ হয়ে লাল হয়ে গেছে; আবার সবুজ হতে আমি পাখী ও মেয়েকে হাত নেড়ে বাই বাই বলে নিজের পথে রওয়ানা হলাম; মেয়ে উপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে।


বিকেলে পার্কে হাঁটছি, এক যায়গায় ৩০/৩৫ জন বাংগালী জন্মদিন পালন করছেন, কয়েকটা টেবিলে বসে সবাই খাচ্ছেন; আমি দেখছি; অদুরে ৪/৫ বছরেের একটি মেয়ে বির্মষ হয়ে দাঁড়িয়ে আমাকে দেখছে; আমি হাত নেড়ে দিলাম; সে কাছে এসে ইংরেজীতে বললো,
-আংকেল, আমার বল হারিয়ে গেছে, তুমি খুঁজে দিতে পারবে?
-অবশ্যই পারবো, কোথায় হারায়েছ?
-আমি জানি না।

একজন মহিলা খাবারের প্লেট হাতে এসে আমাকে বললেন,
-আপনি চিন্তিত হবেন না, বাসায় ওর অনেক বল আছে!
-সে বল কোথায় হারায়েছে?
-সে তার বাবার সাথে প্লে-গ্রাউন্ডে গিয়েছিলো, ওখানে ফেলে এসেছিল; কোন বাচ্চা নিয়ে গেছে; আমরা গিয়েছিলাম, পাইনি; আপনি চিন্তিত হবে না, সে ভুলে যাবে।
-কি ধরণের বল?
-গ্রীন কালারের, রাবারের বাউন্সিং বল।

অন্য বাচ্চারা বল পেলে নেবে না; বল ওখানেই আছে। আমি প্লে-গ্রাউন্ডে গেলাম; কাজের দিন, বিকেলবেলা, সামান্য কয়টা বাচ্চা খেলছে। পুরো প্লে-গ্রাউন্টা পুর্বদিকে ঢালু; পুর্বপাশে ছোট ছোট ফুল গাছ ও অনেক ঘাস। আমি উহার মাঝে খুঁজতে লাগলাম; ৩/৪ টা টেনিস বল পড়ে আছে, অনেক আগের থেকেই আছে, ময়লা হয়ে গেছে। ঠিক মাঝামাজি যায়গায় গ্রীন বলটা পেলাম, ঘাসের রং'এর সাথে মিশে আছে। আমি ফিরে এলাম, বাচ্চাটা আগের যায়গায়ই ছিলো, আমি তাকে বলটা দেখালাম; সে খুশীতে দৌড়ে এলো। বাচ্চার মা এলেন,
-আপনি কোথায় পেলেন?
-ঘাসের মাঝেই ছিলো।
-আমরা মনে করেছিাম, অন্য কোন বাচ্চা নিয়ে গেছে।





মন্তব্য ৪১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০২১ রাত ১২:২৮

রাজীব নুর বলেছেন: দুটা ঘটনা লিখেছেন।
অতি সাধারণ ঘটনা।

সিনেমাতে দেখেছি বেশির ভাগ আমেরিকান হাঁটতে বের হলে কুকুর সাথে নেয়। কেন নেয় কে জানে!
বলটা খুঁজে পেয়েছেন। এবং তা ফিরিয়ে দিয়েছেন বাচ্চাটাকে। এটা ভালো করেছেন। পার্কে যে জন্মদিন হচ্ছিলো। তাদের আপনি চিনতেন?

০৮ ই অক্টোবর, ২০২১ রাত ১:২৪

চাঁদগাজী বলেছেন:




যাদের জন্মদিন ছিলো, তাদের চিনতাম না। কুকুরকে বাইরে নিতে হয় প্রধানত: টয়লেট সারার জন্য।

২| ০৮ ই অক্টোবর, ২০২১ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন: পৃথিবীতে যত দেশ আছে, তার মধ্যে যে সমস্ত বাঙ্গালীরা আমেরিকা ভ্রমনে গেছে তাঁরা ফিরে এসে প্রত্যেকে 'আমেরিকা' নিয়ে বই লিখেছে। এরকম বই আমার কাছে প্রায় ৬০ টা আছে। কলকাতার শীর্ষেন্দু থেকে আমাদের হুমায়ূন আহমেদ পর্যন্ত লিখেছেন। অনেক সরকারী চাকরীজীবি ও সাধারণ মানূষও আমেরিকা নিয়ে বই লিখেছেন। আমি চাই আপনিও লিখুন। এবং আমি নিশ্চিত আপনার লেখা সবার চেয়ে আলাদা হবে।

০৮ ই অক্টোবর, ২০২১ রাত ১:২৫

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা সম্পর্কে আমার লেখা উচিত।

৩০ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:



ভাষা, সংস্কৃতি না জানলে কোন জাতির উপর লেখা কঠিন ব্যাপার।

৩| ০৮ ই অক্টোবর, ২০২১ রাত ১২:৪১

নূর আলম হিরণ বলেছেন: বাংগালী কোনো কিছু হারালেই ধরে নেয় সেটা কেউ নিয়ে গেছে বা চুরি হয়েছে।

০৮ ই অক্টোবর, ২০২১ রাত ১:২৪

চাঁদগাজী বলেছেন:



এটা একটা সমস্যা

৪| ০৮ ই অক্টোবর, ২০২১ রাত ২:১৯

কামাল১৮ বলেছেন: সাধারন ঘটনাকে আপনি অসাধারন করে প্রকাশ করতে পারেন।

০৮ ই অক্টোবর, ২০২১ রাত ২:৪০

চাঁদগাজী বলেছেন:



তাই? আমার কিছু একটা লিখার দরকার!

৫| ০৮ ই অক্টোবর, ২০২১ রাত ৩:০২

বিষন্ন পথিক বলেছেন: আপনার দৈনন্দিন জীবন থেকে নেওয়া লেখাগুলো তিল থেকে তাল বানানো
এই দুইটা অবশ্য তিল আছে

০৮ ই অক্টোবর, ২০২১ রাত ৩:০৭

চাঁদগাজী বলেছেন:



আপনি চেষ্টা করে দেখেন।

৬| ০৮ ই অক্টোবর, ২০২১ সকাল ৭:২৩

কবিতা ক্থ্য বলেছেন: আমেরিকা যেতে খুব ইচ্ছা করে।
বিশেষ করে নিউয়র্কের রাস্তায় হাটতে; অবশ্যই আপনাকে পাশে থাকতে হবে।

০৮ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:০৮

চাঁদগাজী বলেছেন:



নিউইয়র্ক দেখার জন্য ভালো, থাকার জন্য ভালো না; আসেন, আমি আছি।

৭| ০৮ ই অক্টোবর, ২০২১ সকাল ৭:৫৫

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর করে লিখেছেন।

০৮ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:১১

চাঁদগাজী বলেছেন:



প্রতিদিনই মানুষের জীবনে এটা সেটা ঘটে।

৮| ০৮ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৫৬

শেরজা তপন বলেছেন: পরের লেখাটার ফিনিশিং ভাল হয়নি। তবে বাচ্চাদের প্রতি আপনার ভালবাসা প্রকাশ পেয়েছে
প্রথমটা দৈনন্দিন সাধারন তবে ব্যতিক্রম

০৮ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:১০

চাঁদগাজী বলেছেন:



আমি যা'দেখি, যা'করি, সেটা বলতে চাই; ফলে, বিরাট কোন প্লট নেই।

৯| ০৮ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৩৫

জহিরুল ইসলাম সেতু বলেছেন: আমেরিকা নিয়ে অনেক লেখা রয়েছে।
আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা খুবই কম। প্রত্যেক মুক্তিযোদ্ধারই উচিত যুদ্ধে নিজের অভিজ্ঞতা ও ভিউ নিয়ে লেখা। জাতি এক সময় মুক্তিযুদ্ধের সত্যিকারের ইতিহাস খুঁজবে। সম্ভব হলে আপনি এ বিষয়ে কিছু লিখুন। ঐতিহাসিক এই দায়িত্বটা পালনে ভূমিকা রাখুন।
শুভ কামনা রইল।

০৮ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৫২

চাঁদগাজী বলেছেন:



মুক্তিযুদ্ধ নিয়ে আমি লেখার কথা ভাবি মাঝে মাঝে, সম্ভবত লিখবো; আমি লিখলে, আমাদের ততকালীন লোকজনের পছন্দ হবে না অনেক কিছু।

১০| ০৮ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৯

জহিরুল ইসলাম সেতু বলেছেন: কারোর পছন্দ-অপছন্দের কথা না ভেবে নির্মোহভাবে লিখুন চাঁদ্গাজী ভাই। এই ঐতিহাসিক দায়িত্বটি পালন করলে জাতি এক সময় শ্রদ্ধাভরে স্মরণ করবে।
আজই শুরু করেন। আমি মাঝে মাঝে তাগিদ দিবো।

০৮ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, শুরু করবো।

১১| ০৮ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:১৯

বংগল কক বলেছেন: আমি মেঘনা নদীর পাড়ে দাঁড়িয়ে ছিলাম, বর্ষাকাল ছিল, মেঘনার ঢেউএ দুলতে দুলতে একটা ডোংগা নৌকা আমার দিকে এগিয়ে আসছিল। সেই নৌকার মাঝখানে দাঁড়িয়ে একহাতে একটা ইলিশ মাছ ঝুলিয়ে আরেক হাতে সাদা রং এর ধুতি আলগিয়ে ধরে টাক মাথার একটা লোক। মখা ভাই আমার পাশে দাঁড়িয়ে বিড়ি টান্তেছিল। "টাক মাথার লোকটাই কচুয়ার গাজি সাব, মখা ভাই নিশ্চিত। আমি বললাম আগে আরো কাছে আসুক তারপরে বলেন। " আমি নিশ্চিত" মখা ভাই বলে উঠলেন। "কিভাবে নিশ্চিত হইলেন?" আমি প্রশ্ন করলাম। " দেখেন না কিরকম চোখ মুখ কুঁচকাইয়া দাঁড়ায় আছে- যেন মনে হয় পেটের মধ্যে আমাষা কামুড় ধরছে, এই লোক গাজি সাব না হইয়া যায় না, আমি নিশ্চিত, উনার ক্রনিক আমাষয় আছে। (to be continued)

০৮ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:




পোষ্ট করে দেন।

১২| ০৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:২৯

জ্যাকেল বলেছেন: নিউইয়র্কে গালাগালি বেশি হয়।

০৮ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:



এখানে বিশ্বের সব জাতি আছে।

১৩| ০৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩৪

অধীতি বলেছেন: মাঝে মাঝে হুট করে এভাবে কিছু ভালো স্মৃতি তৈরি হয়। তা আমাদের সজীব রাখে। বাচ্চাদের আবেগের সাথে যারআবেগ রূপান্তরিত হয় তারা নরম মনের মানুষ হয়।

০৮ ই অক্টোবর, ২০২১ রাত ৯:২৩

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, আমি নরম মনের মানুষ; কিছু ব্লগার আমার বদনাম করেন।

১৪| ০৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সকল মন্ত্যব্য সহ পড়ে গেলাম।

০৮ ই অক্টোবর, ২০২১ রাত ৯:২৩

চাঁদগাজী বলেছেন:



আজকাল পোষ্টের থেকে মন্তব্যের দাাম বেশী।

১৫| ০৮ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:১৯

জুন বলেছেন: এমন ঘটনা যে কোন দেশে যে কোন স্থানেই ঘটতে পারে তবে আসল হলো তা দেখার চোখ থাকতে হবে। ভালো লাগলো আপনার ছোট ছোট স্মৃতি।
+

০৮ ই অক্টোবর, ২০২১ রাত ৯:২৫

চাঁদগাজী বলেছেন:



প্রতিদিন কত কিছু ঘটছে, আমি ব্লগারদের মনোভাব বুঝার চেষ্টা করছি, তাঁদের জীবনে কি ঘটে!

১৬| ০৮ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:২২

ইসিয়াক বলেছেন: আপনার তো চোখের সমস্যা যতটুকু জানি। সবুজ ঘাসের মধ্যে সবুজ রং এর বল সহজেই খুঁজে পেয়ে গেলেন? তাহলে কি আপনার চোখের সমস্যা কেটে গেছে?

০৮ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:



চোখের সমস্যা কমেনি, কিছু খোঁঝার আগে আমি ভাবি, কোথায় কিভাবে খুঁজলে পাওয়া যেতে পারে; ঘরে চাবি টাবি হারালে, আমি সোফায় বসে আগে ভেবে নিই, ইহা কোথায় থাকার সম্ভাবনা; তারপর দেখি।

১৭| ০৮ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: হাঁটাহাঁটি করা মেডিক্যাল সাইন্স অনুসারে স্বাস্থ্য ফিট রাখার একটি উপায়। ভালো উদ্যোগ।

০৮ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:



তাই? ইহা তো বিরাট ব্যাপার!

১৮| ০৮ ই অক্টোবর, ২০২১ রাত ১১:১৭

রাজীব নুর বলেছেন: আপাতত আপনার হাতে দুটা ধারাবাহিক লেখার সুযোগ আছে।
১। মুক্তিযুদ্ধ।
২। আমেরিকা।

যা সম্পদ হয়ে থাকবে।

০৮ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৪৮

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা সম্পর্কে ব্লগারেরা আমার থেকে বেশী জানেন, মনে হয়; একটা বিষয় ব্লগারেরা বুঝেন না ও জানেন না, সেটা হলো মুক্তিযুদ্ধ

১৯| ০৯ ই অক্টোবর, ২০২১ রাত ১২:৫০

নেওয়াজ আলি বলেছেন: বরাবরই এমন লেখা আপনার আকর্ষণীয় হয়।

০৯ ই অক্টোবর, ২০২১ রাত ১:৩০

চাঁদগাজী বলেছেন:



বাকী গন্ডগোল ( শেখ হাসিনা, শিক্ষা ব্যবস্হা, রাজীতি, ধর্ম, ইত্যাদি ) বাদ দেবো নাকি?

২০| ১০ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:৩২

খায়রুল আহসান বলেছেন: বল ফিরে পাওয়া বাচ্চাটার মনের আনন্দটা বেশ অনুভব করতে পারছি।
"আমার সাথে রাগ করিও না, ভালবাসার লোক ডালে বসে আছে" - কুকুরওয়ালীর সাথে চমৎকার সংলাপ!
হারিয়ে যাওয়া কোন কিছুর সন্ধান করার পদ্ধতিটা ভালো লেগেছে। এমনটা আমিও করি। ঠান্ডা মাথায় রিভার্স অর্ডারে ভাবতে থাকি, কোথা থেকে অনুসন্ধান শুরু করতে হবে। এতেও অবশ্য অনেক সময় তাড়াহুড়োর কারণে হাঁসফাঁস উঠে যায়।

১০ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:১১

চাঁদগাজী বলেছেন:


রিভার্স অর্ডার ভালো পদ্ধতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.