নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বাংগালীরা নিজেদের সমস্যাগুলোর সমাধান বের করতে পারছে না।

১০ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৫



কিছু কিছু জাতি তাদের অবদানের মাধ্যমে মানব সভ্যতাকে এগিয়ে দিচ্ছে, কিছু কিছু জাতি সভ্যতার সাথে তাল মিলিয়ে চলছে, কিছু কিছু জাতি পেছনে পড়ে আছে, কিছু কিছু জাতি সভ্যতার বিপরিতে চলছে। আমাদের জাতি পেছনে পড়ে আছে, চীন ও ভারত সভ্যতার সাথে তাল মিলিয়ে চলছে; আফগানিস্তান, ইরান, ইয়েমেন সভ্যতার বিপরিতে অবস্হান নিয়েছে।

যেসব জাতি সময়ের সাথে নিজেদের সমস্যাগুলো সমাধান করে, নিজেদের মানুষের সুখশান্তির নিশ্চয়তা দিতে পারে না, তারা সব সময় পেছনে পড়ে যায়, তাদের মানুষ অশান্তিতে থাকে! বাংলাদেশের শিক্ষিত মানুষজন বুঝতে পারছেন যে, আমাদের শিক্ষা ব্যবস্হা নীচু মানের অদক্ষ গ্রেজুয়েট তৈরি করছে, এবং এই অদক্ষ গ্রেজুয়েটরা এক সময় জাতিকে পরিচালনা করে, একই সমস্যাকে আরো কঠিন সমস্যায় পরিণত করছে। জাতির বিরাট অংশ সমস্যা বুঝলেও ইহার সমাধান করার ক্ষমতা কিন্তু জাতির নেই; কারণ, সমস্যা সমাধানের চাবিকাঠি যাদের হাতে, তারা নিজেরাই অদক্ষ।

করোনা আমাদের জাতিকে দারিদ্রতার মাঝে ঠেলে দিয়েছে; ভারত ও আমেরিকাকেও সমস্যার মাঝে নিয়ে গেছে; এই ৩ জাতির মাঝে, কোন জাতিটি সবার আগে বেরিয়ে আসবে, কোনটি মোটামুটি বের হতে পারবে না? ইহা থেকে বের হতে না পারলে, জাতির অশান্তি বাড়বে, এটা কিন্তু নিশ্চিত।

আমেরিকা ১৯৩৫ সালে "সোস্যাল সিকিউরিট এ্যাক্ট" নামে একটি আইন প্রনয়ন করে; সেই আইনটি "আন-এমপ্লয়মেন্ট সিষ্টেম"এর জন্ম দেয়। এই সিষ্টেম, চাকুরীরত মানুষের বেতনের থেকে সামান্য পরিমাণ প্রিমিয়াম কেটে নিয়ে ইহাকে বিনিয়োগ করে, মানুষ চাকুরী হারালে, সেই বিনিয়োগ থেকে মানুষকে ৬ মাস বা তার চেয়ে বেশী সময় সাহায্য করে ও নতুন চাকুরী খুঁজে পেতে সাহায্য করে।

আমাদের স্বাধীনতার পর ৫০ বছর কেটে গেছে, আমাদের পার্লামেন্ট এই আইনটি পাশ করতে পারেনি; কেন পারেনি, আপনার কোন ধারণা? আমাদেরর জাতি কেন অন্য উন্নত জাতিকে বুঝতে পারছে না? নিজেরা সমাধান না জানলে, অসুবিধা নেই, এসব সমস্যার সমাধান করা আছে, দরকার শুধু সেগুলোকে অনুসরণ করা। অনুসরণ না করতে পারলে অবশ্যই পেছনে পড়তে হবে; আমাদের বেলায়, সেটা প্রতিদিনই ঘটছে, জাতি নিজেদের সমস্যাগুলোর সমাধান বের করতে পারছে না।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:২০

গফুর মিয়া১৯১ বলেছেন: সংসদ সদস্য এমন কী জনহীনকর কাজ করেন যার কারনে ঢাকার মত জায়গায় তাদের একটা দান করতে হবে!! দুনিয়ার উন্নত কোন দেশে সংসদ সদস্যরা জনগনের ট্যাক্সের টাকায় উন্নয়ন করা জমি পান!!!
বাংলাদেশে সংসদ সদস্য হওয়া একটা "পেশা"। ফ্রি ট্যাক্সে গাড়ি, বাড়ি, জমি, ড্রাইভার, চাকর!! জনগনের সেবার নাম করে এই পেশায় একবার সুযোগ পেলেই আংগুল ফুলে কলা গাছ!!!! এটাই কি আমরা দেখতে চেয়েছিলাম।
বাংলাদেশে একটা চরম অসাধারন ব্যাপার হলো রক্ত দেয় সাধারনেরা আর সকল সুবিধা ভোগ করে এই ভদ্রতার খোলসে থাক অসভ্যরা।

১০ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা, কানাডায়ও সংসদ সদস্যেরা মানুষের ট্যাক্সের টাকা থেকে বেতন পেয়ে থাকে; কিন্তু তারা কাজ করে বেতনটা নেয়; আমাদেরগুলো কাজ না করে বেতন নেয়।

২| ১০ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩২

গফুর মিয়া১৯১ বলেছেন: ৭৫ পর একে অন্যর উপর থেকে কিভাবে নিশ্চিহ্ন করে দিবে সে প্রচেষ্টায় আসে স............ সময় কোথায় তাদের

১০ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:



বেশ কিছু বাংগালী মিলে '৭৫'এর সৃষ্টি করেছিলো, সেটা আমাদের জাতীয় জীবনের অংশ হয়ে গেছে।

৩| ১০ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৪৬

গফুর মিয়া১৯১ বলেছেন: ১. মান্ধাতা আমলের শিক্ষা ব্যবস্থা।

২. ব্যাঙের ছাতার মতো অলিতে-গলিতে গড়ে ওঠা ইঞ্জিনিয়ারিং কলেজ ও বি-স্কুল।

৩. যেখানে দ্বিতীয়-তৃতীয় শ্রেণীর শিক্ষক নিয়োগ।

৪. শিল্পের চাহিদা অনুযায়ী পঠন-পাঠনের ব্যবস্থা না থাকা।

৫. ফলস্বরূপ উচ্চশিক্ষা নেওয়ার পর কর্মপ্রার্থীদের কাজের বাজারের উপযোগী যোগ্যতা না থাকা।

৬.সরকারি স্তরে উদাসীনতা অর্থাৎ নতুন নতুন কর্মক্ষেত্রকে সঠিকভাবে উদ্ভাবন করার অক্ষমতা।

৭. কর্মক্ষেত্রে উচ্চতর প্রযুক্তির ব্যবহার বা মেশিন-লার্নিং।

৮. চাহিদার তুলনায় কর্মপ্রার্থীর যোগান বেড়ে যাওয়া ফলস্বরূপ অর্থনীতির চাহিদা মেনে কাজের সঠিক মূল্য না পাওয়া।

৯. বাজারকে সঠিকভাবে উপযোগী না করে চড়া হারে কর বসানো।

১০. অতিরিক্ত কৃষি নির্ভরতা।

১১. বাজারের চাহিদা পড়ে যাওয়া।

১২. সরকারি তরফে চরম ঔদাসিন্যে কর্ম সংক্রান্ত সঠিক তথ্য না প্রকাশ পাওয়া

১৩. ব্যবসা তৈরীতে লালফিতের ফাঁস

১৪. দূর্নীতিপরায়ণ প্রশাসন।

১৫. ব্যাঙ্কগুলোতে দূর্নীতি ও জালিয়াতি হেতু ছোট ব্যবসায়ীদের ঋণ পেতে সমস্যা ইত্যাদি।

১০ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:


মোটামুটি অনেকগুলো সমস্যা সম্পর্কে আপনার ধারণা আছে; ৭ নংটি ( মেশিন লার্টিং) আপনি কি আসলে বুঝেন?

৪| ১০ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৪৭

গফুর মিয়া১৯১ বলেছেন: বাংলাদেশের তরুণদের বড় অংশ নিষ্ক্রিয়

১০ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:



কারণ, তারা প্রয়োজনীয় পরিমাণ পড়ালেখা করে গ্রেজুয়েশন করে ফেলে

৫| ১০ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৪৭

বংগল কক বলেছেন: বংগল জাতির কাজই হইল সমস্যা তৈরী করা। এরা সমস্যা সমাধান করবে - এইটা আপনে আশা করেন ক্যামনে?

১০ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:




আমরা সমস্যা তৈরি করবো, সমাধানের জন্য যাবো জাপান, সুইডেন, চীনের কাছে; ইহাই চলে আসছে।

৬| ১০ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:০৯

জুল ভার্ন বলেছেন: আমাদের দেশের সোস্যাল সিকিউরিটি না থাকলেও রাস্ট্রীয় দুর্নীতির রক্ষাকবচ আছে শতভাগ।
আপনার পোস্ট ভালো লেগেছে।

১০ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:



কোন নাগরিক তো সোস্যাল সিলিউরিটি চাচ্ছে না!

৭| ১০ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:২৪

কামাল১৮ বলেছেন: আসলে আমরা জানি না,আমাদের সমস্যা কি।সমস্যার মুলে না যেয়ে আমরা অদরকারী কাজ নিয়ে ব্যস্ত থাকি।প্রভিডেন্ট ফান্ড যেটা আছে সেই টাকা নিয়ে কতো যে নয় ছয় হয় এবং নিজের বেতনের একটা অংশ তারা জমা রাত্রে ,সেই টাকা তোলতে গিয়ে হাজারো লোক নাকানি চুবানি খায়।

১০ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:


সমস্যা বুঝার মতো মগজই নেই; অনেক জ্ঞানী বাংগালী জানেন না যে, আমাদের টিকা কেনার টাকা ছিলো ও কেনটা উচিত ছিলো। ১ ব্লগার লিখেছেন, বাংলাদেশে এটম থাকাটা দরকারী।

৮| ১০ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৫০

শূন্য সারমর্ম বলেছেন:

বাঙালী সমস্যা বুঝে কম;সমস্যা বুঝলেও সমাধান না করে নিজের লাভ-ক্ষতি ইডিট করে।

১০ ই অক্টোবর, ২০২১ রাত ৮:০৮

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা নিশ্চয় জানে যে, দীপুমনি আমাদেরশিক্ষামন্ত্রী হওয়ার জন্য বেশ অজ্ঞ; দীপুমনিও জানে; কিন্তু তারা ২ জনই লাভবান হচ্ছেন, জাতির বিশাল ক্ষতি হচ্ছে, সমস্যা বাড়ছে।

৯| ১০ ই অক্টোবর, ২০২১ রাত ৮:১৯

অক্পটে বলেছেন: খুব ভালো লিখেছেন। এই লেখা শেখ হাসিনার পড়া উচিত ছিল। বৈধ আর অবৈধ যেভাবেই হোক দেশতো সে পরিচালনা করছে। এই লেখায় চিন্তার খোরাক আছে। দেশ পরিচালকদের ভাবনায় এসব দিতে পারলে ভাল কিছু হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু দুঃখের বিষয় হল তিনি দুষ্ট লোক দ্বারা পরিবেষ্ঠিত।

ব্লগে এমন লেখা আরো দরকার।

১০ ই অক্টোবর, ২০২১ রাত ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:



গতকাল, পরিচিত ১ জন বড় আওয়ামী লীগারের সাথে দেখা হলো, করোনার মাঝে এই ১ম দেখা; উনি জানতেন না যে, আমাদের জাতির টিকা কেনা উচিত ছিলো। আমার সাথে কিছুক্ষণ ভুল তর্ক করে, পরে স্বীকার করলেন যে, মহামারীতে টিকার অভাবে প্রাণ যাওয়াটা আসলে ভয়ংকর বেঠিক কাজ। অবশ্য আমি বলেছি যে, সরকার অপরাধ করেছে।

১০| ১২ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৪৯

গফুর মিয়া১৯১ বলেছেন: চাদ্গাজি ভাই...............। মেশিন লার্নিং সম্পর্কে ভালো আইডিয়া আছে। নিচের ছবিটি দিলাম আমার প্রোফাইল থেকে।ধন্যবাদ।

চাদ্গাজি ভাই...............। মেশিন লার্নিং সম্পর্কে ভালো আইডিয়া আছে। নিচের ছবিটি দিলাম আমার প্রোফাইল থেকে।ধন্যবাদ।

১২ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০৭

চাঁদগাজী বলেছেন:




মনে হচ্ছে, আপনি উহার সাথে যুক্ত

১১| ১২ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৫৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: স্বাধীনতার পঞ্চাশ বছরে যে দলই ক্ষমতায় গিয়েছে তারাই পার করেছে ভিন্ন মতাবলম্বী ও বিরোধীদের সাইজ করার মধ্য দিয়ে - জাতির সমস্যা সমাধানের সময় কই ছিল এদের ?

১২ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০৮

চাঁদগাজী বলেছেন:



ডাকাতীর ৫০ বছর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.