![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
সম্প্রতি, আমি আগের কিছু পোষ্ট পুনরায় প্রকাশ করছি; আমি চাচ্ছি যে, ব্লগে যাঁরা নতুন, তাঁরা আমার আগের পোষ্টের সাথে কিছুটা যেন পরিচিত হতে পারেন। সর্বশেষ আমি আমার যেই পোষ্টটিকে পুনরায় প্রকাশ করেছি, সেটি হলো "চে গুয়েভারা"কে (১৯২৮-১৯৬৭ ) নিয়ে। চে'র উপর হাজার হাজর বই আছে, ল্যাটিন আমেরিকায় তাঁর কয়েককোটী ভক্ত আছেন; বাংলাদেশের অনেকেই চে'র প্লাকার্ড কিনেন; আমিও চে'এর ভক্ত; আমি মনের দিক থেকে সোস্যালিষ্ট।
আমি খুবই ছোট আকারের পোষ্ট লিখে থাকি; আমি যেই বিষয়ের উপর লিখে থাকি, সেই বিষয়ে পাঠকের পুর্ব ধারণা না থাকলে, আমার পোষ্ট পড়ে বিষয়ের আগা-মাথা কিছুই খুঁজে পাওয়া যাবে না। চে'এর উপর আমি যেই ১৬/১৭ লাইন লিখেছি, অতীতে অনেকই ইহা পড়ে বেশ খুশী হয়েছিলেন; আমি নিজেও এই পোষ্টটি বারবার পড়েছি, আমার কাছে খুবই ভালো লাগে; সেইজন্য আমি চে'কে নিয়ে নতুন করে কিছু লিখতে চাহি না।
এই ব্যতিত, আমি আমার আগের লেখা থেকে আমার স্কুল জীবনের কিছু স্মৃতিকে সম্প্রতি আবার পোষ্ট করেছি; এগুলো সম্প্রতি আমি পড়েছি, আমার কাছে বেশ ভালো লাগে; আমার জীবনের অনেক ঘটনা আমাকে শৈশব ও কৈশোরে নিয়ে যায়; আমার খুব ইচ্ছা, নতুন ব্লগারেরাও এগুলো পড়ে দেখুক।
ব্লগার খায়রুল আহসান সাহেব আমার অনেক পুরাতন লেখা পড়ে দেখেন; উনি যখন কোন পুরাতন পোষ্ট পড়ে মন্তব্য করেন, আমি সেই পোষ্টটি আবার পড়ি কয়েকবার। তিনি যেসব পুরাতন পোষ্ট পড়েছেন, আমি সেগুলোর মাঝ থেকে ২/৪'টাকে পুনরায় প্রকাশ করেছি; আমার ধারণা অনেকে এই ধরণের পোষ্টগুলো পছন্দ করতে পারেন।
অনেকেই "সামুর সোনালী দিনের লেখা" নিয়ে উহ: আহ করেন; সোনালী দিনের কিছু ভালো লেখা প্রকাশ করলে ভালো হতো; ভালো লেখা হাজারবার পড়লেও ভালো লাগে। আমি জীবনে খুই সামান্য পরিমাণ বই পড়েছি; তবে, আমি আগে যেসব বই পড়েছি, সেসব বই এখনো পড়ি, আমি নতুন বই হঠাৎ করে পড়ি না; আমার কাছে জানাশোনা পুরাতন বই বেশী ভালো লাগে। আমি ব্লগার ড: এম আলীর "আম্রপালি" কাব্যটি প্রায় পড়ে থাকি।
১২ ই অক্টোবর, ২০২১ রাত ১:৫০
চাঁদগাজী বলেছেন:
ওকে, সেটা করবো।
২| ১২ ই অক্টোবর, ২০২১ রাত ২:০৪
ঋণাত্মক শূণ্য বলেছেন: যাহার আগ্রহ আছে; সে নিজ থেকেই খুঁজে নিবে। নতুন করে পুরান পোষ্ট দেওয়ার কোন অর্থ নাই। দরকার হলে নতুন লেখার মধ্যে পুরান লেখার রেফরেন্স টানুন।
ব্লগিং শিখুন।
১২ ই অক্টোবর, ২০২১ রাত ২:০৮
চাঁদগাজী বলেছেন:
আপনার কাছ থেকে ব্লগিং'এর অনেক কিছু শিখার আছে, আপনি সোনালী যুগের ব্লগার!
৩| ১২ ই অক্টোবর, ২০২১ রাত ২:২৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঋণাত্মক শূণ্য:ব্লগিং শিখুন।
....................................................
এই কথাটা বলার কোন আবশ্যকতা আছে কি ?
আমরা প্রতিদিনই শিখছি
১২ ই অক্টোবর, ২০২১ রাত ২:৩১
চাঁদগাজী বলেছেন:
আপনি ভুল বুঝেছেন, ইহা বলার দরকার ছিলো; আমি উনার বহুমুখী ব্লগিং সম্পর্কে জ্ঞাত ছিলাম না; উনার কাছে শিখার আছে, উনি সোনালী যুগের ব্লগার।
৪| ১২ ই অক্টোবর, ২০২১ রাত ৩:০৮
নেওয়াজ আলি বলেছেন: সম্মানিত বগ্লার খায়রুল আহসান ভাই মাঝে মাঝে আমার বগ্লেও পুরাতন লেখা পড়ে মন্তব্য করে যান। সবার সুস্বাস্থ্য কামনা করি।
১২ ই অক্টোবর, ২০২১ রাত ৩:৩১
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, আমার বয়স বেড়ে্ গেছে, স্বাস্হ্য ভালো থাকর দরকার আছে।
৫| ১২ ই অক্টোবর, ২০২১ ভোর ৬:৫৩
নজসু বলেছেন:
খায়রুল আহসান ভাইয়ের এই স্বভাবটা আমার খুবই ভালো লাগে।
মাঝে মাঝে আমারও দুই/একটা পুরাতন লেখাতে উনার মতামত পাই।
আপনারসহ আরও বেশকিছু জনপ্রিয় এবং আলোচিত ব্লগারের পুরাতন লেখা আমিও পাঠ করেছি।
তবুও আপনার সিদ্ধান্তকে স্বাগত জানাই।
১২ ই অক্টোবর, ২০২১ সকাল ৭:০৪
চাঁদগাজী বলেছেন:
ভালো পোষ্ট বারবার পড়তে পারি আমি; ড: এম এ আলীর "আম্রপালি"আমি অনেকবার পড়েছি, প্রতিবারেই ভালো লেগেছে।
৬| ১২ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: নতুন বই পড়েন না অবাক হলাম। পড়া উচিৎ অত্যন্ত ধারনা হবে যে এযুগের লেখকদের লেখা কেমন এবং নতুন ধারনাতো পাবেনই। অতীতের স্মৃতি বিশেষ করে সুখ স্মৃতি সবাই রোমন্থন করে।
১২ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:০২
চাঁদগাজী বলেছেন:
পড়ি, শুরুর ২/৩ পাতা ও শেষের ২/৩ পাতা
৭| ১২ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৩৪
কামাল১৮ বলেছেন: নতুন লেখাই পড়া হয় না, পুরনো লেখা আর পড়বো কখন।তবে এটা ঠিক যে,অনেক বই না পড়ে অল্প ভালো বই পড়াই ভালো।
১২ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:০৩
চাঁদগাজী বলেছেন:
নতুন বই পড়ে, খারাপ লাগলে গালি দেয়া যায় না, ব্লগে হলে ২/১ টা কমেন্ট হলেও করা যায়।
৮| ১২ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৪
শূন্য সারমর্ম বলেছেন:
ভালো লেখার ভালোবাসায় রিপোস্ট হয়। নতুন বই নির্বাচনে কি পদ্ধতি ব্যবহার করেন? আপনার পঠিত কিছু পুরাতন বই কি কি?
১২ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:০৬
চাঁদগাজী বলেছেন:
পুরাতন বইয়ের ৩টা হচ্ছে: ডাস ক্যাপিটেল, মেঘনাদ বধ কাব্য ও দ্যা ওয়েলথ অব নেশানস।
৯| ১২ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৬
জুল ভার্ন বলেছেন: নতুন হোক কিম্বা পুরনো হোক- পড়ার কোনো বিকল্প নাই। একজন ভালো পাঠকই একজন ভালো লেখক হতে পারেন।
(অবশ্য আমি শুধু পড়েই গেলাম-লেখক আর হতে পারলামনা)।
১২ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:০৭
চাঁদগাজী বলেছেন:
অংকের বই পড়েন।
১০| ১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পুরাতন লেখা নতুনদের জন্য রিপোস্টে আমি খারাপ কিছু দেখিনা। এই আকাম আমিও করি।
শুভকামনা জানবেন।
১২ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:০৮
চাঁদগাজী বলেছেন:
নতুনেরা পড়ে না, আমি তাদের মন্তব্য তেমন পাই না।
১১| ১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:২৫
রাজীব নুর বলেছেন: সোনালী যুগটা যে কি আমি আজও বুঝলাম না।
আজ থেকে ১০/১৫ বছর পর লোকজন এই বর্তমান সময়টাকে সোনালী সময় বলবে।
১২ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:০৯
চাঁদগাজী বলেছেন:
সোনালী যুগ হলো, যে সময় সোনার দাম বেড়েছে, মেয়েরা ইমিটেশন পরার শুরু করেছে।
১২| ১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:৪৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার লেখার একটা নিজস্ব স্টাইল আছে যা অনেকেরই নেই। সেটা আমাকে ভালোলাগে।
১২ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:১০
চাঁদগাজী বলেছেন:
যা মনে আসে, সেটাকে সহজ বাংলায় লেখার চেষ্টা করি।
১৩| ১২ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম মাঝে মাঝে পোস্ট দিয়েন
পুরান পোস্ট খোজার সময় কই
ধন্যবাদ
১২ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:১১
চাঁদগাজী বলেছেন:
সেটাই, কে আবার এত খুঁজতে যাবেন, তাই নিজেই দিচ্ছি।
১৪| ১২ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:৩৫
ইসিয়াক বলেছেন: আপনার স্মৃতি কথাগুলো ভালো লাগে। বিশেষ করে যখন আপনি গ্রামে ছিলেন সেই ঘটনাগুলো। সে সময়কার গ্রামীণ জীবনধারার মারাত্মক দুরাবস্থায় ছিল।অভাবী আর অনাহারী মানুষ ছিল বেশির ভাগ ।একশ্রেনির মানুষ অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন মানুষকে তীব্রভাবে শোষণ করতো। সে সম্পর্কে এখনকার বেশি ভাগ মানুষের তেমন ধারণা নেই। আপনি লিখুন সেই সব তৃণমূল মানুষকে নিয়ে। লেখার প্রয়োজন আছে।
১২ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:১২
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, গ্রামের মানুষগুলোকে কিছুই দিতে চাহে না সরকার ও প্রশাসন।
১৫| ১২ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৪৫
কামাল১৮ বলেছেন: নতুন লেখাই পড়া হয় না, পুরনো লেখা আর পড়বো কখন।তবে এটা ঠিক যে,অনেক বই না পড়ে অল্প ভালো বই পড়াই ভালো।
১২ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:১৩
চাঁদগাজী বলেছেন:
বই মেলায় যেই পরিমাণ গার্বেজ আসছে, সেগুলো পরিস্কার করতে সময় লাগে।
১৬| ১২ ই অক্টোবর, ২০২১ রাত ৮:১৯
খায়রুল আহসান বলেছেন: ড: এম এ আলীর "আম্রপালি" এ ব্লগে তার অন্যতম শ্রেষ্ঠ রচনা। আমি তার এ পোস্টে মন্তব্য করার সময় পুরো পোস্ট কয়েক দফা পড়েছি।
আপনার নতুন পোস্টই এত এত আসে যে এখন আর পুরনো পোস্টে যাবার সময় পাই না। তবে পুনরায় যাওয়া শুরু করবো।
রিপোস্ট নিয়ে ভাববেন না, শুধু শিরোনামে কিংবা পোস্টের উপরে "রিপোস্ট" কথাটা লিখে দেবেন। এতে যারা রিপোস্ট পড়তে চান না, তারা অন্যত্র চলে যেতে পারবেন। এখন পর্যন্ত আপনার কোন 'রিপোস্ট' কি পঠিত সংখ্যা কিংবা প্রাপ্ত মন্তব্যে মূল পোস্টকে অতিক্রম করতে পেরেছে?
আমিও আপনার মত মাঝে মাঝে আমার নিজের পুরনো পোস্টগুলো পড়ে থাকি। ব্লগিং শুরুর দিকের আমার অনেক পোস্টের পাঠসংখ্যা কিংবা প্রাপ্ত মন্তব্য নিদারুণ কম, যদিও আমার কাছে সেগুলোর মান বেশ ভালোই মনে হয়। মাঝে মাঝে আমারও মনে হয় রিপোস্ট দেই, কিন্তু আবার ফিরে আসি এই ভেবে যে রি-পোস্টেও যদি আশানুরূপ রেসপন্স পাওয়া না যায়, তবে নিজের লেখাগুলোরই অবমাননা হবে।
"নেওয়াজ আলি বলেছেন: সম্মানিত বগ্লার খায়রুল আহসান ভাই মাঝে মাঝে আমার বগ্লেও পুরাতন লেখা পড়ে মন্তব্য করে যান" - @নেওয়াজ আলি, আমি আপনার অনেক পুরনো পোস্টে মন্তব্য করেছি, কিন্তু আপনি বেশিরভাগ মন্তব্যেরই কোন জবাব দেন নাই। শুধু নোটিফিকেশনের কারণে যে আপনি তা দেখেন নাই, তা আমি ধরে নিতে পারি না, কেননা আমি আপনাকে অন্য পোস্টে মন্তব্যের মাধ্যমে আমার মন্তব্য করার কথা জানিয়েছিলাম। আরও দুঃখের বিষয় যে আপনি আমার পরের মন্তব্যের জবাব দিয়েছেন, আমারটাকে ইগনোর করে।
১২ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০৬
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ; বিবিধ সময়ে পুরানো যেসব পোষ্টে আপনি মন্তব্য করেছিলেন, সেগুলো আমি বারবার পড়েছি।
রিপোষ্টে আগের মতো মন্তব্য আমি পাইনি; অনেক পরিচিত ব্লগার এখন আমার পোষ্টে মন্তব্য করেন না; অবশ্য উনারা নিজে যখন পোষ্ট দেননা, তখন অন্যদের পোষ্টে মন্তব্য করেন না।
১৭| ১২ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০২
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার পুরনো লেখার দুই-একটাকে কবিতার আকারে নতুন করে প্রকাশে করার বিষয়ে কোনো চিন্তা ভাবনা আছে কি?
১২ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০৯
চাঁদগাজী বলেছেন:
কবিতা হলো প্রজ্ঞাবানদের ভাষা
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০২১ রাত ১:৪৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পুরানো স্মৃতি থেকে নুতন কোন শক্তির জন্ম হয় না ,
....................................................................
নতুন কোন লেখা লিখুন যা সবাইকে ভাবিত করবে ।
পুরানো লেখার জন্য লিংক দিয়ে ছোট ছোট ক্যাপশন দিলেই
আগ্রহ যার সে নিশ্চয়ই পড়বে ।