নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

দেয়ার ৭/৮ মাস পর, করোনা-ভেকসিনের প্রতিরোধ ক্ষমতা কমছে!

১৩ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৩৩



গড়ে, টিকা নেয়ার ৭/৮ মাস পর, টিকার প্রতিরোধ ক্ষমতা কমে আসছে; শুরুতে উহা শতকরা ৯১ ভাগের মতো থাকলেও, ৭/৮ মাস পরে ইহার প্রতিরোধ ক্ষমতা গড়ে শতকরা ৭৮ ভাগ। আমেরিকান ডিজিজ কন্ট্রোল সংস্হা ৬৫ বছরের উপরের লোকদের ৩য় দফা টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে, এবং ইসরায়েল ৩য় ডোজ দিয়ে ফেলেছে।

ব্লগার শাহ আজিজ সাহেব অনেকটা শুরুর দিকে টিকা নিয়েছিলেন; সম্ভব হলে, ভালো কোন ল্যাবে গিয়ে উনার এন্টবডির অবস্হা বুঝতে পারেন, উনার ৩য় ডোজ কখন নিতে হবে। বাংলাদেশের শতকরা ১১/১২ ভাগ মানুষকে সবেমাত্র ১ম ডোজ দেয়া হয়েছে, এই অবস্হায় কি করে তারা ৩য় ডোজ দেয়ার কথা ভাববে? মনে হয় না, তারা ৩য় ডোজ দিতে পারবে; ফলে, যারা ৬/৭ মাস আগে টিকা নিয়ে ভালো আছেন, তাদেরকে এখন থেকে আবার খুবই হুশিয়ার থাকতে হবে।

যাদের ২ ডোজ টিকা নেয়া হয়েছে, তাদেরও করোনা হচ্ছে; আপনারা ব্লগার কলা-বাগানের পোষ্ট পড়েছেন, ওখানে বলা হয়েছে যে, টিকা নেয়ার পর, শ্বাসনালীতে করোনা ভাইরাস জমা হতে পারে; শরীরের মাঝে ভাইরাস থাকলে, উহা শীরের বিপক্ষে কাজ করবে; ফুসফুস আক্রান্ত না হওয়ার কারণে হয়তো নিমোনিয়া হবে না; কিন্তু শরীরের ক্ষতি করবে। বয়স্কদের মাঝে কিছু লোকজন করোনামুক্ত হওয়ার পর, অন্য কারণে গড়ে ৩/৪ মাসের মাসে মৃত্যু বরণ করেছেন, ইহা করোনার ফলে শরীরের ক্ষতির একটি প্রমাণ।

গত ২ মাস আমেরিকার অবস্হা ছিলো ভয়ংকর; গড়ে, প্রতিদন ১ লাখের বেশী সংক্রমণ হচ্ছিলো ও গড়ে ২০০০ মানুষের মৃত্যু হচ্ছিল প্রতিদিন; আমেরিকার শতকরা ৬৫ ভাগ মানুষ টিকা পেয়েছে। এই সপ্তাহে আমেরিকার অবস্হা একটু ভালোর দিকে যাচ্ছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি খুলেছে, শতকরা ৬০/৭০ ভাগ মানুষ নিজের কর্মস্হলে দিয়ে কাজ করছে।







মন্তব্য ২৭ টি রেটিং +০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০২১ রাত ৮:২৭

আগন্তুক৬৯ বলেছেন: আপনি তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ নিয়েছেন।

১৩ ই অক্টোবর, ২০২১ রাত ৮:৩২

চাঁদগাজী বলেছেন:



না, নিইনি; এখনো দেয়া হচ্ছে না; এই ব্যপারে আমাকে ভাবতে হবে।

২| ১৩ ই অক্টোবর, ২০২১ রাত ৯:২৪

কামাল১৮ বলেছেন: আমার যে কমছে সেটা আমি নিজেই টের পাই ।

১৩ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:



আপনি বিনা-টেষ্টে কিভাবে টের পাবেন যে, টিকার প্রতিরোধ ক্ষমতা কমছে?

৩| ১৩ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৩৮

জুল ভার্ন বলেছেন: এটাই স্বাভাবিক।

১৩ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৫৭

চাঁদগাজী বলেছেন:



এটা স্বাভাবিক, সঠিক!
এখন, যেই দেশে মাত্র শতকরা ১১ ভাগ ১ম ডোজ ও আংশিক ২য় ডোজ পেয়েছে, তারা এখন কি ৩য় ডোজ দেবে, নাকি ১ম ডোজ দেবে; মাথা খারাপ সব লোকজন প্রশাসনে।

৪| ১৩ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৫০

শেরজা তপন বলেছেন: জর্ডানে নাকি প্রতি ডোজ টিকা নিলে দশ হাজার( বাঙলা টাকার সমান) দেয়। বুষ্টারের জন্য ২০ হাজার
আমি ভাবতেছি এমন অনুদান বাংলাদেশ দিলে কি হইত !!!!!!!!!!!!!!!!

১৩ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৫৫

চাঁদগাজী বলেছেন:



জর্দান সরকার নিজেদের মানুষের জীবনের প্রতি সন্মান দেখাচ্ছে ও মহামারী থেকে নিজের লোকদের বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে; বাংলাদেশের প্রশাসন ও সরকার মানুষ ও মুরগীকে একই লেভেলে মুল্যায়ন করছে।

১৩ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০৬

চাঁদগাজী বলেছেন:




২০ হাজার টাকা করে দিলে, প্রশাসনের লোকেরা টিকার আগে, প্রথমেই বুষ্টার নিয়ে বসে থাকতো।

৫| ১৩ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০৪

রাজীব নুর বলেছেন: আমি তো জানি টিকা দেওয়ার ফলে আমার মৃত্যুর আশংকা ৯০% কমে গেছে।

১৩ ই অক্টোবর, ২০২১ রাত ১১:১৫

চাঁদগাজী বলেছেন:



আপনি ঠিক আছেন; টিকা দেয়ার ৭/৮ মাস পেরিয়ে গেলে, আপনাকে আগের মতো হুশিয়ার হতে হবে; সেই সময়ে, বাংলাদেশ সরকার বুষ্টার দিতে পারবে কিনা, আপনাকে খোঁজ রাখতে হবে।

৬| ১৩ ই অক্টোবর, ২০২১ রাত ১১:১৩

শাহ আজিজ বলেছেন: আমার গলার ইনফেকশন ফিরে আসছে , তার মানে ৭ মাস বাদে প্রতিরোধ ক্ষমতা শিথিল কিছুটা । বুস্টার নেব যদি আসে দেশে ।

১৩ ই অক্টোবর, ২০২১ রাত ১১:১৭

চাঁদগাজী বলেছেন:



সরকার কিভাবে বুষ্টার (৩য় ডোজ )দেবে, সেটার খোঁজ রাখেন; মাত্র ১২ ভাগ ১ম ডোজ পেয়েছে। গলায় ইনফেকশন অনেক কারণে হতে পারে, পারলে পরীক্ষা করায়ে দেখেন।

৭| ১৩ ই অক্টোবর, ২০২১ রাত ১১:২১

শাহ আজিজ বলেছেন: আমার গলা খুবই দুর্বল , থাইরয়েড সমস্যা আছে , টনসিল ছোট থেকেই জ্বালাচ্ছে ।

১৩ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:



করোনা ভাইরাস হওয়ার সম্ভাবনা কম; সাধারণত ৮/১০ দিনে করোনা ভাইরাস চলে যাবে গলা থেকে; আপনার অন্য সমস্যা হতে পারে।

কুসুম কুসুম গরম পানির সাথে ১ চিমটিরও কম লবন মিশায়ে ২ রাত ২ দিন গার্গেল করলে, ভালো অনুভব করবেন।

৮| ১৪ ই অক্টোবর, ২০২১ রাত ১২:২৬

কুশন বলেছেন: দেশের বিশৃংখলা দেখলে আমার দেশের ফেরার ইচ্ছাটাই মরে যায়।

১৪ ই অক্টোবর, ২০২১ রাত ১২:৪১

চাঁদগাজী বলেছেন:



দেশকে যেই অবস্হানে নিয়ে গেছে প্রশাসন ও শেখ হাসিনার সরকার, ইহাকে খোদাও ফিক্স করতে পারবে না; ইহা অনেকটা যাযবর জাতিতে পরিণত হতে যাচ্ছে।

৯| ১৪ ই অক্টোবর, ২০২১ রাত ২:১৯

নেওয়াজ আলি বলেছেন: এইটা খুব স্বাভাবিক । কাল হতে বাচ্চাদের টিকা দিবে নাকি

১৪ ই অক্টোবর, ২০২১ রাত ২:২২

চাঁদগাজী বলেছেন:


টিকা নিয়ে যা ঘটেছে, এতে প্রমাণিত হয়েছে যে, দেশের মানুষের জীবনের কোন মুল্য নেই প্রশাসন ও সরকারের কাছে।

১০| ১৪ ই অক্টোবর, ২০২১ সকাল ৭:১০

কামাল১৮ বলেছেন: তিন তালায় ঠউতে আগে বেশ কষ্ট হতো।টিকা দেয়ার পর কষ্ট কম হতো।ইদানিং আবার কষ্টটা বাড়ছে।তাই ভাবছি,হয়তো ভুলও হতে পারে।

১৪ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:২৫

চাঁদগাজী বলেছেন:



টিকা নেয়ার পর, বয়স্করা বিবিধ ধরণের উপসর্গের কথা বলেছেন; তবে, এন্টিবডির সাথে এগুলোর কিছু সম্পর্ক থাকতে পারে।

১১| ১৪ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: টিকা নেয়ার পর মনে বেশ জোর পাচ্ছি; তারপরও সাবধান থাকি, থাকার চেষ্টা করি।

১৪ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:



টিকা সংক্রমণ কমায়েছে ও সিরিয়াস উপসর্গ থেকে রেহাই দিচ্ছে; তবে, সংক্রমণ পুরোপুরি বন্ধ করতে পারেনি, হুশিয়ার থাকাই সঠিক পন্হা।

১২| ১৪ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৪১

রানার ব্লগ বলেছেন: বিষয়খানা ভাবার মতো !!!! আমি নিজে দুইবার আক্রান্ত আমার মা একবার !! বাংলাদেশে তৃতীয় ডোজ দিচ্ছে না আপাতত !!!

১৪ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৩

চাঁদগাজী বলেছেন:




সরকারের "ভিক্ষা স্বভারের" কারণে, শতকরা ৮৮ জন এখনো ১ম ডোজ পায়নি, ৩য় ডোজের কি হবে?

১৩| ১৪ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৪৫

জুন বলেছেন: আমার এক পরিচিতার ডাবল ডোজ দেয়ার আগে আর পরে দুবার করোনা হলো। সেকেন্ড ডোজ নিয়েছে ফেব্রুয়ারিতে।

১৪ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:


টিকা নেয়ার পরও আগের মতো সব নিয়ম মানার দরকার; বয়স্কদের বারবার করোনা হলে, ইহা শরীরের অনেক ক্ষতি করবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.