নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমাদের নিজস্ব একটি জলবায়ু ফান্ড গঠন করা দরকার।

০৩ রা নভেম্বর, ২০২১ ভোর ৫:২৭



২০৫০ সালের আগেই, বা সেই সময়ে খুলনা, বরিশাল, নোয়াখালীর দক্ষিণান্চলের অনেক এলাকায় লবনাক্ত পানি জমে থাকবে; হয়তো হাঁটু পরিমান পানি থাকবে; ইহা সমুদ্রলেভেলের সাথে মিলে থাকবে, জোয়ারের সময় অনেক পানিও হতে পারে। নদীগুলো হয়ে লোনা পানি হয়তো ভৈরবেও চলে আসবে জোয়ারের সময়; বর্ষাকাল উপরের পানি সাগরের দিকে যাবে না; ফলে, বিস্তীর্ণ এলাকা ৬/৭ মাসের জন্য পানির নীচে চলে যেতে পারে। চাষবাসের জমি অনেক কমে যাবে।

এই অবস্হার শুরু হলে প্রথমদিকে অনেক ডলার, ইউরো আসবে; যতই আসুক না কেন, উহা ভিক্ষা হয়েই থাকবে; সেগুলো হাতিয়ে নেয়ার লোকজনের অভাব হবে না। আমাদের হাতে এখনো ২০/৩০ বছর সময় আছে, আমরা নিজেদের দাযিত্ব নিজেরা নিতে পারবো? সেটার জন্য দরকার একটা শক্তিশালী ফান্ড, যেখানে থাকবে সবার অবদান, সবার অধিকার, ভিক্ষা টিক্ষা নয়।

জমিতে ১ মিটার পানি হলেও, সেই এলাকায় বাস করা সম্ভব হবে, কিছু উঁচ্ন জমিতে চাষ করা যাবে; সীমিত আকারে পশু পালন ও বিশাল আকারে মৎস্য পালন সম্ভব হবে। বাস করার জন্য উঁচু এলাকা, মিঠাপানির জন্য জলাধার, সবজী ও ফলমুল চাষের জন্য উঁচু ভুমি তৈরি করা সম্ভব। এসব কিছু জন্য দরকার হবে টাকা ও সম্পদ; বিপদ সামনে এলে ইহা করা সম্ভব হবে না, এখন থেকে অর্থনৈতিক ও টেকনোলোজিক্যাল প্ল্যান নিতে হবে, সেগুলোকে ফাইন্যান্স করার জন্য এখন ফান্ড গঠন করে, উহাকে বিনিয়োগ করে রাখতে হবে।

ইহা হবে ব্যবসায়িক ফান্ড,দান-খয়রাত, যাকাত নয়, রিলিফ নয়; যারা ফান্ডে অংশ নেবেন, সবাই লভ্যাংশ পাবেন; যারা ফান্ডে অংশ নেবেন, তারাই দুর্গত অন্চলে থাকার জন্য, বসবাসের জন্য, উৎপাদনের জন্য বিনিয়োগ করবেন ফান্ড থেকে। তখন সেসব এলাকায় বিনিয়োগ করার জন্য ব্যাংক লোন দেবে না; অন্য জাতিগুলো কিছুদিন সাহায্য করে, আর সাহায্য করতে পারবে না; কারণ, সব জাতি সমস্যায় থাকবে: কোন দেশে গরম বেশী পড়বে, আগুন লেগে যাবে; কোন কোন দেশে বৃষ্টি বেশী হবে; কোন কোন দেশে সাইক্লোন বাড়বে; কোন কোন দেশ শুকিয়ে যাবে। এমন কি সামুও বন্ধ হয়ে যেতে পারে তখন, ভয়ে অনেক কবি কবিতা লিখতে পারবেন না।



মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১০:০৩

শূন্য সারমর্ম বলেছেন:

জলবায়ুর কারণে সৃষ্ট সমস্যা বাঙালি বুঝতে শুরু করবে মূল সমস্যা শুরু হওয়ার ২-৩ বছর আগে।

০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১০:১১

চাঁদগাজী বলেছেন:



যদি ২/৩ বছর আগে বুঝে, সেটাকে বলতে হবে সৌভাগ্য; অষ্টরেলিয়ায় আবার আগুন লাগলে বলবে যে, গুনাহের কারণে লেগেছে।

২| ০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১০:১৯

শূন্য সারমর্ম বলেছেন:


২৫ বছর আগে ফান্ডের জন্য ২৫ পয়সা ব্যয় করার মত বেকুব নিশ্চই বাঙালী নয়!

০৩ রা নভেম্বর, ২০২১ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:


আগামী ৩০ বছরের মাঝে নতুন করে ৩/৪ কোটী ভুমিহারা হয়ে বস্তিতে আসবে; এখন থেকে তাদেরকে সেটা বুঝাতে পারলে, তারা ফান্ডে অংশ নেবে।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ১২:১৩

রাজীব নুর বলেছেন: সমস্যা হলো শেখ হাসিনা ততদিন বাঁচবে না।

০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ১২:১৮

চাঁদগাজী বলেছেন:



উনি দেশকে জমিদারীর মতো করে চালাচ্ছেন, কোন তত্ব, কোন সিষ্টেম নেই; উনার পর দেশের কি অবস্হা হবে, আল্লাহও বলতে পারবেন না।

৪| ০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ২:২৬

নূর আলম হিরণ বলেছেন: ২৫,৩০ বছরের আগেও উপকূলীয় অঞ্চলের সমস্যা বাড়তে পারে। ২৫,৩০ বছরের কথা শুনে সরকার ভাবে সে অনেক সময় আছে। আমাদের সরকারের লোকজন ১,২ বছরের বেশি চিন্তা করে দূরদর্শী উদ্যোগ নিতে পারেনা।

০৪ ঠা নভেম্বর, ২০২১ ভোর ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:



এখন যারা প্রশাসনের উঁচুপদে আছে, এরা আগামী ২০ বছরে দেশ থেকে পালানোর আশা রাখে ও ব্যবস্হা হয়তো করে ফেলেছে।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০২১ সকাল ৮:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




আবহাওয়া ও জলবায়ূ নিয়ে যারা অক্লান্ত কাজ করছেন তাঁদের আর আপনার পরিসংখ্যান সঠিক। হাতে ২০-৩০ বছরই সময় আছে। দেশের উপকূলীয় অঞ্চলগুলো ভয়াবহ আকার রূপ নেবে।

০৪ ঠা নভেম্বর, ২০২১ বিকাল ৪:০৬

চাঁদগাজী বলেছেন:



দক্ষিণ উপকুল'এর লোকেরা ঢাকা চলে আসবে।

৬| ০৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:২৭

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশে মোট বনভূমির পরিমান কতো ?

প্রতি বছর সরকারি উদ্যগে কি পরিমানে গাছ রোপন করা হয় ?

বনভূমি বৃদ্ধিকল্পে আদৌ কোন প্রজেক্ট আছে কি না ?

যথাচ্ছা মাছ চাষের নামে লবন পানির ব্যাবহার বন্ধের কোন প্রকৃয়া আছে কি না ?

০৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:


শতকরা ১১ ভাগ জংগল; ইহা কম; তবে, জংসংখ্যা বেশী, এর বেশী সম্ভব নয়।

দক্ষিণ অন্চলে শক্ত বাঁধ নেই; ফলে, মাছ চাষ ছাড়া গতি নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.