নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

৩০ বছরের ভেতর, কিংবা ৩০ বছর পর কি হবে?

১০ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৭



আজ থেকে ৩০ বছর পর, কিংবা আগামী ৩০ বছরের মাঝে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, নোয়াখালীর দ: অন্চলের জমিগুলো ও জমির মালিকদের অবস্হা কি হবে, উহা আপনার মাথায় এসেছে কখনো? ইহা নিয়ে শেখ হাসিনা, বেগম জিয়া, ডা: জাফর উল্লাহ চৌধূরী, কোন বিসিএস ক্যাডার কি আসলে চিন্তিত বলে আপনার মনে হয়? কিন্তু ইউরোপ, আমেরিকার বেশ কিছু লোকজন বাংলাদেশের এসব অন্চল নিয়ে বেশ চিন্তিত, এবং এসব অন্চলের মানুষদের সাহায্য করতে চায়।

আমরা বাহিরের সাহায্য পেয়ে আসছি ১৯৭২ সাল থেকে; ইহা কি আমাদের সাহায্য করেছে কোনভাবে? একদিক থেকে, ইহা আমাদের কিছুটা সাহায্য করেছে; কিন্তু ইহাতে আমাদের ক্ষতি হয়েছে বেশী! ক্ষতি কিভাবে হলো? ক্ষতি হয়েছে এভাবে: আমাদের সরকারেরা আমাদের সমস্যা নিজেরা সমাধান করার চিন্তা বাদ দিয়ে বিদেশীদের হাতে ছেড়ে দিয়েছে, কখনো নিজের জনসাধারণকে ইহার মাঝে টেনে আনেনি, আমাদের সমস্যার সমাধান করতে আমরা নিজেরা শিখিনি, আমরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করিনি।

গ্লোবেল ওয়ার্মিং শুরু হয়েছে শিল্প বিপ্লবের সাথে সাথে; শিল্প বিপ্লবের দরকার ছিলো; সময়ের সাথে উৎপাদন ব্যবস্হা আমাদের বায়ুমন্ডলকে যেভাবে বদলায়েছে, মানুষ তা টের পেতে সময় লেগেছে। এখন ইহা সমস্যা হয়ে গেছে; ইহা যে সমস্যা হয়ে গেছে, তা' আমরা টের পাইনি, টের পেয়েছে শিল্পন্নোত দেশগুলো; তারা এখন ইহার সমাধান খুঁজছে, সমাধান বের করা হবে। কিন্তু ২০০ বছরের সৃষ্ট সমস্যার সমাধান হতে আরো ৫০/৬০ বছর লাগবে; এই ৫০/৬০ বছর বিশ্বের কিছু অন্চলের মানুষ অনেক ভোগান্তির শিকার হবে; সবচেয়ে বেশী ভোগান্তির শিকার হবে বাংলাদেশ। তাই, বাংলাদেশের মানুষকে আজ থেকেই ইহার সমাধানে কাজে লেগে যেতে হবে।




মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫২

শূন্য সারমর্ম বলেছেন:

দক্ষিণে জমি হারিয়ে গেলে মানুষ বিশ্বের সবচেয়ে দূষিত শহরে ভিড় করবে,মানুষ হবে ৩ কোটি।

১০ ই নভেম্বর, ২০২১ রাত ৮:১৭

চাঁদগাজী বলেছেন:


নীচু এদলাকায় কিছু উঁচু ভুমি তৈরি করা সম্ভব

২| ১১ ই নভেম্বর, ২০২১ রাত ১২:১৯

রাজীব নুর বলেছেন: আগামী ৩০ বছরের মধ্যে বাংলাদেশে একটা ভয়াবহ ভূমিকম্প হবে। সেই ভূমিকম্পে অর্ধেক ঢাকা শেষ হয়ে যাবে। সারা দেশে প্রায় এক কোটি মানুষ মারা যাবে।

১১ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৩৮

চাঁদগাজী বলেছেন:



ভুমিকম্প হলে, ঢাকা ও চট্টগ্রাম শেষ।

৩| ১১ ই নভেম্বর, ২০২১ রাত ১২:২১

রাজীব নুর বলেছেন: আগামী ৩০ বছর কি আমি বাঁচবো? এত দিন বেঁচে থাকব?

১১ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৩৮

চাঁদগাজী বলেছেন:



আপনি আরেকটু কম খান; রাতের খবার খাবেন ৭টার আগে; বাহিরে চা খাবেন না, সিগারেট বাদ; আপি অনেক বছর বাঁচবেন।

৪| ১১ ই নভেম্বর, ২০২১ রাত ১:২৭

বঙ্গদুলাল বলেছেন: কপ-২৬ এ আমাদের মন্ত্রীরা দেখছি বেশ 'চিল মুডে' আছেন।

১১ ই নভেম্বর, ২০২১ ভোর ৪:১৩

চাঁদগাজী বলেছেন:




আগামী ৩ বছরের কোন কিছু সম্পর্কে এদের কোন ধারণা আছে?

৫| ১১ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:২৯

বঙ্গদুলাল বলেছেন: মাননীয় মন্ত্রী হাসান ভাই রসায়নের পিএইচডি;জলবায়ু পরিবর্তন সম্পর্কে উনি অন্তত ভালো ধারণা রাখার কথ্য।উনারা এ সম্পর্কে দুই চারটা কথা বললে মানুষ অন্তত মনে করতো উনারা দেশ নিয়ে ভাবেন।এসব বিষয় বাদ দিয়ে কী সব বিএনপি, মিএনপি নিয়ে হাউকাউ প্রেস ব্রিফিং দেন প্রতিদিন।

১১ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:২০

চাঁদগাজী বলেছেন:



পিএইচডি করা কঠিন কাজ, মনে হয় না পিএইচডি করেছে।

৬| ১১ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৩৬

বঙ্গদুলাল বলেছেন: বেলজিয়ামের লিম্বুর্গ বিশ্ববিদ্যালয় থেকে 'পরিবেশ রসায়নে' পিএইচডি ডিগ্রি করেছেন উনি।

১১ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:১৮

চাঁদগাজী বলেছেন:


আমার বিশ্বাস হচ্ছে না, একজন পিএইচডি কথা বলতে েবেচিন্তে বলার কথা।

৭| ১১ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:১৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনি আরেকটু কম খান; রাতের খবার খাবেন ৭টার আগে; বাহিরে চা খাবেন না, সিগারেট বাদ; আপি অনেক বছর বাঁচবেন।

কম খেতে পারি না। গতকাল রাত ৮ টায়। তখন আমি বাইরে। এক হোটেলে দেখলাম মূরগী টুকরো টুকরো ভেজে দিচ্ছে। খেয়ে নিলাম এক বাটি। তন্দুল রুটী খেয়েছি তিনটা। এরপর এক কাপ চা স্পেশাল। রাতে আর ভাত খাই নি।
সিগারেট ছাড়া আমার আর কোনো বাজে অভ্যাস নাই। তাও কম খাই। সারাদিনে ৬/৭ টা।

আমার আরো ২০ বছর বেঁচে থাকা দরকার। মেয়েটার জন্য। আমার দাদা ৮৫ বছর বেঁচে ছিলেন। কিন্তু আব্বা ৬২ বছরে চলে গেলেন।

১১ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে বাইরে খাওয়া মানে বিষ খাওয়া; আপনি মেয়েদের দিকে চেয়ে আজকেই সিগারেট ছেড়ে দেন। টং'এর দোকানে যেসব চা'পাতা ব্যবহার করে, সেগুলোর মাঝে কেমিক্যাল রং ও সুগন্ধ আছে।

৮| ১১ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:১৮

ঢাবিয়ান বলেছেন: দেশের জন্য কোন কিছু নিয়ে চিন্তা করতে গেলেই বিপদ। কখন আবার ধরে নিয়ে যায়!!

১১ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:




ড: কামালকে কি ধরে নিয়ে গেছে? সঠিক দল থাকলে, বেগম জিয়াকেও জেলে যেতে হতো না।

৯| ১১ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৩৯

জ্যাকেল বলেছেন: এরা আগামি ছ মাস পরে কি হইতে পারে এরা চিন্তা করে না।

১১ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:



যারা সরকারী কাজ করে, তাদের সব কাজ ঘিরে আছে পরিবারের জন্য কাজ করা, ওরা মানুষের জন্য কিছুই করতে চাহে না।

১০| ১১ ই নভেম্বর, ২০২১ রাত ৮:০০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভৌগোলিকভাবে বিরাট পরিবর্তন হবে। তাপমাত্রা অসহনীয় পর্যায়ে চলে যাবে। নোংরা পরিবেশে দম নেওয়া কষ্টকর হবে।

১১ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৫৯

চাঁদগাজী বলেছেন:


এই ভয়ংকর পরিবেশের কারণে, অনেক ব্যবসায়িক সুযোগ আসতে পারে; এগুলো নিয়ে ভাবেন।

১১| ১১ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: ক্রিকেট খেলোয়াড়রা এবার খুবই বাজে খেলেছে। মহল্লার পোলাপান যেমন খেলে তাঁরা সেরকম খেলা খেলেছে।
তাঁরা বিদেশে খেলতে গেছে একটা লাগেজ নিয়ে। আর ফিরেছে ৪/৫ টা লাগেজ নিয়ে।

১২ ই নভেম্বর, ২০২১ রাত ১২:০১

চাঁদগাজী বলেছেন:


আমি বলবো, এরা যে খেলছে এটাই অনেক কিছু; জাতির প্রতি এদের কোন ধরণের দায়বদ্ধতা নেই; খেলা হচ্ছে খেলা, এসব খেলোয়াড় সিরিয়াস নয় কোনভাবে।

১২| ১২ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমাদের সরকারেরা আমাদের সমস্যা নিজেরা সমাধান করার চিন্তা বাদ দিয়ে বিদেশীদের হাতে ছেড়ে দিয়েছে, কখনো নিজের জনসাধারণকে ইহার মাঝে টেনে আনেনি, আমাদের সমস্যার সমাধান করতে আমরা নিজেরা শিখিনি, আমরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করিনি।

এর উপরে কথা নাই। এই বুঝটা যতদিন আমরা না বুঝবো ততো দিন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিজের পায়ে দাঁড়াতে পারবে না।

১২ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩৩

চাঁদগাজী বলেছেন:



জাতির পা'এর বদলে ফেইসবুকের উপর দাঁড়ায়েছে।

১৩| ১৩ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৯

Subdeb ghosh বলেছেন: পৃথিবীর উষ্ণতা ক্রমেই বাড়ছে!

১৩ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:



চীন, ভারত, রাশিয়া সঠিক টেকনোলোজী ব্যবহার না করে, বেশী উৎপাদন করছে। আমাদের লোকেরাও দরকারের চেয়ে বেশী গাড়ী ড্রাইভ করছে।

১৪| ২২ শে নভেম্বর, ২০২১ সকাল ৮:৫০

সাসুম বলেছেন: বাই দা রাস্তাঃ আপনাকে একটা মজার কথা কই। এই পোস্টে একজন আমাদের ইনহাউজ গোয়েবলস ডঃ হাসান মাহমদ এর কথা তুলেছেন।

আমি উনার একটা ক্লাস করেছি নর্থ সাউথে একটা ক্লাইমেট রিলেটেড কোর্সে। উনি পিএইচী হোল্ডার এবং বিশাল জ্ঞানী! সত্যিকার জ্ঞান রাখেন পরিবেশ নিয়ে। ইভেন, আমি একটা কার্বন এমিশান প্রিভেনশান মেথড আলোচনা করার জন্য গেলে আমাকে হাতে কলমে বুঝিয়ে দিয়েছিলেন কেন আমাদের দেশের কর্পোরেট রা হতে দিবেনা কিংবা কেন আমাদের দেশের কর্পোরেট দের প্রেসারে দুনিয়ায় সবার আগে পলিথিন ব্যান করেও আমরা এখনো পলিথিন হাতে মুখে মেখে চলেচ্ছি।

বাংলাদেশের যদি কোন একাডেমিক থেকে থাকে পরিবেশ নিয়ে চিন্তা করার মত, সেটা হল এই লোক। এই লোকের একাডেমিক জ্ঞান লিটারালি হিমালয় সমান। আহা মেধার কি নিদারুন অপচয়! এত জ্ঞান নিয়ে রাত দিন মিথ্যা বলে যায় অবলীলায়!

জগন্নাথ ইউনির মিজানুর রহমান আছেন না? মার্কেটিং ও ব্রান্ডিং নিয়ে আমি কাজ করি। অনেক অনেক দিন এই লোকের সাথে বিভিন্ন মিটিং, সেমিনার, ওয়েবিনার আর সরাসরি বা সোশ্যাল মিডীয়ায় ইন্টারকশান করার সুযোগ হয়েছে আমার! আমার দেখা সেরা মার্কেটিং মাইন্ড গুলার একটা এই লোক! লিটালারি বাংলার ফিলিপ কটলার বলা যায় তারে ( ফিলিপ কটলার এই দুনিয়ার ব্রান্ডিং আর মার্কেটিং এর খোদা ) অথচ, এই লোক লিটালারি যুবলীগের সভাপতি হবার জন্য নির্লজ্জের মত যে কারো জুতার তলা চাটতেও রাজি! মেধার কি নিদারুন অপচয় রাজনীতি আর লোভের কারনে !!!!!

গওহর রিজভী! এই লোকের সমমানের মেধা আমাদের দেশের খুব মানের লোকের আছে। এইলোক যখন প্রথম আওয়ামী সরকারের নীতি নির্ধারনে আসল- আমি খুব খুশী হয়েছিলাম! যাক অবশেষে একজন শশী থারুর পেলাম আমরা! ভাইরে ভাই! তার নির্লজ্জতা আর চাটুকারিতা কুত্তার জিহবা কেও ছারিয়ে গিয়েছিল!


এই সব দেখে আমার একটা অদ্ভুত অনুভূতি হয়েছে- আমাদের দেশের মানুষ যতই শিক্ষিত হোক না কেন- তাদের কে ছোট বেলা থেকে এথিক্স আর সভ্যতা আর সততা শেখানো হয় না। তাদের কে খালি আন্ধা আনুগত্য শিখানো হয়! নাইলে এই এত এত জ্ঞানী মানুষ গুলো এত সব অন্যায় আর অবিচার কে কি করে জাস্টিফাই করে রাত দিন মিথ্যা বলে যায়?? কিভাবে সম্ভব???

১৫| ২২ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:২১

চাঁদগাজী বলেছেন:



প্রথম ২ জনের সাথে আার আলাপ হয়নি, গওহর রিজভী সাহেবের বক্তব্য শুনেছি; আমার মনে হয়, উনি মাত্র নিজের জন্য বেঁচে আছেন, উনার পরিবার আছে বলে আমার মনে হয়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.