![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আমাদের পাশের গ্রামের এক হিন্দু ছেলে কলিকাতায় চাকুরি করার সময়, এক স্নিগ্ধ সুন্দরী অবাংগালী মেয়েকে বিয়ে করে গ্রামে নিয়ে আসে; বিয়ের ২ বছরের মাঝে ছেলেটির মৃত্যু হয়; বিধবার পাশে কেহ ছিলো না, অপরিচিত এই যায়গায় বেঁচে থাকার চেষ্টা করেছিলো সে; কিন্তু সমাজের মানুষের বিবেকহীন আচরণের কারণে সে অবশেষে নিরুদ্দেশ হয়ে যায়, এটি সেই কাহিনী।
গ্রামের কেহ কুকিনীর মা-বাবা, আত্মীয়স্বজন, জন্মস্হান সম্পর্কে কিছুই জানতো না; কিন্তু বেশীর ভাগই ধরে নিয়েছে যে, কুকিনীর মা নিশ্চয় পতিতা ছিলো, না'হয় কুকিনীএত সম্পত্তি কিভাবে কিনলো! কুকিনী কোন ব্যাপারে মুখ খুলেনি, সে বাড়িতে নিজকে নিয়ে কিছুদিন ব্যস্ত রলো; ইহাতে গ্রামবাসী দম বন্ধ হওয়ার উপক্রম, তারা কিছু একটা শুনতে চায়। কুকিনী ২/১ সপ্তাহ পর পর স্হানীয় পোষ্ট অফিসে যেতো, কলকাতায় চিঠি পাঠাতো ও তার সেভিংস একাউন্ট থেকে টাকা তুলে আনতো। গ্রামের কিছু পরিচিত মুখ পোষ্টমাষ্টারের কাছে কুকিনীর জমানো টাকার পরিমাণ জানতে চেয়েছিলো; কিন্তু তা সম্ভব হয়নি।
আমি এক সন্ধ্যায় স্কুল থেকে ফিরছি, সামান্য ফিনফিনে বৃষ্টি ছিলো, সাথে ছাতা ছিলো না; আমার বেশ সামনে ধীর গতিতে কুকিনী তার বাড়ীর দিকে যাচ্ছিলেন ; আমি তাঁর পাশ দিয়ে দ্রুত গতিতে যাবার সময়, তিনি আমাকে ডাকলেন,
-আস, আমার ছাতার নীচে আস।
-না, লাগবে না, আমি দ্রুত চলে যেতে পারবো।
-লজ্জা করিও না, বইগুলো ভিজে যাবে।
বেশ কিছু পথ বিনা আলাপে গেলাম; এক সময় কুকিনী বললেন,
-মানুষজন আমার মা'কে নিয়ে কথা বলছে, শুনেছ?
-শুনেছি, আমি এসবে কান দিই না।
-কেন কান দাও না?
-আপনি তো আপনার পরিবার সম্পর্কে কোন কিছু বলেননি ।
-কেহই কিছু জানে না; এলাহী আমাদের নামে মিথ্যা কথা বলেছে।
মাস'খানেক পরে, এক সকালে পুরো গ্রামে রটনা হয়ে গেলো যে, কুকিনীর শ্বশুর মাঝরাতে আজিজকে কুকিনীর ঘর থেকে বের হওয়ার পর ধরে ফেলেছিলো; পরে তাকে আজিজের বাবার কাছে নিয়ে গেছে। বিকেলের মাঝে সংবাদ সামান্য বদলালো, তাকে কুকিনীর ঘরের সামনে নয়, বাড়ীর সামনে পুকুরের পাড়ে ধরেছিলো। পরেরদিন এর থেকেও বড় সংবাদ বের হলো, আজিজ বাড়ী থেকে পালিয়ে গেছে। কুকিনীর ব্যক্তিত্ব ও সৌন্দয্য মিলে এমন একটা গাম্ভীর্য ছিল সব সময়, কুকিনীকে কেহ কিছু প্রশ্ন করার সাহস করতো না, এবং কুকিনী কোন ব্যাপারে নিজের থেকে কিছু বলতো না।
লোকমুখে ঘটনার নতুন নতুন ডালপালা গজাতে লাগলো প্রতিদিন; অবশেষে, ফকির মিয়া (আজিজের বাবা ) কুকিনীর বিপক্ষে সালিশ ডাকলো; ফকির মিয়ার ধারণা, কুকিনী জানে আজিজ কোথায়! এক শুক্রবার, নামাজের পর, ২ গ্রামের হিন্দু মুসলমান সবাই মসজিদের সামনে বসলো, কুকিনীকে ডাকা হয়েছে, সে এসে দুর্বা ঘাসের উপর চুপচাপ বসে সব শুনলো। অবশেষ তাকে কথা বলার সুযোগ দেয়া হলে, সে জানালো যে, আজিজ মাঝে মাঝে তাদের বাড়ীতে তৈরি-করা পিঠা ইত্যাদি নিয়ে আসতো, সে মানা করেছিলো কয়েকবার। আজিজ কোথায় ইত্যাদি তার জানা নেই। সালিশ শেষ হলো, কোন রায় দেয়া সম্ভব হয়নি; আজিজের সাথে কুকিনীর কোন সম্পর্ক আছে কিনা, উহা বের করা সম্ভব হয়নি।
আজিজের বাবা কুকিনীর জমিজমা আর চাষ করবে না ঘোষণা দিলো; কুকিনী সালিশের প্রশ্নের উত্তরগুলো এমন সংক্ষিপ্ত আকারে দিয়েছিলো যে, পুরো গ্রামবাসী ভয়ংকরভাবে হতাশ হয়ে গেছে। গ্রামের অনেকই এখন বলাবলি করছে, যেমন মা, তেমনি মেয়ে। কুকিনীকে সাহায্য করার কেহ রহিলো না।
( বাকীটুকু পরে )
২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৩৭
চাঁদগাজী বলেছেন:
টাইপ করা হচ্ছে না; আমি এক বন্ধুকে সাহায্য করতে গিয়ে, উনার সাথে ঘুরে বেড়াচ্ছি।
২| ২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৫৩
নেওয়াজ আলি বলেছেন: অন্যকে নিয়ে কানাঘুষো না করলে মানুষের পেটের ভাত হজম হয় না। এইসব কথার জন্য গ্রামের চা দোকান উপযোগী স্থান।
২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৫৮
চাঁদগাজী বলেছেন:
চা দোকান ছিলো, কারো কাছে পয়সা ছিলো না।
৩| ২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৫৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: গুজব ছড়ায় দ্রুত।
২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৫৯
চাঁদগাজী বলেছেন:
তখন গ্রামের বেশীরভাগ মানুষই অশিক্ষিত ও বেকার ছিলেন; অবস্হা এখন ভালোর দিকে।
৪| ২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১:১৩
জহিরুল ইসলাম সেতু বলেছেন: আহারে কুকিনী!
বাকিটা পড়ার অপেক্ষায় রইলাম চাঁদ গাজীভাই।
(মুক্তিযুদ্ধ নিয়ে কবে থেকে লেখা শুরু করবেন?)
২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১:১৮
চাঁদগাজী বলেছেন:
মুক্তিযুদ্ধ নিয়ে শুরু করবো শুরু করবো ভাবতে ভাবতেই সময় যাচ্ছে!
৫| ২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১:২৯
রাজীব নুর বলেছেন: প্রথম পর্বের লিংকটা এখানে দিয়ে দেন।
আপনি এত কম লিখেন কেন? আর একটু লম্বা করে লিখুন। জীবনের গল্প গুলো মন ছুঁয়ে যায়।
২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১:৫২
চাঁদগাজী বলেছেন:
আজকাল ঘরে কম থাকছি, টাইপিং করা হচ্ছে না।
৬| ২৩ শে নভেম্বর, ২০২১ রাত ২:০৪
জহিরুল ইসলাম সেতু বলেছেন: যেখান থেকেই মনে আসছে, শুরু করে দিন ভাই। পরে আবার গুছানো যাবে নাহয়। সময় তো যাচ্ছে, শুরুটা আগে করুন।
২৩ শে নভেম্বর, ২০২১ রাত ২:০৮
চাঁদগাজী বলেছেন:
ঠিক আছে, লিখবো
৭| ২৩ শে নভেম্বর, ২০২১ ভোর ৬:৫০
নজসু বলেছেন:
আপনার এই জাতীয় লেখাগুলোর মধ্যে যেন চুম্বক থাকে।
পরের অংশের অপেক্ষা্ করছি। লাইক।
শ্রদ্ধেয়, আপনি আশা করি ভালো আছেন। ভালো থাকবেন।
দোয়া রইলো।
২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:০৮
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, মোটামুটি ভালো আছি; আপনিও ভালো থাকুন।
৮| ২৩ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:০১
বিটপি বলেছেন: আপনার যদি টাইপ করতে সমস্যা হয়, তাহলে গুগল ডকের সাহায্য নিন। আপনি বলে যাবেন আর সে লিখে যাবে। লেখা শেষ হয়ে গেলে একবার এডিট করে নেবেন।
২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:০৯
চাঁদগাজী বলেছেন:
ভালো সমাধান, ধন্যবাদ।
৯| ২৩ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:১৮
জ্যাকেল বলেছেন: টাইপ করে ফেলুন।
২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:১০
চাঁদগাজী বলেছেন:
২/১ দিনের বাকীটুকু টাইপ করে ফেলবো।
১০| ২৩ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:২৯
বাংলার এয়ানা বলেছেন: বহুদিন পর ভাল একটা গল্প পেলাম- ধন্যবাদ চাঁদ গাজী ভাই।
২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:১১
চাঁদগাজী বলেছেন:
বাংলার প্রতিটি নারীর জীবনই এক একটি বড় গল্প।
১১| ২৩ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৩০
মহাজাগতিক চিন্তা বলেছেন: গল্প নাকি সত্যি ঘটনা?
২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:১১
চাঁদগাজী বলেছেন:
ঘটনা
১২| ২৩ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩০
রূপক বিধৌত সাধু বলেছেন: বড়ো লেখা পড়তে ইচ্ছে করে না কিন্তু আপনার এ জাতীয় লেখা যত বড়োই হোক, মনে হয় না পড়লে ক্লান্তি লাগবে। বড়ো করে লেখার চেষ্টা করুন। অতৃপ্তিতে থাকতে ভালো লাগে না।
২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:১২
চাঁদগাজী বলেছেন:
টেকনিক্যাল বই পড়ে কিছু একটা শিখেন।
১৩| ২৩ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:০৩
রাজীব নুর বলেছেন: কুকিনীর মতো ঘটনা আজও গ্রাম বাংলা খুব ঘটছে।
২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:১৪
চাঁদগাজী বলেছেন:
গ্রামের বয়স্করা বেকার, ছোটরা পড়ালেখা তেমন করে না, সমস্যা
১৪| ২৩ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:১৮
শূন্য সারমর্ম বলেছেন:
কুকিনীদের গল্প বাংলা সাহিত্যে উঠে আসা দরকার।
২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:১৫
চাঁদগাজী বলেছেন:
বাংলা সাহিত্যে সাধারণ মানুষের জীবনের ছায়া কম পড়ে আসছে বরাবরই
১৫| ২৩ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:২৬
রানার ব্লগ বলেছেন: আমাদের নশট সমাজ একা একজন মেয়ের অবস্থান মানতে নাড়াজ !!!! বস্তাপচা সমাজ !!
২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:১৬
চাঁদগাজী বলেছেন:
সমাজে শান্তি ছিলো না, আজো নেই
১৬| ২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:২১
মরুভূমির জলদস্যু বলেছেন: পরের টুকুর অপেক্ষায় রইলাম
২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:১৭
চাঁদগাজী বলেছেন:
লিখবো, ধন্যবাদ
১৭| ২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:০০
মিরোরডডল বলেছেন:
বুঝিনা, অন্যকে নিয়ে মানুষের কেনো এতো আগ্রহ, কি করলো, কেনো করলো !
আমাদের সমাজের একটা সচরাচর চিত্র ।
২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:১৮
চাঁদগাজী বলেছেন:
সামাজিক জ্ঞান নেই, সাধারণ জ্ঞান নেই
১৮| ২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৫৫
রাজীব নুর বলেছেন: মুক্তিযুদ্ধ নিয়ে আগে অনেক গুলো পর্ব লিখবেন। তারপর প্রতিদিন একটা একটা করে পোষ্ট করবেন।
২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৪২
চাঁদগাজী বলেছেন:
ঠিক আছে! সমস্যা হচ্ছে, এরপর আমি দেশে যেতে পারবো কিনা!
১৯| ২৪ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:১০
ফুয়াদের বাপ বলেছেন: মুগ্ধকর বেশ ভালো গল্প। এক নিশ্বাসে পুরোটা পড়ে ফেললাম এবং পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
২৪ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪১
চাঁদগাজী বলেছেন:
আপনি নিশ্চয় ২ মিনিটের বেশী নিশ্বাস ধরে রাখতে পারেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৩৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কিছু গল্প ইচ্ছে করে একটানে পড়ে ফেলতে। আপনার লেখা এই গল্পটি তেমনই।