নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

টিকা না দেয়ার ফলাফল, COVID-19 এর নতুন ভার্সন B.1.1.529

২৬ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৯



দ: আফ্রিকা ও আফ্রিকা মহাদেশের দক্ষিণ এলাকার দেশগুলোতে COVID-19'এর নতুন একটি ভার্সন, B.1.1.529 ধরা পড়েছে; বৃটেন ও ইসরায়েল দ: আফ্রিকার সাথে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে, বিশ্বব্যাপী ষ্ট্ক-মার্কেট পড়ে গেছে; নিউইয়র্ক ষ্টক-ফিউচার DOW Industrial ৮০০ পয়েন্ট নীচে আছে ( ৫০ পয়েন্ট উঠানামা স্বাভাবিক)। আফ্রিকার বাহিরে ইসরায়েলে ও হংকং'এ ১ জন করে এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

COVID-19'এর এই নতুন ভার্সন, B.1.1.529 'এর ফিজিওলোজী থেকে ধরণা করা হচ্ছে যে, ইহা ভারতীয় ডেলটা ভাইরাস থেকে অনেক শক্তিশালী, ইহার সংক্রণ ক্ষমতা অনেক বেশী হতে পারে, টিকা কাজ না করার সম্ভাবনা আছে ও মৃত্যুর হারও বেশী হতে পারে।

ভাইরাস যেখানে আছে, সেখানে "মিউটেশান" বা নতুন ভার্সন হবে; যেখানে ভাইরাস নেই, সেখানে নতুন ভার্সন হওয়ার সম্ভাবনা নেই। দ: আফ্রিকায় ভাইরাস কমেনি, আফ্রিকা মহাদেশের দক্ষিণ আন্চলের কেহ টিকা কিনেনি, এমন কি রিলিফের টিকাও টিক মতো দেয়া হচ্ছে না, এই এলাকার দেশগুলোর সরকারগুলো মোটামুটি ডাকাত।

করোনা ভাইরাসের চারিদিকে কাঁটার মত বেরিয়ে থাকা প্রোটিনে ৩০টি বিবর্তন ঘটেছে বলে জানায়েছেন দ: আফ্রিকার একজন বিজ্ঞানী, টুলিও ডি ওলিভিয়েরা। করোনা ভাইরাসের এই প্রোটিন গুলো ভাইরাসটিকে মানব শরীরের সেলের সাথে সংযুক্ত হতে সাহায্য করে; ভাইরাস সেলের সাথে সংযুক্ত হলে, ইহা সেলটিকে আক্রমণ করে।

মনে করা হচ্ছে, দ: আফ্রিকা, নমিবিয়া, বোটসসোয়ানা, জিম্বাভে'তে এই ভাইরাসের সংক্রমণ ঘটছে। মনে হয়, এখনো করোনার সবচেয়ে বেশী সংক্রমণ হচ্ছে আমেরিকায়; কিন্তু এখানে ইতিমধ্যে নতুন কোন খারাপ মিউটেশান হয়নি। আফ্রিকা ও ভারতে সহজে মিউটেশান হওয়ার জন্য সেখানকার মানুষের ফিলিওলজি, তাদের ঔষধ গ্রহন ও জীবনযাত্রা প্রনালী কোনভাবে প্রভাব রাখছে বলে মনে হয়।

মনে হয়, ২/১ দিনের মাঝে ব্লগার কলাবাগান-১'এর পোষ্ট পাওয়া যেতে পারে, যেখানে এই নতুন ভার্সন'এর ফিজিওলোজী ও এনাটোমী সম্পর্কে ব্যাখ্যা থাকতে পারে।





মন্তব্য ২৫ টি রেটিং +২/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৮

খায়রুল আহসান বলেছেন: মারাত্মক খবর, খুবই ভয়াবহ। কেবলমাত্র বিশ্ব পর্যটন আবার খোলার প্রস্ততি নিচ্ছিল, এরই মধ্যে এই দুঃসংবাদ!

২৬ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:


আসলে, "থ্যাংকসগিভিং" পালন উপলক্ষে এই সপ্তাহেই আমেরিকার লোকজন ২০১৯ সালের মত অবাধে ভ্রমন করেছে; ইহাতে ভাটা পড়ার সম্ভাবনা আছে।

২| ২৬ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সব কিছুই স্বাভাবিক হয়ে আসছিল,আবার মনে হয় অস্বাভাবিক হতে শুরু করবে।বাংলাদেশে হয়তো ধর্মের সাথে প্রতিযোগিতা দিয়ে নতুন এই করোনা বাড়বে।সেই সাথে বাড়বে গো মুত্র ও উট মুত্রের ব্যবসা।

২৬ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:



আফ্রিকা থেকে করোনা শেষ করার জন্য ইউরোপের লোকজন গিয়ে টিকা দিতে হবে।
যাদের ২ ডোজ টিকা দেয়া আছে, তাদের হয় কিনা দেখা যাক। অষ্ট্রিয়াতে এই ভাইরাসের আগেই লকডাউন দেয়া হয়েছে।

৩| ২৬ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

কালো যাদুকর বলেছেন: ভ্রমনে বেড়িয়েছি। এর মধ্যেই সিএনএনে এই খবর পেলাম ৷ ভয়ের ব্যাপার ৷ তবে সরকারিভাবে শক্ত ব্যবস্থা নেয়া হবে এবার ৷ ঐদেশগুলোকে আইসোলেট করা হতে পারে ৷ লেটস সি ৷

২৬ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:


ইহার সংক্রমণ ঘটতে সময় লাগবে; আশাকরি, আপনাকে খুঁজে পাবে না ইহা; ইহাকে থামানোর জন্য টিকা ব্যবহার করা হবে, নিশ্চয়।

যারা টিকা কেনেনি, তারা রিলিফের টিকাও ঠিক মতো দিচ্ছে না।

৪| ২৬ শে নভেম্বর, ২০২১ রাত ৮:৪৬

জুল ভার্ন বলেছেন: অবস্থা দৃষ্টে মনে হচ্ছে- বিভিন্ন ফর্মে কোভিড ১৯ আরও অনেক বছর পৃথিবীতে থাকবে।

২৬ শে নভেম্বর, ২০২১ রাত ৯:১৩

চাঁদগাজী বলেছেন:



আফ্রিকার চোর ডাকাত সরকারগুলো ও ভারতের গোমুত্র পানকারীরা উহাকে লালন পালন করবে, মনে হচ্ছে।

৫| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১২:১২

রাজীব নুর বলেছেন: হায় হায়---
আল্লাহ মনে হয় পৃথিবীর মানুষের উপর খুব চেতেছে।

২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১২:১৬

চাঁদগাজী বলেছেন:


আফ্রিকার সরকারগুলো রিলিফের টিকাগুলো দেয়ার চেষ্টা করছে না।

৬| ২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:২৯

গফুর মিয়া১৯১ বলেছেন: ঢাকা তে মাক্স্যিমাম লোক এখন মাস্ক পরে নাহ।লোকজনের কি যে হইছে আল্লাহ জানে।সামনে বিপদ আসতেসে

২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৫২

চাঁদগাজী বলেছেন:


ঢাকা হলো বাসের অযোগ্য, ঢাকার মানুষ হলো বিশ্বের জন্য অযোগ্য।

৭| ২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:২২

কলাবাগান১ বলেছেন: দ্রুত ছড়াচ্ছে কিন্তু ডেল্টার চেয়ে অনেক আগেভাগেই সাউথ আফ্রিকার এইচআইভি থেকেই অভিজ্ঞ বিজ্ঞানীদের নিয়মত জিনোম সিকোয়েন্সিং (পৃথিবীর খুব কম দেশই এই কাজটা করছে--স্যালুট টু সাউথ আফ্রিকার হেলথ সিস্টেম এবং বিজ্ঞানীদের কে) দ্বারা প্রাথমিক অবস্হায় থাকা অবস্হায় ধরা পড়াতে হয়ত নিয়ন্ত্রন করা যাবে একে ব্যাপক ভাবে ছড়ায়ে পড়া থেকে।
ক্রিকেট খেলা দেখছি.।পরে বিস্তারিত লিখার আশা করছি

২৭ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:০৮

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে, লিখুন

৮| ২৭ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:২৭

রানার ব্লগ বলেছেন: আবার !!! এইবার আর কেউই চাকড়ি বাচাতে পারবে না !!!! নির্ঘাত কম্পানি বসে যাবে যদি আবার লক দাউন দেয়া হয় ।

২৭ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪২

চাঁদগাজী বলেছেন:



ইহা খুব একটা ছড়াতে পারবে না, ইউরোপ ও আমেরিকায় শতকরা ৮০ ভাগে টিকা নিয়ে ফেলেছে।

২৭ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:



ইহা আফ্রিকার ক্ষতি করতে পারে।

৯| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ৮:৪৩

জ্যাকেল বলেছেন: ইহা ভয়ংকর খবর কিন্তু আমাদের ঘবেট সরকারী লোকেরা কিছু করিবে আশা নাই।

২৭ শে নভেম্বর, ২০২১ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:



ইহা হয়তো বনাগলাদেশে অবধি আসবে না; আমাদের সরকার ডলার থাকা সত্বও টিকা কিনেনি, মানুষের প্রাণের কোন মুল্য নেই সরকারের কাছে।

১০| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১১:২৯

মিরোরডডল বলেছেন:



মাস দুয়েক আগে ন্যাশনাল টিভিতে এরকম একটা নিউজ দেখেছিলাম সাউথ আফ্রিকাতে নিউ ভ্যারিয়েন্ট
যেটা ডেলটার চেয়ে অনেক স্ট্রং কিন্তু তারপর এই নিয়ে আর কিছু শুনিনি ।
এতদিনে মিডিয়াতে শিরোনামে ।
উইশ এটা যেনো কন্ট্রোলে থাকে ।
আর ভালো লাগেনা ।
এই কদিন হয়েছে সবকিছু নরমাল হচ্ছে, এখনই আবার এরকম নিউজ হার্ট ব্রেকিং ।


২৮ শে নভেম্বর, ২০২১ রাত ১:০১

চাঁদগাজী বলেছেন:


ইহা দ: আফ্রিকাত ও উহার আশেপাশেই থাকবে; ইউরোপে না আসটে পারলে, আমেরিকা, কানাডা ও অষ্ট্রেলিয়া অবধি ছড়াতে পারবে না।

১১| ২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৪২

নীল আকাশ বলেছেন: ভালো পোস্ট।
@কলাবাগান১ঃ আপনার লেখার অপেক্ষায় রইলাম।

২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৪

চাঁদগাজী বলেছেন:



আমাদের সরকার টিকা না কিনে জাতিকে অরক্ষিত অবস্হায় রেখেছে।

১২| ২৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪৫

বাংলার এয়ানা বলেছেন: চিন্তার কিছু না আমরা ভাইরাস থেকেও শক্তিশালী এবং আমাদের সব রকম প্রস্তুতি নেওয়া আছে।

২৯ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:


আপনি টিকা পেয়েছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.