নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকায় ওমিক্রন ভাইরাসের শুভ আগমণ

০২ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২১



আমেরিকা অনেক কারণে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ; এখন ইহা যেই কারণে আরো বেশী বিখ্যাত, তা'হলো করোনা মহামারীতে কোন জাতি এত বিখ্যাত হয়নি: সংক্রমণের সংখ্যা, মৃত্যুর সংখ্যা, চাকুরী হারানোর সংখ্যা, টিকা না'দেয়াদের সংখ্যা, অকারণে সরকারী রেসকিউ ব্যয়য়ের পরিমাণ, সব মিলিয়ে দেশটিকে বিখ্যাত ক্লাউনদের দেশে পরিণত করেছে। সর্বশেষ খবর হলো, গতকাল আমেরিকায় সর্বশেষ ভয়ংকর করোনা ভাইরাস 'ওমিক্রন' ধরা পড়েছে।

একজন আমেরিকান নাগরিক, যিনি গত ২২ শে নভেম্বর দ: আফ্রিকা থেকে কালিফোর্নিয়ায় নিজ বাড়ীতে ফিরেছে, ২৮ তারিখে সেইলোক অসুস্হ হয়েছে করোনায়; গতকাল, সিডিসি ঘোষণা করেছে যে, সে ওমিক্রন ভাইরাসে আক্রান্ত। অবশ্য তার ২ ডোজ টিকা দেয়া থাকায়, সে ভয়ংকরভাবে অসুস্হ হয়নি। দেশে আসার ৬ দিন পর সে অসুস্হ হয়েছে এবং তার উপসর্গগুলো খুব একটা জোরালো নয়; এই তথ্যের ভিত্তিতে অনুমান করা সম্ভব যে, এই দেশে এখন অনেক লোকজন আছে, যারা ওমিক্রন ভাইরাস বহন করছে।

আমেরিকা এখনো দ: আফ্রিকার সাথে বিমান যোগাযোগ বন্ধ করেনি; যারা দক্ষিন আফ্রিকা থেকে দেশে আসছে, তাদেরকে আটকায়ে কোয়ারিনটিনেও নেয়া হচ্ছে না, তাদেরকে একটি করোনা টেষ্টকিট দেয়া হচ্ছে, তারা যেন নিজে ভলনটিয়ার হয়ে নিজেদের স্পেসিম্যান নিকটবর্তী সরকারী টেষ্টিং সেন্টারে দেয়! কি ইডিওটিক আইডিয়া!

সরকার হুট করে বিমান যোগাযোগ বন্ধ করতে চাচ্ছে না, এতে করে এয়ার লাইন্সগুলোর অসুবিধা হবে; এই হলো আমেরিকান ক্যাপিটেলিজম, এয়ারলাইন্সের ব্যবসা ঠিক রাখার জন্য সঠিক পদক্ষেপ নিতে পারলো না আমেরিকান সিডিসি; ক্যাপিটেলিষ্টদের কারণে আমেরিকা করোনার হাতে হেস্তনেস্ত হয়েছে, মানুষ মরেছে, কিন্তু ব্যবসায়ীরা সর্বকালের রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে ও সরকারী সাহায্য হজম করে বসে আছে।








মন্তব্য ৩৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ৮:১১

রানার ব্লগ বলেছেন: শুভেচ্ছা স্বাগত!!!

০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:



৮/৯টি দেশ দ: আফ্রিকার সাথে ফ্লাইট বন্ধ; আমেরিকা কালোমিয়াদের হাতে "ভলনটিয়ার টেষ্টকিট" দিচ্ছে, এটা ইডিওটিক কাজ।

২| ০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ৮:৫৫

বঙ্গদুলাল বলেছেন: জাপানও একই কাজ করেছে।

০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:



তাই? অবশ্য জাপানের সাথে দ: আফ্রিকার তেমন যাওয়াআসা নেই। আমেরিকায় প্রতিদিন ৫/১০ প্লেনভর্তি আসাযাওয়া আছে।

৩| ০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ৯:৫৯

জুল ভার্ন বলেছেন: স্বাগতম। সুস্বাগতম। অমিক্রন ভাইয়ের আগমন।

০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৬

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা এমনিতে ভয়ংকর অবস্হায় আছে।

৪| ০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ১০:০২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমেরিকার সাথে সবদিক থেকেই দক্ষিন আফ্রিকার সম্পর্ক ভাল।বিভিন্ন কারনে লোকজনে যাতায়াত অনেক বেশি। এটাই হয়তো যোগাযোগ বন্ধের দেরির কারন।

০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:


দ: আফ্রিকার জন্য এদের হৃদয় ভাংগাছে না, হৃদয় ভাংছে এদের নিজস্ব এয়ার লাইন্সগুলোর জন্য।

৫| ০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ১০:২০

সাজিদ! বলেছেন: ওই হতচ্ছাড়া দেশ থেকে বাংলাদেশে চলে আসুন দেখি। বুবু আপনাকে উপদেষ্টার পোস্ট দিবেন। আপনি থাকলে ভিশন ৪১ এগিয়ে এসে ৩১ সালেই আমরা পৃথিবীর সবচেয়ে উন্নত দেশে পরিনত হতেই পারি৷

০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:



আমি উনার ভিশনের মাঝে পড়লে, আমাকে আওয়ামীরা শুলে ছড়াবে।

৬| ০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ১০:২৩

নেওয়াজ আলি বলেছেন: আমাদের দেশের মানুষ পাত্তাই দিচ্ছে না। আফ্রিকা হতে আসা সাত জন বি বাড়িয়ার লোক পালিয়ে বেড়াচ্ছে

০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:


বাংগালীদের প্রাণের মুল্য কোরবাণীর গরুর চেয়ে কম।

৭| ০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫৫

ঢাবিয়ান বলেছেন: আমেরিকা অতি শিথিল আর সিঙ্গাপুর চায়না ইত্যাদি দেশগুলো অতি কঠোর কড়োনা ইস্যূতে কিন্ত ব্যবসা করার ধান্দা কোণ দেশই ছাড়তে রাজী না। । সিঙ্গাপুরে মোটে বর্ডার ওপেন করেছে যদিও দশ দিনের হোম কোয়ারেন্টাইন করতে হবে বাইরে গেলে। কিন্ত ওমিক্রন ভাইরাস আসার পর মোট চার দফা পিসিয়ার কোভিড টেস্ট করার নিয়ম চালু করেছে বিদেশে যেতে গেলে। আর এই টেস্ট নিয়ে পুরো ব্যবসা ফেদে বসেছে। ব্বিদেশে যেতে হলে কিছু ডেজিগনেটেড ক্লিনিকে টেস্ট করাতে হবে । সরকার দাম বেধে দিয়েছে যে ১৩৮ ডলার খরচ করতে হবে প্রতিটা টেস্টে!!!

০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪৬

চাঁদগাজী বলেছেন:



ওমিক্রন যাতে এয়ারলাইন্স'কে আবার গালা চিপে না ধরে, সেইজন্য এয়ারলাইন্সগুলো বাইডেনের ঘাঁড়ে চেপে বসেছে।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ১২:৩৮

রাজীব নুর বলেছেন: ভাতের কনার্ট অঞ্চলে দুইজন পাওয়া গেছে।

বাংলাদেশে দক্ষিন আফ্রিকা থেকে এক লোক এসেছে। তাকে বাড়িতে আটকে রাখা হয়েছে এবং তার বাড়িতে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে।

০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ১:০৫

চাঁদগাজী বলেছেন:


ভারতের লাখ লাখ লোকের ব্যবসা আছে দ: আফ্রিকায়; ফলে, ইহা ভারতে ছড়াবে।

৯| ০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ৩:০৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: আম্রিকা হচ্ছে স্কুলের বুলি গুলার মত। ভিত্রে কিছু নাই, ব্রেইন বলতে কিছু নাই, খালি সাইজে কোন ভাবে বড় বলে অন্যদের জ্বালায় বেড়ায়। কিন্তু ভিত্রে ভিত্রে আসলে চিপায় আটকে থাকা একটা ইন্দুর, যে চিঁ চিঁ শব্দ করে কাঁদতে থাকে।

কখনও ভেবে দেখেছেন সুপার-বাগ কিভাবে তৈরী হয়েছে? ঠিক সেভাবেই করোনা শক্তিশালী হচ্ছে। টিকা যারা নিয়েছে, তারা না নেওয়াদের থেকে বেশী দোষী! কিভাবে? সেটা জানতে হলে আবার সুপার-বাগ সম্পর্কে জানতে হবে।

০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ৩:৪৯

চাঁদগাজী বলেছেন:


এন্টিবায়োটিক ও পেনিসিলিন জাতীয় ঔষধ সুপার-বাগের জন্ম দিয়েছে; ভ্যাকসিনও ভাইরাস থেকে নানা ধরনের কঠিন ভাইরসের জন্ম দিতে পারে।

০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ৩:৫০

চাঁদগাজী বলেছেন:


১৯৯০ সালের পর থেকে আমেরিকা বুলিং ছেড়ে দিয়েছে ।

১০| ০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ৩:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:
ব্যাবসা সবাই করছে।
আমেরিকান কর্পোরেট জায়েন্ট ঔসধ কম্পানীগুলোতো রাজকীয় ভাবে ব্যাবসা করছে। দুর্নিতীতে কেউ কম যায় না।
করোনা টিকাওয়ালারা ৩ ডোজ নেয়ার পরও বলছে আরো লাগবে, প্রতি বছর একবার।

ফাইজার টিকা বাজার মুল্য ১৫ ডলার। কিন্তু আমার ইনশুরেন্স কম্পানী জানালো আমার ২ ডোজ টিকার জন্য ৮০ ডলার বিল করা হয়েছে, যা রাষ্ট্র পরিশোধ করবে। সরকারের মাথায় কাঠাল ভেঙ্গে খাচ্ছে কর্পরেটরা।

০৩ রা ডিসেম্বর, ২০২১ ভোর ৫:৪০

চাঁদগাজী বলেছেন:



শুরুতে ভ্যাকসিন কোম্পানীগুলো বলেছিলো যে, ওরা লাভ করবে না; ওরা এই ২ বছরে যেই টাকা পেয়েছে হত ৫০ বছরের রেভেনিউ থেকে বেশী। ইন্সুরেন্সরা সরকার ও ঔষধ কোম্পানী থেকে টাকা পাচ্ছে; আর, রোগীকে এমআরআই করতে হলে পারমিশন নিতে হয়।

১১| ০৩ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: এই আগমন কোনো দেশই মনে হয় ঠেকাতে পারবে না, যেমন আগে পারে নি।

০৩ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১৫

চাঁদগাজী বলেছেন:


আফ্রিকার দ: এলাকায় ইহা ছড়ায়েছে, ওখানে টিকা দেয়া হয়নি ঠিক মতো; টিকা দেয়া এলাকায়, ইহা ছড়ানোর সম্ভাবনা কম।

১২| ০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ৮:৫২

মনিরা সুলতানা বলেছেন: আসলে সরকারের নীতি যে কি সেটুকু আপনারা জানবেন, আমার মেয়ে কে তো ওদের ইউনি প্রাথমিক ভাবে জানিয়েছে , পরের সেমিস্টার অনলাইনে করতে চায়। দেখা যাক এখন তো সেমিস্টার ফাইনাল চলছে।

০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৪

চাঁদগাজী বলেছেন:




সে কি দেশে, নাকি বিদেশে পড়ে?

১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৯

মিরোরডডল বলেছেন:

এখানেতো এন্ড অভ নভেম্বর থেকেই ওমিক্রন পজিটিভ কেইস দেখা দিয়েছে ।

০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:০০

চাঁদগাজী বলেছেন:



দ: আফ্রিকার সাথে অনেকের ব্যবসা বাণিজ্য আছে, এবং দক্ষিণ আফ্রিকার অনেকেই অনেক দেশের নাগরিক এখন, এদের যাওয়া আসা চলছে।

১৪| ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:০৭

একলব্য২১ বলেছেন: সাউথ আফ্রিকার লোকসংখ্যার একটা ভাল ভগ্নাংশ ভারতীয়। ভারতের সাথে এদের ব্যবসা বাণিজ্য আসা যাওয়া আছে। কাজেই ওমিক্রন ভারতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। এলরেডি কিছু মানুষের মধ্যে ওমিক্রন পাওয়া গেছে। ভারতের এই ভাইরাস ছড়িয়ে পড়লে বাংলাদেশের কি অবস্থা হতে পারে বলে আপনি মনে করেন।

০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ২:৩৩

চাঁদগাজী বলেছেন:



ডেলটা যেহেতু বাংলাদেশে খুব বেশী একটা ছড়ায়নি, এটাও বেশী ছড়াবে না; বাংলাদেশ এখন অনেক টিকা পাচ্ছে, সঠিকভাবে দিলে, বাংলাদেশে সংক্রমণ খুব একটা হবে না।

১৫| ০৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:১৬

কলাবাগান১ বলেছেন: Bangladesh COVID- International attention

০৫ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:



Ivermectin কোন কোন রোগের জন্য এবং কোন নামে বিক্রয় হয়?

১৬| ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৪২

কলাবাগান১ বলেছেন: মেইনলি উকুন জাতীয় পোকা, কৃমি (বিশেষ করে প্রানীদের মাঝে লাইক ঘোড়া) এর জন্যও ব্যবহার হয়। আমেরিকায় কভিডে এই ঔষুধ নিয়ে রিপাবলিক্যান আর ডেমোক্রেট এর মাঝে ভীষন দ্বন্ধ চলছে

০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:১১

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে কি করোনার সময় মানুষ এগুলো নিয়েছে, নাকি আগে নেয়ার কারণে করোনা হয়নি, কিংবা হলেও অল্পতে সেরেছে?

১৭| ০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫৭

কলাবাগান১ বলেছেন: বাংলাদেশে বিনা প্রেসক্রিপসনে কিনতে পাওয়া যায়, তাই অনেকেই হয়ত ইউজ করেছে করোনাতে কিন্তু আমেরিকাতে বিনা প্রেসক্রিপসনে পাওয়া যায় না, আর সিডিসি/এফডিএ এটার ব্যবহার করে করোনাতে কোন উপকার নাই বলে মত দিচ্ছে (নানান ট্রায়াল কে বিবেচনা করে)

০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫৯

চাঁদগাজী বলেছেন:



আচ্ছা।
ইউরোপের ডাক্তারেরা এটার সাথে পরিচিত?

১৮| ০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৫

কলাবাগান১ বলেছেন: সবাই জানে। প্রথম অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের রিসার্চরা এই ঔষুধকে সামনে আনেন... এই ঔষুধ এখন ডান আর বাম পন্হীদের মাঝে বিরাট দ্বন্ধ তৈরী করেছে। গুগুল করলেই দেখবেন কতটা এক্সপ্লোসিভ বিষয় টা।

০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৫

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.