নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

কিছু কিছু নতুন ইমিগ্রেন্ট আমেরিকানদের উপর চড়াও হয়

০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৬



২টি হ্যামবার্গার কিনতে ফাষ্টফুডের দোকানে এলাম; দোকানটি বেশ পপুলার (নাম ফাইভ গাইস ), লাইন বেশ লম্বা; আমার পেছনে এসে দাঁড়ালো একটা সাদা ছেলে, ২০/২২ বছর হবে; মনে হয়, হোমলেস, কাপড়চোপড় ময়লা, গন্ধও পাওয়া যাচ্ছে। সে বুঝতে পেরেছে, দরকারের চেয়ে বেশী দুরত্ব রেখে দাঁড়ায়েছে। একটু পরেই বেশ কেতাব-দুরস্ত ৩০/৩৫ বছরের এক সাদা মহিলা এসে ছেলেটির পেছেন দাঁড়ালো; দাঁড়িয়েই সে নাকমুখ কুঁচকিয়ে অসন্তোষ প্রকাশ করছে; মহিলার পেছনে আরেক সাদা লাইনে এলো। মহিলা ছেলেটাকে বললো,
-তোমার কাপড় থেকে গন্ধ আসছে, তুমি লাইন থেকে সরো!
ছেলে কোন উত্তর দিলো না। মহিলা আবারও একই কথা বললো; তার ইংরেজী থেকে বুঝলাম ইউক্রেন টিউক্রেন থেকে হবে; পেছনের সাদামিয়া মাথা নেড়ে মহিলাকে সাপোর্ট করলো। মহিলা কাউন্টারে গিয়ে ক্যাশিয়ারের কাছে নালিশ করলো; ক্যাশিয়ার এসে ছেলেটাকে বললো,
-কাষ্টমার আপত্তি করছে, তুমি চলে যাও।
ছেলে চুপ করে দাঁড়িয়ে আছে। আমি বললাম,
-তুমি কি চাকুরী হারাতে চাচ্ছ কোন এক কাস্টমারের জন্য?
মেয়ে ফিরে গেলো কাউন্টারে; ওই মহিলা আমাকে বললো,
-তুমি চাও হোমলেস এখানে গন্ধ ছড়াক?
-আমার মনে হয়, তুমি হোমলেস থেকে আরো বড় কেহ, কান্ট্রিলেস!

মহিলা তেলেবেগুনে জ্বলে উঠলো, আবার গেলো কাউন্টারে; এবার সাথে নিয়ে এলো দোকানের ১ ছেলেকে, উহার পকেটে আইডি ঝুলছে, ম্যানেজার। দেখে মনে হলো স্পেনিশ; সে এসে ছেলেকে বললো,

-তোমার ড্রেস ঠিক নেই; তোমার উচিত বের হয়ে যাওয়া।
ছেলে চুপ মেরে আছে; একবার আমার দিকে তাকালো। আমি ম্যানেজারকে বললাম,
-৩ বছর আগে ষ্টার-বাকসে কি ঘটেছিলো, শুনেছিলা? শুনে থাকলে, কোন ১ কাষ্টমারের জন্য নিজে বিপদে পড়িও না, তোমার কোম্পানীও বিপদে পড়তে পারে।
-তুমি দেখছ, ওর কাপড় ঠিক নেই।
-সে খাবারের জন্য এসেছে; তোমার যদি ইচ্ছা হয়, খাবারের সাথে ওকে ভালো কাপড়ও দাও। শোন, সে এই দেশের নাগরিক, সে তোমার কাছে ফ্রি খাবার চাচ্ছে না; ওকে লাইন থেকে সরাতে হলে, ওকে বিনা-লাইনে খাবার দিয়ে দাও, সমস্যা শেষ।

স্পেনিশ মিয়ার পছন্দ হয়েছে আমার কথা, ছেলেকে বললো,
-তুমি পাশের টেবিলে গিয়ে বস, আমি তোমার অর্ডার নেবো।

ছেলে সরে দাঁড়ালো; ম্যানেজার ওর অর্ডার নিয়ে ভেতরে চলে গেলো; মহিলা কটমট করে আমার দিকে তাকাচ্ছে; আমি বললাম,
-তুমি হয়তো নতুন এই দেশে!
-চুপ কর, আমি তোমার আগে এসেছি এই দেশে।

হাজার হলেও মহিলা মানুষ, আমি চুপ হয়ে গেলাম, সে রেগেমেগে বেরিয়ে গেলো।

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ১১:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার লেখার ধরন আমার বেশ পছন্দ হয়। পাঠক ধরে রাখার মত লেখা।
তবে মন্তব্যের ক্ষেত্রে একই কথা বলতে পারছি না।

০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪২

চাঁদগাজী বলেছেন:


আমার মন্তব্যের কারণে পাঠকেরা পালাচ্ছেন অনেক বছর থেকেই; সময় আসবে, আমার পোষ্ট কাঁদতে থাকবে; তবে, আমি নিজকে বদলাতে চাচ্ছি না।

২| ০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অধিকার সম্পর্কে আমরা অনেকেই অজ্ঞ।

০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩৮

চাঁদগাজী বলেছেন:



পুর্ব ইউরোপের লোকেরা একটু আগ্রাসী মনোভাবের।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৬

জহিরুল ইসলাম সেতু বলেছেন: এধরনের কটকটি মহিলার সংখ্যা এদেশেও নেহায়েত কম না।

০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪০

চাঁদগাজী বলেছেন:


নতুন সাদা ইমিগ্রেন্টরা আমেরিকানদেরও পাত্তা দিটে চাহে না।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৮

রাজীব নুর বলেছেন: আপনি বার্গার কেন খাবেন? আমি খেলেই দোষ?
তবে দরিদ্র ছেলেটার সাপোর্ট নিয়ে ভালো কাজ করেছেন।

০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪১

চাঁদগাজী বলেছেন:


আমার স্ত্রী ঐদিকে গেলে খেতে চায়, স্ত্রীর জন্য কিনলে, নিজের জন্যও কিনতে হয়। বার্গার না খাওয়াই ভালো।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৯

রাজীব নুর বলেছেন: মুক্তিযুদ্ধ নিয়ে ২য় পর্ব কখন দিবেন?

০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪২

চাঁদগাজী বলেছেন:


ব্লগে উহা নিয়ে লেখা ঠিক হবে না।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ১২:৩২

নেওয়াজ আলি বলেছেন: এই লেখার সাথে সেখানের একটা ছবি দিলে আমরা আমেরিকাও দেখতে পেতাম। সুন্দর লেখা।

০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪৩

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা আমেরিকা যতটুকু দেখেছেন, আমি তার সিকি পরিমাণও দেখার সুযোগ পাইনি।

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ৩:৪২

শ্রাবণধারা বলেছেন: সুন্দর ঘটনা চাঁদগাজী ভাই। ভালো লাগলো। একদম ঠিক কথা বলেছেন ঔ মহিলাকে। আর, ম্যানেজারকে বলা কথাগুলো আপনার দূরদর্শীতাকে আবারো প্রমাণ করলো।

০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ৩:৫০

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আমি মাঝে মাঝে লেগে যাই, দেখি কি হয়!
লিখেন, ব্লগ কেমন যেন নিস্প্রাণ হয়ে গেছে।

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ ভোর ৪:৫৪

কালো যাদুকর বলেছেন: উচিত কথাই বলেছেন ৷ এরকম মহিলাদের একটা নামও দেযা হয়েছে ৷ মিস " ক্যারেন" | এদের যন্ত্রনা সবত্র ৷ সবাই তো আপনার মত সাহসী প্রতিবাদ করে না ৷

০৪ ঠা ডিসেম্বর, ২০২১ ভোর ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:


আমি একবার সাবওয়ে ট্রেনে গন্ডগোল করছিলাম, ১ আফ্রিকান আমেরিকান মেয়ে আমাকে ভালোয় ভালোয় নেে যেতে বলে, আমি কেটে পড়েছিলাম।

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫৬

রানার ব্লগ বলেছেন: সমাজে অভদ্রের সংখ্যা অনেক , কতোজনকে পথে আনবেন ?

০৪ ঠা ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৪৭

চাঁদগাজী বলেছেন:





আমেরিকায় কাউকে কেহ পথে আনতে হয় না, আইন সেটার ব্যবস্হা করে রেখেছে।

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৫২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আপনার সমাধানটা দুর্দান্ত। আমি কি ধরে নেব স্প্যানিশ, ইউক্রেনিয়ানদের চেয়ে একজন বাঙালির বুদ্ধিমত্তা, সহনশীলতা বেশি?

০৪ ঠা ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৪৮

চাঁদগাজী বলেছেন:



গড়ে ইউক্রেনিয়ানদের কাছে বাংগালীরা পিগমীর সমান।

১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:১৩

জুল ভার্ন বলেছেন: চমৎকার! অসাধারণ বুদ্ধিমত্তা এবং সাহসের পরিচয় দিয়েছেন।

০৪ ঠা ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৫১

চাঁদগাজী বলেছেন:



এগুলো কারতে হয়, পশ্চিমে এই ধরণের সমস্যা কম, তারপরও কেহ গন্ডগোল করলে অন্যেরা লেগে যায়; আমাদের জাতির মাযঝে এগুলো আগে ছিলো, এখন মানুষ ক্রমেই ছাগল হয়ে যাচ্ছে।

১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪১

সুদীপ কুমার বলেছেন: খুবই ভালো লাগলো।

০৪ ঠা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:



রিটায়ার করেছি, তেমন কাজকর্ম নেই, সুযোগ পেলে লেগে যাই।

১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৪

জ্যাকেল বলেছেন: আপনার পোস্ট গুলি মোটামুটি হালকা পাতলা ধরণের তবে এই ধরণের পোস্ট/গল্প/ঘটনা পড়তে অধিক ভাল লাগে এমনকি অন্য বেশিরভাগ ব্লগারের লেখার চাইতেও। (This is a compliment)

০৪ ঠা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:


আমি চেষ্টা কবি একটু মেদহীন রাখতে, যাতে সহজে হজম হয়।

১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ৯:০১

রাজীব নুর বলেছেন: আপনার চিন্তা শক্তি উন্নত। দেখার চোখ গভীর।
আমার এই ধারনাটুকু কি সঠিক?

০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ৯:৪১

চাঁদগাজী বলেছেন:



তেমন কিছু না, আমি কিছু একটা দেখলে, সেখানে কিছু বলার চেষ্টা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.