নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের বইপড়া নিয়ে

১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২৬



'৭১'এর জেনারেশনের বাংগালীরা মুক্তিযুদ্ধ নিয়ে গৌরব করেন, ব্লগের বাংগালীরা বইপড়া নিয়ে মাঝে মাঝে গৌরব করেন: কেহ কেহ লেখেন যে, তিনি বইপোকা ছিলেন; বইপোকা নিয়ে আমার বিরাট সমস্যা আছে: আমার বাবার কেনা একটি মাত্র বই স্মৃতি হিসেবে ছিলো, কবি নজরুল ইসলামের "সন্চিতা"; আমার মা উহাকে যত্ন করে বেশ উঁচু একটি তাকে রাখতেন; একবার ৬ মাস উহা পড়া হয়নি, আমার বড় ভাই উহাকে নামিয়ে দেখেন যে, বইটির সুন্দর কাভার ও কিছু পাতাকে উইপোকা খেয়ে ফেলেছে; আমার মা ও ভাই অনেক মনোকষ্ট পেয়েছিলেন। বই খেয়েছে বলে আমার মন খারাপ হয়নি, বাবার স্মৃতি নষ্ট করার কারণে আমিও উইপোকার উপর ক্ষেপে ছিলাম কিছু সময় ধরে। এখন কেহ নিজকে বইপোকা হিসেবে পরিচয় দিলে, আমার খালি উইপোকার কথা মনে পড়ে।

আমি টেক্সট বইয়ের বাইরে তেমন কোন বই কখনো পড়ার চেষ্টা করতাম না, আমার কাছে জ্ঞান থেকে আমার চোখের দাম বেশী ছিলো; এবং ইহা কাজও করেছে, আমি বাংলায় ভালো নম্বের পেতাম। সাবজেক্ট হিসেবে বাংলায়, ক্লাশে আমরা সবাই একই বই পড়তাম, কেহ কেহ ফেল করতো, ৩৩ নম্বর পেতো না; বইগুলোতে কিছু গল্প, প্রবন্ধ ও কবিতা থাকতো, এই ছাতা মাথা পড়ে কেন যে, ১০০ নম্বরের মাঝে ৩৩ পেতো না, আমার মাথায় ঢুকতো না।

যেকোন সাবজেক্টে আমার প্রশ্নোত্তরগুলো হতো ছোট, আমি অল্প কথায় লিখতাম, আজো চেষ্টা করি; কিছু কিছু শিক্ষক বলতেন, একটু ব্যাখ্যা ম্যাখ্যা করে, উদাহরণ টুদাাহরণ দিয়ে বড় আকারে লিখার জন্য; আমার এসব অকারণ বকবক লেখা কখনো ভালো লাগতো না। আমি ইংরেজী ও বাংলায় কমফ্রিহেনশনেও ভালো করেছি মোটামুটি; অনেকে কমফ্রিহেনশন পড়ে কি ঘোড়ার ডিম বুঝতো কে জানে, আধাপাতা পড়ে ২/৩ পাতা লিখে ফেলতো, কিন্তু ১০'এ ৩ থেকে বেশী পেতো না। ব্লগে যাদের লেখা লম্বা হয়, তাঁদের লেখা আমার পক্ষে পড়া সম্ভব হয় না; সামুতে কিছু ব্লগার আছেন, উনাদের কমেন্ট ও কমেন্টের উত্তর দেখে আমার খালি মহাভারতের কথা মনে পড়ে।

কেহ আমাকে "আরো পড়া লেখা করার" কথা বলে উপদেশ আমার গায়ে আগুন লাগে; আমি গিয়ে তাদের কয়েকটা পোষ্ট পড়ি; বেশীর ভাগই দেখি, দুনিয়ার বকবক লিখে ভরায়ে রেখেছেন।

রাজিব নুর মাঝে মাঝে কিছু বইয়ের লিষ্ট টিষ্ট দিয়ে বলেন, সেগুলো সবার পড়া উচিত। উনার যত লিষ্ট আমি দেখেছি, উহার মাঝে আজ অবধি ১টা বই আমি পড়েছি, "সুর্য দীঘল বাড়ী", ইহা ছিলো পাঠ্য বই, না'হয় উহাও পড়া হতো না। আমি রাজিবকে কিছু বলি না, উনি অনেক পড়েন, অনেক লেখেন। কিন্তু যারা মোটেই ভালো লেখেন না, তারা বইয়ের লিষ্ট দিলে, আমার চিন্তা শুরু হয়, ইনি কি স্কুলে বাংলায় পাশ করেছেন, নাকি ফেল করতেন।






মন্তব্য ৬৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৫০

জুল ভার্ন বলেছেন: গভীর জ্ঞানের পোস্ট বলিয়াই আমার বোধগম্য হইলো না!

১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৫৭

চাঁদগাজী বলেছেন:



খৈ, মুড়ি, ভাপা পিঠা ও জিলাপীর পিএইচডি আপনি, আপনার কাছে এসব লেখা কুইনাইনের মতো লাগার কথা।

২| ১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২২

ঈশ্বরকণা বলেছেন: আপনি শিওরতো যে সূর্য দীঘল বাড়ি পড়েছেন পাঠ্য বইয়ে ? পাকিস্তান আমলে আর বাংলাদেশের পাঠ্য বইয়ে এক সময়ে শাহেদ আলীর ‍‍`একই সমতলে" নামের একটা গল্প ছিল । সূর্য দীঘল বাড়ির মতো সেই গল্পের নায়িকার নাম ছিল জয়গুন । দুটোই গ্রামের মানুষের টানাপোড়েন নিয়ে লেখা যদিও দুটোই আরো ব্যাপক অর্থবোধক গল্প।আপনি দুটোর মধ্যে মনে হয় গোলতাল (উল্টোপাল্টা) পাকিয়ে ফেলেছেন। তাছাড়া আবু ইসহাকের "সূর্য দীঘল বাড়ি" হলো উপন্যাস । সেটা পাঠ্য বইয়ে থাকার কথা না । আর সেটা ছিল বলেও কখনো শুনিনি। আমাকে কারেক্ট করার জন্য আপনার পাঠ্য বইয়ে 'সূর্য দীঘল বাড়ি' থাকার বছরটা বলবেন ।তাহলে বুঝতে পারবো আমি যে সময়ের কথা বলছি তার আগের কোনো সময়ে সেটা পাঠ্য বই বা পাঠ্য বইয়ে ছিল কিনা ।

১১ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫০

চাঁদগাজী বলেছেন:



সূর্য দীঘল বাড়ি পড়েছি।

৩| ১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২৪

জুল ভার্ন বলেছেন: খৈ, মুড়ি, ভাপা পিঠা ও জিলাপীর পিএইচডি আপনি, আপনার কাছে এসব লেখা কুইনাইনের মতো লাগার কথা। - কথা সইত্য! খুশীতো? :)

১১ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫১

চাঁদগাজী বলেছেন:


ফ্রাইড রাইস?

৪| ১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৪৫

রানার ব্লগ বলেছেন: বই পড়া একটি ভালো গুন !!!!! আজকাল কেউই বই পড়তে চায় না, আপনার চোখে সমস্যা তাই বোধহয় বই পড়তে বিরক্ত লাগে ।

১১ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫২

চাঁদগাজী বলেছেন:


আমি ব্লগের পোষ্ট পড়ি, ব্লগের চেয়ে ভালো লেখক বাংলাদেশে আছে?

৫| ১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৪৮

বঙ্গদুলাল বলেছেন: বাংলাদেশে কবে আসবেন?(আপনি তো এখন অবসরে মে বি!)
আপনার ৩ সন্তানদের পড়াশোনার পুরোটাই বিদেশে?
ফ্যামিলিসহ বাইরে গিয়েছিলেন কত বছর বয়সে?
বাইরে না গিয়ে দেশে থাকলে চাকুরির পাশাপাশি অন্য কিছু কী করতেন?(রাজনীতি?) বা আদৌও চাকুরি করতেন কি না?
(ব্যক্তিগত অনেক প্রশ্ন থাকে,কিন্তু প্রায় দেড় বছর আগে আপনার সাথে আমার ব্যক্তিগত এক আলাপের সুযোগ নিয়ে এক ব্লগারের সস্তা কিছু কর্মকান্ড আমার ভালো লাগেনি)।

১১ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:



ছেলেরা দেশেও পড়েছে। আমি যখন বিদেশে চাকুরী করেছি পরিবার নিয়ে গেছি সাথে। ১ম বিদেশে কাজ করেছি ৩২ বছর বয়সে।

দেশে থাকলে হয়তো ভালো হতো, রাজনীতিতে জড়াতাম; কিছু রাজনীতিবিদের সাথে পরিচয় ছিলো। সমস্যা ছিলো, আমি সোস্যালিজমের পক্ষে ছিলাম।

৬| ১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: বই পড়া সম্পর্কে আপনার যে দৌড় তা সম্পর্কে আমার একটা ধারনা ছিলো। ধরনাটি মোটমুটি মিলে গেছে।

১১ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:



আপনার আত্মবিশ্বাস বাড়ার কথা।
আমি এখনো মাঝে মাঝে আগের পাঠ্য বই পড়ি।

৭| ১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: আসল কথা হলো- মন্দ কাজ না করে বই পড়ে সময়টা কাজে লাগানো।
ফালতু আড্ডা না দিয়ে বই পড়া ভালো। নামাজ পড়েও মানুষ মন্দ কাজ করে। কিন্তু বই পড়লে মানুষ কম মন্দ কাজ করে।

১১ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:



আমি বইমেলার বই পড়ি না, কলিকাতার লেখকদের বই পড়ি না; লেখক সম্পর্ক জেনে, লেখককে পছন্দ হলে, বই পড়ে দেখি।

৮| ১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২৪

রাজীব নুর বলেছেন: আমি বই পড়ি। কারন আমার হাতে সময় আছে। সময় খুব মূল্যবান তাই আমি সময়ের খারাপ অপচয় করতে পারি না।
যখন কেউ ছবি তোলে, আমি তার ক্যামেরা ধরার স্টাইল দেখে বুঝে ফেলি সে কেমন ফোটোগ্রাফার। আবার যখন কেউ লিখে, তার লেখা পড়ে বুঝে ফেলি সে কতটুকু পড়ুয়া।

আপনি বই কম পড়লেও বাস্তব জীবনে আপনার সীমাহীন অভিজ্ঞতা। সবচেয়ে বড় কথা আপনার দেখার চোখ এবং বুঝার ক্ষমতা অন্য অনেকের চেয়ে খুব বেশি।

১১ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:



আমি কয়েকটি জাতির সাথে কাজ করেছি, তাদের সাথেবাস করেছি, তাদের সংস্কৃতিতে ছিলাম; ফলে, মানুষকে দেখার সুযোগ পেয়েছি।

৯| ১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩০

রাজীব নুর বলেছেন: বই পড়া মন্দ কিছু না। বই পড়লে জ্ঞান সঞ্চয় হয়। নামাজের চেয়ে বই পড়া বেশি মঙ্গলজনক।

কাজী নজরুল এঁর ''সঞ্চিতা'' কাব্য-সংকলন। আমি পড়েছি।
তাতে ৭৮ টি কবিতা ও সতেরোটি গান আছে। এর মধ্যে - 'বিদ্রোহী', 'সর্বহারা', 'সাম্যবাদী', 'মানুষ', 'জীবন বন্দনা', 'খুকী ও কাঠবেড়ালী'সহ বেশ কিছু জনপ্রিয় গান ও কবিতা আছে।

১১ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:



উহা আমার বাবা কলিকাতা থেকে এনেছিলেন। সেটা ছোটকালে বাবার স্মৃতি হিসেবে সময় সময় পড়েছি।

১০| ১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৫২

শূন্য সারমর্ম বলেছেন:

অত্যাধিক বইপড়া চিন্তাশক্তি লাগাম টেনে ধরতে পারে; লেখক,কবি,সাহিত্যিকদের করা চিন্তাভাবনায় জগৎে ডুব দিয়ে উঠা সম্ভব নাও হতে পারে।

১১ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:



৯৫ ভাগ বাংগালী লেখকেরা মানুষকে বুঝার মত বিদ্যান নন; তাদের বই পড়লে বেকুবী ধারণা বাড়ে।

১১| ১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৫৬

শূন্য সারমর্ম বলেছেন:
বইপোকা শব্দটাই সম্ভবত ছোটদের আবিষ্কার; জীবনে ১০১ রকমের সমস্যা নিয়ে বই পড়তে দেখিনি।

১১ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:



"বইপোকা" শব্দটা আমি ব্লগে বেশী শুনেছি; অনেকই নিজের সম্পর্কে বলতে গিয়ে বলেছেন।

১২| ১১ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৫৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: আসলে মানুষে জীবনে বইয়ের তেমন কোন গুরুত্ব নাই। তবে হ্যাঁ চেক বইয়ের গুরুত্ব অবশ্যই আছে। যদিও সেটা এখন এটিএম কার্ডে সেরে দিচ্ছে।

বই গুলি সাধারণত যারা লিখেন, তারা নিজেরাই তেমন জ্ঞানী নন। তাছাড়া তার কি জ্ঞান আছে সেটাই বা আর একজনের পড়ার কি দরকার? প্রত্যেকের উচিৎ নিজের জ্ঞান নিজেরই অর্জন করে নেওয়া। অন্যের থেকে জ্ঞান নেওয়ারও যেমন কোন দরকার নাই, অন্যকে জ্ঞান দেওয়ারও দরকার নাই।

তবে কোন ভাবেই উপরের মন্তব্যকে ব্লগে লেখা-লেখির সাথে তুলনা করা যাবে না। ব্লগে নিজের জ্ঞান জাহির করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আমি কোট করতে ভালোবাসি, তাই কোট করছি। কবি বলেছেন, "লোকে যারে বড় বলে বড় সে নয়। নিজে যাকে বড় বলে, বড় সেই হয়" - এমনই ছিলো না লাইন দুইটা?

১১ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:০৯

চাঁদগাজী বলেছেন:



আপনার লেখা কেহ বছর'খানেক পড়লে, সেই লোক বেকুবে পরিণত হবে।

১৩| ১১ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৫৮

জুল ভার্ন বলেছেন: রাজীব নুর বলেছেন:
আপনি বই কম পড়লেও বাস্তব জীবনে আপনার সীমাহীন অভিজ্ঞতা। সবচেয়ে বড় কথা আপনার দেখার চোখ এবং বুঝার ক্ষমতা অন্য অনেকের চেয়ে খুব বেশি। রাইট, এভাবে তেলমারা মন্তব্য করবেন না হলে চাঁদগাজী ভাই গোস্যা করে আপনার পোস্টে মন্তব্য করবেনা

১১ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:



উনি আমাকে ব্লগ থেকে চিনে, আমিও আপনাকে ব্লগ থেকে জানি; মুড়ি ও জিলাপী খাওয়ার সময় আপনাকে মনে পড়বে সব সময়; কিন্তু এগুলো আমার খাওয়া হয় না বললেই চলে।

১৪| ১১ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: জুল ভার্ন বলেছেন: ....................................... রাইট, এভাবে তেলমারা মন্তব্য করবেন না হলে চাঁদগাজী ভাই গোস্যা করে আপনার পোস্টে মন্তব্য করবেনা


১১ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২৬

চাঁদগাজী বলেছেন:



আপনি অপসংস্কৃতির দেশে বাস করে অপসংস্কৃতিতে অভ্যস্ত হয়ে গেছেন। ফ্রাইড রাইস কম খাবেন, ব্যালেন্সড-ফুড খাবেন; অংক ও বিজ্ঞানের বই পড়বেন।

১৫| ১১ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: ঢাকার বিভিন্ন রোডের পাশে বহু জ্যোতিষ দেখেছি; যারা হাত এবং চেহারা দেখে সব বলে দেয়। আপনার মত কাউকে প্রথম দেখলাম (ব্লগে দেখলাম) যিনি লেখা দেখে বলে দেন!



বই পড়া ছেড়ে দিচ্ছি; আপনার মত পাঠ্যবই পড়ে জ্ঞানী হবার চেষ্টা করছি।

১১ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:



কার লেখা কি বই পড়ছেন, সেটা দেখতে হবে; জাকির নায়িক বই লেখেছে, মওলানা মওদুদী বই লেখেছে, মোদীও বই লিখবে; দেখেন কার বই পড়ছেন!

১৬| ১১ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২১

জ্যাকেল বলেছেন: আপনি পাঠ্যবই পড়ে নিজেকে বিশাল জ্ঞানী মনে করেন। অবাক হইতেছি আর সাথে বুঝতে পারতেছি কি কারণে আপনি এত চেঁচামেঁচি করেন।
(পৃথিবীর মধ্যে একাডেমিক জ্ঞান আদি থেকে আধুনিক, কোন সময়েই যথেষ্ট নয় জ্ঞানী হইতে। জ্ঞানার্জন করতে হইলে অবশ্যই বাহির থেকে তৃষ্ণা মেটাতে হইবে)

খালী কলসী বাজে বেশি

১১ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:


আপনি অবশ্যই পুর্ন-কলসী, ভেতরে বুড়িগংগার পানি।

১৭| ১১ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩২

জ্যাকেল বলেছেন: মাল্টি ব্যবহার করা খারাপ কিছু না। এইটা ব্লগের সংবিধানেই আছে। আর আমি বর্তমানে এই নিকই চালাইতেছি, অন্য কোন শাখা নাই।

আপনার মইধ্যে একটা সততা পাওয়া যায়, আপনি একাধিক নিক ব্যবহার করেন না (ব্যান/স্থগিত না হইলে)।
আমার নিক ব্যান হয় না। আজ পর্যন্ত একটা নিকও ব্যান হয়নাই। কিন্তু এক নিকে বেশিদিন ভাল্লাগে না।

https://www.somewhereinblog.net/blog/shaiyan/30329542#c13105389

এই যে বল্লাম আপনার একটি সততা, এতে আবার লাফ দি আসমানে ঊইট্টা যাইয়েন না। আপনার ভাল ১% হইলে খারাপ ৯৯%। কারণ আপনি অনলাইনে মানুষ এর সাথে অসভ্য আচরণ করেন। নিজের মতামত প্রকাশের স্বাধীনতার অপব্যবহার করেন। আপনার কারণে অনেক নবিশ লেখক/কবি লাইন থেকে ছুটে গেছে। নবিশদের সাথে খবিশ হয় অহংকারী, খালী কলসি ঘরানার জ্ঞানী।

আর এইদিকে রিপ্লাই করে মুছে অন্য রিপ্লাই দিচ্ছেন। কেন? (এইটাই হইল ভন্ডামি, ক্লিয়ারকাট চলতে বলতে না পারা)

১১ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:



নতুন নিক নিয়ে নিজের ব্লগিং-কোয়ালিটি বাড়াতে পারলে আপনি উপকৃত হবেন; নিকি নিকি করতে থাকুন।

১৮| ১১ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

জুল ভার্ন বলেছেন: চাঁদগাজী ভাই বলেছেন, উনি আমাকে ব্লগ থেকে চিনে, আমিও আপনাকে ব্লগ থেকে জানি; মুড়ি ও জিলাপী খাওয়ার সময় আপনাকে মনে পড়বে সব সময়; কিন্তু এগুলো আমার খাওয়া হয় না বললেই চলে।[/sb

আমি এই বাংলার, এই বাংলাদেশের কাদা-মাটি-জলে বড়ো হয়েছি। তাই আমার দেশের সাধারণ মানুষের খাবার খৈ-মুড়ি-জিলাপীতে সম্মান অনুভব করি। আমি 'কাউয়া হয়ে ময়ুর পুচ্চ ধারণ করা' আবাল নই।

১১ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:



আপনি কাউয়া বা ময়ুর নন, আপনি সাধারণ একজন ব্লগার।

১৯| ১১ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বই পড়ে আপনি যদি আনন্দ না পান তাহলে পড়বেন না।
যারা পড়ে,পড়ে আনন্দ পায় তাদের আনন্দটা নিতে দিন।

১১ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:



অবশ্যই। কিন্তু লোকজন যখন নিজকে বইপোকা মোকা বলে, আমি হতাশ হয়ে যাই, আমি তো পোকা মোকা হতে পারলাম না।

২০| ১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:২৫

বঙ্গদুলাল বলেছেন: Click This Link আপনার পরিচিত?অথবা ঘটনাটি?

১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩২

চাঁদগাজী বলেছেন:



এদের কেহই আমার পরিচিত নন; ঘটনাটি যুদ্ধের পরপরই শুনেছিলাম।

২১| ১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:১৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বই পড়ে জানা যায় আবার বাস্তব অভিজ্ঞতা থেকেও জানা যায়।বাস্তব অভিজ্ঞতা থেকে জানার জন্য অন্য রকমের জ্ঞান লাগে যেটা খুব কম লোকের থাকে।বই থেকে পড়ে বাস্তবে প্রয়োগ করা খুবই কঠিন কাজ,বাস্তব থেকে যেনে প্রয়োগ করতে জানলে জ্ঞান আরো সমৃদ্ধ হয়।

১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:



আমি টেক্সট বই পড়ে ডিগ্রি অর্জন করেছি; বাকীটুকু কাজ করে শিখেছি; বাংগালীদের লেখা বইয়ের শতকরা ৯৮ ভাগ গার্বেজ; কলিকাতার লেখকেরা মানুষ থেকে দুরে কোথায়ও থাকেন; বইমেলার বই পড়লে, মানুষ দেশ ও জাতি সম্পর্কে সঠিক ধারণা পায় না; মওদুদী, জাকির নায়িকদের বই পড়লে মানুষ জংগী হয়ে যায়।

২২| ১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫৯

ঈশ্বরকণা বলেছেন: Mark David Chapman এর একটা প্রিয় বই ছিল The Catcher in the Rye. এটা কোনো প্রেমের বই না । এই বইয়ের মেইন ক্যারেক্টার হলো Holden Caulfield, যার জবানিতেই বইয়ের ঘটনা, সামাজিক অন্যায় অবিচার, সিনিসিজম যার সামাজিক ক্ষত থেকে কোলফিল্ডের নিজেকে রক্ষা করার চিন্তা, বর্ণনা করা হয়েছে। এই পর্যন্ত কিছুই সম্ভবত আপনি জানেন না ।আপনার জন্য না এ আসলে এই মন্তব্য ।আমি ধরেই নিয়েছি আপনি সূর্য দীঘল বাড়ি পাঠ্য পুস্তকের অন্তর্ভুক্ত ছিল বলে যা বলেছেন সেটাও ঠিক নয় । বই পড়ার ব্যাপারটা আপনার জীবনে একেবারেই নেই । মার্কসিস্ট শ্রেণী দ্বন্দ্বের ব্যাখ্যাতেই এই বিষয়গুলো বলা আছে যে কেন প্রলেতারিয়েত গোষ্ঠী জ্ঞান অর্জনের মোডগুলো থেকে বঞ্চিত থাকবে । আপনার ক্ষেত্রেও সেটাই হয়তো হয়েছে । আমি সেটা বুঝি । সেটা ঠিক আছে ।

কিন্তু এই মন্তব্যের শুরুর Mark David Chapman আর তার প্রিয় বই নিয়ে বললাম রাজীব নূরের জন্য । এই Mark David Chapman হলো রকস্টার জন লেননের হত্যাকারী । ইসলাম বিদ্বেষী রাজীব নূর ভালো মানুষের ভাব ধরে ইসলাম নিয়ে যে সব অভব্য মন্তব্য করে তার বেশির ভাগের ক্ষেত্রেই কোনো যৌক্তিকতা থাকেনা । এই চিহ্নিত ইসলাম বিদ্বেষী যেমন ৯ নং মন্তব্যে বলেছে "বই পড়া মন্দ কিছু না। বই পড়লে জ্ঞান সঞ্চয় হয়। নামাজের চেয়ে বই পড়া বেশি মঙ্গলজনক।" Mark David Chapman-ও বই পড়তো ।রাজীব নূরের মতো শুধু হালকা উপন্যাস না । গভীর তাত্বিক ধরণের বই-ই পড়তো তাতে তার জন লেননের মতো একজন রক গায়ককে হত্যা করা আটকায়নি । বই পড়ে একজন রকস্টার কে হত্যা কি আর খারাপ করেছে তাতে তাই না রাজীব নূর ? এই হচ্ছে আপনার পেট রাজীব নূরের এতো বই পড়ে জ্ঞানার্জনের পরের এনালাইসিস ! হলিউডের বিখ্যাত পরিচালক রোমান পোলানস্কির ওয়াইফ শ্যারন টেটকে কুচি কুচি করে কেটে হত্যাকারী তিন টিনএজ মেয়েকে নিয়োগ করা আমেরিকান ইতিহাসের অন্যতম নষ্ট চরিত্র Charles Manson -এর প্রিয় বই ছিল ডেল কার্ণেগীর How to Win Friends and Influence People, সে যে শুধু বই পড়তো তা না সেটার মূল বক্তব্যও আত্মস্থ করার মতো ধীশক্তি তার ছিল। বই পড়ার সেই জ্ঞান দিয়ে কি রাজকর্ম সে করেছিল সেটা আপনি বা বুকফুল ব্লকড রাজীব নূর না জানলেও ইতিহাসে লেখা আছে । আমেরিকার ইতিহাসের অন্যতম ঘৃণ্য সিরিয়াল কিলার Ted Bundy-ও অনেক বই পড়তো । তার প্রিয় বই ছিল Henri Charrière-এর বিখ্যাত বই Papillon. অন্যায়ের স্বীকার হয়ে যাবতজীবন কারাদণ্ড প্রাপ্ত একজন নির্দোষ মানুষের পালিয়ে বাঁচার এই কাহিনী পড়েও Ted Bundy ৩০ জনের বেশি নিরীহ মেয়েকে হত্যা করেছিল (এফবিআই -এর হিসেবে মতানুযায়ী প্রমান করা না গেলেও তার হত্যার সংখ্যা আরো অনেক বেশি )। উদাহরণ আর বাড়ালাম না । আপনার না পড়ার আকৃতির একটা উপন্যাস হয়ে যাবে শুধু বই পড়া আমেরিকান সিরিয়াল কিলারদের সম্পর্কে লিখতে গেলে ।

রাজীব নূরকে বলবেন Mark David Chapman, Charles Manson আর Ted Bundy যেমন বই পড়ে মানুষ হতে পারেনি শুধু বই পড়ে সেও খুব একটা ভালো মানুষ বা ব্লগার হতে পারেনি (তার লেখা চুরির অকাট্য প্রমান কিন্তু অনেক ব্লগারই দিয়েছে ব্লগে)। ন্যায় নীতি, নৈতিকতা অনুশীলন শুধু বই পড়ে করা যায় না। এর জন্য অনেক কিছুই লাগে তার মধ্যে ধর্ম একটা বড় ফ্যাক্টর। বই পড়েই মহা মানব হওয়া গেলে রাজীব নূরেরও ব্লগে লেখা চুরির দরকার হতো না । কারো পোস্টে অন্য ব্লগারদের নিয়ে কিছু বলা আমার স্বভাব না । কিন্তু রাজীব নূরের অশিক্ষিত আর অভব্য মন্তব্যেও কিছু বললেন না দেখে এইটুকু বলতে হলো । বিজয়ের মাসে ব্লগে মুক্তিযোদ্ধা হিসেবে অশিক্ষিত, অভব্য মন্তব্যের বিষয়েও আপনার যুদ্ধ বহাল রাখা দরকার প্রিয় মুক্তিযোদ্ধা। লাল সালাম ।

১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৬

চাঁদগাজী বলেছেন:



আপনার মন্তব্য আমার পোষ্টের সমান কিংবা বড়, ইহা সঠিক কাজ নয়; ২য় সমস্যা, আপনার ৩ বছর ৪ মাসের ব্লগিং জীবনে কোন পোষ্ট নেই, আপনাকে আমি কিভাবে বুঝবো?

২৩| ১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৪

ঈশ্বরকণা বলেছেন: হাহাহা ----আমার ব্লগিংয়ের সময়কাল নিয়ে কিছু বলারতো দরকার দেখছি না । সেটাতো যে কেউ দেখতেই পারে । আপনি বরং আপনার ঐতিহাসিক তথ্য গরবরের আর আপনার প্রিয় ভাজন রাজীব নূরের অশিক্ষিত মন্তব্য নিয়ে যা মন্তব্য করেছি সে সম্পর্কে কিছু বলার থাকলে বলুন । আমার পোস্ট ফোস্ট নেই এই সব হাবিজাবি বলে এই বিজয়ের মাসে পালিয়ে যাবেন না । সূর্য দীঘল বাড়ি কখনো পাঠ্য ছিল না এই কথাটা কি মিথ্যে ? প্রমান করে দিন । স্যরি বলবো তিনবার । তিন সত্যি বললাম ।

১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:২২

চাঁদগাজী বলেছেন:



১৯৬৯-১৯৭১ সালের এইচএসসি'তে সুর্য দীঘল বাড়ী পাঠ্য পুস্তক ছিলো।

রাজিব ঢাকার ছেলে, ঢাকায় থাকেন, অনেক কিছু দেখেন, লেখেন; আমরা অন্য ব্লগেও সমসাময়িক ব্লগার ছিলাম; আমরা পরস্পরকে সন্মান করে চলি।

২৪| ১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩২

ঈশ্বরকণা বলেছেন: স্কুলে না কলেজ লেভেলে পাঠ্য ছিল ? তাহলে একটা ভুল বলেছেন তাই না ?

যাহোক আমার ধারণা সেই সময়ে সূর্য দীঘলবাড়ি না শ্রীকান্ত উপন্যাস এইচএসসির পাঠ্য ছিল । চেক করে দেখতে হবে । আমার ভুল হলে জানিয়ে দেব । দেখুন আপনি কাকে সন্মান করবেন বা করবেন না সেটা নিয়ে আপনাকে টিউটোরিয়াল করাবার কিছু নেই । সেটা আপনার ব্যাপার । কিন্তু এই অসাধু লেখাচোর ব্লগারকে আপনি যদি ফ্রি লাঞ্চ দেন আর অন্যদের ব্যক্তিগতভাবে আক্রমণ করেন সেটা ব্লগে আপনি যে মুক্তিযোদ্ধা হিসেবে আলাদা একটা সন্মান পান সেটার সাথে খুব একটা যায় না । যে অসাধু বা লেখা চোর তাকে সেটা বলতেই হবে । নইলে কাউকেই সেগুলো বলার দরকার নেই । যাক বিজয়ের মাসে আপনাকে আর বেশি কিছু বলতে চাইছি না । নিউইয়র্কে এক্সট্রা সব মেজর নেয়া হচ্ছে কোভিড থেকে বাঁচবার জন্য শুনছি। সাবধানে থাকুন আর ওমিক্রন থেকে কুশলে থাকুন ।

১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩৮

চাঁদগাজী বলেছেন:



সামু ব্লগে আমি নিজকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিইনি; কোন কোন ব্লগারের প্রশ্নের জবাবে বলতে হয়েছিলো; সামুতে আমাকে কেহ মুক্তিযোদ্ধা হিসেবে আলাদা সন্মান দেখাক, তা আমি চাই না।

২৫| ১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৮

ঈশ্বরকণা বলেছেন: আপনি নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিয়েছেন বা সেজন্য আলাদা সুবিধা ব্লগে চেয়েছেন সেটা আমি বলিনি । আপনার কথা থেকেই আপনার পরিচয় পাবার পরে আপনার সম্পর্কে একটা আলাদা ধাৰণা সবার আছে । কাল্পনিক_ভালোবাসাও একটা মন্তব্যে বলেছে যে আপনি মুক্তিযোদ্ধা বলেই এতদিন ঝামেলা করার পরেও পার্মানেন্টলি ব্যান হয়ে যাননি । মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধা সবাই আমাদের আবেগের । আবেগের সেখানে যার আছেন তারা আমাদের সম্মানেরও । আপনি সেই সম্মানটা ৰক্ষা করবেন সেটা আমরা ব্লগাররা সবাই আশাকরি । যাহোক আমার মন্তব্য শেষ । এ নিয়ে আর বেশি কথা বলতে চাইছি না ।

১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:০৫

চাঁদগাজী বলেছেন:



আমার পোষ্টগুলোই আমার পরিচয়।

২৬| ১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৩৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমি বইমেলার বই পড়ি না, কলিকাতার লেখকদের বই পড়ি না; লেখক সম্পর্ক জেনে, লেখককে পছন্দ হলে, বই পড়ে দেখি।

হাজার হাজার, লাখ লাখ বইয়ের মধ্যে ভালো বই হাতে গোনা কয়েকটা। তাই লোকজন বই পড়তে গিয়ে আউলায়ে ফেলে। এজন্য আমি ১০০ টা বই এঁর নাম ঠিক করেছি। যে বই গুলো পড়লে সাহিত্যে আপনার দখল থাকবে।

১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:০৬

চাঁদগাজী বলেছেন:



ভালো, আমিও লেখককে জানলে, উনার বই'এর কিছু অংশ পড়ে দেখি।

২৭| ১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:৩৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এখন কেহ নিজকে বইপোকা হিসেবে পরিচয় দিলে,
আমার খালি উইপোকার কথা মনে পড়ে।

.................................................................................
এই এর্লাজিটা আপনার কেন জানতে পারলাম ।
সময় মানুষকে বদলে দেয় । আমি সবসময় ট্রাভেল করি , যখন কষ্ট
করে যাত্রা করতাম, তখন বই আমার একমাত্র সঙ্গী, একসময় প্রচুর বই
পড়েছি , এখন মাঝে মাঝে হা হুতাশ করি , বই পড়ার সেই সময়
পাই না ।
তবে মাঝে মাঝে অন লাইনে পড়ি ।

১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ২:০৬

চাঁদগাজী বলেছেন:




আমি ভ্রমণ করার সময় মানুষ দেখি, মানুষের সাথে কথা বলি।

২৮| ১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ২:৩৭

নেওয়াজ আলি বলেছেন: ভালো লেখা আর বই পড়ার সাথে কেমন সম্পর্ক

১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ৩:০০

চাঁদগাজী বলেছেন:


আমার ঘোড়া রোগ আছে, কোন বিষয়ের উপর সঠিকভাবে লিখতে পারেন, এই রকম বাংগালী আমার জানা নেই; পশ্চিমের বইগুলো অনুকরণ করে অনেকে টেক্সট বই লিখছেন কিছুটা সঠিকভাবে।

সাম্প্রতিক সময়ে ব্যক্তিত্ব সম্পন্ন, জ্ঞানী বাংগালী লেখক আমি দেখিনি।

১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ৩:০৩

চাঁদগাজী বলেছেন:


আপনাকে প্রশ্ন করি, আবরার হত্যায় যে ২০ জনের ফাঁসী হলো, ইহা হাইকোর্টে টিকবে না; এটা আপনি কোন পরিচিত বাংগালীর মুখে শুনেছেন?

২৯| ১২ ই ডিসেম্বর, ২০২১ ভোর ৪:৩৯

বিড়ি বলেছেন: বই না পড়ে এতকিছু জানেন কিভাবে ?

১২ ই ডিসেম্বর, ২০২১ ভোর ৪:৫১

চাঁদগাজী বলেছেন:



আমি আমার টেক্সট বই পড়েছি; এখনো দরকার হলে পড়ি; আমি লেখককে ভালো করে জানলে, উনার লেখা পড়ে দেখি। যারা টেক্সট বই না পড়ে যদু, মধুর বই পড়েছেন, তাদেরকে বুঝতে কষ্ট হয় না।

৩০| ১২ ই ডিসেম্বর, ২০২১ ভোর ৬:১৬

ঈশ্বরকণা বলেছেন: আর মন্তব্য করবোনা ভেবেছিলাম কিন্তু আমার মন্তব্যে আপনার শেষ উত্তরটা দেখে আরো একটা এডিশনাল মন্তব্য করতে হচ্ছে। "আমার পোস্টগুলোই আমার পরিচয়" এই কথাটাতো ডাহা ভুল বলেছেন। ব্লগে আপনার পোস্ট আপনার পরিচয়ের ৫০% আর আপনার মন্তব্য হলো আপনার পরিচয়ের বাকি ৫০%। এই দুইয়ে মিলেই ব্লগিংয়ের ষোলো আনা।আপনার ১৯৭৫টা পোস্টের বিপরীতে ৯১৫৬৬ টা মন্তব্য আছে তাই মন্তব্যের বেসিসে আপনাকে ব্লগার হিসেবে যাচাই করার সুযোগ আরো অনেক বেশি বলেই আমি ধারণা করি।

আমার ব্যক্তিগত এসেসমেন্ট হলো আপনার এই প্রায় দুই হাজার পোস্টে ব্লগার হিসেবে আপনাকে সর্বোচ্চ সাড়ে ষোলো মানে ৩৩% নাম্বার অর্থাৎ টেনেটুনে পাশ মার্ক দেয়া যেতে পারে । আমার এই মার্কিং আপনার কঠিন মনে হলেও করার কিছু নেই । আপনার এই টিটিপিপি (টানি টুনি পরীক্ষায় পাশ) পারফর্মেন্সের ব্যাপারে আমার যুক্তি হলো দেখুন আপনার বেশির ভাগ পোস্টেই দেখবেন ব্লগবাস্টার ব্লগার যেমন ড: আলী (যাঁকে ইমন জুবায়েরকে নিয়ে লেখার মতো নিজেই বলেছেন । সত্যিই তিনি সেই ক্যালিবারের ব্লগার বা আরো ভালো), খায়রুল আহসান, আহমেদ জিএস, ডঃ শরৎ চৌধুরী, হাসান মাহবুব, জুন, শায়মা, সোহানী এদের মন্তব্য কিন্তু থাকেনা ! আশ্চর্য ব্যাপার না এই সব মহীরুহ ব্লগার ব্লগেই এখনো আছেন কিন্তু আপনার বেশিরভাগ লেখায় মন্তব্য করেন না ! এর মানেই হলো পঞ্চাশের মধ্যে সেই সাড়ে ষোলো পাবার পারফর্মেন্স। ভালো পারফর্মেন্স হলে এদের মন্তব্য আপনার সব লেখাতাই থাকতো। এমনতো না যে এরা সবাই মন্তব্যে কৃপণ। এরা সবাই ব্লগের ভালো লেখা পড়েন আর কমেন্টও করেন অনেক। এখন মন্তব্যের ৫০ নাম্বারের দিকে চোখ দিলে কি দেখবো ? অবস্থা আরো ভয়াবহ । আপনার প্রকাশ্য ভাষ্য মতোই মন্তব্যের জন্য আপনার রেকর্ড ব্রেকিং ছয় বা সাতটা নিক ব্যান খেয়েছে (না বলা যদি আরো কিছু থাকে তাহলে পারফর্মেন্সের অবস্থা আরো ভয়াবহ লবডঙ্কা হবে)। আর বিশ্বস্থ সূত্র মতে মুক্তিযোদ্ধা প্রিভিলেজ দেখে এখনো এই নিকটা হারাননি শুধু ইনফিনিট সংখ্যায় টেম্পোরারি ব্যান খেয়ে যাচ্ছেন । তাহলে টেনেটুনে এই সাত নিক হারাবার রেকর্ডের মালিক ও ইনফিনিটি নাম্বারের টেম্পোরারি ব্যান খাওয়া ব্লগারকে নিশ্চই মন্তব্যের ক্যাটাগরিতে পাশ মার্ক দেয়া যায় না বরং ডাহা ফেল নাম্বারই আপনার পারফর্মেন্সের সাথে বেশি মানানসই । নিট রেজাল্ট এই ক্যাটাগরিতে আপনি ৫-১০ নাম্বার পাবার যোগ্য । মানে টোটালি ১০০ নাম্বারে ৩৩-ও আপনি পান না, পান ২১ থেকে ২৬ এর মধ্যে কোনো নাম্বার। মানে ফেল্টুস !!!

আপনার পেট কিছু ব্লগারের তৈলাক্ত তেলের প্রসাদ পেয়ে আপনি যা ইচ্ছে ভাবতেই পারেন কিন্তু ব্লগে আপনি যে প্রতিবিম্বের সৃষ্টি করেছেন তা একজন ব্যর্থ ব্লগারেরই প্রতিবিম্ব। আপনি বুঝতে না পারলেও সেটাই সত্যি ব্লগ পরিসংখ্যান অনুযায়ী (অন্য যে কোনো ব্লগার পরিসংখ্যান দিয়ে তাদের মন্তব্য করতে পারেন আপনার পারফর্মেন্স যাচাইয়ে আর আমার এনালাইসিসের ভুল ধরলেও স্বাগতম, কোনো অসুবিধে নেই তাতে)। চাউ ।

১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২০

চাঁদগাজী বলেছেন:


আপনি আমার পোষ্টের মান বের করছেন? আপনার অভিজ্ঞতা দেখি: (নীচে আপনার ব্লগিং অভিজ্ঞতা )

পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ১৮৩টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ৩ বছর ৪ মাস

৩১| ১২ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৪

রানার ব্লগ বলেছেন: ব্লগে যেমন আমার মতো লেখক আছে তেমনি ব্লগের বাহিরে অনেক ভালো ভালো লেখক আছেন।

১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২২

চাঁদগাজী বলেছেন:



ব্লগের বাহিরের লেখকেরা পত্রিকায় লেখেন ও বই বের করেন; আমার মতে বাংলাদেশ লেখকহীন হয়ে গেছে।

৩২| ১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০৮

রাজীব নুর বলেছেন: প্রিয় চাঁদগাজী আমি আপনার লেখা এবং মন্তব্য পড়ে যা বুঝেছি তাই মন্তব্য করেছি। তেল দেওয়া টাইপ মানুষ আমি না। সবচেয়ে বড় কথা আপনার তেলের কোনো প্রয়োজন নেই। কিন্তু কয়েকজন এটা কে তেল কেন মনে করছে? তাদের সমস্যা কি?

১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২৩

চাঁদগাজী বলেছেন:




তাদের সমস্যা, তারা ব্লগিং পারেন না, অন্য অনেক কিছু পারেন।

৩৩| ১২ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৫৬

জ্যাকেল বলেছেন: আপনি মানুষ হিসাবে প্রচন্ড একরোখা, অলস। আমি এমন মানুষ পাইনি যে সর্বদা সর্টকাট রাস্তা খুজে। বেশি কোনকিছুই ভাল না। আপনি সবসময় চান সময় উপভোগ করতে কিন্তু কিছুতেই তা হয়ে ওঠছে না।
দৃষ্টিভংগি বদলান।

১২ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:



আপনি আমাকে অলস বলেছেন; এই কথা টি যদি আামকে ব্লগার ড: এম এ আলী বলেন, আমি এটাকে আমার সমস্যা হিসেবে নেবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.