| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
চাঁদগাজী
	শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
  
বর্তমান সৌদী প্রিন্স, সালমান সৌদী আরবে একটি মেগাসিটি গড়ে তোলার প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছে, ইহার নাম "নেওম"; নেওম এমন একটি স্হানে হচ্ছে, যেখানে আগে কোন শহর, বাণিজ্য কেন্দ্র, বা শিল্পান্চল,  কিছুই ছিলো না।  ইহার প্রজেক্ট বর্ণনা: 
আনুমানিক খরচ: $৫০০ বিলিয়ন ডলার।
লোকেশন: তাবুক প্রদেশ, সৌদীর উত্তর পশ্চিম সীমান্ত, মিশরের কাছে, রেড-সী'র তীরে
শুরুতে ইহার আয়তন: ২৬.৫ বর্গ কিলোমিটার
সময়কাল: প্রথম অংশ চালু হবে ২০২৫ সালে, ২০১৭ সাল থেকে কাজ শুরু হয়েছে।
উদ্দেশ্য: আধুনিক টুরিষ্ট ও উচ্চমানের জীবনের শহর; রবোটিকের প্রয়োগে ইহাকে "স্মার্ট" শহরে পরিণত করা হবে। সৌদী প্রিন্স যেসব রবোটের কথা বলছেন, সেগুলো এখনো নেই; আমেরিকা ও ইসরায়েল সেগুলো তৈরির চেষ্টা করছে। 
সভ্যতার প্রয়োজনে নগর, বন্দর, শহর গড়ে উঠে; আবার অনেক নগর, বন্দর পরিত্যক্ত হয়।  বিশেষ প্রয়োজনেও নগর বন্দর স্হাপন করা  হয়; কিন্তু সৌদী প্রিন্স কেন যে, ৫০০ বিলিয়ন ডলার খরচ করে শুন্য থেকে একটি নগর গড়ছে, সেটা পশ্চিমের অর্থনীতিবিদ ও ফাইন্যান্সের লোকজন ঠিক বুঝতেছেন না। 
যেই এলাকায়  এই নগরের কাজ চলছে, সেই এলাকায় তেমন লোকজন নেই, একটি মাত্র বেদুইন গোত্র বাস করে, তাদেরকে মোটামুটি সরায়ে দেয়া হয়েছে; তাদের যেই নেতা সরে যাওয়ার বিপক্ষে ছিলো, তাকে পুলিশ দিনদুপুরে রাস্তায় হত্যা করেছে। সেই নেতা চেয়েছিলো, তাদের লোকজনকে সরানোর দরকার নেই, তারা মিলেমিশে সেখানে থাকতে চায়।
যদি টুরিষ্ট শহর হয়, সেখানে পশ্চিমের লোকেরা কি দেখতে আসবে? মানুষ রোম ও এথেন্স যায় প্রাচীন সভ্যতার নিদর্শন দেখতে, ম্যানহাটন  যায় আমেরিকান ফাষ্ট-লাইফ দেখতে,  ব্যাংকক ও ব্রাজিল যায় মেয়ে নিয়ে ঘুমাতে; সৌদীতে কি কারণে যাবে?  আমি ফাইন্যান্স বা অর্থনীতির কেহ নই; তবে, সৌদীর মতো দেশে আমি এই ধরণের "স্মার্ট শহর"এর প্রয়োজনীয়তা এখনো দেখছি না; আপনারা যারা সৌদীতে আছেন তারা কি শুনছেন?
    
 
২৩ শে ডিসেম্বর, ২০২১  রাত ৯:৫৯
চাঁদগাজী বলেছেন: 
নতুন শহর সুইডেনের ষ্টখোমের মতো হবে। মক্কা/মদিনায় ইহুদীরা নিয়মিতভাবে যাওয়া আসা করে।
২| 
২৩ শে ডিসেম্বর, ২০২১  রাত ১০:১৮
শূন্য সারমর্ম বলেছেন: 
পশ্চিমের অর্থনীতিবিদ ও ফাইন্যান্সের লোকজন ঠিক কতটুকু বুঝেছেন?
 
২৩ শে ডিসেম্বর, ২০২১  রাত ১০:২৯
চাঁদগাজী বলেছেন: 
ওখানে শহরের দরকার নেই, রিজোর্ট করলে আরবেরা উহাকে ব্যাংকক বানাতে পারতো; রবোটিকের টাকা ফেরত আসবে না; ২০ বছর পর, তেলের দাম হয়ে যাবে অর্ধেকের কম।
৩| 
২৩ শে ডিসেম্বর, ২০২১  রাত ১১:১২
সোবুজ বলেছেন: সৌদি মনে হয় ইসলাম ধর্মকে মডার্ন করার চেষ্টা করছে।চাপে পড়েই হোক বা চিপার পড়েই হোক।
 
২৩ শে ডিসেম্বর, ২০২১  রাত ১১:১৭
চাঁদগাজী বলেছেন: 
শেখদের ও ধনী সৌদীদের ছেলেমেয়েরা পশ্চিমে পড়ালেখা করে।
৪| 
২৩ শে ডিসেম্বর, ২০২১  রাত ১১:৩৩
বঙ্গদুলাল বলেছেন: সৌদি বর্তমানে আমেরিকা,ইসরায়েলের সাথে চলাফেরা করছে,আজকের বিশ্বকে দেখছে।
 
২৩ শে ডিসেম্বর, ২০২১  রাত ১১:৪৬
চাঁদগাজী বলেছেন: 
ওদের সাথে চলছে, ভালো; তবে, ডলার সাগরে ফেলছে।
৫| 
২৩ শে ডিসেম্বর, ২০২১  রাত ১১:৩৯
বঙ্গদুলাল বলেছেন: আপনি অনেকগুলো লেখা লিখেছেন।মন্তব্য করতে চাইলে সবগুলো লেখার মন্তব্য স্পেসিফিক পোস্টে গিয়ে করতে হবে? নাকি কারেন্ট পোস্টে? (অপ্রাসঙ্গিক ভাববেন কিনা!)আপনি পিছনের পুরনো পোস্ট দেখেন?
 
২৩ শে ডিসেম্বর, ২০২১  রাত ১১:৪৭
চাঁদগাজী বলেছেন: 
ব্লগিং'এর বেলায় আমার কাছে কোন  মন্তব্যই অপ্রাসংগিক নয়; আপনি সব সময় কারেন্ট পোষ্টেই করতে পারবেন।
৬| 
২৪ শে ডিসেম্বর, ২০২১  রাত ১২:০১
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: আরবের উন্নতি অনেকের গলার কাটা । এদের জন্য বিড়ালের পায়ে চিমটি কাটা ব্যবস্থা করা হোক ।
 
২৪ শে ডিসেম্বর, ২০২১  রাত ১২:৫০
চাঁদগাজী বলেছেন: 
আরবের উন্নতি চলছে ইয়েমেনে, সিরিয়ায়, ইরাকে!
৭| 
২৪ শে ডিসেম্বর, ২০২১  রাত ১২:৩৮
সোবুজ বলেছেন: ইতিমধ্যে অনেক সংস্কার করেছে।হাদিস পড়ায় না,জিহাদী সুরা বাদ দেয়ার চেষ্টা করছে,আরো অনেক কিছু।
ঠ
 
২৪ শে ডিসেম্বর, ২০২১  রাত ১২:৫২
চাঁদগাজী বলেছেন: 
হাদিস রচনা করা হয়েছে বাংলাদেশে ও পাকিস্তানে; ব্লগেও কয়েক হাজার হাদিস যোগ হয়েছে।
৮| 
২৪ শে ডিসেম্বর, ২০২১  রাত ১২:৫৫
রাজীব নুর বলেছেন: একসময় সৌদি দুবাই এর মতো হবে। এছাড়া তাদের হাতে অন্য কোনো অপশন নাই। 
এখন সৌদিতে মেয়েরা গাড়ি চালাতে পারে। হালাল বার আছে। সিনেমা হল আছে।
 
২৪ শে ডিসেম্বর, ২০২১  রাত ১২:৫৬
চাঁদগাজী বলেছেন: 
সৌদীদের বাড়ীতে বার ও হেরেম আছে।
৯| 
২৪ শে ডিসেম্বর, ২০২১  রাত ১:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন: এর খবর শুনেছিলাম মনে পরে।
 
২৪ শে ডিসেম্বর, ২০২১  রাত ১:১৯
চাঁদগাজী বলেছেন: 
এতবড় খবর হাজার হাজার বার এসেছে, আরো কোটীবার আসবে; কে কি বুঝবেন, সেটাই বিষয়!
১০| 
২৪ শে ডিসেম্বর, ২০২১  রাত ২:০৭
নেওয়াজ আলি বলেছেন: এই লোকটা উচ্চ বিলাসী । ধর্মের কট্টর পথ হতে সরে আসতে চেষ্টা করতেছে। তেল শেষ হলে বিপদে পড়বে সৌদি আরব সে এই ধারণা মাথায় রেখেছে
 
২৪ শে ডিসেম্বর, ২০২১  রাত ৩:১৭
চাঁদগাজী বলেছেন: 
১ ট্রিলিয়ন ডলার দিয়ে মেগাসিটি করছে; ওখানে আরবেরা অলস সময় কাটাবে। একটা ব্যাপার, ওরা হয়তো ইউরোপে টাকা ছড়ানো বন্ধ করবে। এরপরও, মরুভুমিতে এই ধরণের শহর ইউরোপ ও আমেরিকার লোকজনকে আনতে পারবে না।
১১| 
২৪ শে ডিসেম্বর, ২০২১  ভোর ৪:১৭
কাছের-মানুষ বলেছেন: আরব শেখরা বিভিন্ন দেশে গিয়ে মোজ মাস্তি করে, এই প্রিন্স প্রজেক্ট করে সালমান তাদের মনে হয় দেশমুখি করতে চাইছে, অন্তত দেশের টাকা দেশেই থাকল!!!!
 
২৪ শে ডিসেম্বর, ২০২১  ভোর ৪:৪৭
চাঁদগাজী বলেছেন: 
আমারও তাই মনে হচ্ছে; ইহার জন্য একটা টাউনশীপই যথেষ্ট; কিন্তু ট্রিলিয়ন ডলার খরচ করে মেগাসিটি কেন?
১২| 
২৪ শে ডিসেম্বর, ২০২১  ভোর ৬:০৯
সাসুম বলেছেন: আধুনিক ইসলামের নবী হযরত এম্বিএস এর এই নেওম প্রজেক্ট একটা বিলাসী প্রজেক্ট মাত্র। টাকা আছে তাই খরচ করতাছে। এটাকে আসলে এম্বিএস সৌদির ভেতর আরেক দুবাই  কিংবা হং কং বানানোর চেস্টায় আছে। মানে , আসল দেশের নিয়মকানুন এখানে খাটবেনা। দেখা যাবে নেওমে এসে চাইলেই বিকিনি পড়ে হাটা যাবে, রাস্তায় নেংটা হয়ে নাচা যাবে, লিভ টুগেদার করা যাবে, মদ খাওয়া যাবে, জুয়া সিনেমা সব চলবে। 
এর পর বাংলার মোস্লিম রা মক্কা মদীনা হজ্ব করে এসে নেওমের প্রতি থুথু ছড়াবে এই বলে ইসলাম গেল গেল। 
 
২৪ শে ডিসেম্বর, ২০২১  সকাল ৮:৩২
চাঁদগাজী বলেছেন: 
ধনী আরব ও শেখেরা গত ২/৩ বছর ধরে প্যারিস ও ব্রাজিলের মতো জীবন যাপন করছে রিয়াদের বিভিন্ন এলাকায়।  আরবদের  ইসলাম ও বাংগালীদের ইসলামের মাঝে কোন মিল নেই।
১৩| 
২৪ শে ডিসেম্বর, ২০২১  সকাল ৯:৫৫
শেরজা তপন বলেছেন: তেল আর পয়সাকড়ি হাতে যা আছে সেগুলো অতিদ্রুত বাগানোর ধান্দায় কিছু বুদ্ধিমান লোভী মানুষের পরামর্শে বেকুবে বড়শী গিলেছে!
 
২৪ শে ডিসেম্বর, ২০২১  বিকাল ৫:২৭
চাঁদগাজী বলেছেন: 
দুষ্ট আমেরিকান ও ইসরায়েলী সিটি ডিজাইন কোম্পানীরা প্রিন্সের আরবী মগজে ঢুকে গেছে।
১৪| 
২৪ শে ডিসেম্বর, ২০২১  সকাল ১০:০৫
সোহানী বলেছেন: সৈাদী মানেই আমার কাছে বর্বর মনে হয়, খাসোগীর হত্যাকারী মনে হয়, ফাতেমার হত্যাকারী মনে হয়।
 
২৪ শে ডিসেম্বর, ২০২১  বিকাল ৫:২৮
চাঁদগাজী বলেছেন: 
সৌদী প্রিন্সেরা যেখানে বিনিয়োগ করেছে, বেশীরভাগই ডুবেছে
১৫| 
২৪ শে ডিসেম্বর, ২০২১  সকাল ১১:১৫
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: টাকা আছে - তাই যা খুশি তাই করবেই - আপনিও করতেন। মানুষের টাকা থাকলে কাউয়ার ছাও কিনে বলে শুনেছি। বাংলাদেশের রাতারাতি বনে যাওয়া কোটিপতিরা কি কারবারই না করছে। সেই তুলনায় এমবিএস বরং তার দেশের একাংশে একটি অবকাঠামো গড়ে তোলার চেষ্টা করছে - বলা যায় মন্দের ভালো। 
 
২৪ শে ডিসেম্বর, ২০২১  বিকাল ৫:৩৩
চাঁদগাজী বলেছেন: 
মেগাসিটি অবকাঠামোর মাঝে পড়ে না; সিটি গড়ে উঠে মানুষের প্রয়োজনে, আমেরিকার আটলান্টিক সিটিতে ধ্বস নেমেছে, উহা শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়েছিলো। 
দীর্ঘ সময় ধরে টাকা আছে ওয়ারেন বাফে ও বিল গেইটস'এর কাছে, ওরা আয় করেছে, প্রন্স আয় করেনি।
১৬| 
২৪ শে ডিসেম্বর, ২০২১  সকাল ১১:২১
জুল ভার্ন বলেছেন: দৈবক্রমিক ঘটনায় ধনাঢ্য হলে এভাবেই ধনসম্পদ এর অপব্যবহার করে!
 
২৪ শে ডিসেম্বর, ২০২১  বিকাল ৫:৩৫
চাঁদগাজী বলেছেন: 
তেল পাওয়াটা দৈব ঘটনা নয়, ইহা প্রাকৃতিক সম্পদ; তেল শিল্প সে গড়েনি, ওর দাদা গড়েছে।
১৭| 
২৪ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ১২:২০
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: প্লান ভালোই করছে, রাস্তাঘাট সব মাটির নিচে, কিন্তু সফল হবে কি না এটা দেখার বিষয়। আর ট্রেনের যেই প্লান টা দেখলাম তাতে তহ অনেক হাই স্পিডি ট্রেন লাগবে একপাশ থেকে আর এক পাশে যাইতে, হাইপার লুপ টাইপের।
 
২৪ শে ডিসেম্বর, ২০২১  বিকাল ৫:৩৭
চাঁদগাজী বলেছেন: 
উহা নাকি কয়েক'শ মাইলের লম্বা সিটিও হয়ে যেতে পারে!  কাঁচের দালানে খেজুর বাগান করবে মনে হয়।
১৮| 
২৪ শে ডিসেম্বর, ২০২১  দুপুর ১:২৬
রাজীব নুর বলেছেন: একথা সত্য সৌদিতে বহু বাঙ্গালী কাজ করে নিজ গ্রামে বাড়ি করেছেন। খেয়ে পরে বেঁচে আছেন পরিবার নিয়ে।
 
২৪ শে ডিসেম্বর, ২০২১  বিকাল ৫:৩৮
চাঁদগাজী বলেছেন: 
জমি বিক্রয় করে সৌদী গিয়েছে, পাকা বাড়ী করেছে, কিডনী নষ্ট করে দেশে ফিরছে।
১৯| 
২৫ শে ডিসেম্বর, ২০২১  সকাল ১১:৪৫
সাজিদ! বলেছেন: ইকোনমিতে বৈচিত্র্য আনার চেষ্টা করতেসে, এখনই পজেটিভ নেগেটিভ মন্তব্য করা উচিত নয়। তবে এমবিএসকে আমার একরোখা, উগ্র বদমেজাজি মনে হয়।
 
২৫ শে ডিসেম্বর, ২০২১  সন্ধ্যা  ৬:৩৫
চাঁদগাজী বলেছেন: 
সৌদীর অর্থননীতির যেই ধারা, ইহাতে নতুন করে কোন নগরীর সৃষ্টি ইডিওটিক কাজ।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০২১  রাত ৯:২০
শূন্য সারমর্ম বলেছেন:
টুরিস্ট যাবে রোবটের সাথে কমিউনিকেট স্কিল বাড়াতে ; সৌদির মক্কায় অমুসলিম প্রবেশ নিষেধ, দূর থেকে পাহাড়ে উঠায়ে ক্লক টাওয়ার দেখায় অমুসলিমদের।