নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

প্রাইভেট ইউনিভার্সিটিরগুলোর মালিকানা ছাত্রদের পরিবারের হাতে দিতে হবে।

২৭ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৫



আমার মতে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো পংগু গ্রেজুয়েট তৈরি করছে এবং ফি'এর নামে ডাকাতী করেছে। ফি নিয়ে ডাকাতী থামানোর উপায় হলো, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মালিকানা ছাত্রদের পরিবারকে ও চাকুরীজীবি ছাত্রদের হাতে দেয়া; ইহাতে ফি কমপক্ষে ৫ থেকে ১০ গুণ কমে আসবে: ১০ লাখ টাকার ফি'এর যায়গায় ১/২ লাখ টাকা ফি আসবে। ইহা কিভাবে সম্ভব?

ডাকাতদের হাত থেকে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মালিকানা ছাত্রদের পরিবার/ছাত্রদের হাতে দেয়ার জন্য একটা আধুনিক ও পরিচিত ফাইন্যন্সিয়াল নিয়ম প্রয়োগ করতে হবে, সব প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর একটি সন্মিলিত ETF ( এক্সচেন্জ ট্রেইডেড ফান্ড: বেশ কিছু পরিমাণ কোম্পানীর ষ্টকের বান্ডেল ) বের করতে হবে; ছাত্রদের পরিবার/ছাত্ররা এই ETF কিনে, নিজেরাই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মালিক হবেন। ছাত্র পড়ালেখা শেষ করা অবধি একটি মিনিমাম সংখ্যক ETF ছাত্রের পরিবার/ছাত্রকে ধরে রাখতে হবে। বর্তমান ডাকাত মালিকেরা একটা অংশ পাবে; এতে তাদের মালিকানা কমে আসবে, এক সময় তারা হয়তো মালিকানা ছেড়ে বেরিয়ে যাবে।

প্রথমে প্রতিটি প্রাইভেট ইউনিভার্সিটির ষ্টক-মার্কেট আইপিও বের করতে হবে; আইপিও বের করা মানে কোম্পানীকে "প্রাইভেট" থেকে "পাবলিকে" পরিণত করা; এখানে ব্যবহৃত "পাবলিক" শব্দটা ষ্টক-মার্কেটর টার্ম (ইহা প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটির "পাবলিক" নয় )। আইপিও বের করার নিয়ম আপনারা যাঁরা জানেন না, তাঁদের জন্য ২/১লাইনে ব্যাখ্যা করছি: কোন প্রাইভেট কর্পোরেশনের শেয়ারকে ষ্টক-মার্কেটে বেচাকেনা করতে হলে, এজন্য SEC'এর (সিকিউরিটি এক্সচেন্জ কমিশন ) অনুমতি পেতে হয়; ইহার জন্য কোম্পানীকে একটি ফাইন্যান্সিয়াল প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়: এই প্রসেসে, কোম্পানীর সম্পদের পরিমাণ হিসেব করে, শেয়ারের সংখ্যা ও শেয়ারের প্রাথমিক মুল্য নির্ধারণ করে থাকে একটি "ইনভেষ্টমেন্ট ব্যাংক"; শেয়ারের প্রাথমিক মুল্য ও সংখ্যা হচ্ছে আইপিও প্রসেসের সারমর্ম।

প্রতিটি প্রাইভেট ইউনিভার্সিটির শেয়ার ষ্টক-মার্কেটে ২/৪ মাস বেচাকেনার পর, তাদের আপেক্ষিক ওজন ( শেয়ার মুল্যের অনুপাতে ) অনুসারে ETF চালু করে, উহা ছাত্রদের পরিবার, চাকুরীজীবি ছাত্রদের ও বর্তমান মালিকদের কাছে বিক্রয় করা হবে। বর্তমান মালিকেরা আইপিও কিংবা ETF থেকে কিছু অংশ পাবে, যেটা মালিকানার হাত বদলের মুল্য।

আপনারা অবশ্যই জাতির শিক্ষার মান ও খরচ নিয়ে চিন্তিত; শিক্ষার মান বাড়াতে হলে ও খরচ কমানোর জন্য সব প্রাইভেট ইউনিভার্সিটির মালিকানা ডাকাতদের হাত থেকে নিয়ে ছাত্রদের পরিবার/ছাত্রদের হাতে দেয়াই সঠিক পদক্ষেপ হবে; ইহার ফলে, খরচ ৫/১০ গুণ কমে যাবে, একই সাথে এসব ইউনিভার্সিটি পাবলিকদের মতোই, কিংবা আরো ভালো প্রাগ্রাম চালু করতে সমর্থ হবে।









মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৬

শূন্য সারমর্ম বলেছেন:

"আইপিও থেকে EFT তারপর মালিকানা বদল"-আরেকটু ব্যাখ্যা চাই।

২৭ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:



আমি আরেকটি পোষ্টে আরো ব্যাখ্যা করার চে্টা করবো। ধরুন, ষ্টক-মার্কেটে IBM, Mcrosoft, Intel শেয়ারগুলো যথাক্রমে ১৩০, ৩৩৬ ও ৫২ ডলারে বিক্রয় হচ্ছে; এখন একটি ফাইন্যানসিয়াল কোম্পানী SEC'এর অনুমতি নিয়ে এই ৩টি কোম্পানীর শেয়ারকে "একটি বান্ডেল" করে, একটি নাম দিলো ETEK ,এবং দাম দিলো ৫২০ ডলার; এখন আপনি যদি ১টি ETEK শেয়ার কিনেন, আপনি আসলে IBM, Mcrosoft, Intel এই ৩টি কো্পানীর শেয়ার কিনেছেন; এই ধরণের বান্ডেল কেনা সম্ভব, ইহাই ETF।

২৭ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:



পরিবারগুলো যদি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর EFT কিনেন, তারা এসব ইউনিভার্সিটির মালিক হয়ে যাবেন।

২| ২৭ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫০

জ্যাকেল বলেছেন: ছাত্র/ছাত্রীদের পরিবার মালিকানা নিবে সেই পয়সা কে দেবে? আপনে?

২৭ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:



এখন পরিবারগুলো ১০/১২/৩০ লাখ ফি দিচ্ছে, সেই টাকার ৫ ভাগের ১ ভাগ দিয়ে "মালিকানা কিনতে পারবে"।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এরকম সিস্টেম কোথাও আছে? তবে আমাদের উচ্চশিক্ষার লাগাম টেনে ধরার সময় এসেছে। অপ্রয়োজনীয় ও সাধারণ বিষয়ে অনার্স, মাস্টার্স বন্ধ করতঃ কারিগরি শিক্ষায় মনোযোগ দিতে হবে...

২৭ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:



না, কোথায়ও নেই। আমাদের মতো ডাকাতীও কোথায়ও নেই; আমাদের জন্য ইহাকে কাজে লাগাতে হবে।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১২

জ্যাকেল বলেছেন: প্রাইভেট ইউনিভার্সিটিগুলার ফাইন্যান্স অডিট শক্ত করা দরকার সর্বপ্রথম। আমেরিকা/উন্নত বিশ্বের ভার্সিটির টিউশন ফি আরো বেশি। অতএব দেশের গরিব মানুষগুলার জন্য শিক্ষাঋণ ব্ব্যস্থা করা উচিত। আর সর্বাগ্রে দরকার এউজুকেশন ইজ নট ফর বিজনেস। এই সরল তত্ব কার্যকর করতে পারলে শিক্ষা গ্রহণ করার সুযোগ সাধারণ মানুষের হইবে।
প্রাইভেটে যারা পড়ায় তাদের শিক্ষার মান খুবই খুবই খারাপ। আমার নিজের দেখা। এইগুলা ১০ এর মইধ্যে ৯ এর কথা। অতএব প্রাইভেটের মান উন্নিত করতে শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ লাগিবে। এখন ঐ জায়গায় কে কে জানি আছে?

(অযোগ্য, দুর্নিতিগ্রস্থ ক্রিমিনালেরা সিট দখল করে আছে অতএব উলুবনে মুক্তা ছড়ানো বন্ধ করতেছি)

২৭ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:


প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মালিকানা ডাকাতদের হাতে থাকলে, দেশে পংগু গ্রেজুয়েট বের হবে; খরচ যোগাতে গিয়ে লাখ লাখ মানুষ অবোধ পথে আয় করবে।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৭

জ্যাকেল বলেছেন: তাইলে চলেন শুরু করা যাক, ব্লগারদের অর্থায়নে বিশ্বের প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি। কেমন? আপনে সাম্নে আর পরে রাজিব সাহেব এরপরে আমি?

২৭ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:



সরকার কাহাদের প্রাইভেট ইউনিভার্সিটির লাইসেন্স দিয়েছে, সেটার খোঁজ নেন।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

নাহল তরকারি বলেছেন: আপনি কিসে চাকরি করেন? আপনার বয়স কত?

২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:



বয়স ৭২ চলছে; রিটায়ার্ড ইন্জিনিয়ার; শেষ চাকুরী ছিলো ফাইন্যান্সিয়াল কোম্পানীতে।

২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:


আপনি জাতীয় ইউনিভার্সিটিতে পড়েছেন, মনে হয়; শতকরা কতজন ছাত্র ক্লাশে উপস্হিত থাকে?

৭| ২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:২৮

প্রতিদিন বাংলা বলেছেন: [পরিবারগুলো যদি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর EFT কিনেন, তারা এসব ইউনিভার্সিটির মালিক হয়ে যাবেন।]
(মনে মনে করা মন্তব্য )
প্রথমত -ভালো সংস্থা ,অল্প ভালো সংস্থার সাথে EFT তে যাবেনা।
দ্বিতীয়ত -ছাত্রদের পরিবার -ধরি হলো EFT (একত্রিত) এবং মোট ১০ লক্ষ শেয়ার ,প্রতিটি ১০০ টাকা করে ,প্রতি পরিবার ১০০০টি বা ১০০০০টি শেয়ার কিনলেও পরিচালনা বোর্ডে স্থান পেতে হলে মিনিমাম ১লক্ষ শেয়ার থাকতে হবে
তৃতীয়ত -ছাত্রদের পরিবারে ৫ বছর পরেতো ছাত্রদের পরিবার থাকবেনা ,তখন এবং সংস্থা চালানোর যোগ্যতা আছে কি
.............
সরকারের উচিত চার্জ কমাতে বাধ্য করা
বা
ছাত্রদের উচিত বিভিন্ন ফি নাদিয়ে(পরিবারদের মানসিক যন্ত্রনা দিচ্ছে ধরণের)
কথিত শিক্ষালয় গুলিকে মামলায় ঝুলিয়ে রাখা

২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৮

চাঁদগাজী বলেছেন:




বাংলাদেশে ও ক্যাপিটেলিষ্ট দেশসমুহে মামলার ফল কার দিকে যায়? প্রাইভেট ইউনিগুলো যদি "পাবলিক" হয়ে যায়, ছাত্রদের পরিবার/ছাত্ররা ইহার মালোক হবেন শেয়ার (ETF) কিনে; যাঁরা ইহাতে ব্যবসায়িকভাবে বিনিয়োগ করবেন, ম্যানেজমেন্ট হবে তাদের দায়িত্বে।

৮| ২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৫৬

সোবুজ বলেছেন: পরিকল্পনা ভাল।বাস্তবায়ন সম্ভব নয়।

২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৮

চাঁদগাজী বলেছেন:



আপনার পক্ষে বাস্তবায়ন সম্ভব হবে না।

৯| ২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫১

বঙ্গদুলাল বলেছেন: আপনার এলাকার একজন পরিচিত মুক্তিযোদ্ধা, জয়নাল হাজারি না ফেরার দেশে চলে গেলেন।

২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৩

চাঁদগাজী বলেছেন:




আমি সংবাদ পড়েছি; সে যেসব অপরাধ করেছে, তাকে মুক্তিযোদ্ধা না বলে 'ডাকাত' বলাটাই সঠিক হবে।

১০| ২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩৫

সোবুজ বলেছেন: একটা অন্ততঃ বাস্ত বায়ন করে উদাহরণ হিসাবে দেখাতে হবে।তার পর প্রচার করতে হবে।তা না হলে অনেক কথার মতো কথার কথাই থেকে যাবে।

২৭ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪১

চাঁদগাজী বলেছেন:



এগুলো করার লোক সরকারে ১ জনও নেই, এটাই বাংলাদেশ। এইজন্য বালা হয় আমাদের দেশ ১০০ বছর পেছনে আছে।

১১| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:১৮

রাজীব নুর বলেছেন: প্রাইভেট ইউনিভার্সিটি হলো ব্যবসা। কোটি কোটি টাকার ব্যবসা। কোন দুঃখে ছাত্রদের হাতে দেওয়া হবে? এই ব্যবসা অব্যহর রেখেছে ছাত্ররা।
চাকরী ক্ষেত্রে আমি কয়েকজন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করা ছেলে মেয়ের সাথে কাজ করেছি। সবাই বিবিএ শেষ করেছে। কেউ কেউ এমবিএ শেষ করেছে। তাদের সাথে কাজ করতে গিয়ে দেখি তাঁরা কিছুই জানে না। এক পাড়া দরখাস্তও লিখতে পারে না সঠিক ভাবে।

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৫২

চাঁদগাজী বলেছেন:


আসলে, সবগুলো ইউনিভার্সিটি হওয়ার কথা ছিলো পাবলিক, এবং ঢাকা ও অন্যান্য ইউনিভার্সিটির শাখা ও স্যাটেলাইট ক্যাম্পাস; সরকার ও প্রশাসন মিলে, দুর্নীতি করে, এগুলোকে ডাকাতদের হাতে দিয়ে নিজেরা কোটী কোটী টাকার দুর্নীতি করছে।

১২| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সরকারের হস্তক্ষেপ ছাড়া সম্ভব নয়। বোধকরি সরকারও কিছু করতে পারবে না।

২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:



প্রাইভেট ইউনিভার্সিটির লাইসেন্স যারা পেয়েছে, তারাই সরকারের অংশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.