নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ওমিক্রন কি বাংলাদেশে ছড়িয়ে পড়বে?

২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৯



না, বাংলাদেশে ওমিক্রন ছড়াবে না, ছড়ালেও টের পাওয়া যাবে না; ওমিক্রন ডেলটা থেকে অনেকটা দুর্বল ভাইরাস। ডেলটা থেকে শক্তিশালী নতুন কোন মিউটেশান ঘটলে, তখন বাংলাদেশে হয়তো করোনাকে আবার স্মরণ করবে। বাংলাদেশে এখনো ১১/১২কোটী মানুষ টিকা পাননি, এই অবস্হায় বাংলাদেশ নতুন মিউটেশানের জন্য দ: আফ্রিকা থেকে বেশী উপযুক্ত যায়গা।

আসলে, ওমিক্রন যদি ডেলটাকে সরায়ে, উহার যায়গা দখল করতে পারে, ইহা একটি ভালো কাজ হবে; ইহা ডেলটা থেকে অনেক ভালো ভাইরাস।

বাংলাদেশের বড় শহরগুলোর শতকরা ৯০/৯৫ জনের করোনা হয়ে গেছে; বেশীরভাগই ছিলো 'এসিম্পটোনিক'; এবং এসিম্পটোনিক মনে হয় অনেকটা লেগেই আছে; ফলে, শহরের লোকেরা নিজেদের শরীরে নিজেরাই টিকা উৎপাদন করেছে (এন্টিবডি) ও করে চলছে। আবার, যেই ১০ কোটী ডোজ টিকা দেয়া হয়েছে দেশে, তার বেশীরভাগই কৌশলে শহরের লোকেরা বেশী নিয়ে নিয়েছে। দেশে গড়ে শতকরা ২৭ ভাগ মানুষের টিকা দেয়া হলে, ঢাকায় শতকরা ৬০/৬৫ ভাগের বেশী মানুষ টিকা নিয়েছেন বলে মনে হয়।

ওমিক্রন আমেরিকা ও ইউরোপকে ঝড়ের বেগে দখল করে নিয়েছে; মাত্র ৪ সপ্তাহ আগে, নিউইয়র্ক শহরে ওমিক্রন আক্রান্ত ১ জন রোগী পাওয়া গিয়েছিলো, এখন নাকি গড়ে দৈনিক ২০ হাজার আক্রান্তদের শতকরা ৭০ ভাগই ওমিক্রনে আক্রান্ত, কি ভয়ংকর হার! নিউইয়র্ক শহরের প্রশাসন এখনো নতুন কোন পদক্ষেপ নেয়নি; তবে, অনেক বার, রেষ্টুরেন্ট ও ছোট ব্যবসা বন্ধ রাখছে।

করোনার নতুন প্রভাব দেখা যাচ্ছে আমেরিকায়, আমেরিকানরা স্বেচ্ছায় চাকুরী ছেড়ে দিচ্ছে: সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে ৩০ লাখ আমেরিকান চাকুরী ছেড়ে দিয়েছে; এদের একটা অংশ হেলথ-কেয়ারের লোকজন; অনেক হাসপাতালের শতকরা ২০ জনই চাকুরী ছেড়ে দিয়েছে গত ২ বছরে। আমেরিকার সাপ্লাই চেইন ও এসেন্সিয়েল থেকে মানুষ যেভাবে বেরিয়ে যাচ্ছে, তাদেরকে বিদেশ থেকে মানুষ আনতে হবে শীঘ্রই।



মন্তব্য ৫৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দেশের মানুষ করোনার চেয়েও শক্তিশালী, আসলে বাস্তবে তা প্রমাণিত হয়েছে।

২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের মানুষের শরীরের অবস্হা খুব একটা ভালো নয়; তবে, বাংলাদেশের সব ঘরেই ভালো ভ্যান্টিলেশনের ব্যবস্হা আছে, সাথে সাথে তারা যেসব ঔষধ খেয়েছেন, তার মাঝে একটা ঐষধ আছে ( নামটা ভুলে গেছি, ব্লগার কলাবাগান-১ বলেছিলেন ) যা মৃত্যুর হার কমায়েছে। এবং প্রকৃত সংক্রমণেের ও মৃত্যুর হার কেহ জানে না।

২| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কষ্টদায়ক হলেও সত্য, করোনা দুর্বলদের যম!

২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:


আমেরিকায় অনেক জোয়ান, শক্ত শরীরের লোকজনেরও মৃত্যু হয়েছে করোনায়।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শরীরটা খারাপ লাগছে জ্বর আসবে মনে হয়। গত দুইবছরে ঠান্ডা জ্বর কিছুই আসেনি শরীরে।

২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৮

চাঁদগাজী বলেছেন:


বেশী খারাপ লাগলে ও কাশি হলে, পরীক্ষা করাবেন; কারণ, ফুসফুস আক্রান্ত হলে আগেবাগেই জানার দরকার।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: "লোকেরা নিজেদের শরীরে নিজেরাই টিকা উৎপাদন করেছে (এন্টিবডি) ও করে চলছে।" চমৎকার বলেছেন।
বাস্তবতা হচ্ছে অমিক্রন নিয়ে এদেশের মানুষ আদৌ চিন্তিত নয়।

২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:



আমাদের দেশের মানুষ স্বাস্হ্য নিয়ে কখনো চিন্তিত ছিলো না; এখন কেন চিন্তিত হবেন? ফরমালিন, ক্যামিকেল ও ভেজাল খেয়েই চলেছেন। বাংলাদেশে মিউটেশান হলে, করোনায় ভেজাল ঢুকে যাবে।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৬

নজসু বলেছেন:



আজকে ঢাকায় একজনকে পাওয়া গেছে যে অমিক্রন ভাইরাসে আক্রান্ত।

২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩২

চাঁদগাজী বলেছেন:



ঢাকায় বিমানে করে প্রতিদিন যেই পরিমাণ মানুষ আসে, তাতে এমিক্রন বেশ আগেই দেশে এসে গেছে, খোঁজার লোকজন নেই।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৮

আরইউ বলেছেন:


খুবই বালখিল্য লেখা, ভেরি পুরলি রিটেন। চার প্যারাগ্রাফের এক পোস্টে এতগুলো বানান ভুল কেনো? প্যারাগুলো কোহেরেন্ট নয়; এক প্যারার সাথে আরেক প্যারায় জাম্প করেছেন গ্রেড ৫ এর বাচ্চাদের মত। আমেরিকা-ইউরোপের দুধের শিশুরাও বা বাংলাদেশের ৫ম শ্রেনীর বাচ্চারাও আপনার চেয়ে ভালো লেখে। নকল করে পাস করেছিলেন নাকি?

ভাইরাস-মিউটেশন কিভাবে কাজ করে তা নিয়ে ভুলভাল ধরাণা থাকলে এসব বিষয় নিয়ে না লেখাই ভালো। আর হ্যা, শব্দটা “এসিম্পটোমেটিক“।

২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৪

চাঁদগাজী বলেছেন:




কান্নাকাটি থামার লক্ষণ দেখছি না।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, তা ঠিক তবে যারা মরেছে ওরা নিজের দোষে মরেছে!

আমি তো দেড় বছর কাজ ছাড়া ছিলাম। বুস্টার দিয়েছি তার পরেও খুব সাবধানে থাকি।

আর যখনই গাড়িতে উঠি তখন আপনার উপদেশ মনে পড়ে, সামান্য জানালা খুলে রাখি। তবে কিছু মানুষ আছে যাদেরকে হাতুড়ি দিয়ে মারতে মন চায়, এমন ভয়ঙ্কর সময়ে বাড়াবাড়ি কি ভালো লাগে? মাস্ক ছাড়া গাড়িতে উঠতে চায়!! কদ্দিন আগে আমাদের পাবলিক মাস্ক ছাড়া উঠেছিল, প্রথম খেয়াল করিনি যখন খেয়াল হয়েছিল তখন বেশি দেরি হয়েছিল। কিছু না বলে শুধু রিপট করেছিলাম।

২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:



ইউরোপের মানুষ বদলে যাচ্ছে, ওরা মগজ হারিয়ে ফেলেছে।

৮| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৭

আরইউ বলেছেন:



বেশি লাগছে! গেলমান চোরারে ডাকেন… ঠিক করে দেবে।

২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:




আমি আমার যায়গায় ভালোভাবে আছি।

৯| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫১

জ্যাকেল বলেছেন: আপনি এই পোস্টের আগা/মাথা কিছুই পাইতেছি না। এক কথা উত্তর মেরুতে নিয়ে যাবার পরের কথা দক্ষিন মেরুতে এমন কেন হয়?

২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:



আপনি একা নন, অনেকেই আমার পোষ্ট বুঝতে পারেন না; সুতরাং, উৎফুল্ল থাকুন।

১০| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:

গরীবের কাছে এসে করোনা মিউটেশন করে ;ধনীদের অ্যাটাক করে।

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৮

চাঁদগাজী বলেছেন:



বর মিউটেশান হয়েছে ভারতে ও দ; আফ্রিকায়; মসয় মতো টিকার অভাবে।

১১| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:

বাঙালীর ফার্মেসীতে অ্যাসিডিটি,অ্যান্টিবায়োটিক ও ডায়াবেটিক টপ থ্রী তে থাকে।

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:২৩

চাঁদগাজী বলেছেন:




আমাদের জাতি অপ্রয়োজনীয় খাবার ও বেশী পরিমাণ ভেজাল চা খাচ্ছে।

১২| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



ব্লগার শূন্য সারমর্ম ভাইয়ের সাথে একমত। বাংলাদেশে শত সহস্র ঔষধ কোম্পানী আর তাদের লক্ষাধিক ঔষধ। ওমিক্রন নাম শুনে কোনো ট্যাবলেট ক্যাপসুল বা সিরাপের নাম মনে হচ্ছে। বাংলাদেশী ওমিক্রন হজম করে নিবে।

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:২১

চাঁদগাজী বলেছেন:



ওমিক্রন হয়তো ভালো কাঝই করছে, ডেলটাকে উৎখাত করছে।

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৪

জ্যাকেল বলেছেন: উৎফুল্ল থাকব কেমনে? আপনি ওমিক্রন নিয়ে পোস্ট দিলেন, পস্ট ছোট হোক সমস্যা নাই কিন্তু সেখানে কোন ফ্লো পাওয়া যাচ্ছে না। এটা পিগ্মি স্টাইল ব্লগিং হইয়া গেল তো। ভাল করে পস্ট লিখেন।

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:২০

চাঁদগাজী বলেছেন:



পস্ট পস্ট করলে তো হবে না, ভালো পস্ট আমার দ্বারা লেখা হবে না।

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:২৩

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: আমেরিকা বাংলাদেশ থেকে লোকজন নিবে ?

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:২৪

চাঁদগাজী বলেছেন:



না, ওরা মেক্সিকো থেকে নেবে।

১৫| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: খবর আছে এখন পর্যন্ত ৪জন ধরা পরেছে।

২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:১০

চাঁদগাজী বলেছেন:



সরকার টিকা কিনেনি, তারা যদি -৪ ( মাইনাস ৪ জন ) বলে, সেটাই ডাটা।

১৬| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪০

জ্যাকেল বলেছেন: লেখক বলেছেন:


পস্ট পস্ট করলে তো হবে না, ভালো পস্ট আমার দ্বারা লেখা হবে না।


আপনার দ্বারা সব সম্ভব। ছাত্রদের বাপ/মা কে ভার্সিটির মালিক বানিয়ে দিতে পারেন আর দু চার লাইন লিখতে পারবেন না, তাও আবার সর্বকালের সেরা ব্লগার তকমা। হিসাব তো মেলে না বাপু।

২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:১২

চাঁদগাজী বলেছেন:


আমি বাংলাদেশের বাইরেও কাজকর্ম করেছি, আমি খাঁটি বাংগালীদের মতো দক্ষ নই।

১৭| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:১৭

রাজীব নুর বলেছেন: আপনাকে কয়েকটা নিক বেশ আক্রমণ করছে।
আসলে এটা একজনের নিক কিন্তু অনেক গুলো নামে। একজন মানুষ অনেক গুলো নিক কিভাবে চালায়? অবশ্য গাধা গুলো বুঝে না- আপনাকে কাঁত করতে সাত জনমেও পারবে না। অতীতে এরকম অসংখ্য বার দেখেছি। কেউ আপনার সাথে পেরে উঠে না। শেষমেষ পালায়। ইদানিং যারা লাফাচ্ছে তাঁরা তো পুলাপান। অমি রহমান পিয়াল সাহেবও আপনাকে কাঁত করতে পারেনি। তাকে কঠিন সাইজ করেছেন।

পোষ্ট নিয়ে পরে মন্তব্য করবো।

২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৫২

চাঁদগাজী বলেছেন:



ব্লগিং বুঝতে অনেকের অনেক সময় লেগে যায়।

১৮| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৫৭

রাজীব নুর বলেছেন: করোনায় বাংলাদেশে সরকারী হিসাবে ২৮ হাজারের মতো মানুষ মারা গেছে। অথচ মারা যাওয়ার কথা ছিলো ২৮ লাখ। কারন বাংলাদেশের মানুষ জন খুব একটা নিয়ম কানুন মানে নাই। তারপরও কিভাবে যেন আমাদের দেশে মৃত্যু হার অনেক কম অন্যান্য দেশের তুলনায়।

ব্যবসায়ীরা করোনার লোকসান পুষিয়ে নেবার জন্য এখন পাবলিকের গলা কাটছে। কক্সবাজারে আলু ভর্তার দাম নীওয়া হয়েছে ৩০০ টাকা। ৫ শ' টাকা রুমের ভাড়া নিয়েছে ৫ হাজার টাকা। যে যেভাবে পারছে লুট করছে। যে করেই হোক লোকসান পুষিয়ে নিতে হবে। বর্তমানে আমাদের দেশের জনগন ওমিক্রন নিয়ে মোটেও চিন্তিত না।

২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ২:০৬

চাঁদগাজী বলেছেন:



করোনাকে বুঝতে সময় লেগেছে; আমেরিকায় ও ইউরোপে করোনার মুল সংক্রমণ ঘটেছে ঘরগুলোর ভ্যান্টিলেশনের অভাবে; বাংলাদেশের বেলায় সব ঘরের জানালা খোলা থাকে।

এখন শীতকাল, সব দরজা জানালা বন্ধ। খোলা যায়গায় চলার সময়, এমন কি বাসের জানালা খোলা থাকলে করোনা হয় না।

১৯| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ২:৪২

নেওয়াজ আলি বলেছেন: টিকার দেওয়ার কাজ ভালোই এগিয়ে যাচ্ছে। গতকাল আমার বড়ো মেয়ে (১২) মর্ডানার টিকা দিয়েছে।

২৯ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৬:১০

চাঁদগাজী বলেছেন:



প্রথমে যারা পেয়েছেন, অন্যদের দেয়ার আগেই তাদের এন্টিবডি শেষ হয়ে যাওয়ার কথা

২০| ২৯ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৬:২০

ডঃ এম এ আলী বলেছেন:



আমিরিকার বিষয়ে বেশ উদ্বেগজনক পরিসংখ্যান ।
ডেলটা ভার্সাস ওমিক্রনের বিষয়ে বাংলাদেশে
আন্তর্জাতিক মানের গবেষনা প্রয়োজন ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ গবেষনা কর্মটি
সম্পাদন করতে পারে ।

২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৭:২১

চাঁদগাজী বলেছেন:



করোনার সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা মোটামুটি সরকারগুলোর দেয়া ডাটার উপর নির্ভর করছে। ৩য় বিশ্ব সঠিক তথ্য ও সঠিক ডাটা দেয় না।

২১| ২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৮:৪১

সোবুজ বলেছেন: এই যে দেশের জনগন চিন্তিত না,এটাই হয়তো বড় চিন্তার কারন হয়ে দাঁড়াবে।করোনায় আক্রান্ত হয়েছে দেড় মিলিয়নের বেশি লোক।দ্বিতীয় বার আক্রান্ত হলে সমস্যা দেখা দিতে পারে।

২৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:



করোনায় সরকার ও প্রশাসনের যেই অদক্ষতা দেখা গেছে, এরা বিশ্বের সেরা অপদার্থ, এতে সন্দেহ নেই।

২২| ২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৮:৪২

শেরজা তপন বলেছেন: আমার এক বন্ধুর আমেরিকা থেকে বেড়াতে আসা তার প্রবাসী আত্মীয়স্বজনসহ করোনায় আক্রান্ত! সম্ভবত ওমেক্রন। তার এবার নিয়ে তৃতীয়বার করোনায় আক্রান্তের ঘটনা। টিকা নেতার আছে সবার। এবারের উপসর্গ মৃদু।

২৯ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা থেকে বাংলাদেশে যাবার আগে ২ সপ্তাহ আইসোলেশনে থাকার দরকার ছিলো; আপনার বন্ধুটি এখনো আমেরিকাকে বুঝতে পারেনি।

২৩| ২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২৫

রাজীব নুর বলেছেন: ওমিক্রন আল্লাহর ইশারাতে দুনিয়াতে এসেছে। আল্লাহর হুকুম ছাড়া ঈমিক্রন কাউকে আক্রমণ করবে না। ইহা আপনাকে বিশ্বাস করতেই হবে। অন্যথ্যায় আপনি দোজকে যাবেন।

২৯ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:



আল্লাহ করোনার টিকা নিয়েছেন, মনে হয়।

২৪| ২৯ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

করোনায় প্রচুর মানুষ বেকার হচ্ছে। বিশেষ করে যারা, ফিজিক্যাল ওয়ার্কের সাথে যারা জড়িত।

এই সময়ে, মানুষদের আইটি ধরণের কাজের ক্ষেত্রে উৎসাহী করে তুলতে হবে। ভালো ট্রেনিং দিতে হবে।

২৯ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:


ট্রেনিং'এর জন্য শুধু একা জার্মানী বাংলাদেশকে যেই পরিমাণ টাকা দিয়েছিল, তাতে শেখ হাসিনাও আইটি ট্রেনিং নিতে পারতেন; মনে হয়, উহার ৯০ ভাগ ভন্ডরা ডাকাতী করেছে।

২৫| ২৯ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



লেখক বলেছেন:
ট্রেনিং'এর জন্য শুধু একা জার্মানী বাংলাদেশকে যেই পরিমাণ টাকা দিয়েছিল, তাতে শেখ হাসিনাও আইটি ট্রেনিং নিতে পারতেন; মনে হয়, উহার ৯০ ভাগ ভন্ডরা ডাকাতী করেছে।



এডমিনিস্ট্রেশনে এখনো অনেক ভালো মানুষ আছেন। আগে সরকারী কর্মকর্তাদের সাথে দেখা করা যেতো না। এখন, সেটা অনেক সহজ হয়ে গিয়েছে।

সেদিন 'এ টু আই'-তে গিয়েছিলাম। একটি আইডিয়া জমা দিতে। পি,ডি, পর্যন্ত যেতে বেশি সময় লাগেনি।


২৯ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:



ভালো খবর; আমি আমেরিকায় একটা টাউট দম্পতিকে চিনতাম, ওরা এক সময় আইবিএম'এ টেকনিশিয়ান হিসেবে কাজ করতো, এখন বাংলাদেশে আছে, মোটামুৈ ১৫টির বেশী কোম্পানীর মালিক; ওদের আইটি ট্রেনিংও আছে।

২৬| ২৯ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



লেখক বলেছেন:
ভালো খবর; আমি আমেরিকায় একটা টাউট দম্পতিকে চিনতাম, ওরা এক সময় আইবিএম'এ টেকনিশিয়ান হিসেবে কাজ করতো, এখন বাংলাদেশে আছে, মোটামুৈ ১৫টির বেশী কোম্পানীর মালিক; ওদের আইটি ট্রেনিংও আছে।



আমার আম্মার চাচা আপিল বিভাগের বিচারপতি ছিলেন। সেদিন দেখা হওয়ার পরে বললেন- দ্বেষ্টা টাউটে ভরে গিয়েছে। রাজনীতি ছেড়ে ভালো করেছিস।

২৯ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা সরে যাবার পর, দেশে গন্ডগোল হবে, সেটাকে এড়ানোর জন্য প্ল্যান করতে থাকেন, যাতে আপনার আয়ের টাকা পয়সা হাতছাড়া না হয়।

২৭| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অতিরিক্ত মৃত্যু ছাড়া আর কোন কিছুর নাম দিয়ে বাংলাদেশের মানুষকে 'করোনা' সংক্রান্ত ভয় আর দেখানো যাবে না...

২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:



করোনা ভয়ের ব্যাপার আমেরিকা ও ইউরপের জন্য, ওদের অর্থনীতি চরম সমস্যায়; বাংগালদেশের অর্থনীতিতে সমস্যা কখনো ছিলো না, কখনো সমস্যা দেখা দেবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.