নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর শিরনাম লিখে মানুষ আকৃষ্ট করার মত লোক আমি নই\n

চাঁদ সওদাগর০১২৩

চাঁদ সওদাগর০১২৩ › বিস্তারিত পোস্টঃ

প্রশ্ন : ভূমিকম্প কেন হয় ?

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০১

ভূমিকম্প কেন হয়?


উত্তরটা অনেক রকম।

নাস্তিকরা কি বলবে?

আমাদের পৃথিবী নামের এই গ্রহের বৈশিষ্ট্য হচ্ছে যে, কঠিন শিলাত্বক (লিথোস্ফেয়ার)সহ এর ভূপৃষ্ঠ বেশ কিছু সংখ্যক শক্ত শিলাত্বকের প্লেট (Plate) এর মধ্যে খন্ড খন্ড অবস্থায় অবস্থান করছে। ভূতত্ত্ব বিজ্ঞানের আলোকে এই প্লেটের চ্যুতি বা নড়া-চড়ার দরুণ ভূমিকম্পের সৃষ্টি। নাস্তিকদের জ্ঞান এ পর্যন্তই। যেমনটা বিজ্ঞান করে থাকে। তারা বলবে শিলাস্তর নড়াচড়ার ফলে ভূমিকম্প হয় কিন্তু শিলা স্তর কেন হটাৎ করে নড়াচড়া করবে সেটা বলতে পারবে না।

চোর, গুন্ডা, বদমাশ, লুইচ্ছার মতে :
তার পাপের কর্ম বেড়ে গেছে। সুতরাং এই ভূমিকম্প সে তার দিকেই টেনে নিবে।

আস্তিকদের মতে :
এটা খোদার তরফ থেকে একটা সাবধান বানী। দুনিয়ার মানুষ যখন খোদাকে ভুলে যায়, নিষিদ্ধ কাজ কর্ম করে তখন খোদার নির্দেশে ভূমিকম্প হয়।

কোরআন কি বলে :

ভূমিকম্প বিষয়ে পবিত্র কোরানে সূরায়ে ‘যিলযাল’ নামে একটি সূরাই নাযিল করা হয়েছে। মানুষ শুধু কোন ঘটনা ঘটার কার্যকারণ সম্পর্কে জানতে আগ্রহী হয় এবং ভূতত্ত্ববিজ্ঞানও এই কার্যকারণ সম্পর্কেই আলোচনা করে থাকে।

কিন্তু কুরআনুল কারীম একই সাথে কোন ঘটনা ঘটার কার্যকারণ বর্ণনার পাশাপাশি উক্ত ঘটনা থেকে শিক্ষনীয় বিষয় কি এবং এই ঘটনা থেকে অন্য আরো বড় কোন ঘটনা ঘটার সংশয়হীনতার প্রতি ইংগিত করে।

ভূমিকম্প বিষয়ে কুরআনুল কারীমে দু’টি শব্দ ব্যবহৃত হয়েছে। একটি হল ‘যিলযাল’, যার অর্থ হল একটি বস্তুর নড়াচড়ায় অন্য আরেকটি বস্তু নড়ে ওঠা। দ্বিতীয় শব্দটি হল ‘দাক্কা’, এর অর্থ হল প্রচন্ড কোন শব্দ বা আওয়াজের কারণে কোন কিছু নড়ে ওঠা বা ঝাঁকুনি খাওয়া।

পৃথিবীতে বর্তমানে যেসব ভূমিকম্প ঘটছে, তা বৈজ্ঞানিক দৃষ্টিতে ভূপৃষ্ঠের অভ্যন্তরে কঠিন শিলাত্বকে চ্যুতি বা স্থানান্তরের কারণে। কিয়ামতের দিন আরেকটি ভূমিকম্পে পৃথিবী টুকরো টুকরো হয়ে ধুলিকনায় পরিণত হবে এবং তা হবে ফেরেশেতা হযরত ইসরাফিলের ( আ.) সিঙ্গায় ফুৎকারের কারণে, যাকে বলা হয় ‘দাক্কা’। যা হবে এক প্রচন্ড আওয়াজ।

ভূমিকম্প মূলত কি করে??
ভূমিকম্প মূলত আপনার জীবন নিবে। আপনাকে বাঁচার জন্য দশটা সেকেন্ড ও সময় দিবে না। সুতরাং এটা নিয়া মজা করার কিছু নাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.