![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যথাযথ মর্যাদা ও শোকের আবহে বিশেষভাবে পালিত হচ্ছে এবারের মহান বিজয় দিবস। রঙতুলির নিখুঁত আঁচড়, বাহারি আলোকসজ্জা আর হরেক রকম ফুলে সাজানো হয়েছে স্মৃতিসৌধ! ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আপামর জনতা এখানে ভিড় করবে শহীদদের শ্রদ্ধা জানাতে। কেউ আসবে ফুল নিয়ে কেউ আবার আসবে অকৃত্রিম ভালোবাসা নিয়ে। সবার চোখে মুখে এবার সত্যি ভেসে উঠছে বিজয়ের ছাপ।
স্বাধীনতার ৪২ বছর অতিবাহিত হওয়ার পর অবশেষে শুরু হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম। ইতিমধ্যেই সাজা কার্যকর হয়েছে আবদুল কাদের মোল্লার। যিনি বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন। এতো বছর পরে হলেও অবশেষ কার্যকর হলো তার সাজা। এজন্যই এবারের বিজয় দিবস অন্যান্য সববারের চেয়ে আলাদা করে দেখছে সবাই।
বিশেষ করে এবারের বিজয় দিবসকে বেশি রঙিন করেছে তরুণেরা। মূলত তাদের একান্ত চেষ্টার কারণেই হয়তো এতো বছর পর হলেও শুরু হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম। আর সে জন্যই অন্য সববারের চেয়ে এবারের বিজয় দিবস উদযাপনটা অবশ্যই একটু বিশেষ।
বিশেষ এই দিনটিকে সামনে রেখে এবার স্মৃতিসৌধকে সাজানো হয়েছে একটু অন্যভাবে। বছরের অন্য সময় যারা এই স্মৃতিসৌধ দেখেছেন তারা হয়তো আর এবার দেখলে চিনতেই পারবেন না।
সারা বছর স্মৃতিসৌধ অবহেলায় পড়ে থাকলেও বছরের এ বিশেষ দিনের জন্য নেয়া হয় বাড়তি যত্নআত্তি। এ যত্ন শুধু স্মৃতিসৌধের গায়ে নয়, এ যত্নের ছোঁয়া ঢাকা-আরিচা মহাসড়কেও লেগেছে বেশ ভালোই। সবমিলে এ যেন এক বিশাল উৎসবের আয়োজন।
এই বিশেষ উৎসবে যোগ দিতে ভোর বেলা থেকে দূর-দূরান্ত থেকে দলে দলে মানুষ আসতে শুরু করবে। মুহূর্তেই বদলে যাবে স্মৃতিসৌধের পরিবেশ। আবেগ আর ভালোবাসায় সিক্ত হবে এ চত্বর। কেউ আসবে স্বজনদের সাথে, কেউ বন্ধু বা বান্ধবীর সাথে, কেউ আসবে বাবা-মায়ের হাত ধরে।
সবার চোখেই থাকবে যুদ্ধাপরাধীমুক্ত দেশ গড়ার স্বপ্ন। যেখানে আর কোনো বোনকে নির্যাতিত হতে হবে না, হত্যা করে বিবস্ত্র অবস্থায় ফেলে রাখা হবে না কোনো বুদ্ধিজীবীকে। এই স্বপ্ন ও প্রত্যয় নিয়ে শুরু হলো এবারের কলঙ্কমুক্তির বিশেষ বিজয় দিবস। http://www.changeworldbd.com
©somewhere in net ltd.