নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নদীতে নৌকায় ভ্রমন ও মাছ ধরা

আমি একজন কৃষক, নিজের জমি নাই অন্যের জমি চাষ করি

চ্যাংড়া

আমি একজন কৃষক, নিজের জমি নাই অন্যের জমি চাষ করি

চ্যাংড়া › বিস্তারিত পোস্টঃ

হাজীরা শয়তানকে ঘৃনা প্রকাশ করতে পাথর নিক্ষেপ করেন, তেমনি শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে ভুলবেন না

১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:১৭

অনেকে না বুঝে বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীরা বা মসজিদের ঈমাম সাহেবরা শহীদ মিনারে ফুল দিতে যান না। এদের অনেকেই ভাবেন ফুল দেওয়া শিরক বা বিদাত। বিশেষ করে প্রতিটি মাদ্রাসার শিক্ষকরা তাদের ছাত্রদের শহীদ মিনারে না যাওয়ার নির্দেশ দেন। ভাবতে অবাক লাগে এমন একটি ভূল শিক্ষা তারা কিভাবে একটি গনতান্ত্রিক দেশে দিতে পারেন! এ বেপারে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা থাকা উচিত।



ফুল ও ফুলের মালা দিয়ে ভালবাসা প্রকাশ মানুষের চিরন্তন প্রথা। ভালবাসা প্রকাশে ফুল উপহার দেওয়ার কথা হাদিসেও আছে। "জোটে যদি মোটে একটি পয়সা..........ফুলকিনে নিও হে অনুরাগী।" -আল হাদিস।



রূপক অর্থে ফুল দিয়ে শহীদদের আত্মাকে ভালবাসা জানালে তা বিদাত বা শিরক হবে কেন? আল্লাহ মানুষের জন্য শয়তানকে ঘৃনা প্রকাশের শিক্ষা দিয়েছেন পাথর নিক্ষেপের মাধ্যমে। রূপক অর্থে হাজীরা হজ্জের সময় তা অনুসরন করেন। এছাড়া প্রায় সব ইসলামিক দেশে যেমন ইরান, পাকিস্তান, তুরষ্ক, মিসর সবখানে যুদ্ধের শহীদদের উদ্দেশ্যে ফুল ছিটিয়ে ভালবাসা প্রকাশ করা হয়।



বাংলাদেশের মাদ্রাসা গুলিতে যে ভাবে বিদাত, শিরক বিষয়ে শিক্ষা দেওয়া হয় তাতে মনে হয় বাংলাদেশে জন্ম নেওয়া, বাংলাভাষায় কথা বলাও ভবিষ্যতে বিদাত বলে গন্য করা হতে পারে!





মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:২৬

নিশিবাস বলেছেন: সহমত।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:২৭

আজাদ আল্-আমীন বলেছেন: দুটি ভিন্ন প্রেক্ষাপট। আপনার এক করা উচিত হয়নি। ধমীয় ও জাতিগত বিষয় নিয়ে বিতর্ক না করাই ভালো।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৩১

েমাসেেলহ বলেছেন: শয়তানকে পাথর মারা আল্লাহর নির্দেশ।কারো বানানো কোন বিধান নয়।আল্লাহর নির্দেশের সাথে নিজেদের কোন বানানো কালচারের তুলনা করা ঠিক না।আল্লাহ আমাদের মাফ করে দিন।
আর শহীদ বেদীতে শ্রদ্বার্ঘ অর্পন করা আর মন্দিরের বেদীতে অর্ঘ্য নিবেদন অনেক টা একই ধাচের ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:০৯

চ্যাংড়া বলেছেন: পাথর নিক্ষেপ করে শয়তানের প্রতি ঘৃনা প্রকাশ করা গেলে শহীদদের উদ্দেশ্যে ফুল ছুড়ে ভালবাসা প্রকাশ করা যাবে না কেন?

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৩৫

আধার রাতের মুসাফির বলেছেন: কোন মুসলমান যখন যে দেশেই থাকুক না কেন তার পক্ষে ঐ দেশের আইন মেনে চলতে বলা হয়েছে যতক্ষণ না সেই আইন ইসলামের বিরুদ্ধে যায়।

যেখানে সরাসরি ইনস্ট্রাকশন দেওয়া আছে মৃত ব্যক্তিদের (আত্মার) জন্য মাফফিরাতের দুআ করা সেখানে একজন মুসলমান হিসাবে সেটাকে বাদ দিয়ে ফুল দেওয়া হবে কেন?

আমার মনে হয় আপনি যদি নিজেই ইসলামের সব কিছু মানতেন এবং জানতেন (যদিও আমরা খুবই জানি) তাহলে এই ধরনেরকথা লেখা অন্ততপক্ষে আপনি লিখতেন না।

একজন মুসলমান সব সময় কুরআন এবং হাদীস অনুযায়ী চলার চেষ্টা করে কারোর মনগড়া ধারণা বা কথা মত নয়।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৩৭

স্পুতনিক বলেছেন: কিসের মধ্যেকি, পান্তাভাতে ঘি??
"জোটে যদি মোটে একটি পয়সা..........ফুলকিনে নিও হে অনুরাগী।" -আল হাদিস। হাদিসটি কোথায় পেলেন??? আপনি মুসলমান কি না সেবিষয়ে প্রশ্ন জাগে!!!!??? আগে ধর্মকে জানুন!!!! তারপর সেটা নিয়ে কথাবলুন!!!

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৩৮

মোসাব্বির বলেছেন: ২ টা ভিন্ন ক্ষেত্র, এক করে দেখার অবকাশ নাই। আপনি ফুল দেন ভাল কথা কিন্তু অন্যকে তাদের আইডিওলজিতে থাকতে দেন।
আর এসব বিতর্কিত ব্যাপার সামনে না আনাই ভাল।

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৩৯

মো: আসাদুজ্জামান মিলন বলেছেন: "জোটে যদি মোটে একটি পয়সা..........ফুলকিনে নিও হে অনুরাগী।" -আল হাদিস।
এই হাদিস টা কোন গ্রন্থে আছে বলবেন কি?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৫৫

চ্যাংড়া বলেছেন: বাংলাদেশের খুব কম লোকই আছে যারা এ হাদিস জানেনা। একটি পয়সা জুটলে খাদ্য কিনিও ক্ষুধার লাগি, যদি দুইটি পয়সা জোটে তা দিয়ে ফুল কেনার কথা বলা হয়েছে। স্কুলের পাঠ্যপুস্তকেও এ হাদিসের ভাবার্থ শি্ক্ষা দেওয়া হয়েছে কবিতা আকারে। না জানলে কোন আলেমের কাছে খোঁজ নিয়ে জানুন।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৪৮

এম এস জুলহাস বলেছেন:
"জোটে যদি মোটে একটি পয়সা..........ফুলকিনে নিও হে অনুরাগী।" -আল হাদিস।


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথাও (কবিতার লাইন) কি হাদীসের অন্তর্ভূক্ত ?

যে বিষয়টি আপনার নিজেরই অন্তরঙ্গম নয় তা অন্যকে বুঝাতে আসেন কেন ? আপনার মন চায় আপনি ফুল কেন বাড়ীঘরের সবকিছু ঐ বেদীতে সমর্পণ করুন না কেন ? কেউ কি মানা করেছে ? যারা ওখানে যায়না, ফুল দেয়না তাদেরকে অত বুঝানোর দরকারটা কি আপনার ?
আর হ্যাঁ, যেটা নিয়ে বিতর্কটা জুড়ে দিয়েছেন (ইসলাম ধর্ম) সেটার বিষয়ে কয়দিন কাকে বুঝাতে গেছেন ?

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৫২

মাইশাআক্তার বলেছেন: হা হা প গে...........

ভাইজান কি কোক বেশি খাইছিলেন? :P

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৫২

শিবলী নোমান বলেছেন: কি বুঝাইতে চাইলেন???

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:১০

ম জ বাসার বলেছেন: ছালাম,
বেশ শক্ত যুক্তি। তবে উভয়ই সমান ভাবাবেগ বা ভন্ডামী বলা যায়।
বিনীত।

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:১০

নাসির উদ্দিন সজিব বলেছেন: ফুল না দিয়ে তাদের জন্য দোয়া করা উচিত। এবং এটাও চিন্তা করা উচিত যে, একদিন আমাদেরকে ও দুনিয়া থেকে চলে যেতে হবে।

দোয়া করার ক্ষেত্রে সাবধান !
"অমুসলিমদের জন্য কোন দোয়া করা যাবে না"

চিন্তা করে দেখুন তো, এরা যদি ফুল না দিয়ে তাদের জন্য দোয়া করতো, তাতে তাদের কতইনা উপকার হত।

অথচ আমরা কি করছি?
ফুল দিয়ে শহীদদের আত্মাকে ভালবাসা জানাই। তারপর বিভিন্ন ধরনের গুনাহে (নাচ, গান, বাদ্য) লিপ্ত হচ্ছি। এটা মুসলমানদের কাজ না।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেদায়েত দান করুক।
-আমিন

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:২০

অনিরূদ্ধ বলেছেন: "জোটে যদি মোটে একটি পয়সা..........ফুলকিনে নিও হে অনুরাগী।" -আল হাদিস।

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৯

মাহফুজ৩১৮ বলেছেন: "জোটে যদি মোটে একটি পয়সা..........ফুলকিনে নিও হে অনুরাগী।" -আল হাদিস

ধন্যবাদ ব্লগার ভাইয়েরা আপনাদেরকে। উনি সাহিত্যকে আল হাদিছ বানিয়ে দিতে চান। এটা অবশ্যই উনার জ্ঞানের সীমাবদ্ধতা।

১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৪

পাগলমামা বলেছেন: শয়তানকে পাথর মারা হয় আল্লাহর নির্দেশে । কারো বানানো বিধান নয় । আল্লাহর দেয়ার নির্দেশের সাথে মানুষের বানানো কোন কালচারকে তুলনা করা অজ্ঞতা ছাড়া আর কিছু নয় । হযরত উমর ফারুক (রাঃ) একবার কা"বা শরীফ তাওয়াফ করার সময় হাজরে আসওয়াদ (যে পাথর কে হাজী সাহেবগন চুমো দেয় ) তাকে লক্ষ্য করে বলেন : হে হাজরে আসওয়াদ আমি ভাল করে জানি তুমি একটি পাথর ছাড়া আরকিছু নও । যদি আমি হুজুর (সাঃ) কে চুমো দিতে না দেখতাম তাহলে আমি তোমাকে চুমো দিতাম না :। সুতরাং আপনি যে শয়তানকে পাথর মারার সাথে শহীদ মিনারে ফুল দেয়াকে তুলনা করেছেন তা ঠিক নয়।ইসলামের প্রতিটি বিধান দলীল নির্ভর ।

১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:১১

ওয়াচ ক্যাট বলেছেন: @আধার রাতের মুসাফির বলেছেন:একজন মুসলমান সব সময় কুরআন এবং হাদীস অনুযায়ী চলার চেষ্টা করে কারোর মনগড়া ধারণা বা কথা মত নয়

তাহলে এবার বাংলায় কথা বলা ছেড়ে দিয়ে আরবিতে কথা বলা শুরু করে দেন। কারন বেহেস্তের ভাষা হবে আরবি, কবরে জিজ্ঞাসা করা হবে আরবিতেই, বাংলায় নয়!!

১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৫০

ম জ বাসার বলেছেন: ছালাম,
েমাসেেলহ বলেছেন: শয়তানকে পাথর মারা আল্লাহর নির্দেশ।কারো বানানো কোন বিধান নয়।
নির্দেশটি কোন্‌ ছুরায়, আয়াত নম্বরসহ বর্ণনা করুন?
বিনীত।

১৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৫৬

ম জ বাসার বলেছেন: ছালাম,
উনি সাহিত্যকে আল হাদিছ বানিয়ে দিতে চান। এটা অবশ্যই উনার জ্ঞানের সীমাবদ্ধতা
১. আপনারা আল হাদিছ বানিয়ে নিতে পারলে উনি কেন পারবেন্না?? শব্দটি কি কারো উত্তরাধিকারী সম্পত্তি?
২. হাদিছ শব্দের অর্থ বুঝেন্তো? না সীমাহীন অজ্ঞানতার ফল??
বিনীত।

১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩৯

মাহফুজ৩১৮ বলেছেন: ব্লগার ভাইকে অনুরোধ করছি তথ্যসূত্র দেয়ার জন্য। ধন্যবাদ।

২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৬:১৩

ম জ বাসার বলেছেন: ছালাম,
আল হাদিছ কি?
কাকে বলে??
কেন বলে???
কে বল্লো???
তার নাম ঠিকানা কি????
এ সকল তথ্যসুত্র দেয়ার দায়িত্ব যারা উহাদের উম্মত (অনুসারী) তাদের।
বিনীত।

২১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৬:৩০

ম জ বাসার বলেছেন: ছালাম, টু হোম ইট মে কনছার্ন।
'রাছুলের কোরান বহির্ভূত কথা, কাজ, আকার ইংগিতকেই হাদিছ বলে'
১. ঐ কথা যারা বিশ্বাস করে, তারা কোরান অস্বীকার করে! কারণ রাছুল কোরান/অহি বিরুদ্ধ, বহির্ভূত ১টি কথা, কাজো করেন্নি! করলে আল্লাহ তার জীবন ধমনী কেটে ফেল্তেন (তথ্যসুত্র: ৬৯: ৪৪-৪৭)।
২. ঐ কুফুরী সুত্রের আবিস্কারক কে? কি তার নাম পরিচয়?? কে বল্তে পারবে???
বিনীত।

২২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৬:৪২

মধ্যরাতের অশ্বারোহী বলেছেন: ফুল বিষয়ে একটি হাদিস আছে সহি মুসলিমে। আবু হুরাইরা (রা) হতে বর্ণিত, আল্লাহর রাসুল (সা:) বলেন, কাউকে ফুল উপহার দিলে সে যেন প্রত্যাখ্যান না করে, কারণ তা বহন করা সহজ ও গন্ধে মনোহর। (মুসলিম, ২৭:৫৬০০)। লেখক, যারা কমেন্ট করছেন তারা ফুল বিষয়ক হাদীস পড়েন নাই (আদৌ হাদীস পড়েন কি না সন্দেহ) , আবার আপনি যেটাকে হাদীস বলছেন সেটা একটি কবিতার ছত্রমাত্র, হাদীস নয়।

২৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৬:৪৩

মধ্যরাতের অশ্বারোহী বলেছেন: দু:খিত, সালাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম হবে। ভুলক্রমে উপরে ইমো এসেছে।

২৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:১৮

ম জ বাসার বলেছেন: মধ্যরাতের অশ্বারোহী, ছালাম। আবারো বানানে ভুল করেছেন। যাহোক উহা নিতান্ত স্বাভাবিক। কথা হলো 'ছাল্লাল্লাহু আলাইহে অছাল্লাম' বা ছা: সা:' বা আ:'র অর্থ কি? কেন ব্যবহার করা হয়?
বিনীত।

২৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:০৭

নাসির উদ্দিন সজিব বলেছেন: ফুল না দিয়ে তাদের জন্য দোয়া করা উচিত। এবং এটাও চিন্তা করা উচিত যে, একদিন আমাদেরকে ও দুনিয়া থেকে চলে যেতে হবে।

দোয়া করার ক্ষেত্রে সাবধান !
"অমুসলিমদের জন্য কোন দোয়া করা যাবে না"

চিন্তা করে দেখুন তো, এরা যদি ফুল না দিয়ে তাদের জন্য দোয়া করতো, তাতে তাদের কতইনা উপকার হত।

অথচ আমরা কি করছি?
ফুল দিয়ে শহীদদের আত্মাকে ভালবাসা জানাই। তারপর বিভিন্ন ধরনের গুনাহে (নাচ, গান, বাদ্য) লিপ্ত হচ্ছি। এটা মুসলমানদের কাজ না।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেদায়েত দান করুক।
-আমিন

২৬| ০৫ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৩০

মধ্যরাতের অশ্বারোহী বলেছেন: ম জ বাসর@ সত্যি কইরা কন তো আপ্নে কি কাদিয়ানী?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.