নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Bangladesh will change

ক্লান্তপথিক

ক্লান্তপথিক › বিস্তারিত পোস্টঃ

গ্রামীণফোনে অতিরিক্ত বিল আদায়

২৮ শে জুন, ২০১৫ দুপুর ১২:৩০

পোস্টপেইড গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায় করছে গ্রামীণফোন; গত কয়দিনে, কথা বলার ওপর কয়েক গুণ বেশি টাকা বিল কেটে রাখা হচ্ছে বলে অভিযোগ করছে গ্রাহকরা। তবে, গ্রামীণফোন বলছে, পোস্টপেইড সফটওয়্যার আপডেট করার কারণেই দেখানো হচ্ছে এই অতিরিক্ত বিল।

একটি বেসরকারি প্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপকরের দায়িত্বে কাজ করছেন হাসিব চৌধুরি। কর্পোরেট গ্রাহক হিসেবে ব্যবহার করছেন মোবাইল ফোন অপারটে গ্রামীণফোনের পোস্টপেইড সিম। স্বাভাবিক ভাবে মাসের শেষে পনের’শ টাকা বিল পরিশোধ করলেও গত ২৪ জুন তার মোবাইলের বিল দেখানো হয়েছে তিন হাজার টাকার বেশি।

একই ভাবে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মরতদের কাছ থেকে কেটে রাখা হচ্ছে অতিরিক্ত বিল। একদিনের ব্যবধানে দুই থেকে তিন গুণ বেশি টাকা আদায়ের অভিযোগ করছেন এসব গ্রাহকরা। তবে গ্রামীণফোন বলছে পোস্টপেইড সফ্টওয়্যার আপডেট করছে তারা। যে কারণে অতিরিক্তবিলের তথ্য পাচ্ছেন গ্রাহকরা। শুধুমাত্র পোস্টপেইড গ্রাকইরাই নন নতুন ইন্টারনেট সংযোগের ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ পাওয়া গেছে ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন: গ্রামীণ বলেন আর রবিই বলেন সবই অপারাটেরই রক্তচোষা!!
এদের হাত থেকে রক্ষা পাবার একমাত্র উপায় ওদের বয়কট করা।

২| ২৮ শে জুন, ২০১৫ দুপুর ২:০৮

রিকি বলেছেন: ভাই এদের অত্যাচারে আবার প্রাচীন কালের ডাক হরকরা formula আনা লাগবে---- চিঠি !!!! এরা সাধারণ মানুষকে হাতে কড়ির থালা ধরিয়ে ভিখারি বানানোর উদ্যোগ নিয়েছে--- আগে সরল সুদে টাকা কাটত, এখন সেটা চক্রবৃদ্ধি হারে কেটে নিচ্ছে !!!! :(

৩| ২৮ শে জুন, ২০১৫ বিকাল ৩:০০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এটা যদি কারগরি সমস্যার জন্য হয়ে থাকে তাহলে অপারেটর সংশোধিত বিলই পাঠাবে, এটা নিয়ে চিন্তার কিছু নেই।

৪| ২৮ শে জুন, ২০১৫ রাত ৮:৩৮

ঢাকাবাসী বলেছেন: এইসব অপারেটররা চুরি করে তবে সরকারী আমলা নেতাদের ভাল ঘুষ দিয়েই করে। কতখান দিয়ে েয এরা ডাকাতি করে তার হিসেব নেই। কত টাকা কাটবার কথা কত কাটছে আমরা কেউ খোজ রাখি? প্রতিদিন ১ টাকা করে বেশি নিলে দৈনিক এক্সট্রা লাভ প্রায় আট দশ কোটি টাকা!!!! লাভ কারে কয়! অথচ এক টাকার জন্য আমরা কেউ মাথা ঘামাইনা।

৫| ২৮ শে জুন, ২০১৫ রাত ১০:১২

খান সাব বলেছেন: আমিও ভাই এই পেজগিতে আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.