নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফ্রী থাকলে আসেন গেজাই

আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত

চেরু

আমি চে'র মত আর্মসটাগলে বিশ্বাস করিনা,পরিবর্তন আসবে নিয়মত্নাত্রিকভাবে।যেটা হয়েছিল ৬২৩ সালে এক মহামানবের দ্বারা।

চেরু › বিস্তারিত পোস্টঃ

মানবাধিকার সংগঠন 'অধিকারের' সম্পাদক গ্রেপ্তার

১১ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৫

গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান। শনিবার রাত ১০.২০ মিনিটের দিকে নিজের বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার ( গোয়েন্দা) মাসুদুর রহমান পরিবর্তন ডটকমকে গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন। মাসুদুর রহমান আরো বলেন,"তথ্য প্রযুক্তি আইনে আদিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।"



অধিকারের পরিচালক নাসিরউদ্দীন এলানের ভাষ্যমতে, আদিলুর রহমান একটি প্রোগ্রাম শেষ করে গুলশানের ১১৭ নম্বর রোডের বাসায় ফিরছিলেন। বাসার সামনে আসা মাত্রই গোয়েন্দা পুলিশের একটি পাজেরো তার গতিরোধ করে। ডিবি পুলিশ পরিচয়ে তারা আদিলুর রহমানকে গ্রেপ্তার করে।



অধিকারের কার্যাবলির মধ্যে রয়েছে, তথ্য প্রমাণ ও অনুসন্ধানের ভিত্তিতে মানবাধিকারের বিষয়টি লক্ষ রাখা, নির্বাচন পর্যবেক্ষণ, আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু ও মানবাধিকার ইস্যুতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বয় সাধন, জনস্বার্থে আইনি লড়াই চালিয়ে যাওয়া।



এছাড়াও এ সরকারের শুরু থেকে বিডিআর বিদ্রোহ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, ও সাম্প্রতিক সময়ে হেফাজতে ইসলাম ইস্যুতে সংগঠনটি সোচ্চার ছিল। সম্প্রতি অধিকার প্রতিবেদন প্রকাশ করে যে, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ চলাকালে শত শত হেফাজতকর্মী নিহত হয়।



অধিকারের প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর দেশে বিদেশে তোলপাড় সৃষ্টি হয়। এক পর্যায়ে সরকারের পক্ষ থেকে নিহতদের তালিকা চেয়ে অধিকারকে চিঠি পাঠানো হয়। কিন্তু ভুক্তভোগীদের নিরাপত্তার কথা ভেবে অধিকার সরকারকে তালিকা দিতে অস্বীকৃতি জ্ঞাপন করে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৭

নিষ্‌কর্মা বলেছেন: অধিকার-এর মালিক জেনেশুনে মিথ্যা সংবাদ প্রচার করেছেন। আমার দ্বেষ পত্রিকার সম্পাদক মহামধুরের মত মিথ্যা প্রচার বা বলার জন্যএই লোকেরও জেল হওয়া দরকার।

২| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০৬

বঙ্গদর্পণ বলেছেন: আদিলুর রহমান হচ্ছে মাহচুদুর রহমানের ২য় সংস্করণ। ভুক্তভোগীদের তালিকা সে বিদেশি কোন সংস্থাকেও দিতে পারে নি। হিউম্যান ওয়াচ 'অধিকারের' রিপোর্টকে বানোয়াট বলেছে।

৩| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৯

কালবৈশাখীর ঝড় বলেছেন:
হিউম্যান রাইট ওয়াচ ও BBC 'অধিকারের' রিপোর্টকে বানোয়াট বলেছিল।

এটিও পড়ুন
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.