আমি চে'র মত আর্মসটাগলে বিশ্বাস করিনা,পরিবর্তন আসবে নিয়মত্নাত্রিকভাবে।যেটা হয়েছিল ৬২৩ সালে এক মহামানবের দ্বারা।
সম্রাজ্ঞী নূরজাহানের কাছ থেকে ইসলাম ধর্মের দুটি প্রধান মতবাদ- শিয়া ও সুনি্নবাদ সম্পর্কে নানা উপাখ্যান শুনতে শুনতে সম্রাট বারবার চমকিত হচ্ছিলেন। আরব উপদ্বীপ, ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলের ইতিহাস এবং মানুষের ধর্মচিন্তার বিবর্তন সম্রাজ্ঞী অতি সংক্ষেপে বর্ণনা করতে করতে ৫৭০ খ্রিস্টাব্দে ১২ রবিউল আউয়াল পর্যন্ত যেভাবে টেনে আনলেন তা এক অর্থে ছিল চমৎকার। সম্রাট প্রতিটি তথ্য শুনছিলেন এবং নিজের জ্ঞানের সঙ্গে ঝালাই করে নিচ্ছিলেন। একটি জায়গায় এসে তার মধ্যে কেমন জানি খটকা লাগল। মনে হলো সম্রাজ্ঞীর ভৌগোলিক জ্ঞান বোধহয় এত ভালো না। কারণ হজরত লুৎ (আ.)-এর কাহিনী বর্ণনা করতে গিয়ে তিনি উল্লেখ করেছেন, হজরত লুৎ (আ.) এডেন বন্দর এবং ডেড সি সংলগ্ন এলাকায় আল্লাহর দ্বীনের প্রচার করে আসছিলেন। সম্রাট প্রশ্ন করলেন এটা কী
full version
©somewhere in net ltd.