![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ মেঘে মেঘে রংধনু
বাতাসের সাথে কানাকানি,
মনভূমিতে আজ তীব্র দহন
জলকেলিতে অসীম বীতরাগ
ঘূর্ণি হয়ে শুন্যে ঝাপিয়ে ধরতে চাই
একশ একটা জোনাক
আঙ্গুলের ফাকে তারা জলবে নিভবে
মাথার ভেতর যেমন চিন্তাগুলো জলে নিভে
গহীন গভীরে কেন যে ভাঙ্গনের ডাক
বাইরের রং রূপ গন্ধ প্রজাপতির ডানা
পরাগ মাখা অপূর্ব বিকেল
রুখে দিয়েছি সূর্য কণাও
জানালার ভারী পর্দায়
অতলে জলের আহ্বান ছটফট করে
যেতে চাই জল মাখা রোদ্দুরে,
যেখানে খেলা করে মুগ্ধ শিশু
গুড়ো গুড়ো আলো তার দেহ মনে
পারিনা পৌছাতে ;
আমিতো আটকে রেখেছি নিজেকে
ইচ্ছার মায়াজালে ৷
View this link
©somewhere in net ltd.