নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিজেই পৃথিবীতে আনতে পারি অনাবিল শান্তির আকাশ। যদি আমি নিজে শান্ত হই। আমাকে নিয়েই পৃথিবী। আমার চোখেই পৃথিবীর সৌন্দর্য। তাহলে সুন্দর হব না কেন? সাহিত্যে ডুবে যেতে ভাল লাগে। মাঝে মাঝে ডুবে যাই, মাঝে মাঝে লিখি।
শুনছো, এই শুনছো, কেমন আছো?
হুম- বেঁচে আছি জীবিতমৃতের মত করে।
আমি তো ভাবলাম- তুমি মরেই গেছো?
সে রকমই মৃত প্রায় জরাজীর্নভাবে।
শত চেষ্টা করেও জীবন্ত হতে পারছি না -
বাধর্ক্য এসেছে...
তোমার হাঁসিতে রাজা- বাদশা বিকিয়ে যায়,
আমি কোন ছার-
হাঁসি তো নয় যেন দুফলা চাকু্, বুকে আর চোখে বেঁধে।
তোমার ঐ হাঁসি, ঐ ঠোঁঠ, ঐ দেহের দোলন।
আমি মাতাল হয়ে যাই, হুঁশ থাকে...
একটি পিচঢালা পথ ও কিছু বৃষ্টি কণা মাড়িয়ে,
আমি আমার ক্লান্ত বিকেল পেরিয়ে
এই একা আমি হেঁটে যাই হেঁটে যাই
সুদুর থেকে সুদুরে; অজানা কোনো জগতে।
কখনো না থামি শহুরে...
ঘুমিয়ে পড়া নিস্তদ্ধ রাতে, আলো আঁধারের চাদর জড়িয়ে।
থেমে যায় ব্যস্ততা থেমে যায় কোলাহল।
শুধু জ্বলে থাকে নিয়নের হলুদ বাতির ল্যাম্পপোস্ট।
আমিও এই হলুদ বাতির ল্যাম্পপোস্টের মতো আধো জ্বলে থাকা একজন...
হৃদয়ে প্রেম আছে আমার, দেখো
এসো, ভালবাসো।
হাত ধরো।
শ্রাবনের এই কাতর বৃষ্টি সব কিছু ভিজিয়ে দিলে,
রেইনকোট ছুড়ে ফেলে দিয়ে,
শ্রাবনের বৃষ্টির মাঝে, তীব্রতর চুমু খেতে খেতে
বজ্রাঘাতে মরে যাই এসো...
©somewhere in net ltd.