নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফিরিয়া আসিলাম

ফ্রাঙ্কেস্টাইন

কে জানে কী আছে কপালে

ফ্রাঙ্কেস্টাইন › বিস্তারিত পোস্টঃ

এক খানা খন্ড গল্প -১

৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

হে চাঁদ তোমার সহিত টাংকি মারিবার নিমিত্তে, ছাদের উপরের টাংকিতে বসিয়া হাতে এক পোটলা সিদ্ধি আর হাপ বোতল রাম এবং বেশ কয়েক খানি গুল্লিপ বিড়ি লইয়া বসিয়াছিলাম। পানাধিক্যের দরুন মুখ হইতে শ্রী রবীন্দ্রনাথ না বাহির হইয়া শ্রী কপি আজাদ বাহির হইতেছিলো। ইহার উপর আমি নীলিমা পানে তাকাইয়া খুজিতেছিলাম প্রথম রাত্তিতের সেই তারাটি, যাহাতে ভর করিয়া শান্তির দেবতা নামিবেন এবং আছর করিবেন নানীর বয়সী দুই বৃদ্ধার উপর। আর আমজনতা সামান্য শান্তি পাইবে। কিন্তু দুঃসময় যখন আসিয়া পরে তখন চারি দিক হইতেই চলিয়া আসে। কোন দুষ্ট জ্বীন অথবা স্বয়ং ইবলিশ শয়তান আসিয়া আমার কর্ণ কুহুরে বলিয়া উঠিলো। হে বালক, এই তো সময়, তোমার টাংকি খালি করিয়া দাও। এর উপর মানুষ্যজাতি হইবার দরুণ রিপুর প্রভাব অত্যাধিক বেশি এবং স্বনিয়ন্ত্রণ বেশ কম বা নাই বলিলেই চলে। অতঃপর আমি টাংকির উপর খাড়াইয়া গান ধরিলাম 'বালাম পিচকারি'। এবং আমার স্বীয় প্যন্টুলুনের জিপার খুলিয়া পিচকারি বা জল সেচন যন্ত্র হইতে জল সেচন করিতে লাগিলাম বড় রাস্তার দিকে মুখ করিয়া। জল সেচন সম্পন্ন করিবার পর সাধারণ হইতে অত্যাধিক বেশি পুলক লাভ করিতে লাগিলাম। আর আমার কর্ণ কুহরে বাজিতে লাগিতো চুচিল বাঙ্গালী জাতির জাতীয় সঙ্গীত 'ওই খা*র পোলা নিচে নাম। কোন হালার পুত এই কাম ডা করলো রে ওরে ধরতো। ওই ওরে বান।' এই গান শুনিয়া আমার পানাধিক্যের প্রভাব সামান্য কমিলো কিনা বলিতে পারি না, তবে আমি ধরনী পানে চাহিয়া দেখিলাম আমাদের থানার স্থানীয় জামাতের রুকন সাহেব দুই এক খানা জোস্ত জিহাদি ভাষন দিয়া আর গুই খান সাথী ভাইরে লইয়া , স্ব-গৃহাভিমুখে তাহার গেলমানদের নিকট ফিরিইয়া যাইতেছিলেন এবং আমার সেচিত গঙ্গা জল তাহার পাক বদনে পড়িয়া, কিছুটা গলায় যাইয়া, তাহার নয়া খরিদ করা রেসমি পাঞ্জাবীর এ্যম্ব্রোয়াডারির বুকে সুঘন্ধ ছড়াইয়া লুটুপুটি খাইতেছে। আমি ইহা দেখিয়া খেক করিয়া হাসিয়া ফেলিলাম আর বুঝিলাম; বুঝিলাম যে আমি আদ্য রাত্তিতে আমি যে কর্ম করিলাম তাহার জন্য আমি আমার স্বন্তানদিগের কাছে গর্ব করিয়া বুক ফুলাইয়া কহিতে পারিবো, তোমাদের পিতা হয়তো ১৯৭১ এ যুদ্ধ করিতে যাইতে পারে নাই বটে। তবে ২০১৩ সনের মুক্তি যুদ্ধের সময়কালে এক খানা বিরাট অবদান রাখিয়াছে...!



জোরসে বলো জয় বাংলা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহ!!! হায় রে! চে!!!!!!!!!! :P :P

৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: কেনু দাদু, হাসেন ক্যানে?

২| ৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

মামুন রশিদ বলেছেন: ওহ! শেষের পিচকারি কর্ম খানা দারুণ আনন্দ দিলো! :P

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪১

ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: উহা না দিলে তো হইবে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.