নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনেপ্রাণে বাংলাদেশী

অনেকগুলো পোস্ট ড্রাফটে নিলাম বিশেষ কারণে

কাজিম কামাল

স্বপ্ন দেখি এক নতুন পৃথিবীর...... সবাই ভালো থাকুন,..।

কাজিম কামাল › বিস্তারিত পোস্টঃ

আশরাফুল ভাই এইবার থামলে ভালো হয়... হায়রে নীতিবোধ!!! X(X(X(X(X((

২০ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৪৬

আশ্রয়াফুল নামের একজন প্লেয়ার আমাদের জাতীয় দলে খেলেছেন আজ অনেক বছর হয়ে গেলো। এক সময় তিনি হঠাত হঠাত জ্বলে উঠতেন আর বাংলাদেশ জিতে যেত। তার প্রধান সমস্যা ছিলো ধারাবাহিকতা, এক ম্যাচ খেলেন তো ভালো তারপরের ৫ ম্যাচ খবর নেই। তবু তিনি নিয়মিত খেলে যাচ্ছিলেন আর আমরা বেকুব বাংগালি তাকে শচীন-ফচিন বলে অচীন সুরে গান গাচ্ছিলাম। তা উনার ধারাবাহিকতার অভাব দূর হয়েছে। উনি এখন মানে গত দুই বছরে নিয়মিতভাবে জঘন্য খেলেন। ;);););)



এটাকে যদি ধারাবাহিকতা বলা যায় তাহলে উনাকে বাদ দেয়া হবে কেন-কোন যুক্তিতে,উনি ছাম্বাদিক ঊটুকে টাকা খাওয়ান। ;)পুত্তুম কালো তার গূণগানে সদা প্রস্তুত। X(X(তিনি নির্বাচক বাশার ও আকরাম ভাইয়ের সাথে নিয়মিত ঈদের টিভি অনুষ্ঠানে যান।:-*:-* প্রভার সাথে নাটকে খেলেন। ;)চায়নিজ রেস্তোরা খুলেছেন। এইসব কি কোন যোগ্যতা না। সাকিব সাহেব শৃংখলা ভংগের জন্য অধিনাকত্ব হারান শেষ ন্যাচে থুক্কু ম্যাচে সেরা হয়েও ( ডিম্বাবুয়েতে থুরি জিম্বাবুয়ে) কিন্তু আশরাফুল সরাসরি এ নিয়ে কথা বলার জন্য হয়তো দলে জায়গা পেয়েই যাবেন!!!



তার আমলনামা অফ খেলোয়াড়ী জীবন নিয়া পোস্ট দিসিলাম।সময় থাকলে দেখে নিয়েন । আসুন বজ্রকন্টে আওজ তুলি উনার মত মহান ফ্লেয়ারকে;) দলে ভীড়ীয়ে অধিনায়ক /:)/:)করা হোক।



যে খেলোয়াড় এতো সুযোগ পেয়েও বলে সুযোগ পাইনাই:-/:-/:-/ যথেষ্ট তবে ডিকেন্স ও অন্য অনেক প্লেয়ার যারা এক ম্যাচেই বাদ তারা কি বলবে??? তার কি নূন্যতম লজ্জা না নীতিবোধ নাই। তাহলে খেলা ছেড়ে রাজনীতিতে নামলেই পারেন। এই কাজতো উনি ভালোই পারেন। আর আপনারাও বলিহারি ২০০-৩০০ বার আন্তর্জাতিক খেলায় ব্যাট করে যার গড় ২২-২৩ তাকে আর যাই হোক ব্যাটসম্যান বলতে পারেন না।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৫৪

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: ধুতুরা ফুল-আশরাফুল!

২০ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:১৫

কাজিম কামাল বলেছেন: B-)) B-))
তার আমলনামা দেখতে ক্লিকান।
Click This Link

২| ২০ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৫৭

শেষ থেকে শুরু বলেছেন: হালায় পুরাই ফালতু। লজ্জা শোরম এরম জিনিস সবার থাকা চাই কিন্তু আসরাফুের নাই। ওরে পায়খান্র সেই এডখানা দেখানো উচিত।

২১ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:২৫

কাজিম কামাল বলেছেন: শরম আলির শরম নাই

৩| ২১ শে অক্টোবর, ২০১১ রাত ১২:৪৯

এমদাদ87 বলেছেন: হালায় পুরাই ফালতু......

২১ শে অক্টোবর, ২০১১ সকাল ১০:২৫

কাজিম কামাল বলেছেন: জ্বি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.