![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন তুমি স্বাধীনতার জন্য। যতক্ষণ দেহে আছে প্রাণ, আমাকে ছুতে পারবেন পরাধীনতা ঘ্রাণ।
একখান আইন করা হউক, প্রতি ৫ বছর পর পর নির্দলীয় নিরপেক্ষ যোগ্য ব্যক্তিদ্বয় দ্বারা বাধ্যতামূলকভাবে ১ বছর দেশ পরিচালনা করা হবে। এখানে কোনো রাজনীতিবীদ থাকবেনা। এই নির্দলীয় নিরপেক্ষ সাময়িক সরকারের কাজ হবে :-
==== >> বিগত ৫ বছর যারা ক্ষমতায় ছিল তাদের সম্পদের হিসাব নেওয়া,
==== >> যত প্রকার আকাম-কুকাম করেছে তার হিসাব নেওয়া,
==== >> দূর্নীতিবাজ চোরদের ডান্ডা দেওয়া,
==== >> চোর বাটপার ঠগবাজদের জাতীয় নির্বাচনে নমিনেশন বাতিল করা।
==== >> শেয়ার বাজারের টাকা কার পেটে গেছে, সেটা লাথি দিয়ে বের করা।
==== >> আস্তা একটা পদ্মা সেতু যে দিনে দুপুরে খাইয়া পালাইছে তার বিচার পাবলিক কোর্টে করা
==== >> ভালো রাজনীতিবিদ যারা তাদেরকে সম্মাননা দেওয়া।
ভোটের আগে যখন ভিখারীর মত মাত্র একটা ভোটের জন্য দ্বারে দ্বারে ভোট ভিক্ষা করে তখন আমার মত সাধারণ পাবলিকের মায়া হয়, তাই নিজের পকেটের টাকা খরচ করে ভোটের সময় ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে যাদেরকে আমাদের জনপ্রতিনিধি বানাই। আর ক্ষমতা নামের আলাদিনের চেরাগ হাতে পাইয়া-ই যখন ঐ সব ভিক্ষুকরা কারণে অকারণে পাবলিকের হুগায় বাশ দেন, ক্ষমতা ছাড়ার পর ঐ সব ভিক্ষুকদের হুগায় পুরো একবছর একখান বাশ হান্দাইয়া রাখা দরকার। তারপর নির্বাচন দেওয়া দরকার। আমি যদি পারতাম তাহলে নিজেই ঐ সব ভিক্ষুদের হুগায় রবির আরো বড় বাশটাই দিতাম। যেহেতু আমি বাংলাদেশের সাধারণ নাগরিক সেহেতু আমার দ্বারা এই কর্মটি সাধন করা যাইবে না ( গেলেও ইজ্জতের ভয়ে কর্ম সম্পাদন করিতে পারিব না)।
সর্বশেষ আমার নিবেদন, দেশে এমন একটা আইন থাকা দরকার, যে রাজনৈতিক দলই দেশ পরিচালনা করুক না কেনো, হউক বোনের লীগ, কিংবা ভাবির দল কিংবা চাচার পার্টি তাদের মেয়াদ শেষ হওয়ার পর (জোর করে মেয়াদ শেষ করা যাবে, কারণ দেনা পাওনার হিসাব আছে), পরবর্তী এক বছর তাদের পাপপূণ্যের বিচার করার জন্য একটি নির্দলীয় নিরপেক্ষ যোগ্য ব্যক্তিদের কাছে (কোনো রাজনীতিবিদের কাছে নয়) বাধ্যতামূলকভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
এই এক বছরের মধ্যে উনারা বিচার বিশ্লেষন করে দেখবেন কারে বাশ দিতে হবে আর কারে পাশ দিতে হবে। যাদের বাশ দেওয়া দরকার তাদেরকে অবশ্যই বাশ দিতে হবে সেটা যত বড়ই হউক। প্রয়োজন হলে রবি'র কাছ থেকে বাশ ধার করেও দিতে হবে। আর যাদের পাশ দেওয়া দরকার তাদেরকে অবশ্যই পাশ দিতে হবে এতে আমার মত পাবলিকের কোনো দ্বিমত নাই।
আমি হলফ করে বলতে পারি এই নব আবিস্কৃত পদ্ধতি ব্যবহার করলে আগামী দশ বছরের মধ্যে দেখবেন আমরা সবাই ভালো হয়ে গেছি।
শালা মারব্ এখানে, লাশ পড়বে শ্মশানে। জয় দাদা ফাটা কেষ্ট।
১৮ ই জুন, ২০১৩ রাত ৮:৩৪
বিশ্ব চিন্তাবিদ বলেছেন: সহমত নাকি দ্বিমত?
২| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:২১
আহলান বলেছেন: ঠিক !
১৮ ই জুন, ২০১৩ রাত ৮:৩৪
বিশ্ব চিন্তাবিদ বলেছেন: হক কথা, হক বলার জন্য ধন্যবাদ।
৩| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৪
মুঘল সম্রাট বলেছেন: আইডিয়া খারাপ না।
তয় বেড়ায় ক্ষেত খাইলে, সমস্যা।
আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। মোহাম্মদ (সা: ) আল্লাহর রাসুল।
১৮ ই জুন, ২০১৩ রাত ৮:৩৫
বিশ্ব চিন্তাবিদ বলেছেন: সমস্যা নাই, বেড়ায় যদি ক্ষেত খায়, তাহলে ১ বছর পরে আবার সেই বেড়ার হুগায় বাশ।
৪| ১৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
শ্রাবণধারা বলেছেন: সম্পূর্ণ একমত। মাইরের উপর ঔষধ নাই, আর বাংলার চোর চোট্টাদের জন্য এটার খুবই দরকার। মাইর এমন হবে যেন আর মাথা তুলেই না দাড়াতে পারে, আর সেই সাথে বড় বড় কথা বলা যেন বাপের জন্মে ভুলে যায়................।
১৮ ই জুন, ২০১৩ রাত ৮:৩৭
বিশ্ব চিন্তাবিদ বলেছেন: দেখেন আই.এম.এফ এর সময় সাধারণ পাবলিকের কোনো সমস্যা হয় নাই। সমস্যা হইছিল কিছু নিলর্জ্জদের। সুতরাং বাশ মামা জিন্দাবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:০১
এ সামাদ বলেছেন: হা হা হা