নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হাল ছাড়ব না, এত সহজে হেরেও যাব না।

বিশ্ব চিন্তাবিদ

জীবন তুমি স্বাধীনতার জন্য। যতক্ষণ দেহে আছে প্রাণ, আমাকে ছুতে পারবেন পরাধীনতা ঘ্রাণ।

বিশ্ব চিন্তাবিদ › বিস্তারিত পোস্টঃ

ঘটনাটি কি সত্য??? ছাত্রলীগ নাকি গণজাগরণ মঞ্চের লোকদের লাঠি পেটা করেছে????

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৯

যে ব্যক্তির মুখে কথাটি শুনেছি, সেটা আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। কারণ উনি সকালে যা বলেন, বিকেল বেলা বলেন তার উল্টোটা। এরশাদ সাহেব আজ এক অনুষ্ঠানে বলেন, ‘ছাত্রলীগ বিপথে চলে গিয়েছিল, সেজন্য তাদের সমালোচনা করেছিলাম। আজ একটা ভালো কাজ তারা করেছে। শাহবাগ চত্বর থেকে লাঠিপেটা করে ওদের সরিয়ে দিয়েছে। সেজন্য তাদের ধন্যবাদ জানাই। এই একটা ভালো কাজের জন্য ছাত্রলীগের সব সমালোচনা ভুলে গেলাম।’



আজ আমি শাহবাগ এলাকায় ছিলাম না, তাই জানতে চাই আসলেই কি ঘটনাটা সত্য??



নাকি এরশাদ চাচা'র সকাল সন্ধ্যার সত্য মিথ্যার বয়ান মাত্র????

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪১

উর্ণনাভ বলেছেন: কি কইতে কি কইসে কে জানে । কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারী ছাত্রদের সাথে যে গ্যাঞ্জাম করসে ছাত্রলীগ ঐটারেই উদ্ধৃতি দিসে মুনে অয় ।

২| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: দূর এরশাদ কি বলে ও নিজেও জানে ?? ভূয়া সংবাদ হওয়ার সম্ভাবনাই বেশি ।

৩| ১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৪:০১

মোমেরমানুষ৭১ বলেছেন: ছাত্রলীগ শুরু থেকেই যদি এদের লাঠি-পেটা করত তাহলে আজ হেফাজত আসত না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.