নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হাল ছাড়ব না, এত সহজে হেরেও যাব না।

বিশ্ব চিন্তাবিদ

জীবন তুমি স্বাধীনতার জন্য। যতক্ষণ দেহে আছে প্রাণ, আমাকে ছুতে পারবেন পরাধীনতা ঘ্রাণ।

বিশ্ব চিন্তাবিদ › বিস্তারিত পোস্টঃ

সড়ক পথে কলকাতা-নেপাল ভ্রমণের কিছু তথ্য প্রয়োজন।

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

আগামী কয়েকদিনের মধ্যে সড়কপথে ইন্ডিয়া হয়ে নেপাল যাওয়ার ইচ্ছে আছে । যদি এই বিষয়ে কোনো অভিজ্ঞজন আমাকে কিছু তথ্য দিতে পারেন তাহলে খুবই উপকৃত হবো।



নিচের তথ্যগুলোর বিস্তারিত জানালে আরো বেশী উপকৃত হবো।

০১। আমার ইন্ডিয়ার মাল্টিপল ভিসা আছে। (বাইএয়ার/ বাইরোড হরিদাশপুর)। নেপালেরও মাল্টিপল ভিসা আছে (কোনো রোড উল্লেখ নাই)। এই ভিসা দিয়ে কি আমি সড়ক পথে ইন্ডিয়া হয়ে নেপাল বর্ডার ক্রস করতে পারব?



০২। ইন্ডিয়া থেকে কোন বর্ডার দিয়ে নেপালে প্রবেশ সহজ হবে? বর্ডারে টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা করে কি না?



আপনাদের অভিজ্ঞতা লব্ধ তথ্যের অপেক্ষায় রইলাম।





মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৬

অপার্থিব ছায়া বলেছেন: প্রথম কথা হচ্ছে বাই রোডে আপনি ইন্ডিয়া দিয়ে নেপাল যেতে হলে বুড়ীমারী দিয়ে ভিসা নিলে সহজে যেতে পারতেন। কারন নেপান বর্ডার বুড়ীমারী বর্ডার থেকে কাছে। আপনি যেহেতু ভিসা নিয়েছেন বাইএয়ার/ বাইরোড হরিদাশপুর। সেহেতু আপানকে নেপাল যেতে হলে অনেক ঘুরে যেতে হবে। কারন জলপাইগুরী থেকে কোলকাতার দূরত্ব প্রায় ৯৫০ কিঃমিঃ। অর্থাৎ আপনাকে প্রায় ৯০০ কিঃমিঃ অতিরিক্ত ঘুরে যেতে হবে। যেটা বুড়ীমারী দিয়ে গেলে ঘুরতে হতো না।

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৪

বিশ্ব চিন্তাবিদ বলেছেন: ভাই যাবো তো বেড়ানোর জন্যেই। ঘুরে গেলে তো সমস্যা নাই। আমার জানার আগ্রহ ছিল ইন্ডিয়ার মাল্টিপল ভিসা দিয়ে কি নেপালে প্রবেশ করা যাবে কি না?
আপনাকে ধন্যবাদ।

২| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪২

রাজীব বলেছেন: আপনি বাই রোড যেতে পারবেন না। কারন বাই রোড যেতে হলে আপনাকে ভারতের শুধু একটি বর্ডার ক্রস করলে হবে না, ভারতের ২টি বর্ডার ক্রস করতে হবে।
আপনার শুধু একটি ভারতীয় বর্ডার সড়ক পথে যাবার অনুমতি আছে, সেটি হলো হরিদাসপুর। নেপাল যেতে হলে আপনাকে সড়কপথে রানীগন্জ/কাকরভিটা বর্ডার পার হবার অনুমতি নিতে হবে। ভারত এখন সড়ক পথে তাদের উপর দিয়ে নেপাল যাবার ভিসা দেয় না। এব্যপারে আমি নিজে ভারতীয় ভিসা এপ্লিকেশন সেন্টারে আলাপ করেছিলাম। উত্তর নেগেটিভ।

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৮

বিশ্ব চিন্তাবিদ বলেছেন: কিন্তু আমি তো শুনছি কম টাকায় যাবার জন্য অনেক লোকই এভাবে গিয়েছে। সমস্যা একটা, বর্ডারে কিছু টাকা পয়সা দিতে হয়, অনেক সময় নাকি পুরো টাকাই মেরে দেয় শালারা?

ধন্যবাদ।

৩| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৭

রাজীব বলেছেন: বর্ডারে টাকা-পয়সা দিয়ে যাওয়া যায়, কারন সেটি অবৈধ। যেহেতু অবৈধ সেহেতু বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন টাকা নিয়ে যেতে দেয়। এখন বিএসএফ -কে টাকা দিয়ে বিশ্বাস করবেন কিনা আপনার ব্যাপার। তারা টাকা পয়সা সব কেড়ে নিয়ে আপনাকে অবৈধ হিসেবে জেলে নিয়ে গেলেও আপনার কিছু বলার থাকবে না।

৪| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৮

মিজানুররহমানসুমন বলেছেন: Your port is Haridashpur. That means you can enter to india or exit from india only using this port.

As you have haridaspur/airport option, below options may be possible, check with india embassy.

1 - you can enter india by haridaspur border and then fly to nepal from any airport in india.

2- you fly to nepal from dhaka, fly to india from nepal and then come to bangladesh by haridaspur border.

৫| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬

বিট বলেছেন: No your visa is not ok.
Your need transit visa for go Nepal or votan at by road in ranigonj.
Now indian embassy give that type of visa easily.

৬| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪

েবনিটগ বলেছেন: ঈন্দিয়ার multiple visa কিভাবে পেলেন জানাবেন কি?

৭| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬

েবনিটগ বলেছেন: * India

৮| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৮

রাজীব বলেছেন: ইন্দিয়া এখন সবাইরে মাল্টি দেয়। আপনি যাই চান মাল্টি দেয়া হবে।

৯| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:২৭

েবনিটগ বলেছেন: ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.