![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন তুমি স্বাধীনতার জন্য। যতক্ষণ দেহে আছে প্রাণ, আমাকে ছুতে পারবেন পরাধীনতা ঘ্রাণ।
মার্চ ফর ডেমোক্রেসী দিল বিএনপি, আর পালন করল আওয়ামী লীগ। ভালো তো ভাল না????? এই রকম সুন্দর খেলা বাংলার হতভাগা পাবলিকরা ইতিপূর্বে কল্পনা করিয়াছিল কিনা তাও আমি কল্পনা করিতে পারি না। এই রকম যদি আরো কয়েকটা দিন আপোষহীন নেত্রী ঘোষণা্ দিয়ে দেন (ইতিমধ্যে একটা ঘোষণা চলে এসেছে) তাহলে আমাদের জননেত্রী অবশ্যই শতভাগ সফলতার সহিত কর্মসূচীটি পালন করে দিতে পারবেন তাহাতে আমার কোন শংকা নাই। কারণ আমাদের জননেত্রীর জনপ্রিয়তা যেরকম দিন দিন শেয়ার মার্কেটের সূচকের মত বাড়িতেছে তাতে এই মার্চ ফর ডেমোক্রেসী পালন করা কোনো ব্যাপারই না। প্রয়োজন হলে পাবলিকের ঘরের বাহির হওয়া তো দুরের কথা টয়লেটে যাওয়া বন্ধ করে দিতে পারেন আমাদের গণতন্ত্রের মানষকন্যা। হে গণতন্ত্রের মানষকন্যা এই আধমরা পাবলিকের পক্ষ থেকে আপনি আমাদের অভিনন্দন গ্রহণ করুন।
আপনার কল্যাণে আমাদের গণতন্ত্র এতই উচুতে উঠিয়া গিয়েছে যে, বিশ্ববাশি যেকোনো প্রান্ত থেকে তাকাইলে তাহা দেখিতে পায়। এজন্য আবারও আপনাকে ধন্যবাদ।
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
বিশ্ব চিন্তাবিদ বলেছেন: কিয়ান?????
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
শামীম মুসতফা বলেছেন: মার্চ ফর ডেমোক্রেসি মহাফ্লপ
২৯ ডিসেম্বর খালেদার পরাজয়ের দিন ...................
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
বিশ্ব চিন্তাবিদ বলেছেন: জয় আওয়ামী লীগ। আজকের সফল কর্মসূচীর জন্য বাংলাদেশের গুতাখাওয়া পাবলিক আবার আওয়ামী লীগকে আরো ১০০ বছরের জন্য বাংলাদেশ নামের মাতৃভূমিটা সাফকবলা দলিলে লীজ দিল। এবার মারো গুতা হেইয়া!!!!!
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
মুহসিন বলেছেন: ভাই দেশের যে পরিস্থিতি, তাতে কান্না আসে, হাসি নয়। দুদলের মারামারি, নলখাগড়ায় - আমজনতায় প্রাণান্ত।
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২
বিশ্ব চিন্তাবিদ বলেছেন: আমরা সাধারণ পাবলিক। আমাদের জন্মই হইছে শুধু গুতা আর গুতা খা্ওয়ার জন্য। সুতরাং আপোষহীন আর জননেত্রী দুজনে মিলে আমাদের পেটের ভেতরে যত গু মুত আছে সব গুতাইয়া বাইর কইরা লন। ভোটের মাধ্যমে আমরা তো আপনাদের সেই লাইসেন্স আগেই দিয়ে রাখছি।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
গুগলরকস বলেছেন: জামাতের মতলব খারাপ ছিল আওয়ামী লীগ যা করসে ১০০% ঠিক করসে, জামাতীদের মত বেহায়া আর নাই। এত লাত্থি খায় দেশ ছাড়ে না।
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
বিশ্ব চিন্তাবিদ বলেছেন: হ হক কথা। জামাতিরা সব বাল ফালাইয়া দেয়, আমরা বইস্যা বইস্যা শুধু আঙ্গুল চুষি???????? এইজন্যই তো বলি আমরা গুতা খাও্য়া পাবলিক। যে আমাদের বেশী গুতা দিতে পারবো। আমরা তাকেই আমাদের মহান নেতা বানাব।
৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
পেন্সিল চোর বলেছেন: আমরা আমরাই তো!!!
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
বিশ্ব চিন্তাবিদ বলেছেন: চিন্তা নাই আমরা আমরাই ।
৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
কাজী রিয়াজ বলেছেন: মানি না, মানবো না, তবে কি মানি না আমি সেটাও জানি না, শুধু জানি মানি না, মানবো না
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
বিশ্ব চিন্তাবিদ বলেছেন: মুখ খুইল্যা বইল্যা ফালান। দেখবেন কিছু একটা হয়ে গেছে!!!!!
৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
স্বপ্ন বাংলা বলেছেন: :-& :-& :-&দেশটারে পোয়াতি বানাইয়া দিল
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
বিশ্ব চিন্তাবিদ বলেছেন: দেশে এখন আদমের সংখ্যা ১৬ কোটির উপরে। এই আকাম আবার কে করল?? পারলে ধরাইয়া্ দে!!!!!
৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
কাজী রিয়াজ বলেছেন: @স্বপ্ন বাংলা
হক কথা তয় কে করে বানাইলো হেডাইতো বুঝতাছি না...
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
বিশ্ব চিন্তাবিদ বলেছেন: বুঝবেন যখন পোলা, আব্বা কইয়্যা ডাক পারব।
৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
গুগলরকস বলেছেন: আওয়ামী লীগ আর বিএনপি এক না, তাই এই দুইটারে তুলনা করবেন না।
২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০০
বিশ্ব চিন্তাবিদ বলেছেন: প্রার্থক্য কোথায়?? দুইটাই রাজনৈতিক দল!!! দুইটাই চোর বাটপার নিলর্জ্জ বেহায়া্ আরো কিছু কমু???????
১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৮
কাজী রিয়াজ বলেছেন: পোলা হইবো না মাইয়া হইবো, আপনি বুঝলেন কিভাবে???
তার মানে আপনারা আলট্রাসনোগ্রামও করে ফেলেছেন.... এটা কোন কথা হইলো ভাই??? তারপরও বাচা গেল পোলা হইবো, মাইয়া হইলেতো আবার খালেদা আবার হাসিনা
২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৩
বিশ্ব চিন্তাবিদ বলেছেন: চিন্তা করেই বলেছি।
১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২১
মো কবির বলেছেন: এই দুই দলের মুখে দিলাম থুথু আর দিলাম বুক ভরা অভিশাপ আর ঘৃনা ।
২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৪
বিশ্ব চিন্তাবিদ বলেছেন: আর কিছু দিবেন না??????? ভোটটাও দিয়েন!!!!
১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৪
সাইলেন্স বলেছেন: প্রশ্ন হচ্ছে কত বছরের জন্য দেশটা লিজ নিল চেতনাধারীরা ???
২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০২
বিশ্ব চিন্তাবিদ বলেছেন: ১০০ বছর মানে আজীবন। আপনার অসুবিধা আছে?????? আমরা যদি গদিতে না থাকি কেমনে সোনার বাংলা হবে?????
১৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৪
মুদ্দাকির বলেছেন: অসাধারন হইসে +++++
২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৩
বিশ্ব চিন্তাবিদ বলেছেন: এত প্লাস দিয়েন না গো। পরে আমিও স্বৈরাচারী হয়ে যাবো।
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
বোধহীন স্বপ্ন বলেছেন: হাসির ইমো দিতে গিয়াও দিতে পারলাম না।