![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন তুমি স্বাধীনতার জন্য। যতক্ষণ দেহে আছে প্রাণ, আমাকে ছুতে পারবেন পরাধীনতা ঘ্রাণ।
প্রতিটি বছরের দিন কিংবা রাতটিতে মানুষের চাওয়া থাকে বছরটি যেভাবে কাটিয়েছি আগামী বছরটি যেনো তার ছেয়ে ভালো যায়। কিংবা ভালো যদি নাও হয়, তবুও যেভাবে ছিলাম অনন্ত সেভাবেই যেনো থাকি।
কিন্তু এবারের ২০১৩ সালটাকে মনে হচ্ছে অভিশপ্ত। কোনোভাবেই যেনো শেষ হতে চাচ্ছে না। তাই বলি, দূর হ ২০১৩। তোর আমলে যা কিছু ঘটেছে আমাদের দেশে, তার সবকিছু নিয়ে যা, আমাদের কিছুই লাগব না। তারপর তুই বিদায় হ।
©somewhere in net ltd.