নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

চিকন আলি

“First they came for the communists, and I did not speak out— because I was not a communist; Then they came for the socialists, and I did not speak out— because I was not a socialist; Then they came for the trade unionists, and I did not speak out— because I was not a trade unionist; Then they came for the Jews, and I did not speak out— because I was not a Jew; Then they came for me— and there was no one left to speak out for me.” ― Martin Niemöller

চিকন আলি › বিস্তারিত পোস্টঃ

মি: অমি রহমান পিয়াল কে তার জ্ঞাতার্থে

১৬ ই জুন, ২০১২ দুপুর ১:২৬

অমি রহমান পিয়াল



যে লেখাটার প্রেক্ষিতে আমার এই পোষ্ট।







আপনি শুরুতেই বলেছেন, " ৯১-৯২ সালে বিএনপি-জামাত জোটের প্রথম শাসনামলে আড়াই লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। "

কিন্তু, আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে,

১৯৯১-৯৬'এ আমলে কোনো জোট সরকার ক্ষমাতায় ছিলো না। বরং বিএনপির একক সরকার ছিলো। ১৯৯২-৯৬ পর্যন্ত কেয়ার টেকার সরকারের দাবীতে আওয়ামীলীগের সাথে জামায়াত একযোগে দীর্ঘ আন্দোলন, ১৭৫ দিন হরতাল ও লাগাতার অবরোধ কর্মসূচি পালন করেছিলো।



রোহিঙ্গা মুসলমানরা বাংলা ভাষাভাষী বাঙ্গালি। বর্তমান মিয়ানমারের(বার্মা) আরাকান রাজ্যে ১৪৩০ খৃ: থেকে ১৬৩১ খৃ: পর্যন্ত ২০০ বছর মুসলিম শাসন ও সভ্যতা প্রতিষ্ঠিত ছিলো। কিন্তু ১৬৩১-৩৫ খৃ: পর্যন্ত ৫ বছর মেয়াদী দূর্ভিক্ষের পর থান্দু ধন্মা ও ১৭৮০ সনে বর্মী রাজা বোধাপোয়া আরাকান রাজ্য দখলের পর মুসলমানদের বিতাড়ন ও গনহত্যা শুরু করে। ১৮২৮ সালে বৃটিশ সরকার বার্মা দখল করার পর মুসলমানরা আরকানে কিছুটা স্বস্তিতে থাকে। ১৯৩৭ সালে বার্মায় স্বায়ত্ব শাসন শুরুর পর ১৯৪২ সালে বার্মায় ও আরাকান রাজ্যে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ে এবং বার্মা সরকারে সহায়তায় মগদস্যু ও রাখাইন বৌদ্ধরা প্রায় ২৫-৩০ লাখ মুসলমানকে হত্যা করা হয়। ১৯৮২ সালে বার্মার সামরিক সরকার আইন করে বাঙ্গালিসহ সকল মুসলমানদের নাগরিকত্ব, ভোটাধিকার, ভূমি মালিকানা কেড়ে নেয়। এমন কি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াতের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। সাথে সাথে বর্মী, সেনা বাহিনী, নাসাকা বাহিনী ও রাখাইন বৌদ্ধরা বাংলা ভাষাভাষী রোহিঙ্গা মুসলমানদের গনহারে হত্যা, ধর্ষন, বাড়িঘর জ্বালিয়ে ভিটামাটি থেকে উচ্ছেদ ও দেশ ত্যাগে বাধ্য করে। ফলে লক্ষ লক্ষ বাঙালি রোহিঙ্গারা জীবন ইজ্জত আব্রু রক্ষা করতে নিরুপায় হয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে বাধ্য হয়। যেমনটি ঘটেছিলো ১৯৭১ সনে পাকিস্তানি সেনা বাহিনী গোটা বাংলাদেশ জুড়ে গনহত্যা শুরু করার পর। প্রায় ১কোটি বাঙ্গালি (৮০% হিন্দু) ও আওয়ামিলীর নেতা, কর্মী ও সংবাদিক, পেশাজীবী, শিক্ষাবিদ সীমান্ত অতিক্রম ভারতে আশ্রয় নেয়। ধর্মনিরপেক্ষ ভারত সরকার ১ কোটি বঙ্গালি (৮০%হিন্দু) স্মরনার্থীদের আশ্রয় দিয়ে খাদ্য এবং যুদ্ধের জন্য অস্র ও প্রশিক্ষন দিয়ে সহায়তা করে।



কিন্তু দূর্ভাগ্যের বিষয় রোহিঙ্গারা যেহেতু বাঙ্গালি ও মুসলমান তাই মুসলিম বিদ্বেষী পশ্চিমা বিশ্ব, প্রতিবেশি দেশ ভারত বা ধর্ম নিরপেক্ষ বর্তমান সরকার রোহিঙ্গাদের প্রতি কোনো প্রকার মানবিক আচরন ও সহমর্মিতা করতে সম্মত নয়। বিদ্যমান সমস্যাকে জামায়াতিকরন চরম মুসলিম বিদ্বেষী মনোভাবের নগ্ন বহি:প্রকাশ ছাড়া আর কিছুই নয়।





আপনি আরো বলেছেন "এক কথায় রোহিঙ্গা মানেই জামাতের কাছে অনুগত ভোটার"



কোনো রোহিঙ্গারই বাংলাদেশি নাগরিকত্ব নেই, এখানে ভোটার হবার কোনো প্রশ্নই আসে না।





আপনি বলেছেন, "আমাদের বিহারী অভিজ্ঞতা আছে। ধর্মীয় নৈকট্যের দোহাই দিয়ে আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিলো তাদের, অথচ ভাষাগত ও সাংস্কৃতিক নৈকট্যে তারা পাকিস্তানীদের মতোই।"





বিহারীরা পাকিস্তানি নয়। ১৯৪৬ সালে রক্তক্ষয়ী দাঙ্গা ও ১৯৪৭ এ দেশ বিভাগের সময় বিহারীরা ভারতের বিহার রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আসে। তারা ভারত থেকে প্রত্যাগত। তথাপি যদি ভাষাগত ও সাংস্কৃতিক নৈকট্যের কারনে তাদেরকে পাকিস্তানি বলা হ্য় তবে একই ভাবে বাংলা ভাষাভাষী রোহিঙ্গা বাঙ্গালিদের বাংলাদেশি গন্য করতে হবে কি..??









মন্তব্য ১৬ টি রেটিং +৬/-১

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১২ দুপুর ১:৩৪

ইয়াশফিশামসইকবাল বলেছেন: সুন্দর লেখেছেন ভাই।

১৬ ই জুন, ২০১২ রাত ৯:১৬

চিকন আলি বলেছেন: মেজাজ চরম খারাপ হইয়া আছে ভাই। ভালো লিখছি না খারাপ সেটাতো আপনরাই ভালো বুঝবেন।

২| ১৬ ই জুন, ২০১২ দুপুর ১:৫৩

অসহায় নাগরিক বলেছেন: যত দোষ, নন্দ ঘোষ!

পাশের দেশে দাঙ্গা হইসে, ওইটাও জামাতিরা করসে। কত বড় বেকুব হইলে এই কতাহ বলা যায়! জামাতিরা ৭১ এ যুদ্ধাপরাধ করসে, ওদের বিচার কর... তাই বইলা উরা ধুরা সবকিছুর জন্যই ওদের দায়ী করতে থাকলে সামনে বিপদ আছে

১৬ ই জুন, ২০১২ রাত ৯:২৩

চিকন আলি বলেছেন: জামায়াতিদের ঘিরে এসব কথা বলা হলেও তাদের আসল আক্রমনটা ইসলামের বিরুদ্ধে। জামায়াত একটা উসিলা মাত্র।

৩| ১৬ ই জুন, ২০১২ দুপুর ১:৫৫

সমর বিশ্বাস বলেছেন: বমি বহমান শিয়াল হইলো আপাদমস্তক মানসিক বিকারগ্রস্থ একটা উদ্ভট মানুষ। সবসময়ে নেশাগ্রস্থের মত দেখায়। হেরমতে সে হইতোছে বাংলাদেশের একজন অধিক জ্ঞানী হাম্বালীগ বুদ্ধিজীবি। অসহায় মাইয়াদের পর্নগ্রাফী ইন্টারনেটে ছাইড়া দেওয়ার একমাত্র হোতা সে। ধরাও খাইসে পাবলিকের হাতে

১৬ ই জুন, ২০১২ রাত ৯:৪১

চিকন আলি বলেছেন: ঘটনাকি সত্য........!!!??

৪| ১৬ ই জুন, ২০১২ দুপুর ২:০৪

আমি কেউ না বলেছেন: আমি একটা জিনিস যোগ করতে চাই।
71 এ বাংলাদেশীদের সাহায্য করার পেছনে ইন্ডিয়ানদের একটাই উদ্দেশ্য ছিল, সেটা হল শত্রু দেশ পাকিস্তানকে ভেঙে দুর্বল করা। আমার মনে হয় না ইন্ডিয়ানদের কেউ মানবাধিকার নিয়ে আদৌ কখনো মাথা ঘামিয়েছে।
আমরা সাধারণ বাংলাদেশীরা মানবিক মূল্যবোধের দিক থেকে পাকি শুওর আর ইন্ডিয়ান মাদারফাকারদের থেকে অনেক অনেক উপরে। বাংলাদেশের উচিত মায়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা। আর সামুর বেকার সিন্ডিকেট+পেইড ব্লগারদের উচিত সবধরনের ল্যাদানো বাদ দিয়ে সমস্যাটাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখা...

১৬ ই জুন, ২০১২ রাত ১০:০১

চিকন আলি বলেছেন: আপনার সাথে সহমত

৫| ১৬ ই জুন, ২০১২ দুপুর ২:৫৪

চারু_চারবাক বলেছেন: লেখক বলেছেন: কিন্তু, আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে,
১৯৯১-৯৬'এ আমলে কোনো জোট সরকার ক্ষমাতায় ছিলো না। বরং বিএনপির একক সরকার ছিলো।


খোজখবর আমরাও কিছু রাখি। ১৯৯১ সনে বিএনপি নির্বাচনে জামাতের সংগে অলিখিত জোট করে। যারফলে জামাত ৩০০ আসনে প্রাথী দিয়েও ৮০ টি আসনে থেকে তাদের প্রার্থী উঠিয়ে নেয়। ফলে ঐ ৮০টি আসনের বেশীরভাগে বিএনপি জয়লাভ করে। তারপরেও নির্বাচনে বিএনপি ১৪০ আসন পাওয়ায় সরকার গঠন করতে পারছিলো না। তখন ঐ জামাতই তার ১৭ আসন নিয়ে বিএনপিকে সমর্থন করে। এর বিনিময়ে বিএনপি সংরক্ষিত মহিলা আসন থেকে জামাতকে দুটি আসন দান করে। এটিকে যদি জোট না বলেন তবে কিছু করার নেই।

১৬ ই জুন, ২০১২ বিকাল ৩:১১

চিকন আলি বলেছেন: জোটসরকার সম্পর্কে আপনার ধারনাটা ভুল।

সহজ করে বলি, বিএনপি-জামাত জোট সরকার বা বর্তমান সরকার হলো জোট সরকার। ১৯৯১ সালে জামায়াতের সমর্থন নিয়া বিএনপি সরকার গঠন করছে। কিন্তু জমায়াতিদের কেউ সরকারে ছিলো না।

নিজের মন মতো জোট সরকারের সংগা বানালে হবে না।

৬| ১৬ ই জুন, ২০১২ বিকাল ৪:৩৪

আমি ছাড়া ভালা কেডা বলেছেন: আমার জানামতে অমি পিয়াল আর সামুতে আসেনা। কাজেই এই লেখা তার চোখে পড়ার সম্ভাবনা কম।

১৬ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:৪২

চিকন আলি বলেছেন: সম্যাসা নাই, তারে অন্যভাবে জানাইয়া দিছি।


এইরকম সাইকো যত কম আসে ততই ভালো।

৭| ১৬ ই জুন, ২০১২ রাত ৯:২৫

দায়িত্বশীলভাই বলেছেন: বমি শিয়ালরা হাগুকরতে গেলে হাগু না হইলেও সেইটারে জামাতের হাত আছে বইলা দোষ খুজবে
এদের জামায়াত জুজুই একদিন ধ্বংস করবে

৮| ১৭ ই জুন, ২০১২ রাত ১২:০৪

বাঁধ ভেঙে যাই....... বলেছেন: পিয়াল ভাই ভালো রূপকথা লেখক :D

১৭ ই জুন, ২০১২ রাত ৮:৪৫

চিকন আলি বলেছেন: :D :D :D

৯| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ১০:১৫

অর্ণব আর্ক বলেছেন: ভাই আমি লেখার ভালো মন্দ বিচার করার ক্ষমতা রাখি না। তবু্ও একজন প্রত্নতত্ত্ব অনুরাগী পাঠক ও ইতিহাস ঐতিহ্যের আগ্রহী গবেষক হিসেবে আপনার লেখাপড়ে এটুকু বুঝতে পারছি যা লিখেছেন একটাও অসত্য লিখেন নি।
সত্য প্রকাশের সাহস প্রত্যেকের থাকা উচিত। সেটা প্রকাশ করতে গিয়ে যদি কেউ এডওয়ার্ড সাইদের মতও প্রফেসর অব টেরর উপাধি পান তাতেও পিছপা হ্ওয়ার কারণ নেই।
ধন্যবাদ, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.