নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঈদ মুবারক! ঈদ মুবারক! ঈদ মুবারক!!

জালিমের ফাঁসি হোক, যুদ্ধাপরাধীদের ফাঁসি হোক, রাজাকারদের ফাঁসি হোক

মাটির কথা

আমি সেই বাংলার জনগণের একজন, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, অধিকারের জন্য জান-মাল দিয়েছে , শুনুন ইন্টারনেট রেডিওঃ http://al-hikmah.net

মাটির কথা › বিস্তারিত পোস্টঃ

দ্বিপক্ষীয় সম্পর্কের পাঁচ বছরঃ কোনো প্রতিশ্রুতি রাখেনি ভারত । কিন্তু স্বাধীনতা উত্তর সব সরকার দেশ উজাড় করে ভারতকে সব ঢেলে দিয়েছে (পর্ব-১)

৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৮

স্বাধীনতা উত্তর সব সরকারই কম বেশী ভারত তোষনে ব্যস্ত ছিলো। বিএনপি, জামাত ও ভারতের সাথে গোপন আঁতাতে ব্যস্ত। এত ব্যস্ততা দেশের স্বার্থে নয় শুধু দল ও ক্ষমতার স্বার্থে। ভারতের মিথ্যা প্রতিশ্রুতির বিনিময়ে কিছু লাশ এবং দেশের অফুরন্ত সম্পদ ও সম্ভাবনাকে ভারতের মুখে তুলে দেয়া ছাড়া কিছুই পায় নি।



বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন প্রচারণা পায় ২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর। দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন ইস্যুগুলো সমাধানে প্রতিবেশী এ দুই দেশের শীর্ষ রাজনীতিকদের আন্তরিক মনোভাবের ঢালাও প্রচারণা চালানো হয়। তবে সরকারের মেয়াদের শেষ পর্যায়ে এসে দেখা যায় প্রতিশ্রুত স্পর্শকাতর ইস্যুগুলোর প্রায় সবই রয়ে গেছে অনিষ্পন্ন, বিশেষ করে তিস্তা পানি বণ্টন চুক্তি, ছিটমহল বিনিময়, সীমান্ত হত্যাকান্ডের মতো বিষয়গুলো। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, ভারতের সংকীর্ণ মনোভাবের কারণেই বাংলাদেশ সরকারের আন্তরিকতা সত্ত্বেও ঝুলে থাকা বিষয়গুলোর সমাধান হয়নি।



আওয়ামী লীগ সরকারের এ মেয়াদে ভারতের শীর্ষ রাজনীতিকদের বাংলাদেশ সফর ছিল অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। তাদের কূটনীতিতে প্রাধান্য ছিল ট্রানজিট-ট্রানশিপমেন্ট এবং বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড - প্রতিরোধ। বিনিময়ে ভারতের শীর্ষ রাজনীতিকরা সে সময়ে প্রতিশ্রুতি দিয়েছিল শিগগিরই সম্পাদন হবে তিস্তা পানি বণ্টন চুক্তি ও দীর্ঘদিন ঝুলে থাকা সীমান্ত চুক্তি। সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিবর্ষণও পর্যায়ক্রয়ে শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল তারা। পাশাপাশি লাইন অব ক্রেডিটের আওতায় ৮০ কোটি ডলার ঋণ প্রদান এবং অশুল্ক বাধা দূর করে বাণিজ্য ভারসাম্য সৃষ্টির ইতিবাচক পরিবেশ সৃষ্টিরও প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় পক্ষ।



অবশেষে সরকারের মেয়াদান্তে বাংলাদেশের কাঙ্খিত ইস্যুগুলো থেকে গেছে অমীমাংসিত। শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমিত থেকেছে ভারতীয় কূটনীতি।



বিশেষজ্ঞরা বলছে, বাংলাদেশের পক্ষ থেকে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার উদারতা দেখানো হলেও সংকীর্ণ কূটনৈতিক মনোভাব দেখিয়েছে ভারত। দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো দৃঢ় করতে সে দেশের সরকারের শীর্ষ পর্যায়ের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি ভারত।



--------------------চলবে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০০

সাহাদাত উদরাজী বলেছেন: ঢেলে দিয়েছে, পায়নি কিছুই।

২| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ২:১৮

মিজান আফতাব বলেছেন: বিশেষজ্ঞরা বলছে, বাংলাদেশের পক্ষ থেকে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার উদারতা দেখানো হলেও সংকীর্ণ কূটনৈতিক মনোভাব দেখিয়েছে ভারত। দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো দৃঢ় করতে সে দেশের সরকারের শীর্ষ পর্যায়ের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি ভারত।



সহমত।

৩| ০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ২:০১

হাসান রেজভী বলেছেন: ধন্যবাদ ... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.