![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সেই বাংলার জনগণের একজন, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, অধিকারের জন্য জান-মাল দিয়েছে , শুনুন ইন্টারনেট রেডিওঃ http://al-hikmah.net
ছাত্র : স্যার, পৃথিবীতে প্রথম কোথায় চাঁদ দেখা যায়? অর্থাৎ কোন দেশে প্রথম দেখা যায়?
শিক্ষক : চাঁদ আসলে নির্দিষ্ট কোনো দেশে সব সময় দেখা যায় না। পৃথিবী, চাঁদের ঘূর্ণনের কারণে চাঁদ দেখা যাবার স্থান নির্দিষ্ট থাকে না।
ছাত্র : বুঝলাম। যে কোনো দেশে চাঁদ প্রথম দেখা যেতে পারে কিন্তু কখন প্রথম দেখা যাবার সম্ভাবনা তৈরি হয়?
শিক্ষক : এ বিষয়টি বুঝতে হলে চাঁদের কয়েকটি প্যারামিটার সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন- চাঁদের বয়স, সূর্যাস্ত এবং চন্দ্রাস্তের সময়ের পার্থক্য, কৌণিক দূরত্ব, দিগন্ত রেখার উপর চাঁদের উচ্চতা ইত্যাদি।
ছাত্র : স্যার, চাঁদের বয়সের বিষয়টি বুঝতে পারলাম না। চাঁদ কবে সৃষ্টি হয়েছে সেই বয়স কি মানুষের পক্ষে নির্ণয় করা সম্ভব?
শিক্ষক : আসলে সেই বয়স নয়। চাঁদ পৃথিবীর চতুর্দিকে ঘুরে এমন একটি অবস্থানে আসে যখন চাদ, পৃথিবী, সূর্য এক রেখা বরাবর অবস্থান করে। সে সময়টাকে বলে অমাবস্যা। অমাবস্যার সময় পৃথিবী থেকে চাঁদ দেখা যায় না। সে সময় চাঁদের বয়স ০ ঘণ্টা, ০ মিনিট। তারপর চাঁদ যত সরে আসতে থাকে তত তার বয়স বাড়তে থকে এবং দেখা যাবার সম্ভাবনাও বাড়তে থাকে। এরও কারণ আছে, অমাবস্যার সময় চাঁদের প্রতিফলিত আলো পৃথিবীতে আসে না। তারপর যখন চাঁদ সরে আসতে থাকে তখন সূর্যের প্রতিফলিত আলো সূর্যাস্তের সময় যে দেশে বা স্থানে প্রথম দেখা যায়, সে স্থানে চাঁদ প্রথম দৃশ্যমান হয়। সাধারণত চাঁদের বয়স ১৭ ঘণ্টার বেশি হলে চাঁদ দেখা যাবার একটা সম্ভাবনা থাকে।
ছাত্র : স্যার, তাহলে চাঁদের সেই বয়স জানার কোন উপায় আছে?
শিক্ষক : অবশ্যই, মহাকাশ বিজ্ঞানীদের তৈরি সফটওয়্যার থেকে তা জানা যায়।
ছাত্র : তাহলে আমরা যদি জানতে পারি কোন দেশ চাঁদ দেখার দাবি করেছে, অথচ সে দেশে চাঁদের বয়স ছিল ১৭ ঘণ্টার কম, এর অর্থ সে দেশ চাঁদ দেখতে পায়নি।
শিক্ষক : একদম সঠিক। আজ এখানেই শেষ। অন্যদিন আবার আলোচনা করবো। ইনশাআল্লাহ।
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮
মশিকুর বলেছেন:
ছাত্র শিক্ষকের সাথে ভালোই সময় কাটলো।