![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সেই বাংলার জনগণের একজন, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, অধিকারের জন্য জান-মাল দিয়েছে , শুনুন ইন্টারনেট রেডিওঃ http://al-hikmah.net
ছাত্র: স্যার, পূর্বে যা আলোচনা করেছেন সেখান থেকে বোঝা গেলো পৃথিবীর কোথাও চাঁদ দৃশ্যমান হবার জন্য চাঁদের বয়স এবং চাঁদ-সূর্যের কৌণিক দূরত্ব খুব গুরুত্বপূর্ণ। কিন্তু দিগন্ত রেখার উপর চাঁদের উচ্চতার বিষয়টি একটু বুঝিয়ে বলবেন কি? দিগন্ত রেখার উপর চাঁদের উচ্চতার বিষয়টিও কি গুরুত্বপূর্ণ?
শিক্ষক: দিনের বেলা আকাশে তারা থাকে কিন্তু আমরা দেখতে পাই না, কারণ সূর্যের আলোর কাছে তারার আলো হার মানে। একইভাবে সূর্যাস্তের সময় আমরা যখন বাকা চাঁদ আকাশে তালাশ করি তখন সূর্যের লালাভ আলো পশ্চিম আকাশ জুড়ে থাকে। তখন দিগন্তরেখার যতটুকু উপর পর্যন্ত আলো বিস্তৃত থাকে, সেই জায়গায় যদি চাঁদ থাকে তখন সে চাঁদ দেখা যায় না। কিন্তু যদি চাঁদ দিগন্তের সেই আলোর উপরে নীল জায়গায় অবস্থান করে তখন চাঁদ দৃশ্যমান হবার সম্ভাবনা বেশি থাকে। এ কারণেই সূর্যাস্তের সময় দিগন্তরেখার কতটুকু উপরে চাঁদের অবস্থান তা খুব গুরুত্বপূর্ণ।
ছাত্র: স্যার, দিগন্তরেখার উপরে চাঁদের অবস্থান খুব গুরুত্বপূর্ণ এটা বুঝলাম কিন্তু সূর্যাস্তের সময় কেন আমরা উচ্চতাকে বিবেচনায় আনি? আমরাতো সূর্যাস্তের পর পরই চাঁদ দেখতে পাই না।
শিক্ষক: খুব সুন্দর প্রশ্ন। আসলে সূর্য ডুবে যাবার পর যখন ৫ ডিগ্রি পরিমাণ নিচে নামে তখন চাঁদ দেখা যাবার সম্ভাবনা তৈরি হয়। এর কারণ হচ্ছে, ডুবে যাবার পর পর দিগন্তে অনেক আলো থাকে সে আলোয় চাঁদ দেখা যায় না। ৫ ডিগ্রি পরিমাণ নিচে নামলে আলোর তীব্রতা কমে আসে এবং চাঁদ দেখার সম্ভাবনা তৈরি হয়। এখন সূর্যাস্তের সময় যদি চাঁদ যথেষ্ট পরিমাণ উঁচুতে থাকে তখন সূর্য ৫ ডিগ্রি নিচে নামার পর চাঁদ তখন আকাশের নীল অংশে অবস্থান করে ফলে চাঁদ সহজেই দৃশ্যমান হয়।
ছাত্র: স্যার, তাহলে সূর্যাস্তের সময় দিগন্তরেখার কত ডিগ্রি উপরে থাকলে চাঁদ দেখা যাবার সম্ভাবনা থাকে?
শিক্ষক: সাধারণত সূর্যাস্তের সময় দিগন্তরেখার ৮-১০ ডিগ্রি উপরে থাকলে চাঁদ দেখা যাবার সম্ভাবনা থাকে।
ছাত্র: তাহলে কোন দেশ যদি চাঁদ দেখার দাবি করে অথচ জানা যায় সে দেশে সূর্যাস্তের সময় দিগন্তরেখার উপর চাঁদের উচ্চতা ছিল ৮ ডিগ্রির কম তবে কি ধরে নেয়া যাবে সে দেশটা মিথ্যা বলেছে?
শিক্ষক: কখনো কখনো যদি চাঁদের উচ্চতা কম থাকে যেমন ৭ বা ৭.৫ ডিগ্রি কিন্তু কৌণিক দূরত্ব অনেক বেশি তাহলে দেখা যেতেও পারে কিন্তু যদি কৌণিক দূরত্বও (৯ ডিগ্রির কম) কম আবার উচ্চতাও কম (৮ ডিগ্রির কম) তাহলে অবশ্যই ধরে নেয়া যাবে সে দেশের চাঁদ দেখা যাবার দাবি সঠিক নয়।
আজ এ পর্যন্তই, আগামীতে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ্।
©somewhere in net ltd.