নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঈদ মুবারক! ঈদ মুবারক! ঈদ মুবারক!!

জালিমের ফাঁসি হোক, যুদ্ধাপরাধীদের ফাঁসি হোক, রাজাকারদের ফাঁসি হোক

মাটির কথা

আমি সেই বাংলার জনগণের একজন, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, অধিকারের জন্য জান-মাল দিয়েছে , শুনুন ইন্টারনেট রেডিওঃ http://al-hikmah.net

মাটির কথা › বিস্তারিত পোস্টঃ

একজন বিজ্ঞান শিক্ষকের সাথে কিছু সময়- ৫

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

ছাত্র: স্যার, অনেকদিন চাঁদের আলোচনা হচ্ছে না। তাই আজ আবার চাঁদ বিষয়ে কিছু শুনতে চাই।

শিক্ষক: কোথায় প্রথম চাঁদ দৃশ্যমান হবে তা বুঝতে হলে চাঁদের বয়স, কৌণিক দূরত্ব, সূর্যাস্তের সময় দিগন্ত রেখার উপর চাঁদের উচ্চতা, সূর্যাস্তের ও চন্দ্রাস্তের সময়ের পার্থক্য সম্পর্কে ধারণা থাকতে হবে। আমরা ইতঃপূর্বে তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছি, আজ আলোচনা করবো সূর্যাস্তের ও চন্দ্রাস্তের সময়ের পার্থক্য নিয়ে।



ছাত্র: আমরা দেখি সূর্য পশ্চিম দিকে অস্ত যায় আর চাঁদ পশ্চিমে উঠে তাই না স্যার?

শিক্ষক: না, না। সূর্য যেমন পশ্চিম দিকে অস্ত যায় একইভাবে চাঁদও পশ্চিমে অস্ত যায়। আবার সূর্য যেমন পূর্বে উঠে একইভাবে চাঁদও পূর্ব দিকে উঠে। অমাবস্যার দিন চাঁদ, সূর্য মোটামোটিভাবে কাছাকাছি অবস্থান করে, একই সাথে উঠে আবার একই সাথে অস্ত যায় এবং চাঁদ সেদিন দৃশ্যমান হয় না। কিন্তু পরের দিন সূর্য যখন অস্ত যায় তার বেশ পরে চাঁদ অস্ত যায় আর তাই তখন চাঁদ দেখা যায়।



ছাত্র: স্যার, অমাবস্যার দিন চাঁদ দেখা যায় না সেটা বুঝলাম। কিন্তু পরের দিন অর্থাৎ চাঁদের ২৯ তারিখেও তো অনেক সময় চাঁদ দেখা যায় না এর কারণ কি? সেদিন তো সূর্য অস্ত যাবার পরেই চাঁদ অস্ত যায়।

শিক্ষক: সত্য। অমাবস্যার পরের দিন সূর্য অস্ত যাবার পর চাঁদ অস্ত যায় কিন্তু কত সময় পরে অস্ত যায় সেটা গুরুত্বপূর্ণ। আমরা যেদিন চাঁদ তালাশ করি সেদিন সূর্য অস্ত যাবার সময়ের সাথে যদি চাঁদের অস্ত যাবার সময়ের পার্থক্য ৪২ মিনিটের কম হয় তখন চাঁদ দেখা যাবার সম্ভাবনা থাকে না। তারপরেও কথা আছে, চাঁদের অন্যান্য মানগুলো যেমন চাঁদের বয়স, কৌণিক দূরত্ব, সূর্যাস্তের সময় দিগন্ত রেখার উপর চাঁদের উচ্চতা ইত্যাদি অনুকুলে থাকতে হবে।



ছাত্র: স্যার! সূর্য ডোবার ৪২ মিনিট পর চাঁদ অস্ত গেলে কোন সময়টায় চাঁদ দেখা যায়?

শিক্ষক: একটা সাধারণ নিয়ম হচ্ছে প্রথম ১০ মিনিট চাঁদ দেখা যায় না, আবার শেষ ১০ মিনিটও দেখা যায় না। মাঝের ২২ মিনিটের শেষ ১২ মিনিটের মধ্যে চাঁদ দেখা যাবার সম্ভাবনা থাকে।



ছাত্র: কিন্তু স্যার, আমরা তো অনেক সময় সূর্য ডোবার সাথে সাথে চাঁদ দেখতে পাই। তার কারণ কি?

শিক্ষক: ও আচ্ছা। আমি প্রথমেই বলেছি এটা সাধারণ নিয়ম অর্থাৎ যখন চাঁদের বয়স, কৌণিক দূরত্ব, সূর্যাস্তের সময় দিগন্ত রেখার উপর চাঁদের উচ্চতা, সূর্যাস্তের ও চন্দ্রাস্তের সময়ের পার্থক্য এসব মান ন্যূনতম অবস্থায় থাকে। আরেকটু বুঝিয়ে বললে বলা যেতে পারে- যেমন দিগন্তরেখার উপর চাঁদের উচ্চতা কমপক্ষে ৮ ডিগ্রি থাকতে হয়। কিন্তু যখন চাঁদের উচ্চতা ১৬-১৭ ডিগ্রি হলে, বয়স ২৪ ঘণ্টার বেশি হলে, কৌণিক দূরত্ব ১৩-১৪ ডিগ্রির বেশি হলে, তখন সূর্যাস্তের সাথে সাথে চাঁদ দেখা যাবার সম্ভাবনা থাকে। আর তখন সূর্যাস্তের ও চন্দ্রাস্তের সময়ের পার্থক্যও বেড়ে যায়।

আজ এ পর্যন্তই। আগামী দিন আবার আলোচনা করবো ইনশাআল্লাহ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.