নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্লাস টুয়েলভ পার করলাম মাত্র... এখন চাকরীর ধান্দায় আছি!

বদল প্রয়াসী এই জীবনের জোয়ারে কেবল অন্তঃশীল একটি দ্বীপের মতো সবার গোচরহীন আছি আজো সুদূর সন্ধানী!

চিন্তা শিল্পী

ছোটবেলায়ই ভালো ছিলাম...দুনিয়াটারে সুন্দর মনে হত...

চিন্তা শিল্পী › বিস্তারিত পোস্টঃ

আমি সখী নষ্ট মানুষ

০৪ ঠা নভেম্বর, ২০১০ দুপুর ১:০৪

আমি সখী নষ্ট মানুষ, ঘুণে খাওয়া, শতেক পোড়েন মন

একশো পশুর লক্ষ আঁচড় বুকে করে ফিরছি সারাক্ষণ

তোর কী হবে আমার সাথে হৃদয় জড়ালে?

ভালোবাসায় মন পোড়ালে?

ভাবিস সখী, তুই তো সুখী, সুখবিলাসী

তোর পরানে তিরিশটা জলরঙের হাসি

ধুনচিবনের কঞ্চিতে কি আঁশ মেটে মন?

আমার অন্ধকারের বন্ধ ঘরে করবি কী তখন?



আলো হয়ে আসলি না হয়, কিন্তু পরে যদি

মলিন হয়ে নিভু নিভু, ভয় তরাসে পুড়বি নিরবধি

নিভে গেলে শীতল হবি, সেই শীতলও এমনতর

হৃদয় জমে জমাট বাধা স্তব্ধ পাষাণ-মূর্ত জড়

তার চেয়ে তোর এই তো ভালো, আছিস তো বেশ

রূপকথাময় প্রেম-বাধঁনে হেটে চলা না হলো শেষ

কীই বা ক্ষতি শেষ না হলে-মনের তো মিল হয়েইছিল

এখন না হয় স্বপ্নালু চাঁদ একাকীত্বের সু্যোগ নিলো

শেষটা ভেবে আমরা তো এই ভালোবাসায় জড়াই নি আর

আয় না সখী, আয় না এবার চল থেমে যাই একলা আবার!

মন্তব্য ৮ টি রেটিং +১/-১

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১০ দুপুর ১:৪৮

মুসাফির রকস বলেছেন: এত ছবি কেন

২| ০৪ ঠা নভেম্বর, ২০১০ বিকাল ৩:০৩

গুরুজী বলেছেন: ছবি গুলা তো আপনের তোলা না? ফটোগ্রাফারের অনুমতি নিছেন? নাকি সূত্র উল্লেখ করছেন? X(

ছবিগুলা মুইছা দেন।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১০ বিকাল ৩:০৫

আহাদিল বলেছেন: ভাইজান, ছবিগুলো চেনা চেনা লাগতেসে।
এইখানে কেমনে আইল? :P :-* :-&

দয়া কইরা মুইছা দিয়েন।

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১০ বিকাল ৩:২১

যীশূ বলেছেন: ছবিগুলো মনেহয় কোন সিস্টেম ইরর এর কারনে এখানেও চলে এসছে। আমার ছবিও এমন হয়েছিলো একবার। আহাদিল বরং সামুকে অভিযোগ হিসাবে জানান। সামু কতৃপক্ষ এখান থেকে মুছে দেবে।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১০ বিকাল ৩:২৪

আহাদিল বলেছেন: আমারো তাই মনে হয়, মনে হয় একই সাথে পোস্ট হয়েছিল, প্রথমবার পোস্ট করার পর আমার পোস্ট থেকে ছবিগুলো মুছে যায় কিন্তু ব্লগে আসে নি। দ্বিতীয়বার পোস্ট করতে হয়েছে।

সামু'র যে কী সমস্যা!! :|| :-&

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১০ বিকাল ৩:৩৩

হাসান মাহবুব বলেছেন: কবিতা ভালো হৈসে। প্লাস। ছবিগুলা মনে হয় ভুলে চৈলা আসছে।

৭| ০৮ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:৪৩

রাষ্ট্রপ্রধান বলেছেন: কবিতা ভালো হৈসে


ছবি চোর আপনার কাছে আশা করি নাই

১২ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩৪

চিন্তা শিল্পী বলেছেন: ভাইরে,আমি চুরি করি নাই।কেম্নে জানি কি হইসে.।।।আমার দোষ নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.