![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি লেখালেখি লেখা আমার পেশা ও নেশা ঘৃনা করি হলুদ সাংবাদিকতা
আমি কার কথা শুনছি এটা? এই কি সেই তোফায়েল যার সাথে আমার দেখা হয়েছিল কোনো এক রাতে (বনানী রেল ক্রসিংয়ের উপর জেনারেল হাফিজ মল্লিকের মালিকানাধীন) তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের ভাড়া করা বাসায়? কাকে দেখেছিলাম সেদিন চার তলায়?
> ইনিই কি সেই সেই তোফায়েল, "যিনি তার বাড়ী ভোলা যেতে সব সময় কোকো লঞ্চ ব্যবহার করতেন এবং ফ্রি কেবিন টিকেট দেয়ার জন্য তারেক রহমানকে ফোন করে খুব অনুরোধ করতেন!"
> ইনিই কি সেই তোফায়েল যার সাথে হাসিনা ভেগে গিয়েছিল বিয়ের আগে। চট্টগ্রামে মৌজ মাস্তি করে পরে শেখের মাল শেখকে ফিরত দিছে!
> ইনিই কি সেই তোফায়েল যার আন্ডারে ছিল রক্ষীবাহিনী। আর ১৫ আগষ্ট ১৯৭৫ রাতে তোফায়েল সবকিছু জেনেও রক্ষী বাহিনীকে কোনো নির্দেশ দেন নাই! সেই জন্য ওকে একটা ধন্যবাদ দেয়া যায়!
> আপনি তারেককে বাচ্চা ছেলে বলছেন? তার বয়স কি আপনার জানা আছে? জেনে নিন। তার বয়স ৪৯ বছর। তারেকের চেয়ে কম বয়সে বারাক ওবামা প্রেসিডেন্ট হইছে, শহীদ জিয়া রাষ্ট্রপতি হইছে। অন্যের বয়স খুজছেন আপনি, অথচ মি. তোফায়েল ১৯৭০ সালে আপনি যখন আওয়ামীলীগে জয়েন করেন আপনার বয়স কত ছিল? ২৭ বছর। আপনি উক্তি করছেন, আপনাকে স্যার ডাকতে ডাকতে জিয়া মুখে থুথু বের করে ফেলেছেন! জানতে চাই, আপনি কোন চ্যাাটের বাল ছিলেন তখন?
> তোফায়েল, আপনি তারেকের লেখাপড়া নিয়া প্রশ্ন তুলছেন? তার ব্যারিষ্টারি পড়া প্রায় শেষ। কয়দিন পরে টের পাইবেন সব। ওয়েষ্ট মিনিষ্টারে সেদিন একটু সেম্পল দেখাইছে কেবল।আপনি কোন বাল লেখাপড়া করছেন সারা জীবন? ছাত্রলীগের গুন্ডামি ছাড়া।
> আপনিও তো সেই তোফায়েল যাদের কুপরামর্শে মজিব পচাত্তরের ২৫ জানুয়ারী একদলীয় বাকশাল জারী করেন, আর আপনি হন রাষ্ট্রপতির বিশেষ সহকারী। তারপরে রক্ষী বাহিনীর সর্দার হয়ে ৪০ হাজার যুবক হত্যা করে কিভাবে নিজের জানটা বাঁচাইলেন? জাতিকে একটু বলবেন কি? আপনার সাথে কি খোন্দকার মোশতাকের গোপন সম্পর্ক ছিল না?
> আপনি তো সেই তোফায়েল, যিনি ১/১১র পরে সুবিধা বুঝে মইনের প্রধানমন্ত্রী হওয়ার টোপে পড়ে হাসিনার বিরুদ্ধে RATS (রাজ্জাক, আমু, তোফায়েল, সুরঞ্জিত) গ্রুপের নেতা হিসাবে সংস্কারবাদী হয়ে হাসিনাকে মাইনাস করতে গিয়ে ছিটকে পড়েছিলেন ৭ বছর। তারপরে আপনার অনেক চোখের জল দেশবাসী দেখেছে টিভিতে।
> আপনিই তো সেই তোফায়েল, যে মালিবাগ ফোর মার্ডারের খুনী শাওনকে ভোট ডাকাতি করে সংসদে যায়গা করে দিয়েছেন।
> তোফায়েল সাহেব বোধ হয় জানেন না, ১৬ ডিসেম্বর দেশ শত্রুমুক্ত হলো, আর মুজিব নামে এক লোক ৬ জানুয়ারী ১৯৭২ নতুন পাকিস্তানি পাসপোর্ট বানাইয়া বাংলাদেশে নামিয়া অবৈধভাবে গদিতে বসিয়া পড়িলেন। ইহার সাথে গোলাম আযমের পার্থক্য কি? বাংলাদেশ হওয়ার পরে গোলাম আযম পাকিস্তানি পাসপোর্ট নেন, মুজিবও তাই নিয়েছিলেন! গোলাম আযম এ বিষয়ে সৎ ছিলেন, দেশে এসে বাংলাদেশী নাগরিকত্বের জন্য আবেদন করে নাগরিক হন, কিন্তু হাম্বগুষ্ঠির নেতা মুজিব পাকিস্তানের নাগরিকত্ব ছাড়েন নাই, বাংলাদেশের নাগরিকত্ব না নিয়েই জাতির সাথে চিট করেছেন। তথ্যের জন ডঃ কামাল হোসেনরে জিগান। হে মজিবের লগে ছিল।
> তোফায়েল বাবু। তোমার মজিব বাপ তো পাকিস্তানের সংবিধান আর প্রাদেশিক পরিষদের জন্য নির্বাচিত হইছিলো। বাংলাদেশের কোন চ্যাটের বাল ছিল সে? সে তো কখনো বাংলাদেশের স্বাধীনতাই চায় নাই। সে সুটকেস গুছাইয়া রেডি রাখছিলো ইয়াহিয়ার মেহমানখানায় যাওয়ার জন্য। বেগম মজিব ৭২ সালে কত কথা কইলো, কিন্তু স্বাধীনতার ঘোষণার কথাটা জাতিরে জানাইয়া গেলো না কেনো? স্বাধীনতার ঘোষনা কি ফজিলাতুন নেছার কাছে শোয়ার চেয়েও গোপনীয় বিষয় ছিল রে। বাংলাদেশ বানাইছে জিয়া। আর সেই দেশে তোরা থাকস, হারামখোর কোনহানকার। মজিব ছিল জিল্লুর রহমানের বৌ আইভি রহমানের মজনু। আর তাই হাসিনা-রেহানা- ফজিলা কেউ দেখতে পারতো না।
> মজিব অনেক বড় ব্যাটা ছিল নাকি। কিন্তু তোফায়েল তুমি তো বললে না, মজিবের নামে ডাকাতি মামলা হইছিলো। ওই ডাকাত দুর্নীতি দমন মন্ত্রী হয়েও তার নামে অবশেষে দুর্নীতির মামলা খাইলো! একটা অর্ধ শিক্ষিত, যে জানে না ৩ লাখ কি আর ৩ মিলিয়ন কি, যার বিএ পরীক্ষার খাতা লিখে দিয়েছিল অন্যজন, তাকে তুমি খেতাব দিয়েছিলা “বঙ্গবন্ধু”, অথচ তার সারা জীবন ব্যয় করেছিল পাকিস্তানের জন্য, এমনকি বাংলাদেশ স্বাধীন হবার পরেও “পাকিস্তান কনফেডারেশন” করতে চাইলেন ১০ জানুয়ারী ১৯৭২, পরে তাজুদ্দিনের পরামর্শে থামে সে। ৭৩ সালে সেই ”বঙ্গবন্ধু” খেতাব বাতিল করে ডাকসু। এটা ব্যবহার করা এখন অবৈধ।
> পারলে তারেক রহমানের তথ্য প্রমানের জবাব দে, যদি কিছু থাকে তোদের কাছে। আর যদি সেটা না পারিস, তবে টুঙ্গিপাড়ার মাটিতে গিয়া দুইটা জুতার বাড়ি দিয়া আয়, কারন তোদেরকে কেনো এমন বিপদে ফেলাইয়া গেছে সে। এত ঝামেলা করে গেলো, অথচ তোরা একটাও জবাব দিতে পারিস না!
>> তোফয়েল তুমি বলেছ, ফাঁসীর রায় হইছিলো তোমার, কিন্তু বাইচ্যা গেছো। বাট জাতি জানে তুমি তোমার দলের নেতা বাবুলের বৌকে ভোগ করার জন্য বাবুলকে হত্যা করেছ। এবার বাঁচবে না, ফাঁসির দড়ি গলায় পড়বে শিওর।
২| ১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫২
লাতি বলেছেন: অনেক লিখলেন, পুরাটা পড়ার প্রয়োজন বোধ করলাম না।
যতটুকু পড়েছি বুঝতে পারলাম, রাজাকারের পা চাটা কুকুর সংখ্যা দেখে এখনো প্রচুর, তবে এই কুকুরের সংখ্যা দিন দিন কমে আসবে ইনশআল্লাহ শুধু সময়ের দরকার মাত্র।
৩| ১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৬
এম এ কাশেম বলেছেন: ইটখেল পাটখেল বলে মনে হচ্ছে.................... যেন।
৪| ১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০০
মুদ্দাকির বলেছেন:
চিন্তিত দার্শনিক রকস
ব্যান খাবার জন্য রেডি হন
৫| ১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৯
চলতি নিয়ম বলেছেন: দেখেন তো উনার যুক্তিটা জাতির অবৈধ সন্তানদের পছন্দ হয় কি না।
বাশের কেল্লা গ্যাছে এখন ভারেক এর কেল্লা আইছে। দুইটার ই প্রডাকশন হাউজ লন্ডনে। কি মিল কি মিল
৬| ১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৩
দূর আকাশের নীল তারা বলেছেন: ইতিহাসের দিকে তাকালে তোফায়েলের দিকে অনেক প্রশ্ন ছুটে যায়, তাই তোফায়েলকে ভাল বলার কোন অবকাশই নেই। কিন্তু আপনি কি প্রকারন্তরে তারেককে ভাল বলার চেষ্টা করলেন? বাংলাদেশের ইতিহাসকে তারেক যতখানি বিকৃত করেছেন, তার বাবা কিংবা মা কেউই এতটা নোংরা হতে পারেন নি।
মুজিব এবং জিয়াকে তাদের প্রাপ্য সম্মান দিতে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের এত দ্বিধা কেন বুঝি না।
৭| ১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৬
মাজহার মুরাদ বলেছেন: নাচঁতে না জানলে উঠান বাঁকা। কথার জবাব দিতে জানে না খালি খিস্তি করে। একাধিক বাপের উত্তরসূরীদের কাছ থেকে এরবেশি আশা করাও ঠিক না।
৮| ১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৬
মাজহার মুরাদ বলেছেন: নাচঁতে না জানলে উঠান বাঁকা। কথার জবাব দিতে জানে না খালি খিস্তি করে। একাধিক বাপের উত্তরসূরীদের কাছ থেকে এরবেশি আশা করাও ঠিক না।
৯| ১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২০
হাসান কালবৈশাখী বলেছেন:
২৬ সে মার্চ মধ্যরাতে পাকি আর্মিরা মজিবকে ধরে নিয়ে যাওয়ার সময় খোজাখুজি করে পাসপোর্টও নিয়েছিল?
নাকি মুজিব নিজেই বগলতলায় করে নিয়ে গেছিল?
ভিসা কে দিল? বাংলাদেশি ভিসা কি পাকিস্তান বসাইয়া দিছে
মুজিব দেশে ফিরে আসেন এক কাপড়ে কোন ব্যাগ ছাড়াই। ব্রিটিষ বিমান বাহিনীর (RAF) একটি সামরিক বিমানে।
একজন ভিআইপি যুদ্ধবন্দি দেশে ফিরে আসার সময় কোন পাসপোর্ট-ভিসা লাগে?
বিমান ঘাটিতে সামরিক বিমানে উঠতে কোন ইমিগ্রেশন, কাষ্টম ইত্যাদি আছে নাকি?
ছাগলে দেশ ভরে গেছে।
১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩১
চিন্তিত দার্শনিক বলেছেন: শেখ মুজিব ১৯৭১ সালে যুদ্ধের সময় বন্দী ছিলেন পশ্চিম পাকিস্তানের মিয়াওয়ালী জেলে। ১৬ ডিসেম্বর পাক বাহিনী আত্মসমর্পনের মধ্য দিয়ে বাংলাদেশ দখলদার মুক্ত হয়। এর তিন সপ্তাহ পরে ১৯৭২ সালের জানুয়ারীর প্রথম সপ্তাহে শেখ মুজিব ও ডঃ কামাল হোসেন নতুন পাকিস্তানী পাসপোর্ট নেন (সূত্রঃ ডঃ কামালের সাক্ষাৎকার, ২৮ অক্টোবর ২০১০)। এই পাসপোর্ট দিয়েই পাকিস্তানী নাগরিক হিসাবে শেখ মুজিব বাংলাদেশে আসেন ১০ জানুয়ারী ১৯৭২। এসেই তিনি দায়িত্ব নিলেন বাংলাদেশের রাষ্ট্রপতির।
প্রশ্ন হলো, শেখ মুজিব কি পাকিস্তানের নাগরিকত্ব ছেড়েছিলেন এবং বাংলাদেশের প্রতি আনুগত্য পোষন করে হলফনামা দিয়েছিলেন? দিয়ে থাকলে কবে? কখন?
আর না দিয়ে থাকলে শেখ মুজিব কি একজন পাকিস্তানি নাগরিক হিসাবেই বেআইনীভাবে রাজত্ব করে গেছেন??
বাংলাদেশ স্বাধীন হবার পরেও শেখ মুজিব পাকিস্তানের নাগরিক হিসাবে পাকিস্তানের পাসপোর্ট নিয়েছিলেন ১৯৭২ সালে। তাহলে শেখ সাহেবের নাগকিত্বের ঘটনাটি কিভাবে নিস্পন্ন হয়েছিল, সেটা একটা গুরুত্বপূর্ন প্রশ্ন নয় কি আজকের প্রেক্ষাপটে ?
প্রমাণ সহ উত্তর জানা থাকলে সচিত্র উপস্থাপন করুন ...
না হয় জাতির এই বোজাটাকে মাথা থেকে নামিয়ে বাস্তবতার কাতারে সামিল হোন।
১০| ১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৪
শিহাব মাহমুদ বলেছেন: শেষ কথার এক কথা, না পারলে ভাগ শালার পুত
১১| ১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৪
নীল আকাশ ## বলেছেন: আমাদের সমস্যা একটাই, আমরা নিজেদেরকে বড় করার প্রয়াসে অন্যকে সবসময় ছোট করার ব্যার্থ অপ-প্রয়াস চালাই। যা কখনো কারো ক্ষেত্রেই সফলতা বয়ে আনে না।
১২| ১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৪
নিশাত তাসনিম বলেছেন: আপনি তো সেই তোফায়েল, যিনি ১/১১র পরে সুবিধা বুঝে মইনের প্রধানমন্ত্রী হওয়ার টোপে পড়ে হাসিনার বিরুদ্ধে RATS (রাজ্জাক, আমু, তোফায়েল, সুরঞ্জিত) গ্রুপের নেতা হিসাবে সংস্কার-বাদী হয়ে হাসিনাকে মাইনাস করতে গিয়ে ছিটকে পড়েছিলেন ৭ বছর। তারপরে আপনার অনেক চোখের জল দেশবাসী দেখেছে টিভিতে।
আপনিই তো সেই তোফায়েল, যে মালিবাগ ফোর মার্ডারের খুনি শাওনকে ভোট ডাকাতি করে সংসদে যায়গা করে দিয়েছেন।
তোফায়েলকে জাতীয় বেঈমান ঘোষণা করার জন্য এই দুইটা কারণই যথেষ্ট।
১৩| ১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৫
সাজিদ ঢাকা বলেছেন: তোফায়েল আহমেদের পক্ষে কোন কথা বলবো না , , রাজনীতিবিদ সবই এক রকম , , কিন্তু পোস্ট খানা পরে মনে হল , ,
<<<< আপনিও কি স্কুল কলেজ পাস করা ছাড়া , , ব্যারিস্টার হয়েছেন নাকি >>>>
> তোফায়েল কে গালাগাল করেছেন ভালো , , কিন্তু এই চোরের পক্ষ নিলেন কি বুঝে ?
> এরশাদের আমলে পরালিখার জন্য ভাতা নিসে , পড়ে নাই কচু টাও পরে এরশাদ বিদেশ পাঠাইয়া দিসে, সাথে আমার চাচা ও ছিল ।এই পক্ষে আমার কাছে ঢোল পিটাইয়া কোন লাভ নাই ।
১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩১
চিন্তিত দার্শনিক বলেছেন: শেখ মুজিব ১৯৭১ সালে যুদ্ধের সময় বন্দী ছিলেন পশ্চিম পাকিস্তানের মিয়াওয়ালী জেলে। ১৬ ডিসেম্বর পাক বাহিনী আত্মসমর্পনের মধ্য দিয়ে বাংলাদেশ দখলদার মুক্ত হয়। এর তিন সপ্তাহ পরে ১৯৭২ সালের জানুয়ারীর প্রথম সপ্তাহে শেখ মুজিব ও ডঃ কামাল হোসেন নতুন পাকিস্তানী পাসপোর্ট নেন (সূত্রঃ ডঃ কামালের সাক্ষাৎকার, ২৮ অক্টোবর ২০১০)। এই পাসপোর্ট দিয়েই পাকিস্তানী নাগরিক হিসাবে শেখ মুজিব বাংলাদেশে আসেন ১০ জানুয়ারী ১৯৭২। এসেই তিনি দায়িত্ব নিলেন বাংলাদেশের রাষ্ট্রপতির।
প্রশ্ন হলো, শেখ মুজিব কি পাকিস্তানের নাগরিকত্ব ছেড়েছিলেন এবং বাংলাদেশের প্রতি আনুগত্য পোষন করে হলফনামা দিয়েছিলেন? দিয়ে থাকলে কবে? কখন?
আর না দিয়ে থাকলে শেখ মুজিব কি একজন পাকিস্তানি নাগরিক হিসাবেই বেআইনীভাবে রাজত্ব করে গেছেন??
বাংলাদেশ স্বাধীন হবার পরেও শেখ মুজিব পাকিস্তানের নাগরিক হিসাবে পাকিস্তানের পাসপোর্ট নিয়েছিলেন ১৯৭২ সালে। তাহলে শেখ সাহেবের নাগকিত্বের ঘটনাটি কিভাবে নিস্পন্ন হয়েছিল, সেটা একটা গুরুত্বপূর্ন প্রশ্ন নয় কি আজকের প্রেক্ষাপটে ?
প্রমাণ সহ উত্তর জানা থাকলে সচিত্র উপস্থাপন করুন ...
না হয় জাতির এই বোজাটাকে মাথা থেকে নামিয়ে বাস্তবতার কাতারে সামিল হোন।
১৪| ১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২১
সুন্দর সমর বলেছেন: ব্লগের রাস্তা প্রায়ই ভুলেই গেছিলাম। আপনার লেখার টানে না ঢুকে পারলাম না। চমঁতকার লেখার জন্য ধন্যবাদ জানানেোর প্রয়োজন মনে করছি না। কারণ তা অনেকেই জানাবেন। শুধু অনুরোধ ধারাল কলম থামাবেন না প্লিজ।++++++++++
১৫| ১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৫
মেরা নাম চোকার্স বলেছেন: আপনি বিএমপি করেন ভাল কথা!তারেক এর থেকে তোফায়েল আহমেদের অবদান হাজার গুন বেশি এই বাংলায়।
কথায় লাগাম রাখবেন।
১৬| ১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৭
জামান2021 বলেছেন: অনুরোধ ধারাল কলম থামাবেন না প্লিজ, প্লিজ, প্লিজ, প্লিজ।
১৭| ১১ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
Saeen বলেছেন: The contribution of Tofail Ahmed can never be compared with Tarikkka....!!!
U dislike yellow journalism but u r practising it.
১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৪
চিন্তিত দার্শনিক বলেছেন: শেখ মুজিব ১৯৭১ সালে যুদ্ধের সময় বন্দী ছিলেন পশ্চিম পাকিস্তানের মিয়াওয়ালী জেলে। ১৬ ডিসেম্বর পাক বাহিনী আত্মসমর্পনের মধ্য দিয়ে বাংলাদেশ দখলদার মুক্ত হয়। এর তিন সপ্তাহ পরে ১৯৭২ সালের জানুয়ারীর প্রথম সপ্তাহে শেখ মুজিব ও ডঃ কামাল হোসেন নতুন পাকিস্তানী পাসপোর্ট নেন (সূত্রঃ ডঃ কামালের সাক্ষাৎকার, ২৮ অক্টোবর ২০১০)। এই পাসপোর্ট দিয়েই পাকিস্তানী নাগরিক হিসাবে শেখ মুজিব বাংলাদেশে আসেন ১০ জানুয়ারী ১৯৭২। এসেই তিনি দায়িত্ব নিলেন বাংলাদেশের রাষ্ট্রপতির।
প্রশ্ন হলো, শেখ মুজিব কি পাকিস্তানের নাগরিকত্ব ছেড়েছিলেন এবং বাংলাদেশের প্রতি আনুগত্য পোষন করে হলফনামা দিয়েছিলেন? দিয়ে থাকলে কবে? কখন?
আর না দিয়ে থাকলে শেখ মুজিব কি একজন পাকিস্তানি নাগরিক হিসাবেই বেআইনীভাবে রাজত্ব করে গেছেন??
বাংলাদেশ স্বাধীন হবার পরেও শেখ মুজিব পাকিস্তানের নাগরিক হিসাবে পাকিস্তানের পাসপোর্ট নিয়েছিলেন ১৯৭২ সালে। তাহলে শেখ সাহেবের নাগকিত্বের ঘটনাটি কিভাবে নিস্পন্ন হয়েছিল, সেটা একটা গুরুত্বপূর্ন প্রশ্ন নয় কি আজকের প্রেক্ষাপটে ?
প্রমাণ সহ উত্তর জানা থাকলে সচিত্র উপস্থাপন করুন ...
না হয় জাতির এই বোজাটাকে মাথা থেকে নামিয়ে বাস্তবতার কাতারে সামিল হোন।
১৮| ১১ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১১
মুহাই বলেছেন: 'তারেকে' ভরে গেল ব্লগ!
১৯| ১১ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২১
কলাবাগান১ বলেছেন: কয়দিন পরে দাবী করবেন যে গোলাম আযম ই দেশের স্বাধীনতা চেয়েছিল যেখানে শেখ মুজিব বাংগালীদের হত্যার জন্য হানাদার পাকিস্তানী বাহিনী কে লেলিয়ে দিয়েছিল
১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৫
চিন্তিত দার্শনিক বলেছেন: শেখ মুজিব ১৯৭১ সালে যুদ্ধের সময় বন্দী ছিলেন পশ্চিম পাকিস্তানের মিয়াওয়ালী জেলে। ১৬ ডিসেম্বর পাক বাহিনী আত্মসমর্পনের মধ্য দিয়ে বাংলাদেশ দখলদার মুক্ত হয়। এর তিন সপ্তাহ পরে ১৯৭২ সালের জানুয়ারীর প্রথম সপ্তাহে শেখ মুজিব ও ডঃ কামাল হোসেন নতুন পাকিস্তানী পাসপোর্ট নেন (সূত্রঃ ডঃ কামালের সাক্ষাৎকার, ২৮ অক্টোবর ২০১০)। এই পাসপোর্ট দিয়েই পাকিস্তানী নাগরিক হিসাবে শেখ মুজিব বাংলাদেশে আসেন ১০ জানুয়ারী ১৯৭২। এসেই তিনি দায়িত্ব নিলেন বাংলাদেশের রাষ্ট্রপতির।
প্রশ্ন হলো, শেখ মুজিব কি পাকিস্তানের নাগরিকত্ব ছেড়েছিলেন এবং বাংলাদেশের প্রতি আনুগত্য পোষন করে হলফনামা দিয়েছিলেন? দিয়ে থাকলে কবে? কখন?
আর না দিয়ে থাকলে শেখ মুজিব কি একজন পাকিস্তানি নাগরিক হিসাবেই বেআইনীভাবে রাজত্ব করে গেছেন??
বাংলাদেশ স্বাধীন হবার পরেও শেখ মুজিব পাকিস্তানের নাগরিক হিসাবে পাকিস্তানের পাসপোর্ট নিয়েছিলেন ১৯৭২ সালে। তাহলে শেখ সাহেবের নাগকিত্বের ঘটনাটি কিভাবে নিস্পন্ন হয়েছিল, সেটা একটা গুরুত্বপূর্ন প্রশ্ন নয় কি আজকের প্রেক্ষাপটে ?
প্রমাণ সহ উত্তর জানা থাকলে সচিত্র উপস্থাপন করুন ...
না হয় জাতির এই বোজাটাকে মাথা থেকে নামিয়ে বাস্তবতার কাতারে সামিল হোন।
২০| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০৮
পাগলা ভাই বলেছেন: তারেক বনাম হাম্বালীগের হান্ড্রেড বাউট লড়াই দেখে শিক্ষিত জনেরা পরিস্কার বুঝতে পেরেছে, এ লড়াইয়ে তারেকের বিজয় হয়েছে আর লীগের হয়েছে পরাজয়। হাম্বা নেতাদের সবার চিৎকার চেচামেচি, আবার সিনিয়রমোষ্ট তোফয়েল আহমদের জাতীয় সংসদে কুরুচিপূর্ন অভদ্র ভাষায় খিস্তি খেউর থেকে জনগন ধারনা পেয়েছে, তারেকের তথ্য প্রমানের বিপরীতে তাদের বলার কিছুই নাই। বরং তারেকের যুক্তি ও তথ্যকে মানতে কষ্ট হচ্ছে বিধায় তারা কেবল গালাগালিই করছে। তারেকের ধীরস্থির যুক্ত ও তথ্যপূর্ন বক্তব্যের বিপরীতে আম্বালীগ চিৎকার করে বেহুশ হতে শুরু করেছে, তা কোথায় গিয়ে শেষ হয়, কেবল আল্লাহ মালুম। তবে তারেক রহমানের উদ্দেশ্য সফল হয়েছে।
২১| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৬
ভিটামিন সি বলেছেন: Tofayel o tar onusari ra, Tomader doyal babar Mukhe kicu kolapata tule dao. Tofayel er clorofil er ovab porse. Kemon potitaloy er Vasa use kortese...
২২| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৬
তিক্তভাষী বলেছেন: লা জওয়াব!
২৩| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৮
হাসান কালবৈশাখী বলেছেন:
"জানুয়ারীর প্রথম সপ্তাহে শেখ মুজিব ও ডঃ কামাল হোসেন নতুন পাকিস্তানী পাসপোর্ট নেন"
ডঃ কামালের কথাকে গুরুত্ব দেয়া ঠিক হবে না, বয়স হয়েছে, উনি দল ও পক্ষ পরিবর্তন করেছেন।
একজন যুদ্ধবন্দি বন্দি অবস্থায় পাসপোর্ট নেয় কিভাবে?
উনি বলতে পারতেন কিছু ট্রাভেল ডকুমেন্ট গছায়ে দিছে বিমানে উঠার আগে।
পাকিস্তানও নীতিগত ভাবে পাসপোর্ট দেয়ার কথা নয়, কারন পাকি রা তখনও স্বীকৃতি দেয়নি। তাদের হিসেবে পশ্চিম পাকিস্তান থেকে পুর্ব পাকিস্তান যাচ্ছে পাসপোর্টের প্রশ্নই আসেনা।
আমেরিকা যখন নিকারগুয়া থেকে নরিয়েগা কে ধরে নিয়ে গিয়েছিল তার পাসপোর্ট লেগেছিল?
৯০ হাজার পাকি যুদ্ধবন্দি ফিরে যেতে বাংলাদেশি বা ভারতীয় পাসপোর্ট লেগেছিল?
৪ লক্ষ পাকিস্তানে আটক বাঙ্গালি ৭৩-৭৪ এ দেশেফিরে আসতে বাংলাদেশি বা পাকিস্তানি পাসপোর্ট-ভিসা লেগেছিল? Click This Link
৭৩ এ কিছু বিহারীও UNHCR এর মাধ্যমে পাকিস্থানে ফিরে যায়, সেই বিহারিদের কি বাংলাদেশী পাসপোর্ট করতে হয়েছিল?
২৪| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৬
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: তোফায়েল তো প্রমাণীত ভন্ড।
অর লিগা কত খুন অইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনে নাই??
রাজ্জাকের লগে বাজা বাজি কইরা, রাজ্জাকরে দল থিকা বাইর করলো। রাজ্জাকরে বাকশাল করতে বাধ্য করলো। হাসিনা দলে হান্দাইবার সুযোগ দিল।
তাই বইলা এতো গালী দিবেন ??
২৫| ১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫২
চন্দন মূখারজী বলেছেন: সামুকে কোন খেউরের সিমানতে এনে ফেললেন দয়া করে ভাল ভাল বিষেসন গুলো লাগাবেন না।
Bangla banan daya kore amake maf kore diben
২৬| ১৪ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:৫৯
কামরুল ইসলাম রুবেল বলেছেন: ৭৩ সালে সেই ”বঙ্গবন্ধু” খেতাব বাতিল করে ডাকসু। এটা ব্যবহার করা এখন অবৈধ।
২৭| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৮
কলাবাগান১ বলেছেন: ”বঙ্গবন্ধু” শব্দটাতেই গায়ে জ্বালা ধরায় কারো কারোর....
২৮| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৮
চন্দন মূখারজী বলেছেন: মন টা খারাপ হয়ে গেলো ভাষার ব্যবহার দেখে।
২৯| ২১ শে জুন, ২০১৬ ভোর ৬:৩৮
সম্রাট৯০ বলেছেন: আমর খুব ইচ্ছে করছে এই কথাটা অন্তত আপনাকে বলতে যে আপনার ঠিক কানের নিচে একটা ......... দিলে আপনার হুশ জ্ঞান সব ফিরে আসবে, আপনি হয়তো তারেকের খাম্বার সাথে মাথায় বাড়ি খেয়ে স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছেন, ব্যপারনা আরেকটা ...... খেলে চলে আসবে ।
৩০| ২৬ শে জুন, ২০১৬ রাত ৩:১৩
সম্রাট৯০ বলেছেন: আমার উপরের কমেন্ট টা মুছে দিবেন, আমি যখন এই কমেন্ট করেছিলাম তখন খুব রুক্ষ্ম মেজাজে ছিলাম, আপনি অনেক কথা মিথ্যা বলেছেন ইনিয়ে বিনিয়ে বানিয়ে বলেছেন,সেসব দেখে সহ্য হয়নি,তারপরও আমার এইভাবে কমেন্ট করা ঠিক হয়নি, আপনি ব্লগে আসলেই আগে উপরের কমেন্ট মুছে দিবেন, আমার বউ একজন ব্লগার সে দেখে খুব রেগে গেলো আমার উপর, তখন মাথায় আসলো বিষয়টা,
ভালো থাকবেনা
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৫
একজন ঘূণপোকা বলেছেন:
উনারা তো এই একটাই ভালো পারেন।
খিস্তি খেউর