নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চির_বিদ্রোহী

আমি উন্মাদ আমি উন্মাদ, আমি সহসা আমারে চিনিয়াছি আমার খুলিয়া গিয়াছে সব বাধ.

চির_বিদ্রোহী › বিস্তারিত পোস্টঃ

য়া ভাবি তাই লিখি

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪২

সূর্য়ের প্রখর রশ্মিতে আমরা ঐসব তারকাদের ভুলে যাই আধার রাতে যারা পথহারা পথিকদের পথ দেখিয়েছে। জাতি তার বিজয়ের সম্বন্ধ করে থাকে কোন মহান ব্যক্তিত্বের সাথে এবং ঐতিহাসিকের কলম কবরের নিঝুম পুরীতে ঝিমানো ঐসব সেপাইদের চিহ্নিত করতে ভুলে যায়, যাদের খুন দিয়ে লেখা হয় ইতিহাসের ঝলমলে পৃষ্ঠা। জতি তার বিজয়ের কাঙ্খিত তাজমহলকে কোন শাহ জাহানের স্বপ্নের তাবীর মনে করে, কিন্তু তাজমহলের শ্রেষ্ঠত্বরে মূলে অবদান : কালের গর্ভে বিলীন ঐসব মিস্ত্রীদের কারুকার্যময় হাতের ছোঁয়া, যাদের ঘামঝরা শ্রম পাথরকে মোতির চমক আর পুষ্পকলির সৌরভ দান করেছে। স্মরণ করা উচিৎ কালের গর্ভে বিলীন নিবেদিত প্রাণ ঐসব মর্দে মুজাহিদের অশরীরী আত্মার পুণ্যস্মৃতি যাদের দুঃসাহসিক অভিয়ান আমাদের অতীত অহংকার, যাদের কালজয়ী ত্যাগ, আমাদের স্বর্ণোজ্জ্বল ভবিষ্যতের পাথেয়। যাদরে প্রতিটি পদক্ষেপ অনুসরণীয় ও অনুকরণীয়। স্বাধীনতার মাসে কালজয়ী সে সকলবীরদের প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.