নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল'র সাথে থাকি। ভাল'র মাঝে বাঁচিতে চাই ফেসবুকে বন্ধু হতে চাইলে- www.facebook.com/chiroter.rosh
কফি আমার সবচাইয়ে প্রিয় পানীয়। এ পর্যন্ত বিভিন্ন রকম কফির স্বাদ নেওয়ার সৌভাগ্য আমার হয়েছে। কিন্তু সুযোগ থাকার পরেও সবচাইতে দামী কফিটিতে চুমুক দেওয়ার মতো সাহস সঞ্চার করতে পারিনি। কারণা হয়তো ব্লগটি পড়লেই বুঝতে পারবেন।
ইন্টারনেট এবং এগ্রিকালচার বিষয়ক বিভিন্ন সাইট ঘাটাঘাটি করে বিভিন্ন তথ্যের ভিত্তিতে আজ কফি নিয়ে কিছু লেখালেখির প্রয়াস গ্রহণ করিলাম। বর্তমান বিশ্বের সবচাইতে ব্যয়বহুল এবং জনপ্রিয় কফির দামদস্তর এবং তাদের উৎপাদন স্থান এবং প্রক্রিয়া নিয়ে কিছু লেখার চেষ্টা করবো।
প্রথমেই দেখা যাক ১০টি ব্যয়বহুল কফির উপর একটি পর্যালোচনাঃ
10. Coffee Yauco Selecto AA (Puerto Rico) – $24/lb.
এই কফিটি Puerto Rico চাষ হয়ে থাকে। ফ্লেবারটা একটু হালকা পাতলা হলেও খেতে বেশ। সারা বিশ্বেই এটি মোটামোটি চলে। দামটাও হাতের নাগালেই। প্রতি পাউন্ড কিনতে হলে আপনাকে ২৪ ডলার খরচা করতে হবে।
9. Starbucks Rwanda Blue Bourbon (Gatare/Karengera, Rwanda) – $24/lb.
এই কফিটি Gatare/Karengera, Rwanda তে জন্মে। মূলত এটিই Gatare/Karengera, Rwanda এর কৃষকদের মূল শষ্য হিসেবে গন্য হয়। এটি খেতেও আপনাকে ২৪ ডলালের মত খরচ করতে হবে প্রতি পাউন্ডে। তবে এটি Coffee Yauco Selecto AA এর চাইতে জনপ্রিয়।
8. Hawaiian Kona Coffee (Hawaii) – $34/lb..
Hawaii এর South and North Kona District এ এসব কফির প্রচুর উৎপাদন হয়। আর স্থানের নামানুসারেই এদের নামকরণ হয়েছে। এক পাউন্ডের দাম পড়বে ৩৪ ডলারের মত।
7. Los Planes (Citala, El Salvador) – $40/lb.
El Salvador এর Citala নামক জায়গায় এটির ফলন হয়। মজার ব্যাপার হচ্ছে এই কফিটি 2006 Cup of Excellence প্রতিযোগিতায় এটি ২য় স্থান লাভ করে। সেবার পুরো বিশ্বে প্রথম স্থান পায় El Injerto coffee। Los Planes এর দামটাও তুলনামূলক ভাবে একটু বেশিই, তবে জিনিস অনুযায়ী গ্রহণযোগ্য। এক পাউন্ড কিনতে লাগবে ৪০ ডলার করে। তবে আপনার টাকা যে পুরোটাই উসুল হবে তাতে কোন সন্দেহ নেই।
6. Blue Mountain (Wallenford Estate, Jamaica) – $49/lb.
জ্যামাইকার ব্লু মাউন্টেন পাহারে এটির ব্যাপক চাষাবাদ হয়। কফির ভেতর যে করা একটা টেষ্ট থাকে তার একটুও এতে পাওয়া যাবেনা। খুবই হালকা স্বাদের একটি কফি। তবে আশ্চর্যজনক তথ্য হচ্ছে এটি জাপানীদের প্রিয় একটা কফি। পুরো উৎপাদনের ৮০% জাপানে রপ্তানি হয়। এক পাউন্ডের দাম পড়বে ৪৯ ডলার করে।
5. Fazenda Santa Ines (Minas Gerais, Brazil) – $50/lb.
এটি বিশ্বের অন্যতম একটি দামি কফি। ব্রাজিলের Fazenda Santa Ines farm এ এটির চাষাবাদ এবং প্রসেসিং হয়। এটি খেতে আপনাকে পাউন্ড প্রতি ৫০ ডলার খোয়াতে হবে।
4. El Injerto (Huehuetenango, Guatemala) – $50/lb.
এটি পুরষ্কারপ্রাপ্ত কফি। Cup of Excellence grand prize লাভ করে ২০০৬ সালে। এটির দাম পড়বে ৫০ ডলার প্রতি পাউন্ড প্রতি।
3. St. Helena Coffee Company’s Island (St. Helena) – $79/lb.
স্বয়ং নোপোলিয়ণ এই কফির কদর করেছিল। বিশ্বের অন্যতম প্রাচীন একটা কফির ব্যান্ড এটি। St. Helena তে প্রায় ১২০০ বর্গমাইল এলাকাজুড়ে এটির ব্যাপক চাষাবাদ হয়। এটি খরিদ করতে আপনাকে পাউন্ড প্রতি ৭৯ ডলার খরচ করতেই হবে। এখনো এটি বিশ্বের সেরা কফির তালিকায় ৩য় স্থান দখল করে আছে।
2. Hacienda La Esmeralda (Boquete, Panama) – $104/lb.
পানামায় উৎপাদিত এই কফিটি ২য় ব্যয়বহূল কফির মর্যাদা লাভ করেছে। এর দাম পড়বে পাউন্ড প্রতি ১০৪ ডলার। কিন্তু এটির ইউনিক টেস্ট আপনাকে এর স্বাদটি অনেকদিন মনে করিয়ে রাখবে।
1. Luwak Coffee (Indonesia) – $160/lb.
Luwak Coffee বিশ্বের সবচাইতে দামি কফি হিসেবে পরিচিত। এটি ইন্দোনেশিয়াতে চাষাবাদ হয়। চাষাবাদ বললে হয়তো ভুলই হবে। কেননা এটির উৎপাদন প্রক্রিয়া একটু অদ্ভুত ধরনের। আমি এখনো এটি টেস্ট করার সাহস পাইনি এর অদ্ভুত উৎপাদন প্রক্রিয়ার কারণে। এই কফির বীজ যখন বেজির হাক্কু হিসেবে বের হয় তখন এটিকে প্রক্রিয়াজাত করে বাজারজাত করা হয়। তার মানে হচ্ছে আপনি টাকা খরচা করে অতি উৎসাহের সহিত বেজির হাক্কু খাবেন। দাম পড়বে ১৬০ ডলার করে প্রতি পাউন্ড। উৎপাদন যেভাবেই হোকনা কেন এটি কিন্তু বিশ্বের সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে ব্যয়বহুল কফি।
তথ্যঃ কফির দাম বর্তমান বাজারমূল্য/টাকার মান অনুযায়ী কম বেশি হতে পারে।
উৎপাদনে শীর্ষ দেশসমূহঃ
কফি উৎপাদনের শীর্ষ দেশের অবস্থান ম্যাপ আকারে দেওয়া হলো। বর্তমানে কফি উৎপাদনে শীর্ষে আছে ব্রাজিল। এই অবস্থান ব্রাজিল অনেক দিন যাবত ধরে রেখেছে। আমাদের প্রতিবেশী দেশ ভারতেও কফির মোটামোটি উৎপাদন হয়। তবে তা ব্রাজিলে তিন ভাগের এক ভাগ।
কফি নিয়ে কিছু জনপ্রিয় পেইনটিংস্-
কফিকে ঘিরে নামকরা শিল্পীরা কিছু চিত্রকর্মও উপহার দিয়েছেন আমাদের। এর মধ্যে কিছু পেইনিংস্ দেওয়া হলো।
কফি নিয়ে আরো তথ্য পেতে পারেন-
উইকিপিডিয়া
কফির উপর বিভিন্ন রিভিউ
স্বাস্থ্যের উপর কফির প্রভাব বিষয়ক তথ্য
কফির আদি ইতিহাস নিয়ে জানতে চাইলে
তথ্য সূত্রঃ ইন্টারনেট
০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৭
চিরতার রস বলেছেন: Luwak Coffee নিয়া বসছেন নাকি ভ্রাতা ?
২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৫
শীলা শিপা বলেছেন: কফির চেয়ে পেইন্টিং গুলো বেশি সুন্দর!!! কারন কফি একদম ভাল লাগে না...
০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮
চিরতার রস বলেছেন: কফি ভাল লাগেনা ? কয়কি
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩০
একজন আরমান বলেছেন:
ধুর মিয়া আমিতো ভাবছিলাম যে চিরতার রস আপনার প্রিয় !
০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪০
চিরতার রস বলেছেন: চিরতার রস নিজে খাওয়ার জন্য রাখি নাই। অন্যরে খাওয়ানোর জন্য রাখছি। দিমু নাকি এক পেগ ?
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬
মোঃ আনারুল ইসলাম বলেছেন: পোস্ট খুব সুন্দর তার চাইতেও সুন্দর পেইন্টিং গুলো । ++++++++++++++
০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮
চিরতার রস বলেছেন: ধন্যবাদ আনারুল ভাই। আরো কিছু পেইন্টিং কালেকশানে ছিল, কিন্তু ছবি আপলোড কর্তে বিরক্ত লাইগা যায়।
৫| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০১
মনুমনু বলেছেন: যাক কেউ একজন ( মানে আপনি ) কফি নিয়া গবেষণা করলেন।
মিয়া ভাইরে একটা রিকুইস্ট!-- কফি পাতার কফির নিয়া কুনো ইনফো পাইছেন নাকি। কারন আমার কাছে আছে... তেমন মজা পাইনা----সূদূর আমেরিকা হতে আনা।
০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬
চিরতার রস বলেছেন: আমার কাছে দামী একটা চাইনিস চা আছে। এক চায়নীস বন্ধু গিফ্ট দিছে। তেমন মজা নাহ।
কফি পাতার কফি নিয়া তেমন কিছু জানিনা। তয় খোঁদ দ্যা সার্চ করুমনে।
৬| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩
জুন বলেছেন: স্টারবাক্সের কাপুচিনো কফির স্বাদই অন্যরকম আমার কাছে ।
খাই আর না খাই তবে ভালোলাগলো দামী দামী কফির খবর জেনে।
তবে চিরতার রস বেশী টেষ্টি
০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫
চিরতার রস বলেছেন: আপচুচ সবচাইতে দামী কফিডাই খাইতে পার্লাম নাহ।
চিরতার রচ তো ইউনিক আইটেম। মানতেই হৈবো।
৭| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: কফি নিয়া অনেক কিছু জানা হল!
Luwak Coffee কফি পাবলিক কেমনে খায়, উৎপাদন প্রনালী পড়েই আমার বমি বমি করতাছে
০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯
চিরতার রস বলেছেন: Luwak Coffee কফি পাবলিক কেমনে খায়, উৎপাদন প্রনালী পড়েই আমার বমি বমি করতাছে
হুমম। আমারও একই প্রশ্ন।
৮| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩
বেকার সব ০০৭ বলেছেন: হাতির লাদা থেকে তৈরি দুনিয়ার সবচে’ দামি কফি, প্রতি কিলো সিভেট কফি ৭৪৮ ডলার
০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৩
চিরতার রস বলেছেন: হেহেহে। এতো দামি বিখ্যাত (কুখ্যাত) কফি খাওয়ার শখ নাই
৯| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯
সুমন কর বলেছেন: তথ্যবহুল চমৎকার পোস্ট। কফির র্ভাচুয়াল স্বাদ দেবার জন্য ধন্যবাদ।
০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৪
চিরতার রস বলেছেন: ধন্যবাদ সুমন কর ভাই। রিয়েল স্বাদ নিতেও তো মানা নাই। ট্রাই ইট সুন।
১০| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪১
পাজল্ড বলেছেন: পোস্ট ভাল্লাগছে,দেশে ভালো মানের কফি কোথায় পাওয়া যায় বলতে পারেন?
০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৮
চিরতার রস বলেছেন: রেডি কফি না দানা ? রেডি কফি ঢাকায় অনেক স্থানেই পাবেন। বিজয় সরণীতে সামরিক জাদুঘরের পাশে এনট্রান্স রেস্টুরেন্টে সস্তায় খাওয়া আমার দেখা সেরা কফি। দাম ১১০টাকা করে।
১১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬
হু বলেছেন: ধন্যবাদ... একটি সুন্দর পোস্ট দেয়ার জন্য্
০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৯
চিরতার রস বলেছেন: আপ্নের নিকটা তো দারুন।
১২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৮
লাবনী আক্তার বলেছেন: আপ্নেরে মাইনাস!
আমার এখন কফি খাইতে মন চাইতেছে।
০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৬
চিরতার রস বলেছেন: মন চাইলে খাইবেন। সমস্যা কি ?
১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহ! আমি তো ভাবছিলাম আপনি চিরতার রস নিয়াই কিছু আতংকবিনাসকারী পোষ্ট দিবেন
কফি নিয়া এত কিছু জানার পর এখন তো কফি খাইতে মুঞ্চায়!!!! কই আসুম কন??
০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪১
চিরতার রস বলেছেন: ১০এর চায়ের দুকানো কি কফি পাওয়া যায় ? গেলে যেই কয় কাপ পারেন খাওয়ামু। বিল দিবো ইভান ভাই
১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩
না পারভীন বলেছেন: আজ সকালেই কফি খেতে খেতে ভাবছিলাম , কফির পোড়া স্বাদ কিভাবে আসে ?
০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬
চিরতার রস বলেছেন: এই পোড়া স্বাদটাই তো মনে লেগে থাকে
১৫| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬
সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: কফি ছাড়া জীবন অচল
০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭
চিরতার রস বলেছেন: ঠিক তাই। কফি ছাড়া জীবন অচল
১৬| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫
ড. জেকিল বলেছেন: Luwak Coffee আর চিরতার রসের মধ্যে পার্থক্য কি?
ঐ জিনিস খায় ক্যামনে ?
০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১
চিরতার রস বলেছেন: চিরতার রস তো পিউর জিনিস, কারো হাক্কু নাহ
ইউ ক্যান ট্রাই ইট উইদআউট হেজিটেশান
১৭| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
মনিরা সুলতানা বলেছেন: কফি বালা পাই
পোস্ট ও বালা পাইছি
০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১
চিরতার রস বলেছেন: থ্যেংকু মনিরা আফু
১৮| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৯
গোধুলী রঙ বলেছেন: কফি নিয়া আমারো একটু একটু আগ্রহ আছে, এই কারনে আপনার পোস্টটা আগ্রহ নিয়া পড়লাম।
কফি অনেক ভালো লাগে, কফিশপে কফি পিয়ে বাসায় এসে আর নেসক্যাফে ভালো লাগে না।
ঢাকার কফিশপ গুলোতে কাপুচিনো, এস্প্রেসো এই সব কফি পাওয়া যায়। এই কফি গুলো ঢাকার কোথায় কিনতে পাওয়া যায়, মানে আমি বাসায় বানাতে চাই। জানা থাকলে দয়া করে জানাবেন কি?
০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২
চিরতার রস বলেছেন: কাপুচিনো, এস্প্রেসো বাসায় বানানোর জন্য আপনাকে আগে ভাল কফি মেকার কিনতে হবে।
১৯| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
কফির পোস্টত হলো এখন এক কাপ কফি হয়ে যাক।
০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩
চিরতার রস বলেছেন: চলেন পানশালায় যাই
২০| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০১
এস এম কায়েস বলেছেন: ভাই এককাপ পাঠায়ে দেন। টেস্ট করে দেখি কেমন লাগে!!!
০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪
চিরতার রস বলেছেন: ঠিকানা দেন আর আশায় থাকেন। যথাসময়ে পৌচ্ছাইয়া যাবে।
২১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
কফি নিয়ে চমৎকার একটি পোষ্ট +++++++++
০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪
চিরতার রস বলেছেন: থ্যাংকু শোভন ভাই।
২২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++++
আসেন এইবার এক কাপ কফি খাই...
০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪
চিরতার রস বলেছেন: কৈ আসুম বর্ষণ ?
২৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০০
ফলক বলেছেন: নেসক্যাফে ছাড়া আর কিছু খাওয়ার সাধ্যি নাই ভাই
০২ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
চিরতার রস বলেছেন: ইচ্ছাশক্তি থাকলে সবই খাইতে পারবেন। জীবনে এখনও অনেক কিছুই করার সময় আছে। হাল ছেড়োনা বন্ধু।
২৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪০
মামুন রশিদ বলেছেন: কফিপিডিয়া পড়ে কফি তৃষ্ণা পাইছে
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩
চিরতার রস বলেছেন: বুঝলাম কফির গন্ধ ভাল ভাবেই পাইছেন।
২৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪১
লালপরী বলেছেন: দামী কফি দেখে কি হবে ? আমরা গরীব মানুষ, নেস্ক্যাফে দিয়েই দিন পার করতেছি
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২
চিরতার রস বলেছেন: দুনিয়াতে না খাইতে পার্লে বেহেশতে গিয়া খাইয়েন। নামগুলি শিখা গেলে তো অর্ডার দিতে সুভিদা হৈবো।
২৬| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১২
তাসজিদ বলেছেন: কফি রে কফি।
খেতে মন চায়
২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৯
চিরতার রস বলেছেন: লেট্স্ হ্যাব ইট। লেট করলেই দেরি হৈয়া যাইবো
২৭| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮
বটবৃক্ষ~ বলেছেন:
কফি ল্যাত্তে নিয়ে আমিও একটা পোস্ট দিয়েছিলাম!!
পেইন্টিং গুলো বেশি ভালোলাগলো!!
জ্ঞানগর্ভ পোস্ট!!
১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪১
চিরতার রস বলেছেন: বটগাছ বটগাছ নিয়া লেখালেখি করবে, কফি নিয়া করবে কেনু ?
পেইন্টিংগুলি তো ভাল হবেই, কারণ আমি আঁকি নাই
লাস্টের কতাটা ভাল্লাগচে
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৭
ফলক বলেছেন: যাই কফি নিয়ে এসে বসি আপনার পোষ্ট পড়তে।