নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি ভাল'র দলে

গালিগালাজ ও ক্যাচালমুক্ত ব্লগ

চিরতার রস

ভাল'র সাথে থাকি। ভাল'র মাঝে বাঁচিতে চাই ফেসবুকে বন্ধু হতে চাইলে- www.facebook.com/chiroter.rosh

চিরতার রস › বিস্তারিত পোস্টঃ

রম্যঃ একদা ছিল না মোবাইল সকল হস্তে

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৭





◘ দৃশ্য ১ ◘

একদা সকলের হাতে হাতে মোবাইল নামক যন্ত্রের দেখা মিলিত না। গুটিকয়েক অতীব শৈখিন মানুষই কেবল এই যন্ত্র খরিদ করিবার এবং তদ্রুপ গলা কাটা কলরেটে কথা বলিবার মতন দুঃসাহস দেখাইতো। কলেজে মোবাইলধারী যুবকটি সুন্দরীদের সুনজর লাভের মত কৃতিত্ব দেখাইতে সক্ষম হইত এবং ইহা অন্যান্য যুবকদের ঈর্ষার কারণ হইয়া দাঁড়াইতো। মোবাইলবিহীন যুবকেরা মোবাইলধারীদের ফটকা পোলাপাইন নামক পদবীতে ভূষিত করিয়া আঙ্গুর ফল টক প্রবাদের সার্থকতা নিরুপনে ভূমিকা পালন করিত।



◘ দৃশ্য ২ ◘

দূর হইতে বন্ধু রবিনের হাসিমাখা চেহারা চোখে পড়িলো। তাহার গতিবিধি দেখিয়া মনে হইলো সে আমার দিকেই আসিতেছে। সামনে আসিবার পরে আমি তাহার চকচকে চোখ দুটি দেখিতে পাইলাম। সে চোখে বিশ্বজয়ের আনন্দ দৃপ্তমান হইতেছে।



-দোস্ত দুলাভাইরে কইছি আমার জন্য একটা মোবাইল পাঠাইতে।

-তাই নাকি? ভালই তো। পাঠাইবো নাকি?

-হ। সামনের সপ্তায় কুয়েত থাইকা উনার ছুটো ভাই আইতাছে। উনার কাছে দিয়া দিবো। তুই কইলাম আমারে সব কিছু শিখাইয়া দিবি।

-কুনো টেনশন লইছ না। আমি আছিনা?



আমার কথায় আশ্বস্ত হইয়া রবিনের আনন্দ আরো বহুগুনে বাড়িয়া গেলো। সন্ধ্যায় তাহার চাইনিজ খাওয়ানোর প্রস্থাব আমি ফিরিয়া দিতে পারিলাম না।



◘ দৃশ্য ৩ ◘

রবিন বেচারার মন খুবই খারাপ। যদিও তাহার দুলাভাই তাহার জন্যই মোবাইলখানা পাঠাইয়াছিলে, কিন্তু রবিনের দজ্জাল পিতা ইহার দখল লইয়াছে। নোকিয়া ৩৩১০ মডেলের মোবাইলখানা হাতে লইয়া অত্যান্ত ভাবগম্ভীর্যের সহিত তিনি ঘন ঘন গ্রামের বাজারে যাতায়াত করেন এবং আগ্রহীদের মাঝে এই যন্ত্রের তাৎপর্য বর্ণনা করিয়া থাকেন। দুই দিন সাধনা করিবার পর তিনি কল করা এবং কল রিসিভ করিবার মতন কঠিন ব্যাপার শিখিবার সফলতা লাভ করিয়াছেন।



◘ দৃশ্য ৪ ◘

কলেজ হইতে বাসায় ফিরিয়াই দেখিতে পারিলাম রবিনের পিতা আমাদের ড্রয়িংরুমে মোবাইল হাতে বসিয়া আছেন। তাহার মুখমন্ডল দেখিয়া প্রতীয়মান হইতেছে তিনি পুত্র হারাইবার মত দুঃখে কাতর হইয়া আছেন। ভুরুকুচকাইয়া তিনি ঘন ঘন তাহার মোবাইলের চারপাশ খুটিয়া খুটিয়া দেখিতেছিলেন। আমাকে দেখা মাত্র বিদ্যুৎ বেগে আমার দিকে ছুটিয়া আসিলেন।



-ভাইগনা তুমারে সকাল থাইকা খুঁজতাছি। তুমাগো বাড়িতে এই লইয়া চাইর বার আইলাম। কৈ ছিলা ?

-কলেজে গেছিলাম। কি ব্যাপার মামা? কুনো সমস্যা?

-আরে মোবাইল নিয়া বিরাট সমস্যায় পড়ছি। কি এক মছিবত নিয়া আইলো রবিন।

-ক্যান মামা, কি হৈছে ?

-বাজার থাইকা একটু আগে ৩০০টাকার মোবাইল কার্ড কিনছি ঢুকামু দেইখা। কিন্তু বাড়িতে আইয়া অনেক খুজাখুজি কইরাও তো কুনো লাইন ঘাট করতে পারলাম না।

-যেই দোকান থাইকা কার্ড কিনছেন ওদের বললেই তো ব্যবস্থা কইরা দিতো।

-আরে মোবইলডা বাড়িতে চার্জে দিয়া গেছিলাম। কিন্তু বাড়িতে আইয়া মুবাইলের ভিতরে কার্ড ঢুকাইবার মত কুনো ফুডা তো খুইজা পাইলাম না। একটা ফুডা আছে চার্জ দিওনের। আর তো কুনো ফুডা দেহিনা। এতো বড় কার্ডটা এইডার ভিতরে ক্যামনে ঢুকামু?

উনার কথা শুনিবার মাত্র আমার মাথায় ঘূর্ণিপাক শুরু হইয়া গেল এবং অতি কষ্টের সহিত নিজেকে সামলাইয়া লইতে সক্ষম হইলাম। ফুডাবিহীন পন্থায় মোবাইলে কার্ড ঢুকাইয়া দিয়া তাহাকে বিদায় করিলাম। তাহাকে আর ফুডাবিহীন পদ্ধতি শিখাইবার মতন রিস্ক না লইয়া আমি খাইতে বসিয়া গেলাম। যদিও তাহার কথা শ্রবণ করিয়া আমার পেট কিঞ্চিৎ ভরিয়া গিয়াছিল।

মন্তব্য ৫৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২২

মোঃ আনারুল ইসলাম বলেছেন: হে হে হে হে হে হে হে হে সকাল বেলা ভালই মজাইলেন ভাই।

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৩

চিরতার রস বলেছেন: সবাই শীতে জইমা গেছে। হাসলে শরীর গরম অয় B-))

মন্তব্যের জন্য ধন্যবাদ আনারুলভাই।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৭

আমিতপু বলেছেন: মজা পেলুম!!

নানার কথা মনে পড়লো। আগেই তিনি টি&টি ফোন রিসিভ করা শিখেছেন। তাই তার সামনে সেলফোনের রিং বাজাতে, তিনি হ্যান্ডসেট তুলেই (রিসিভ না করে) হ্যালো হ্যালো করতে থাকলেন।

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৪

চিরতার রস বলেছেন: হেহেহে। রিসিভার উল্টা কইরা ধরারও উদাহরণ আছে। :-B :-B

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৮

অদিব বলেছেন: আহা! কি মোবাইলখানা প্রদর্শন করিলেন জনাব! এই নোকিয়া ৩৩১০ মোবাইলখানা আমার মা জননী আজ হইতে এক যুগেও অধিককাল আগে খরিদ করিয়াছিলেন। আমি দিবা-রাত্র 'স্পেস ইম্পেক্ট' গেম খেলার ছলনার কত রমণীকেই যে মিসড কল দ্বারা খুঁচিয়ে ছিলাম তা এত বছর পর পর স্মরণ করিতে পারি নে! ;) ;) ;)

তবে মোবাইলখানা আস্ত কই মাছ! এখনো আমাদের হাতুড়ির সেবা দিয়ে যাইতেছে! =p~ =p~ =p~

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪২

চিরতার রস বলেছেন: এই মোবাইলখানাই কিন্তু একসময়ের হিট আইটেম ছিল। অনেকেরই স্বপ্ন ছিল একদিন নকিয়া ৩৩১০ সেট খরিদ করিবে। B-)) B-))

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪১

তোমোদাচি বলেছেন: =p~ =p~ =p~

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪২

চিরতার রস বলেছেন: =p~ =p~ =p~ =p~ ;)

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪২

সোহানী বলেছেন: =p~ =p~ =p~ hahahahahaha............. I can't stop my laughing....

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৬

চিরতার রস বলেছেন: আমার জায়গায় থাকলে তো মাথা ঘুইরা পইড়া যাইতেন =p~ =p~ =p~

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৪

বিষন্ন পথিক বলেছেন: আহা কি সব দিন ছিলো সেসব। গ্রামীন সেই আমলে প্রথম তিন সেকেন্ড ফ্রী ছিলো। অপরপ্রান্ত ফোন ধরা মাত্র জরুরী কথা শেষ যেমন 'ফোন কর' 'টাকা পাঠা' ইত্যাদী।

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৮

চিরতার রস বলেছেন: ডিজুসের একটা ফ্রি অফার ছিল। দুইটা সীমে সারা রাত ফ্রি। আহা B-)) B-)) B-))

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৫

মাথা নষ্ট সিপাহি বলেছেন: একদা লোকে বলাবলি করিত একদিন মোবাইল ও ঘরীর মত সসতায় এবং রাসতায় ঝুরির ভিতর করিয়া বিক্রি হইবে, অবশ্য অনেকে এসব কথার বিরোধীতা করিত তাহা সত্বেও এখন সেই দিন অতিপাত করিতেছে।

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৬

চিরতার রস বলেছেন: ঝুড়িতে করিয়া যতই মোবইল বিক্রয় হোক না কেন, পুরাতন স্মৃতিগুলো চিরকাল রবে অমলিন =p~

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৭

মদন বলেছেন: =p~

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৭

চিরতার রস বলেছেন: =p~=p~=p~

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৮

মাথা নষ্ট সিপাহি বলেছেন: আবার অনেক পাগলা রাসতায় বা ক্যাম্পাসে এনালগ রিংটন বাজাইয়া জানান দিত যে তাহার কাছে একটা এহেন যন্ত্র আছে।

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৯

চিরতার রস বলেছেন: মিসকল ধরার আলোকযন্ত্রও আবিষ্কার হইয়াছিল :)

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহাহ! মিয়া! এই মোবাইল নিয়া সেই কত স্মৃতি!!

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০০

চিরতার রস বলেছেন: এহেন অনেক স্মুতিই আচে জনাব। তার মইধ্যে একখান পেশ করলাম মাত্র ;)

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার এখনও নাই :(

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০১

চিরতার রস বলেছেন: কি নাই ? B:-) B:-)

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৭

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাহাহাহা।

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০১

চিরতার রস বলেছেন: আমি জানি আপনারও একদা ৩৩১০ সেটখানা ছিল ;)

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৫

মৈত্রী বলেছেন: ... that same thing happened to my mama in Faridpur in 2002

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩০

চিরতার রস বলেছেন: হাহাহা। বলেন কি ? B-)) B-))

১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৬

বোধহীন স্বপ্ন বলেছেন: অন্স আপুন আ টাইম পিপল ইউসড মোবাইল ফোন উইথ অনলি ওয়ান ফুটা।

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩১

চিরতার রস বলেছেন: ট্রু । এহন ফুডা বাড়ছে, ঝামেলাও বাড়ছে ;)

১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৯

আমাবর্ষার চাঁদ বলেছেন: বড়ই হাস্যকর বিষয় বটে!!!!! :D

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪২

চিরতার রস বলেছেন: :D:D:D

১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৭

জো জো বলেছেন: =p~ =p~ =p~

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪২

চিরতার রস বলেছেন: =p~ =p~ =p~ =p~

১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৩

পৃথিবীর আলো বলেছেন: আমার জীবনের প্রথম মোবাইল ছিল ৩৩১০। যত আপডেটেড মোবাইল ব্যবহার করি না কেন ঐটার কথা সবসময় মনে থাকবে। ৬টাকা ০৯ পয়সার দিনগুলা............ আহ্ এখনও জ্বলে। কারও একটা মিস কল ধরে ফেললে নিজেকে অনেক করিতকর্মা মনে হইত।
পুরানা দিনের কথা মনে করায়ে দেয়ার জন্য আপনার জরিমানা হওয়া উচিত।..........................

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৩

চিরতার রস বলেছেন: হুমম। মিসকল ধরাটা একটা খেলা ছিল ;)

১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৪

পৃথিবীর আলো বলেছেন: ৬টাকা ৯০ পয়সা..... হবে।

১৯| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৮

গরম কফি বলেছেন: আপনার লেখর হাত মসৃন । চালিয়ে যান ।

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪

চিরতার রস বলেছেন: ইকোনো ডিএক্স দিয়া লেখিতো তাই ;)

উৎসাহিত করার জন্য ধন্যবাদ গরম কফি :)

২০| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১২

ফিলিংস বলেছেন: বাড়িতে আইয়া মুবাইলের ভিতরে কার্ড ঢুকাইবার মত কুনো ফুডা তো খুইজা পাইলাম না। একটা ফুডা আছে চার্জ দিওনের। আর তো কুনো ফুডা দেহিনা। এতো বড় কার্ডটা এইডার ভিতরে ক্যামনে ঢুকামু?

হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা .।.।.।.।।

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪

চিরতার রস বলেছেন: ;)

২১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২১

লাবনী আক্তার বলেছেন: অনেক আগের কথা মনে পড়ল। ঠিক ছবির মোবাইলের মত আমার মামার একটা মোবাইল ছিল। মামা বাসায় আসলেই আমি মোবাইল নিয়ে আমার কাছেই রাখতাম আর দেখতাম কি কি আছে এর ভেতরে।
একদিন মামার মোবাইল নষ্ট হয়ে গেল। মামা আমাদের বাসায় আসল তো আমি আগ্রহি হয়ে জিজ্ঞেস করাতেই বলল যে মোবাইলটা একজন নষ্ট করে ফেলেছে। অনেককেই দেখাইছে কিন্তু ঠিক হয় না মোবাইল। তো আমি মামাকে বললাম আমাকে দেন আমি দেখি। :P :P

তারপর সেই মোবাইল আমিই ঠিক করে দিয়েছিলাম। এতো মজা লেগেছিল। :D :D মোবাইল সম্পর্কে আমার কোন ধারনাই ছিল না অথচ মোবাইল ঠিক করে ফেলেছি। আমার মামাও খুব খুশি হয়েছিল। এর পর কয়েকজনের মোবাইল ঠিক করে দিয়েছিলাম আমি। :P :P :D

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৬

চিরতার রস বলেছেন: আমি জানি আপনে অনেক বুদ্ধিমতী :P

২২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: :P :P :P :P

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৮

চিরতার রস বলেছেন: ;) :)

২৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: =p~ =p~ =p~ :P :P

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৯

চিরতার রস বলেছেন: =p~ =p~

২৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

উদাস কিশোর বলেছেন: চমত্‍কার চমত্‍কার
প্লাস

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১০

চিরতার রস বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ উদাস কিশোর :)

২৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

মামুন রশিদ বলেছেন: হাহাহা ;)


আমার প্রথম সেট ছিল ডান্ডাওয়ালা এলকাটেল । প্রায় ওয়ারলেস এর সমান সেট খানা বেল্টের হোলস্টারে গুজিয়া ভাব লাইতাম । ২০০০ সালের ১লা মার্চ 'হ্যালো সিলেট' মানে সিলেটে জিপি আসার প্রথম দিনই কিনেছিলাম । আর দ্বিতীয়টা হইল এই ঐতিহাসিক ৩৩১০, বোন ইতালি থেকে পাঠিয়েছিল :-B :-B

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১১

চিরতার রস বলেছেন: অনুভুতি শেয়ার করার জন্য ধন্যবাদ মামুন ভাই :)

২৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৪

মশিকুর বলেছেন:
আমার প্রথম সেট ছিল 'সিমেন্স সি৩৫'। ব্যবহার করা ৩০০ টাকার একটা কার্ড এখনও আছে আমার কাছে :)

পোস্ট হাসির হইছে :) :)

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৩

চিরতার রস বলেছেন: থ্যাংকু মশিকুর ভাই। আমার কিছু সেটের কালেকশান আছে ;) সাথে সীম কার্ডও।

২৭| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১২

শীলা শিপা বলেছেন: বাসায় প্রথম মোবাইল আনার ঘটনা মনে পরল... কত কিছু যে হয়েছে এটা নিয়ে!!! এটা তখন খুব স্পেশাল কিছু হিসেবে দেখা হত... অথচ আমি প্রথম দিনই এটার উপর পানি ফেলে দিয়েছিলাম... ভাগ্য ভাল ছিল কিছু হয় নাই...

১৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

চিরতার রস বলেছেন: শেয়ার করলে আমরাও জানতে পারতাম কি হইছিল আসলে ;)

২৮| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

সাইলেন্স বলেছেন: মোবাইলের ফডুটা দেখিয়া আমার "স্পেস ইমপ্যাক্ট" খেলার কথা মনে পড়িয়া গেল, দিন গুলি মোর সোনার খাচায় রইল না সেজে আমার (স্পেস ইমপ্যাক্ট) গেমস খেলা দিন গুলি।

১৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

চিরতার রস বলেছেন: ;) golden days :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.