নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি ভাল'র দলে

গালিগালাজ ও ক্যাচালমুক্ত ব্লগ

চিরতার রস

ভাল'র সাথে থাকি। ভাল'র মাঝে বাঁচিতে চাই ফেসবুকে বন্ধু হতে চাইলে- www.facebook.com/chiroter.rosh

চিরতার রস › বিস্তারিত পোস্টঃ

Rainbow Eucalyptus - রঙিলা বৃক্ষ

০২ রা মার্চ, ২০১৪ সকাল ১০:৪৫





Rainbow Eucalyptus যেন শিল্পির হাতে আঁকা তেলচিত্র। প্রকৃতির ভাজে ভাজে যে অপার বিষ্ময় লুকিয়ে আছে তার এক অনন্য উদাহরণ এই Rainbow Eucalyptus।



গোটা পৃথিবীতে মোট ৭০০ প্রজাতির মতো Eucalyptus পাওয়া যায়। তার মধ্যে ৯প্রজাতির Rainbow Eucalyptus বর্তমানে অষ্ট্রেলিয়া, পাপুয়া নিউ গিনি, পিলিপাইন এবং ইন্দোনেশিয়ায় দেখা যায়। Eucalyptus এর মধ্যে Rainbow Eucalyptus এর কদর সবচাইতে বেশি হয়ে থাকে এর দৃষ্টিদন্দন রঙের ছড়াছড়ির জন্য। বর্তমানে পৃথিবীর অন্যন্য দেশেও এর কৃত্রিম চাষাবাদ হয়ে থাকে। তবে এর চাষের জন্য গরম এবং ভেজা আবহাওয়ার প্রয়োজন হয়ে থাকে। প্রচুর পানি সেচেরও ব্যবস্থা থাকা জরুরী। এর চাষাবাদ প্রণালী এবং দামদস্তর নিয়েও বিভিন্ন ওয়েবসাইটেরও প্রকাশ ঘটেছে ইতিমিধ্যে।



















শুরুতে Rainbow Eucalyptus এর কান্ডগুলো সবুজ রঙের হয়ে থাকে। পরবর্তীতে গাছের বয়স বাড়ার সাথে সাথে কান্ডগুলো নীল, বেগুনি এবং শেষে লালবর্ণ ধারণ করে। এছাড়া হলুদ ও কমলা রঙেরও দেখা মিলে।



























































কাগজ শিল্পে এর ব্যাপক ব্যবহার লক্ষ্যনীয়। কেননা এটি দ্রুত বৃদ্ধি পায়। ২৫ বছরের মধ্যেই এটি ৪০ মিটার (১৩০ফুট) পর্যন্ত লম্বা হতে পারে। আর মরে যাওয়ার আগে এটি আরো ২০মিটার (৬৫ফুট) বাড়তে পারে।



















Rainbow Eucalyptus এর ফুল







Rainbow Eucalyptus এর বীজ







পোস্টটি মোস্তফা কামাল পলাশ ভাইয়ের এই পোস্টটি পড়ে Rainbow Eucalyptus নিয়ে অগ্রহ জন্মানোর ফলে লেখা।

মন্তব্য ৪৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ১০:৪৮

হেডস্যার বলেছেন:
অতি মনোহর।

০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৩২

চিরতার রস বলেছেন: কেমন আছেন স্যারররর.... ???

২| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ১০:৫৫

ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস ||

০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৩৩

চিরতার রস বলেছেন: হুমম। বাস্তবে চোখের সামনে দেখার ইচ্ছা আছে।

৩| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৩৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
চমৎকৃত হইলাম...!!

ধন্যবাদ ।

০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৫৬

চিরতার রস বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ। গাছগুলি আসলেই চমৎকার। আমার যদি একটা বাগান থাকতো !!!! :(

৪| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৪৭

হেডস্যার বলেছেন:
জ্বী আছি আলহামদুলিল্লাহ ভালো? আপনি ভালো আছেন? ইদানিং দেখা যায়না !! ঘটনা কি?

০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৫৮

চিরতার রস বলেছেন: কিছুদিন ফেসবুকে বেশিরভাগ সময় দিয়েছিলাম, তাই ব্লগিংয়ে ভাটা পড়ছিলো :( ফেসবুক আইডি বন্ধ করে দিলাম :) এখন আবার ব্লগিং নিয়েই থাকবো।

৫| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:১৫

বৃষ্টিধারা বলেছেন: অবাক হলাম 8-| #:-S

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:১৭

চিরতার রস বলেছেন: 8-| 8-| হুমম। রুপসী বৃক্ষ, রঙিলা বৃক্ষ :)

৬| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:১৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর তথ্যবহুল পোস্ট। একটা ব্যাপর জানার আছে। আর সেটি হলো এটি নাকি বেশি পরিমানে পানি শোষণ করে । পনিশূন্যতার সৃষ্টির সহায়ক।ব্যাপারটা সম্পর্কে জানালে ভাল লাগতো। না জানলেও সমস্যা নেই।


চমৎকার সব ছবি আর তথ্যে দারুণ একটি পোস্ট।ভাল লেগেছে।

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৩১

চিরতার রস বলেছেন: হুমম। তথ্যটা জানি। ইনফ্যাক্ট আমি গত অনেক দিন এটা নিয়া বেশ ঘাটাঘাটি করেছি :)

এই গাছ অনেক পানি শোষন করে। শুধুমাত্র ভেজা এবং বেশি আদ্রতার স্থানেই এদের জন্য হয়ে থাকে। যেখানে বাতাসে পানির পরিমান অনেক বেশি থাকে।

মাতামতের জন্য ধন্যবাদ সেলিম ভাই।

৭| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৪

আমি সাদমান সাদিক বলেছেন: পড়ে পুলকিত হলাম ।।

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৪

চিরতার রস বলেছেন: :D :D :D সামনা সামনি দেখলে যে কি হতো !!! B-)) B-)) B-))

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৯

চিরতার রস বলেছেন: :D :D :D সামনা সামনি দেখলে যে কি হতো !!! B-)) B-)) B-))

৮| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:১৪

সুমন কর বলেছেন: তাইতো বলি, এই পোস্টটি আমি কিছুদিন আগেই দেখেছিলাম !!! পরে আপনার দেয়া নিচের লিংকে গিয়ে নিশ্চিত হলাম।

আপনার পোস্টে বর্ণনা পাওয়া গেল। গুড পোস্ট।

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:৩৯

চিরতার রস বলেছেন: হুমম। পলাশ ভাইয়ের পোস্টেই আমি এই গাছের খবর প্রথম জানতে পারি। আশ্চর্যজনক একটা সৃষ্টি।

ভাল থাকবেন সুমন কর ভাই।

৯| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:২৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দারুন একটা ছবি পোষ্ট।










ধন্যবাদ।

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:৪০

চিরতার রস বলেছেন: আপনাকেও ধন্যবাদ দেশ প্রেমিক ভাই।

১০| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ ! বেশ বেশ !

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:৪০

চিরতার রস বলেছেন: আহা বেশ বেশ বেশ।।।

ভারত পাকিস্তানের খেলা দেখতে যাইতেছি।

১১| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আল্লাহ সর্বশ্রেষ্ট শিল্পী বলে কথা !

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:৪১

চিরতার রস বলেছেন: হুমম। আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ শিল্পী।

১২| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:২৭

আছিফুর রহমান বলেছেন: বাংলাদেশে কি এই গাছ পাওয়া যায়।

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:৪২

চিরতার রস বলেছেন: নাহ। পাওয়া যায়না।

১৩| ০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জটিল তো!!! ভালো জিনিস শেয়ার করছেন। আগেও মনে হয় এই নিয়া পোষ্ট দেখছিলাম তবে আপনার মত এত সুলিখিত ছিল না। চমৎকার!! :)

০২ রা মার্চ, ২০১৪ রাত ১১:৪৪

চিরতার রস বলেছেন: সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ ক্যাসানোভা কাভা ভাই :) :) :)

১৪| ০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো তথ্য জানা গেলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

০২ রা মার্চ, ২০১৪ রাত ১১:৪৪

চিরতার রস বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ভাইজান।

১৫| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৯:২২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: সুন্দর ...

তবে বৃক্ষের রঙিলা হবার কারণটুকু ব্যাখ্যা করলে আরো ভালো হতো ।

০২ রা মার্চ, ২০১৪ রাত ১১:৪৬

চিরতার রস বলেছেন: ভাল একটা পয়েন্ট ধরিয়ে দিয়েছেন। দেহি কারণটা পাই কিনা। তাহলে যুক্ত করে দিবো। ধন্যবাদ মন্ত্রী ভাই।

১৬| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:১০

মামুন রশিদ বলেছেন: অদ্ভুত সুন্দর! বিস্তারিত জেনে ভালো লাগল ।

০২ রা মার্চ, ২০১৪ রাত ১১:৪৬

চিরতার রস বলেছেন: ধন্যবাদ জানবেন মামুন ভাই।

১৭| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১১:০৮

বেলা শেষে বলেছেন: Very beautiful, good post, good editing, good picturing.....
Thenk you very much,
Up to next time....

০২ রা মার্চ, ২০১৪ রাত ১১:৪৭

চিরতার রস বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ জানবেন।

১৮| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১১:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:

এর সম্পর্কে প্রথম জানতে পারি পলাশ ভাইয়ের পোস্ট থেকে এবার আরও বিস্তারিত জানতে পারলাম আপনার মাধ্যমে।

০৩ রা মার্চ, ২০১৪ রাত ১২:০৮

চিরতার রস বলেছেন: পলাশ ভাইয়ের পোস্টে তথ্য ছিলনা। তাই আমি একটু মালমশলা দিয়া দিলাম :)

১৯| ০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৪

রাসেলহাসান বলেছেন: সুন্দর!!

০৮ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪০

চিরতার রস বলেছেন: ধন্যবাদ রাসেল হাসান।

২০| ০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

নীল আকাশ আর তারা বলেছেন: খুব সুন্দর ।

০৮ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪১

চিরতার রস বলেছেন: হুমম। থ্যাংকু।

২১| ১৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৬

একলা ফড়িং বলেছেন: অদ্ভুত সুন্দর! কিন্তু শুধু ছবি দেইখা মন ভরে না! সরাসরি দেখতে মঞ্চায়! বীজ পাইলে বাড়ির সামনে একটু লাগাইয়া দেখতাম!!!

১৮ ই মার্চ, ২০১৪ সকাল ১০:১৫

চিরতার রস বলেছেন: বীজ পাইলে আমারেও দিয়েন B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.