নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি ভাল'র দলে

গালিগালাজ ও ক্যাচালমুক্ত ব্লগ

চিরতার রস

ভাল'র সাথে থাকি। ভাল'র মাঝে বাঁচিতে চাই ফেসবুকে বন্ধু হতে চাইলে- www.facebook.com/chiroter.rosh

চিরতার রস › বিস্তারিত পোস্টঃ

◙◙◙ গরমে প্রাণ উষ্ঠাগত ??? সহজেই বানিয়ে ফেলুন মিনি এয়ারকন্ডিশনার আর উপভোগ করুন শীতল হাওয়ার পরশ ◙◙◙

০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৫





গরমে প্রাণ যায় যায়? বাসায় এয়ারকন্ডিশনার নাই ? ফ্যানের বাতাসেও শরীর ঠান্ডা হচ্ছেনা ? তাহলে এই পোস্ট আপনার জন্য :)



যা যা লাগবেঃ

১) টেবিল ফ্যান

২) ৪টি ১ লিটারের প্লাস্টিক ওয়াটার বোতল। (মিনারেল ওয়াটার, পেসসি/কোকাকোলার যেকোন বোতল)

৩) খাওয়ার লবন (সোডিয়াম ক্লোরাইড)

৪) একটি ট্রে

৫) পানি ঠান্ডা করার জন্য ডিপ ফ্রিজ



কার্যপ্রণালীঃ



টেবিল ফ্যানটি একটি সুবিধা মতন জায়গায় স্থাপন করুন। ফ্যানটির সামনে যেন বেশ কিছু জায়গা ফাঁকা থাকে সেদিকে খেয়াল রাখুন।







দুটি ১লিটারের বোতল পানি দিয়ে ভর্তি করুন।







প্রতি বোতলে ২/৩ টেবিল চামচ পরিমাণ লবন যুক্ত করুন। লবল বোতলের পানিকে বরফ হওয়া থেকে রক্ষা করবে।







লবন মেশানো হয়ে গেলে বোতল গুলোকে ডিপ ফ্রিজে পরিপূর্ণভাবে ঠান্ডা করুন।







বোতলগুলো ঠান্ডা হয়ে গেলে একটি ট্রেতে করে সেগুলো ফ্যানের ঠিক সামনে স্থাপন করুন।







এরপর ফ্যানের সুইচ অন করুন আর উপভোগ করুন শীতল হাওয়ার পরশ







৪টি বোতলের প্রয়োজনীয়তার কথা বলেছি এই কারণে, আপনি প্রতি রাতেই ২টি বোতল ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন আগামী দিন ব্যাবহার করার জন্য। আর বাকি দুটি দিয়ে আজকের কাজ তো চালাচ্ছেনই।



একই পদ্ধতিতে আপনি যত খুশি ততটি ফ্যান ব্যবহার করতে পারেন। অন্তত ফ্যানের গরম হাওয়াকে ঠান্ডা করতে এই পদ্ধতি যথেষ্ট কার্যকরই মনে হচ্ছে।



বুদ্ধিটি উইকিহাউ থেকে ধার করা। আজই আমি এটি এপ্লাই করবো ভাবতেছি। আপনিও ট্রাই করে দেখতে পারেন।

মন্তব্য ৬৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২২

মদন বলেছেন: কিছু হলেও ঠান্ডা হবে।

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩০

চিরতার রস বলেছেন: হুমম। ফ্যানের বাতাসকে ভালই ঠান্ডা করবে মনে হয়। অন্তত কিছুটা আরাম তো পাওয়া যাবে :)

২| ০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৮

ইব্রাহীমলিজা বলেছেন: কাজ হবে ১০০%

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩১

চিরতার রস বলেছেন: অবশ্যই। এটি পরিক্ষীত পদ্ধতি। তবে চিরস্থায়ী নয়। কিছুটা স্বস্তি পাওয়া যাবে আরকি :)

৩| ০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৬

সোহানী বলেছেন: বলেন কি.......... এত্তো সহজ....... তাইলেতো আর এসি কেনার দরকার নাই ... কি বলেন ...... B:-/ B:-/ B:-/ B:-/ B:-/

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৪

চিরতার রস বলেছেন: এক কাজ করেন আপ্নে এসি কিন্না আমারে দিয়া দিয়েন। আর আপনে এই পদ্ধতি ইউজাইয়েন ;)

৪| ০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৮

একাকী বাংলাদেশি বলেছেন: কিন্তু এটা কতক্ষন কাজ করবে? মানে ২ ঘন্টা পরেই তো পানি নরমাল হয়ে যাবে তখন আর ঠান্ডা করতে পারবে না।

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৯

চিরতার রস বলেছেন: এটি মোটেও চিরস্থায়ী পদ্ধতি নয়। কিছু সময় একটু গরম থেকে রেহাই পাওয়া মাত্র। চিরস্থায়ী ব্যবস্থার জন্য অবশ্যই আপনাকে এসি কিনতে হবে ;)

৫| ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০০

ভীতু সিংহ বলেছেন: ট্রাই করার পর ফলাফল জানিয়েন।+++

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪০

চিরতার রস বলেছেন: আচ্ছা :)

৬| ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৩

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: আপনি কি ট্রাই করেছেন? ;) হাছা কইবেন কিন্তু , ;)

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪২

চিরতার রস বলেছেন: এখনো করিনাই। দুই একদিনের মধ্যে ট্রাই করবো ইনশাল্লাহ। বৃষ্টি নামার পরে গরম কইমা গেছে। তাই আর ট্রাই মারতে পারি নাই। তবে সামনে অবশ্যই দরকার হবে।

৭| ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৫

*কুনোব্যাঙ* বলেছেন: ভালো আইডিয়া। তয় সারা রাইত বরফের বাতাস খাইলে সর্দি লাগবোনা তো আবার।

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৪

চিরতার রস বলেছেন: ব্যফারডা আপেক্ষিক ;)
তবে ঠান্ডা পানি তো আস্তে আস্তে গরম হৈয়া যাইবো, তাই তাপমাত্রা কমার সাথে সাথে শরীরও ঐ তাপের সাথে নিজেরে মানাইয়া লইবো। তাই আমার কাজে মনে হইতাছে সর্দি লাগার সম্ভাবনা নাই :)

৮| ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১১

হেডস্যার বলেছেন:
দুই বোতল পানির সাথে এক বোতল চিরতার রস ও দিতে পারেন এতে ঠান্ডার পরিমান দ্বিগুন হবে ;)

আইডিয়া ভালো...
+++

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৫

চিরতার রস বলেছেন: জিনিয়াস ;)
এর জন্যই তো আপনে হেডস্যার :)

৯| ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১২

পথহারা নাবিক বলেছেন: মনে হয় না খুব একটা কার্যকর!!

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫১

চিরতার রস বলেছেন: ;) কিছু সময়ের জন্য ভালই কার্যকর হবে মনে হয়। তবে চিরস্থায়ী ব্যবস্থার জন্য এসি কিনুন :)

বাতাসকে কিছুটা ঠান্ডা করার জন্য এটি এপ্লাই করা যেতে পারে আরকি। প্রচন্ড গরমে ফ্যানের ভ্যাপসা বাতাসকেও অসহ্য লাগে।

১০| ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: হ্যাঁ এতে অবশ্যই কাজ হবে।

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫২

চিরতার রস বলেছেন: ;) মনে হয়। এপ্লাই করছেন নাকি ?

১১| ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৬

আজীব ০০৭ বলেছেন: ভালো আইডিয়া।

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫২

চিরতার রস বলেছেন: ;)

১২| ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৯

মামুন রশিদ বলেছেন: গরমে ঠান্ডা হওয়ার এই লাগসই প্রযুক্তি পছন্দ হইছে ;)

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫২

চিরতার রস বলেছেন: থ্যাংকু মামুন ভাই :)

১৩| ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৫

ইমিনা বলেছেন: গরম রে ডরাই না আর :-B :-B

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩০

চিরতার রস বলেছেন: :|| :|| :|| আপনের রুপের রহস্য কি ?

১৪| ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৫

আলী খান বলেছেন: ভাল আইডিয়া............................................

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩২

চিরতার রস বলেছেন: :) ধন্যবাদ ।

১৫| ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৭

রাখালছেলে বলেছেন: :D :D :D :D :D :D :D :D :D :D :D :D

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৩

চিরতার রস বলেছেন: ;) ;)

১৬| ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৮

ইমিনা বলেছেন: হায়, হায়,
এইটা কি প্রশ্ন করলেন ভাইজান?
অন্য কেউ শুনতে পেলে তো মাইন্ড করবে ;) ;)

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫০

চিরতার রস বলেছেন: ;) আপনে কি প্রাইভেটলি কইতে চাইতেছেন ? :) তাইলে ইনবক্স করেন ;)

১৭| ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৩

চুক্কা বাঙ্গী বলেছেন: ঘরের মেঝে এবং দেয়ালে যদি মার্বেল পাথর ব্যাবহার করতে পারেন তাহলে ঘর এমনিতেই ঠান্ডা থাকবে। আর্টিফিশিয়াল অথবা অরিজিনাল এসির প্রয়োজন হবে না।

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৯

চিরতার রস বলেছেন: ওরে খাইছে রে !!!!! ভাইজান মার্বেল পাথরের ঘরে যারা থাকে তাদের জন্য আমার পোস্ট না :) এইটা আমগো মতো আম জনতার জন্যে ;)

১৮| ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১২

নিজাম বলেছেন: ভাল বুদ্ধি তো!

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৪

চিরতার রস বলেছেন: :)

১৯| ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল বুদ্ধি কিন্তু কারেন্ট না থাকলে সেই গরমইত সহ্য করা লাগবে :( :( :(

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৭

চিরতার রস বলেছেন: এখন তো মনে হচ্ছে সরকারী বিদ্যুতের বিকল্প ব্যবস্থা হিসেবে একটা পোস্ট প্রসব করতে হবে ;)

২০| ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন:
চামড়া ঠান্ডার জন্য এত আয়োজন কিসের? সুধু ফ্যানে চলে না?

২১| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৬

আহলান বলেছেন: টেবিল ফ্যানের বাতাস এমনিতেই ঠান্ডা ... সিলিং ফ্যান দিয়া কাজ হবে নাকি সেটা বলেন ;)

০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৪

চিরতার রস বলেছেন: সিলিং ফ্যানের মইধ্যে বোতল ঝুলাইবেন ক্যামতে সেইডা আমার মাথায় ধরেনা :( ;)

২২| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৮

স্নিগ্ধ শোভন বলেছেন:



কারেন্টই ঠিক মত থাকেনা /:) তবে আইডিয়া ভালো।




আহলান বলেছেন: টেবিল ফ্যানের বাতাস এমনিতেই ঠান্ডা ... সিলিং ফ্যান দিয়া কাজ হবে নাকি সেটা বলেন।
কথা কিন্তু সত্য।

০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৪

চিরতার রস বলেছেন: কারেন্ট নিয়া কথা উঠায় একটা দারুণ আইডিয়া মাথায় আসলো :)
পরে শেয়ার করবো।

সিলিং ফ্যানে বোতল ঝুলাইবাম ক্যামতে ? :)

২৩| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৩

একজন ঘূণপোকা বলেছেন: =p~ =p~ =p~

০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৫

চিরতার রস বলেছেন: ;) ;) ;)

২৪| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: :D :D :D ++++++++++++ B-) B-) B-) ;) ;) ;) :) :)

০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৫

চিরতার রস বলেছেন: :) :) ------- ;) ;)

২৫| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:১০

চুক্কা বাঙ্গী বলেছেন: আহা! অযথা ক্ষেপিলেন কেন ব্রাদার! ফ্যান আর এসি তো এই গরমে কোন কামে আইবো না!! কারেন্ট নাই ফ্যান ঘুরবো কি দিয়া? তারচেয়ে বরং আমার আইডিয়াটা চিন্তা করে দেখেন। ইনভেস্ট তো বেশী না। একটা মহল বানাইবেন আর চারিদিকের দেয়ালে মার্বেল পাথর জুড়িয়া দিবেন। শাজাহান স্ফটিক পাথর দিয়া তাজমহল বানাইতে পারলে আমরা মার্বেল পাথর দিয়া মহল বানাইতে পারুমনা??
আমার স্বপ্নে আপনি এভাবে চিরতার রস ঢেলে দিতে পারিলেন? :P :P

০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৭

চিরতার রস বলেছেন: আপ্নে একটা মার্বেল পাথ্থরের ঘর বানাইয়া আমারে দাওয়াত দিয়েন ;) ডিনারের দাওয়াত :) তখনই পরীক্ষা হৈয়া যাইবোনে।

২৬| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫০

যুবায়ের বলেছেন: চমৎকার আইডিয়া.....
ট্রাই করে দেখতে হবে।

ধন্যবাদ চিরতার রস।
ভাল একটা আইডিয়ার জন্য।

০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৭

চিরতার রস বলেছেন: থ্যাংকু যুবায়ের ভাই। বেশি গরম লাগলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। ফল পাবেন ;)

২৭| ১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৭

লাবনী আক্তার বলেছেন: পোস্ট ভালই হইছে। বুদ্ধিটা চিরতার মত তিতা না। ;) ;) :P :P

১০ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৭

চিরতার রস বলেছেন: ;) ;) ;) ইইইইই.........

২৮| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪০

ঢাকাবাসী বলেছেন: ভাল আইডিয়া, ঘন্টাখানেকের মত আরাম লাগবে।

১৪ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৫

চিরতার রস বলেছেন: শুভ নববর্ষ :)

২৯| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৩

এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।

১৪ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৫

চিরতার রস বলেছেন: শুভ নববর্ষ সাবির ভাই। সুস্থ সুন্দর হোক আপনার জীবন।

৩০| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন: শুভ বাংলা নববর্ষ !:#P !:#P !:#P

১৪ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৬

চিরতার রস বলেছেন: শুভ নববর্ষ শোভন :)

৩১| ২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪১

সুমন জেবা বলেছেন: ভাইজান মার্বেল পাথরের ঘরে যারা থাকে তাদের জন্য আমার পোস্ট না :) এইটা আমগো মতো আম জনতার জন্যে ;)

হে ..!হে..!

২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৭

চিরতার রস বলেছেন: ;)

৩২| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভাল পদ্ধতি।

০৭ ই মে, ২০১৪ সকাল ১০:৪৫

চিরতার রস বলেছেন: হুমম।

৩৩| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১০:২৫

ইউসুফ জাহিদ বলেছেন: আপনি তোঁ মিষ্টি মানুষ, তাহলে আপনার নাম চিরতার রস কেন ?

০৭ ই মে, ২০১৪ সকাল ১০:৪৬

চিরতার রস বলেছেন: যাতে মানুষ মিষ্টি ভেবে ভুল করে খেয়ে না ফেলে B-)) B-)) B-))

৩৪| ১১ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৬

মুদ্‌দাকির বলেছেন: ভালো বুদ্ধি ভালো পোষ্ট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.