নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল'র সাথে থাকি। ভাল'র মাঝে বাঁচিতে চাই ফেসবুকে বন্ধু হতে চাইলে- www.facebook.com/chiroter.rosh
আমাদের দেশের দক্ষিণাঞ্চলে সুন্দরবন নামক স্থাণের সুবিশাল এলাকাজুড়ে হতদরিদ্র পশুপাখির বসবাস। বছরের পর বছরজুড়ে এরা দরিদ্রসীমার নীচে দিনাদিপাত করছিল। টাকার অভাবে স্কুলে যেতে পারতো না বাঘের নাদান বাচ্চারা। দিনের পর দিন অভাবে অনাদরে তাদের বান্দ্রামীটাও ভুলতে বসেছিল বানরের দল। সন্ধ্যার পরে পুরো সুন্দরবন জুড়ে নামতো ভূতুড়ে অন্ধকার। কেননা শহরের মতো তো আর সেখানে কোন বিদ্যুৎ কানেকশান নাই। তাই শিয়ালের দল তাদের বাচ্চাদের বিকেল বেলায়ই ঘুম পাড়িয়ে দিতো। পাছে বাচ্চারা আবার রাতের বেলা বই নিয়ে পড়তে বসতে চায়। কিন্তু আজ সুন্দরবন এলাকাজুড়ে খুশীর বন্যা। চারদিকে আনন্দের জোয়াড় বইতে শুরু করেছে। তাদের দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে।
সুন্দরবনের রামপালে স্থাপণকৃত বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে জানতে চাইলে এক প্রবীণ শিয়াল আবেগপ্রবণভাবে আমাদের বললেন-"আমাদের বাপ দাদা চোদ্দগুষ্ঠি ছিল পন্ডিতের বংশ। কিন্তু বিদ্যুতের অভাবে আমাদের বাচ্চাদের পড়ালেখার ভীষণ সমস্যা হচ্ছিল। স্থাপণকৃত বিদ্যুৎকেন্দ্র আমাদের অনেকদিনের আশার প্রতিফলন বৈকি। আশা করছি আমাদের ছেলেপেলেরা আগামী বছর থেকে গোল্ডেন এ+ পেয়েই সব পরীক্ষায় পাশ করবে।"
উঠতি বয়সী এক বাঘকে তার মতামত জানতে চাইলে তিনি জানান-"এতো দিন বিদ্যুৎ এর কারণে বাংলাদেশ ক্রিকেটদলের খেলা সরাসরি দেখতে পাইতাম না। খবরের কাগজই ছিল একমাত্র ভরসা। দল জয়ী হইলে যখন খেলোয়াড়দের বাঘের বাচ্চা বইলা বাহবা দিতো, তখন গর্বে বুকটা ভইরা যাইতো। এখন জঙ্গলে বিদ্যুতের লাইন আইবো, আমরা বড় পর্দায় লাইভ ম্যাচ দেখুম। ভাবতেই ভাল লাগতেছে। আমরা আশা করি কর্তৃপক্ষ আগামীতে সুন্দরবনে একটা ক্রিকেট স্টেডিয়ামও তৈরি করে দিবে। এতে আমরাও ক্রিকেট খেলা শিখে জাতীয় দলের অংশীদার হইতে পারুম।"
কিছুদূর সামনে এগুতেই এক ময়ূরের সাথে দেখা হতেই তিনি মিটিমিটি হেসে আমাদের কাছে তার ইচ্ছার কথা জানালেন-"শুনেছি ভারতের ময়ূরগুলা দেখতে অনেক সুন্দর। বিদ্যুৎকেন্দ্র চালু হইলে ওদের সাথে নাকি আমাদের বন্ধুত্ব আরো জোরদার হবে। একজন সুদর্শন ময়ূর হিসেবে এটা আমার জন্য অবশ্যই একটা বড় প্লাস পয়েন্ট।"
যে যতই সমালোচনা করুক না কেন, এই বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের বেকার পশুপাখিদের কর্মসংস্থানের সুযোগের পাশাপাখি তাদের আর্থ-সামাজিক অবস্থাকে আরো বহুগুণে উন্নত করবে। সেই সাথে এই কনকনে শীতের রাতে তাপবিদ্যুৎকেন্দ্রের উত্তাপ সুন্দরবনের আবহাওয়াকে গরম রাখতে সাহায্য করবে বৈকি। বুঝতেই তো পারছেন দক্ষিণাঞ্চলে যেই শীত!!!
২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৬
চিরতার রস বলেছেন: হুম। লিখলে অনেক লেখাই যেত। কিন্তু আমার রম্য সাইজে সাধারণত ছোটই হয়
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪২
শাহরীয়ার সুজন বলেছেন: মজা পেলুম
২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬
চিরতার রস বলেছেন: শুনে ধন্য হলুম
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৫
মামুন রশিদ বলেছেন: মজা পেলাম, বুকের মাঝে চিনচিন ব্যাথাও হলো!
২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৭
চিরতার রস বলেছেন: বুকে ব্যাথা করলে বেশি বেশি পানি খান, হিসুর সাথে ব্যাথা রের হয়ে যাপে
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৪
তুষার কাব্য বলেছেন: দারুন লাগলো রম্য...
২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৬
চিরতার রস বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।
৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক দিন পর আপনাকে পোষ্ট দিতে দেখলাম!! রম্যের মাঝে কষ্টের ম্যাসেজ দিয়েছেন দেখি।
২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২০
চিরতার রস বলেছেন: হুম। মেলা দিন পরে পুষ্টাইলাম। সামুর নানান টেকনিক্যাল ঝামেলায় বিরক্ত হৈয়া গেছিলাম। এখন আবার স্টাবল মনে হচ্ছে। তাই আবার জয়েন করলাম
৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০১
সকাল রয় বলেছেন:
হেব্বি লিখিছেন .....
আরেকটু বড় ইতো
২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৩
চিরতার রস বলেছেন: ধন্যবাদ দাদা। হুম আরেকটু বড় করা যাইতো। কিন্তু করি নাই। আমি একটু সর্ট টাইপ রম্য লিখি। বেশি বড় হৈলে আবার পাঠকরা পাছে বিরক্ত হৈয়া যায়।
৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৯
রহস্যময়ী কন্যা বলেছেন: হেব্বি হইসে
২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৭
চিরতার রস বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ মিস্টিরিয়াস গার্ল
২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৮
চিরতার রস বলেছেন: ভাল কথা এইটা কি আপনের যমজ বোন নাকি?
http://www.somewhereinblog.net/blog/afrinzripa
৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৭
অঘটনঘটনপটীয়সী বলেছেন: অনেএএএএএএক দিন পর পোস্ট দিলেন একটা। তাও এত্ত ছোট্ট!!!
৫ম প্লাস।
২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৯
চিরতার রস বলেছেন: হুম অনেক দিন পরে। তাও ছোট্ট শুরুতে ছোট দিয়াই শুরু করা ভাল কি বলেন ?
৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৫
সুমন কর বলেছেন: ব্যাপক মজাদার হয়েছে !!
অনেকদিন পর অাপনার লেখা পেলাম।
২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪০
চিরতার রস বলেছেন: ধন্যবাদ সুমন কর দা । ভাল আছেন নিশ্চয়ই ?
১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৯
জেরিফ বলেছেন: বাস্তবতাকে আড়ালে রেখে সবাই মজাই নিচ্ছে ।
ভালো তো ভালো না ??
২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪১
চিরতার রস বলেছেন: বুকের ভিতর ব্যাথা করে দেইখাই এই ইস্যু নিয়া পোস্টাই রে ভাই
আমি রম্যের মানুষ, তাই রম্য কইরাই ইস্যুটা তুলে আনছি মাত্র।
১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩১
ইমিনা বলেছেন: অনেক দিন পর আপনার পোস্ট পেয়ে আহা কি যে খুশি লাগছে
রম্য গল্প দারুন হইছে। বাঘ শিয়লদের আনন্দই আমার আনন্দ
২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪২
চিরতার রস বলেছেন: এই আনন্দে মিষ্টি খাওয়ান।
ভাল কথা, হেপি বাড্ডে। কেক খাইতে আসুম কখন ?
১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩১
আলম দীপ্র বলেছেন: আমি ব্লগে আসার পর বোধ হয় প্রথম পোস্ট দিলেন ভাই ।
যাই হোক ! ভালো লাগল পোস্ট ! নিয়মিত হন আবার
২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৩
চিরতার রস বলেছেন: হুম। খুব সম্ভবত। ইনশাল্লাহ নিয়মিত হবো আবার, যদি সামুর কলকব্জা ঠিক থাকে
১৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
মজা ও বেদনা পেলুম।
২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৬
চিরতার রস বলেছেন: বেদনা পাওয়া ছাড়া আমাদের আর কিছুই করার নাই। এক সময় দেশের ১১টি জেলার বাঘ ছিল। এখন আছে শুধুই সুন্দরবনে। একদিন হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম কেবল বাঘের গল্পই শুনবে
১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫০
বটবৃক্ষ~ বলেছেন:
দারুন!! আরো বড় হলে ভালো হত ভাইয়া!!
৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩০
চিরতার রস বলেছেন: ঠিকাসে পরের বার বড় কৈরা দিমু
তুমার খবর কিতা ?
১৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৩
এহসান সাবির বলেছেন: সুন্দর রম্য।
আজকাল রম্য পড়া বোধ হয় সবাই ভুলে গেছে
৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৩
চিরতার রস বলেছেন: হুম। সবাই এখন খালি সিরিয়াস পোষ্ট দেয় সবার ভিতরে কঠিনত্ব টগবগ করতেছে এখন
হাওএভা, পড়ার জন্য অনেক ধন্যবাদ সাবির ভাই। ভাল থাকুন।
ভাল কথা, আপনের সাইকেলটা আছে এখনও ?
১৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৫
এহসান সাবির বলেছেন: কি যে বলেন!! কত বার কত জন ভাঙ্গল, ভেঙ্গে তারা আমার কাছে দিয়ে যায়, আমি আবার ঠিক করি।
কয়েক দিন আগে একজন রিং ভেঙ্গে ফেরত দিল, ঠিক করালাম। কাল একজন নিয়ে যেয়ে প্যাডেল ভেঙ্গে দিয়ে গেল
লাগবে নাকি ধার?
৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৩
চিরতার রস বলেছেন: দরকার হৈলে জানামু নে
১৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৭
অপূর্ণ রায়হান বলেছেন: এই মাসে রম্যের খুব খরা! তার মাঝে আপনার রম্য এইটা হইছে বেশ কড়া! প্লাসে ঝরঝরা!
++++++++++++++
কিছুদূর সামনে এগুতেই এক ময়ূরের সাথে দেখা হতেই তিনি মিটিমিটি হেসে আমাদের কাছে তার ইচ্ছার কথা জানালেন-"শুনেছি ভারতের ময়ূরগুলা দেখতে অনেক সুন্দর। বিদ্যুৎকেন্দ্র চালু হইলে ওদের সাথে নাকি আমাদের বন্ধুত্ব আরো জোরদার হবে। একজন সুদর্শন ময়ূর হিসেবে এটা আমার জন্য অবশ্যই একটা বড় প্লাস পয়েন্ট।" কশে দিয়েছেন ময়ূরদের।
ভালো থাকবেন ভ্রাতা
৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৪
চিরতার রস বলেছেন: দোয়া রাইখেন ব্রো। নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা
১৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
চরম রম্য +++++++
৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৯
চিরতার রস বলেছেন: ধন্যবাদ ইভান ভাই
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩০
ভিটামিন সি বলেছেন: গুড। তবে এতো ছোট কেন? উপকরণ তো ভালোই ছিলো।