নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একা হয়ে যাও,নির্জন নদীর মতো

নিজের ছায়ার মতো, পদচিহ্নের মতো, শূন্যতার মতো একা হয়ে যাও

চন্দ্রাবুড়ি

******* এই বাড়িটি একলা বাড়ি কাঁপছে এখন চোখের জলে ভালবাসার এই বাড়িতে তুমিও নেই, তারাও নেই! --মহাদেব সাহা

চন্দ্রাবুড়ি › বিস্তারিত পোস্টঃ

তুমি চলে গেলে

০১ লা আগস্ট, ২০১১ রাত ৯:১৩





তুমি চলে গেলে আমি এলোমেলো হয়ে যাই

আপ্যায়নের ত্রুটি চোখে পড়ে, যদি তুমি কষ্ট পেয়ে থাকো।

যে দগ্ধ সিগারেট তুমি পদতলে মাড়িয়ে দিয়েছিলে, আমি তাকে

তুলে এনে পকেটে রেখেছিলাম; যে টুকরো কাগজে তুমি

আমার নাম লিখেছিলে, আমি তাকে বৃষ্টির মধ্যে ছুঁড়ে দিয়েছিলাম।

বৃষ্টিতে ভিজে ভিজে ওটা আবার সেই কাগজ হয়ে উঠেছিল;

তুমি যদি কষ্ট পেয়ে থাকো। চলে গেলে এইসব এলোমেলো ভাবি,

আপ্যায়নের ত্রুটি চোখে পড়ে, - ভাবি যতটুকু দাবি ছিল,

আমি তার কতটুকু মিটাতে পেরেছি?



রেস্তোঁরা, ঝড়ের নদী, ফাঁকা ধু-ধু জল আমাকে বিদ্রূপ করে,

আমি এলোমেলো হয়ে যাই, কোলাহল করে ওঠে দ্বিধাগ্রস্থ প্রাণ।

রবীন্দ্রনাথের গান দিয়ে তোমাকে কি বোঝাতে পেরেছি?

সাজানো কথার রাজ্যে যতটুকু আমি,

তুমি তার কতটুকু গ্রহণ করেছো?



তুমি চলে গেলে ভাবি, আমি খুব এলোমেলো হয়ে যাই।

সাজিয়ে কবির মত বোঝাতে পারি না-;

চলে গেলে কথা আসে, প্রেম আসে, বুদ্ধি আসে,

-হায়রে নিয়তি!



-নির্মলেন্দু গুণের এই কবিতাটা এখন পড়লাম। আগেও অনেক পড়েছি। আজকে আবারও পড়লাম। অনেক ভাললাগা কবিতা।

মন্তব্য ১৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১১ দুপুর ১:৫৯

অদৃশ্য বলেছেন:

কবিকে..... +


আপনার জন্য শুভকামনা....

০২ রা আগস্ট, ২০১১ রাত ১০:৩৫

চন্দ্রাবুড়ি বলেছেন: ধন্যবাদ

২| ০২ রা আগস্ট, ২০১১ রাত ১১:০৩

প্লাকিং বলেছেন: এই কবিতাটা যতবার পড়ি ততবার ভাললাগে। শেয়ারের জন্য ধন্যবাদ।

০৩ রা আগস্ট, ২০১১ দুপুর ২:১৬

চন্দ্রাবুড়ি বলেছেন: আমারও খুব ভাললাগা কবিতা। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

৩| ০২ রা আগস্ট, ২০১১ রাত ১১:০৮

হাসান মাহবুব বলেছেন: স্বাগতম ব্লগে। সুন্দর কবিতা শেয়ার করার জন্যে ধন্যবাদ।

০৩ রা আগস্ট, ২০১১ দুপুর ২:১৬

চন্দ্রাবুড়ি বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

৪| ০২ রা আগস্ট, ২০১১ রাত ১১:৫৫

অনিক বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৩ রা আগস্ট, ২০১১ দুপুর ২:১৭

চন্দ্রাবুড়ি বলেছেন: ধন্যবাদ রইলো।

৫| ০৩ রা আগস্ট, ২০১১ ভোর ৫:৪৪

রিয়েল ডেমোন বলেছেন: ধন্যবাদ আবারো প্রিয় কবির কবিতা দেয়ার জন্য। :)

০৩ রা আগস্ট, ২০১১ দুপুর ২:১৮

চন্দ্রাবুড়ি বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৬| ০৩ রা আগস্ট, ২০১১ দুপুর ২:৩১

নিরুদ্দেশ বলেছেন: সুন্দর কবিতা...শেয়ার করার জন্যে ধন্যবাদ....

০৩ রা আগস্ট, ২০১১ দুপুর ২:৪২

চন্দ্রাবুড়ি বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

৭| ০৩ রা আগস্ট, ২০১১ বিকাল ৫:১৩

ত্রাতুল বলেছেন:
কবিতাটা অনেক সুন্দর। শেয়ার করার জন্য ধন্যবাদ।

ভাল থাকবেন। হ্যাপি ব্লগিং। :)

০৩ রা আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:০০

চন্দ্রাবুড়ি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩০

মাধব বলেছেন: আমিও কবি হতে চাই। কবিকে সম্মান জানাচ্ছি।

আপনাকে শুকরিয়া জানালাম। @ চন্দ্রাবুড়ি

৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:০৯

চন্দ্রাবুড়ি বলেছেন: আপনাকেও ধন্যবাদ মাধব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.