নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পোষাক তৈরীর কারখানায় মাসিক বেতনে কামলা দেয় মাস শেষে মাইনের আশায়, যে মাইনে দিয়ে চলবে নিজের পরিবার ও সমাজের জন্য কিছু একটা করার প্রচেষ্টা মাত্র। নিতান্তই সাদামাঠা গ্রাম থেকে আসা স্বল্প শিক্ষিত মানুষ।

চোরাবালি-

চোরাবালি- › বিস্তারিত পোস্টঃ

ধর্মপ্রাণ এবং ধর্মবিদ্বেষীদের মধ্যে পার্থক্য

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৫

ধর্মপ্রাণ- নারীদের সম্পদ মনে করে কঠিন কাজ থেকে দুরে রাখে

ধর্মবিদ্বেষী- নিজেদের অপারগতা বা অক্ষমতা ঢাকার জন্য নারী উন্নয়নের ধোয়া তুলে নিজেকে বাঁচাতে চাই।



ধর্মপ্রাণ- সর্বদায় অন্যের কথা শুনে মন দিয়ে এবং সকল সুন্দর মতামতকে গুরুত্বদেয়।

ধর্মবিদ্বেষী- সর্ববাদ নিজেদের আইনস্টাইন মনে করে এবং কাউকে গুরুত্বদেয় না।



ধর্মপ্রাণ- যত বিপদই আসুক নিকেকে নিজ সৃষ্টিকর্তাকে স্মরণ করে

ধর্মবিদ্বেষী- বিপদে পড়লেই ধর্মপ্রাণদের ভাই বোন বাবা চাচা খালু বানিয়ে রক্ষা পেতে চায়



ধর্মপ্রাণ- সর্বদা গোছানো কথাবার্তা বলে এবং সমাজ সেবায় নিজেদের নিমোজ্জিত রাখে কম প্রচার করে

ধর্মবিদ্বেষী- সর্বদা বিদ্বেষমূলক কথাবার্তা বলে আর ভং ধরে নিজেদের সমাজ সেবক বলে দাবি করে।



ধর্মপ্রাণ-ধর্মপ্রাণ লোকেরা যখন নিজ ধর্মের আঘাত সহ্য করতে করতে এসময় প্রতিবাদি হয়ে ওঠে এবং কঠোর প্রতিবাদ করে।

ধর্মবিদ্বেষী- ধর্মপ্রাণ যখনই প্রতিবাদি হয়ে ওঠে তখনই তোমাদের ধর্মে এগুলা করা নিষেধ ওগুলা করা নিষেধ ধর্মে কোথাও এইটা বলা নাই ইত্যাদি বলে রুখতে চাই বা বাঁচতে চাই।

ধর্মপ্রাণ- বিবাহ বির্হিরভূত অবাধ মেলামেশাকে নিষিদ্ধ করতে চাই

ধর্মবিদ্বেষী- যৌনাতাকে উষ্কে দেয় নারী অধিকারের কথা বলে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.