নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এর নাম মূর্তি-
এর নাম ভাস্কর্য
এর নাম পূঁজা-
এর নাম শ্রদ্ধাঞ্জলী-
১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৮
চোরাবালি- বলেছেন: না বুঝলে ক্যামতে শেখায় দাদা
২| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৯
কাজী মামুনহোসেন বলেছেন: শুধু তাই নয় ছাগুর দল ব্লগার এবং নাস্তিকের মধ্যে পার্থক্য বুঝে না...
Click This Link
১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৯
চোরাবালি- বলেছেন: এক্কেবারে হাচা কথা কইছেন
৩| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৮
দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো বলেছেন।
++++++
১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৮
চোরাবালি- বলেছেন: বললাম আর কি দেখানোর চেষ্টা করলাম মাত্র বস
৪| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৯
হাবীবুল বলেছেন: নামে কি আসে যায় ?
১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫০
চোরাবালি- বলেছেন: পার্থক্য তো আছে
৫| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫২
সিবাক বলেছেন: কেও যদি মুসলমান হয়েই থাকে আর শ্রদ্ধাঞ্জলী জানাতেই চায় শহীদদেরকে তাহলে কেননা দুই রাকাত নফল নামাজ আদায় করে তাদের জন্য দুয়া করে না??
একটা ছোট উদাহরন দেই, আমার এক বন্ধু temporary tattoo করাতে চায়, সে বলে ইসলামে permanent tattoo করা হারাম, temporary tattoo করালে অসুবিধা নাই।
আসলে ইসলাম এখন কেও থোরাই কেয়ার করে।
১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৪
চোরাবালি- বলেছেন: ইসলাম আবার কি? শান্তিকে নিয়ে যিনি পালিয়েছেন?
৬| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৬
স্বপ্ননীড় বলেছেন: ”বিচার মানে তালগাছ আমার” এই নীতিতে যারা চলে তাদেরকে সারাদিন বোঝালেও কোন লাভ হবে না।
১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৫
চোরাবালি- বলেছেন: জ্বি বস।
৭| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৯
সরকার হীরক বলেছেন: গণ্ড মুর্খদের কে বোঝাবে? যদি বুঝতো তাহলে এই ধরণের দাবি তুল তো না!!!!
১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৬
চোরাবালি- বলেছেন: ঠিকই বলেছেন গণ্ডমূর্খদের চোখে আঙুল দিয়ে দেখালেও পার্থক্য বুঝতে পারে না।
৮| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২১
ইউসুফ আলী রিংকূ বলেছেন: আচ্ছা বলেন তো ৫ নাম্বার কমেন্টের উত্তর টা রিপোর্ট করতে পারলাম না কান ????
১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৭
চোরাবালি- বলেছেন: কেন ভাই!! রিপোর্ট করার আবার কি দরকার?
৯| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৯
আরজিয়া বাংলাদেশ বলেছেন:
এটা আপনার ব্যক্তিগত অভিমত।
১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩১
চোরাবালি- বলেছেন: কেন ভুল বলেছি কিছু? অন্যরা যা বলে সেটি কি জাতীয় অভিমত নাকি তাদের ব্যক্তিগত অভিমত? জাতীয় অভিমতও তো কোন না কোন ব্যক্তির অভিমতই
১০| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৪
আহলান বলেছেন: বুঝা গেলো ... এটা কি ভাস্কর্য না মুর্তি?
১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৯
চোরাবালি- বলেছেন: এত জ্ঞান থাকলে তো পত্রিকায় লিখতাম বুদ্ধিজীবি হিসেবে
১১| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৬
নীল বেদনা বলেছেন:
লেখক বলেছেন: ইসলাম আবার কি? শান্তিকে নিয়ে যিনি পালিয়েছেন?
দাদা, আদাব রইলো। আশা করি স্বর্গীয় নমস্য প্রপিতামহগণের করুণাতে কুশলেই আছেন। ইসলাম সম্পর্কে আপনার এই মূল্যায়ন পাঠ করতঃ বাস্তবেই বুঝিতে পারিতেছি যে আপনি ইসলাম সম্পর্কে অতি উচ্চ ধারণা পোষণ করেন।
১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৮
চোরাবালি- বলেছেন: এত সামান্যতে যিনি বুঝিতে পারেন তিনি তো মহা জ্ঞানিই হবে।
১২| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৯
তালাশী বলেছেন: তুরা বালের দল । ইতিহাস গেটে দেক কুথা থেকে মুর্তি এসেছে ।
১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪১
চোরাবালি- বলেছেন: সাবাস বস আপনার মুখের ভাষা। যা শিক্ষা না আপনার একেবারি আমি অভিভূত।
ইতিহাস তো বলে মক্কা শরীফ থেকে মূর্তি এসেছে। কি !!! সঠিক বলিনি
১৩| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪০
আহমেদ সাব্বির পল্লব বলেছেন:
@লেখক: সামনে আসছে শুভ দিন.......শিব লিঙ্গে পূজা দিন.....
১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪২
চোরাবালি- বলেছেন: ঐ পুঁজাটা মেয়েরা করে জনাব নিশি রাতে। না জেনে কথা বলবেন না হুম
১৪| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৪
আরজিয়া বাংলাদেশ বলেছেন: ভুল না সঠিক তা আপনিই ভাল জানেন। আপনার পোস্টটি একান্তই আপনার ব্যক্তিগত অভিমত। এখানে অন্যকে টেনে আনছেন কেন? আপনি লেখা পোস্ট করবেন আর আমরা সহমত পোষন করবো এটাতো আপনার কষ্ট কল্পনা। সুস্থ ব্লগিং চর্চা করুন। কোন বিষয় সম্পর্কে জানলে দয়া করে বিভিন্ন সূত্র উল্লেখ পূর্বক জানান, না জানলে জেনে নিন।
১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৮
চোরাবালি- বলেছেন: অবশ্যই আমি সর্বদা জানতে আগ্রহী। তো যদি একটু জ্ঞান দান করেন তা হলে উপকৃত হতাম আরকি?
সুস্থ্য আর অসুস্থ্য ব্লগার আখ্যা দেয়ার আগে তার আগের লেখা দেখে নেয়া কি উচিত না স্যার??
১৫| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৩
বলেই ফেলি বলেছেন: আসলে ভেজাল খেতে খেতে আমাদের অবস্থা এমন হয়েছে যে ভালো কিছু খেলেই পাট খারাপ করে।
তাই
ভুল শিখতে শিখতে এখন আমাদের অবস্থা এমন হয়েছে যে সঠিকটাকেই আমাদের কাছে ভুল মনে হচ্ছে।
আল্লাহ সবাইকে হেদায়েত করুন---আমিন।
১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৬
চোরাবালি- বলেছেন: আমীন। আমাকে আমাদের সকলকে হেদায়েত দান করুন। কিন্তু দাদা পার্থক্য কিছু বুঝলেন?.
১৬| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৫
বিশ্বাস০০৭ বলেছেন: ভাইরে !! ছাগুদের আর কি বুঝাবেন । ওরা তো অন্ধ । হে আল্লাহ ! তুমি ছাগুদের হাত থেকে তোমার ইসলামকে রক্ষা করো ।
১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫২
চোরাবালি- বলেছেন: আমীন। আমীন। আল্লাহ আমাদের নাদান বলদ জ্ঞানবুদ্ধিহীনদের তেকে রক্ষা করুণ। আমীন
১৭| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৬
গ্রামের মানুষ বলেছেন: দাদা তো বিশিষ্ট মূর্তি বিশেষজ্ঞ। কনফিউশনে আছে নিচের টা কি মূর্তি না ভাষ্কর্য একটু যদি কিলিয়ার কইরা দিতেন!!!
১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৩
চোরাবালি- বলেছেন: তখন পর্যন্ত কেও এটাকে ভাস্কর্য বলতো বলত দেবমূর্তী। আসুন অশ্লীলতা পরিহার করি।
১৮| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৭
সাহাদাত উদরাজী বলেছেন: আপনার বুদ্ধির তারিফ করে গেলাম।
(আহলান সাহেবের উত্তরেও আপনি বুদ্ধির খেলা দেখালেন)
১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৪
চোরাবালি- বলেছেন: একটু খেয়াল করলেই বুঝবেন কতজ্ঞান সম্পন্ন লোক আমাদের মাঝে ব্লগিং করে নিজেদের বুদ্ধিজীবি দাবি করে
১৯| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৫
অেসন বলেছেন: 'লেখক বলেছেন: ইসলাম আবার কি? শান্তিকে নিয়ে যিনি পালিয়েছেন? '
এই ধরনের আপত্তিকর মন্তব্যের জন্যই সমস্যার সৃষ্টি হয়। আপনার বিশ্বাস আপনার কাছে। আরেকজনের বিশ্বাসে আপনি আঘাত করার অধিকার রাখেন না।
১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৭
চোরাবালি- বলেছেন: গুড কথা। আমি এই প্রসঙ্গে একটা গোছানো মন্তব্য চাচ্ছিলাম মন্তব্যকারকের কাছ থেকে আর তার জন্য উক্ত মন্তব্যটি করা কিন্তু মন্তব্যকারক আর কোন আলোচনায় গেলেন না।
ইসলাম বলতে আমরা এখন বুঝি মসজিদে নামাজ আদায় আর গরুর মাংস খাওয়া। ইসলামে যেটি নিষিদ্ধ সেটা আমরা এখন ছলে বলে কৌশলে আধুনিকতার নামে করে চলেছি।
আর এই ব্লগে একটু জ্ঞান করে খেয়াল করবেন বুঝতে পারবেন।
২০| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৭
এই আমি সেই আমি বলেছেন: ফুল একটি পবিত্র জিনিষ । আমাদের রাসুল দুই পয়সা থাকলে এক পয়সার ফুল কিনতে বলেছেন । নিশ্চয় সেটা খাবার জন্য নয় । সেই পবিত্র জিনিস যদি আমরা কোথায় দেই , যেমন শহিদ মিনার , কবর তাহলে সেটা পাপ হবে কেন ?এ ব্যপারে কোন হাদিস আছে কি ? নাকি হিন্দুরা ফুল দিয়ে পুজা করে বলে আমরা ফুল দিতে পারব না ।
এটাকি লিলিপুটদের মত ব্যপার যে ওরা ডিম সরু ভাগ দিয়ে ভাঙে তাই আমরা মোটা ভাগ দিয়ে ভাঙব ।
১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৮
চোরাবালি- বলেছেন: আল্লাহর রসুল কোন হাদিসে ফুল কিনতে বলেছেন একটি বলবেন কি?
এটা তো ব্লগ অনেকে দেখছে আপনার একটি মন্তব্য আপনার জ্ঞানের বর্হির প্রকাশ, সো একটু চিন্তা করে করা কি উচিত না??
২১| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২
চলতি নিয়ম বলেছেন: ছাগু শব্দটার অপব্যবহার করবেন না কেউ দয়া করে। মূর্তি/ভাস্কর্যের বিরোধীতা অন্য জায়গার। শব্দটা চেঞ্জ করলে ভালো হয়।
ছাগু একটা ইউনিক শব্দ শুধুমাত্র রাজাকার আর রাজাকারদের দোসর দের জন্য অনলাইনে ব্যবহৃত হয়। আমার জানা মতে।
১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৪
চোরাবালি- বলেছেন: কেন ব্লগ কি আপনার কেনা নাকি?
২২| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬
চলতি নিয়ম বলেছেন: না ব্লগ আমার কেনা নয়, তবে ছাগুরাও মাঝেমাঝে ছাগু শব্দটার অপব্যবহার করে তাই কথাটা বললাম।
আপনার পোস্টের সাথে ছাগু শব্দ টা যায় না। আপনি ছাগু বলতে কাদের বোঝাইতেছেন?
১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৪
চোরাবালি- বলেছেন: যে যেমন বোঝে তার ক্ষেত্রে তেমন প্রযোয্য
২৩| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৮
এই আমি সেই আমি বলেছেন: কবি সত্যেন্দ্রনাথ দত্ত রাসূল (সা.)-এর একটি বিখ্যাত হাদিসের কাব্যরূপ দিয়েছেন এভাবে-
‘‘জোটে যদি মোটে একটি পয়সা
খাদ্য কিনিও ক্ষুধার লাগি
জোটে যদি মোটে দু'টি পয়সা
অর্ধেকে তার ফুল কিনে নিও
হে অনুরাগী।’’
আমি আল্লামা ফরহাদের মত বা মাহমুদ কারিগরের মত বানিয়ে কিছু লিখিনি ।
দেখুন জামাতের পত্রিকা সংগ্রামের লিংক
১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২০
চোরাবালি- বলেছেন: হযরত মুহাম্মদ (সঃ) একভাবে বলেছেন আর সত্যেন্দ্রনাথ একভাবে বলেছেন। সেখানে কবির কাব্যের লাইন তুলে দিয়ে হাদিস বানানো ঠিক না
২৪| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩
এই আমি সেই আমি বলেছেন: নাউজুবিল্লাহ হাদিস আবার বানায় কিভাবে ? আমি কবির লাইন অনুসারে হাদিস বানাইনি । বরঞ্চ কবি হাদিস অনুসারে কবিতা লিখেছেন । আমি মনে করি এই কবিতার মাধ্যমে হাদিসটি মাধুর্যমণ্ডিত ,সহজ , সুন্দর , আরও প্রাঞ্জল হয়েছে । যদি কোনভাবে মূল হাদিসের সাথে এর কোন ব্যত্যয় হয়ে থাকে সেটা প্রমান করার দায়িত্ব আপনার ।
১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২১
চোরাবালি- বলেছেন: হাদিস কোরান নিয়ে ঘাটতে বসি নাই। বরং জেনে রাখুন হাদিস যে ভাবে থাকে সেভাবেই বলতে হয় বা লিখতে হয় ব্যখ্যা যে ভাবে মানুষকে বোঝানো যায় সেটি গ্রহন করতে পারেন
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৬
তামিম ইবনে আমান বলেছেন:
একেবারে হাতে ধরে শিখিয়ে দিলেন