নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথায় কথায় মধ্যযুগ, গতকাল বিটিভিতে গ্রামের খালাম্মা যে কিনা প্রাইমারী ইসকুল ডিঙ্গায় নাই কোন দিন ভয়ে সেও দেখি বলছে ১৩দফা মধ্যযুগীয়। আল্লাহ কি মুশকিলে পরলাম কনচেন দেহি? হ্যাতিরাও জানে মধ্যযুগ কি আর আই কত্তিরানিা।
দয়া করে যদি কেও একটু খোলাসা করে জ্ঞান দান করে যেতেন তা হলে উপকৃত হতাম।
২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৭
চোরাবালি- বলেছেন: হুম।
২| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৯
আব্দুল্লাহ নাটোর বলেছেন: রাস্তায় নামেন ধারন না পাবেন, আর তা না পারলেও টিভি তে সব চ্যানেলের খবর দেখেন (বিটিভি ছাড়া )
২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৭
চোরাবালি- বলেছেন: তাইলে আর আমার জানা হবে না। কারণ রাস্তায বের হই না ভয়ে টিভি দেখি না সময়ের অভাবে
৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৩
এস এম তৌহিদ বলেছেন: ভাইজান,মধ্যযুগ আহে নাইক্কা,প্রস্তর যুগ চলতাছে।দেহেন না,কেমনে প্রস্তর দিয়া মাথা ফাডায়।
২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৮
চোরাবালি- বলেছেন: সে অনুসারে বাশের যুগ পার হয়ে গুলির যুগ তার পর এহন প্রস্তর যুগ
৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৬
দিশার বলেছেন: মধ্য যুগ মানে মিডল এইজ , একটা নির্দিষ্ট সময়। কিন্তু আজকের বাংলাদেশ এর কনটেক্সট য়ে যখন বলা হয় তখন, সরিয়াহ আইন সম্পন্ন সময় বা দেশ এর কথা বোঝানো হয়।
যেখানে নারী নেতৃত্ব হারাম, নারীদের বাধ্যতা মুলুক বরখা পড়তে হবে, নারী "মাহরাম " পুরুষ ছাড়া কারো সাথে বাইরে একসাথে বের হতে পারবে না , সরিয়াহ আইন দেশের সর্বোচ্চ আইন। বি ধর্মীরা জিজিয়া কর দিবে "ইসলামিক" সরকার কে . নাটক সিনেমা গান বাজনা নিষিদ্ধ ঘোষিত। নিচের লিংক দেখলে একটু ধারণা পাবেন কেমন হবে "ইসলামিক" বাংলাদেশ .
Click This Link
২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৯
চোরাবালি- বলেছেন: ধন্যবাদ দেখে নিব ইনশাল্লাহ
৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৭
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আঁরা কৈলে আপ্নে বুঝবেন্না, আর মানবেন্নাও। তার চাইতে খালাম্মারে জিগান । খালাম্মাই কৈতারবো।
২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৯
চোরাবালি- বলেছেন: হেইডাই ভালা
৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৮
অন্য কথা বলেছেন: Click This Link
Medieval Period (ca. 500-1500) : - it is the period of islamic ruling , from Hazrat Muhammad (s.w) to Usmania khilafat as assumption as i know.....
২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩২
চোরাবালি- বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য
৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৩
নিকষ বলেছেন: ইউরোপিয়ান হিস্ট্রিতে ৫-১৫ শতক পর্যন্ত সময়টাকে মধ্যযুগ বলে। এই সময়টা ইউরোপের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন সময়। এমনকি বাংলায়ও, মৎসান্যায় ছিল। ১৫-১৭ শতকের সময়টাকে ইউরোপিয়ান হিস্ট্রিতে বলা হয় রেনেঁসা, এজ অব ডিসকভারি। এই সময় ইউরোপিয়ানরা মিডিলইস্ট, ভারতবর্ষ, আফ্রিকা, আমেরিকার বিভিন্ন জায়গায় যাওয়া শুরু করে। ১৭ শতকের পর থেকে যখন ইউরোপিয়ানরা বিভিন্ন জায়গার জ্ঞান বিজ্ঞান আত্মস্থ করার পরে যখন তারা দেখল তারা মোটামুটি সবার উপ্রে তখন তারা বলল, এখন থেকে যে সময় তা মর্ডান এজ।
ইউরোপিয়ান হিস্ট্রিতে যে সময়টারে তারা ডিফাইন করে মধ্যযুগ হিসেবে, ঐ সময়টাই মিডিল ইস্টের জন্য ছিল স্বর্ণ যুগ, অজ অফ ডিসকভারি, তাদের মধ্যযুগ ছিল ২-৬ শতাব্দী (আইয়্যামে জাহেলিয়াত)। তারা ঐ সময় জ্ঞান বিজ্ঞানে উৎকর্ষ লাভ করেছিল, বিভিন দেশ বিদেশে ছড়াইয়া গেছিল। ইউরোপিয়ানরা এই মিডিল ইস্টার্ণ দের কাছে অনেক কিছু ধার করেছিল, তাদের মধ্যযুগে; যার কারনে হয়ত তাদের এজ অব ডিসকভারি আসছে, মর্ডান এজ আসছে।
যেহেতু ঐতিহাসিক না, সেহেতু ডিটেইলে বলা গেল না। উপ্রে একটা ছাগল আছে, ঐটারে গদাম দেন।
২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৪
চোরাবালি- বলেছেন: ভাই যে যার মত ত্যানা প্যাচাইয়া যায় কিছু বুঝুক বা না বুঝক। আমরা কেন যে সত্যোর পক্ষে যেতে পারি না। হয়তো এটা আমাদের জন্মগত ত্রুটি বহুজাতিক বীজ ধারণ করার ফলে
৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৩
অন্য কথা বলেছেন: রোমান সাম্রাজ্য পতনের (৫০০) পর ইসলামি রেনেসাঁ শুরু হয়।এটা উসমানীয় খিলাফাত পর্যন্ত ছিলো (১৫০০)। মুসলমানরা এ সময় জ্ঞান বিজ্ঞানে প্রচুর উন্নতি সাধন করেন। এ যুগকে খ্রিষ্টানরা অন্ধকার যুগ বলে । এরপর খ্রিষ্টানরা মুসলিম সাম্রাজ্য ভেন্গে ফেলে । ১৫-১৭ শতকের সময়টাকে ইউরোপিয়ান হিস্ট্রিতে বলা হয় রেনেঁসা, এজ অব ডিসকভারি।
আমি তর্কে যেতে রাজি না । আমি ইতিহাস পড়ে এ টুকু বুজেছি। আমার জানার কমতি থাকতে পারে আশা করি আপনাদের কাছ থেকে আরো শিখতে পারবো।
২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৫
চোরাবালি- বলেছেন: ধন্যবাদ আপনাকে
৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৭
নিকষ বলেছেন: কারে কইলেন? আমারে নি?
২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫১
চোরাবালি- বলেছেন: ছরি ভাই আপনাকে না। উপরে একটা ছাগল এসেছে তাকে উদ্দেশ্য করে
১০| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৭
অন্য কথা বলেছেন: খালি ফেসবুক আর ব্লগ নিয়া থাকলে কি চলবে। পড়তে হবে জানতে হবে। ভুল হলেও বলতে হবে সঠিক কথা শুনতে হবে। সবাইকে সম্মান করতে হবে। যে ভুল জানে তাকে জানতে দিতে হবে, তিরস্কার না। তাকে অপমান নয় , জানার সুযোগ করে দিতে হবে।
২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৬
চোরাবালি- বলেছেন: আমাদের মাঝে যারা ব্লগিং করে তাদের কজন জেনে আসেন একটু কৌশল অবলম্বন করলেই বুঝবেন। আর তাদের সামনে কিছু সত্য তুলে ধরলেই বিভিন্ন ট্যাগে ট্যাগায়িত হবেন।
Click This Link
মধ্যযুগ সম্পর্কে লিঙ্কের লেখাটি দেখতে পারেন ধর্য্য সহকারে পড়ে চিন্তা করে বিচার বিশ্লেশণ করে সিদ্ধান্ত আপনার।
১১| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৪
অন্য কথা বলেছেন: আপনাকে ধন্যবাদ।
১২| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এইটা আমারও জানা দরকার।
প্রায়ই শুনি "মধ্য যুগীয় কায়দায় নির্যাতন, মধ্য যুগীয় কায়দায় ধর্ষণ"
মধ্য যুগ নিয়ে এটা পোস্ট দিন
২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪২
চোরাবালি- বলেছেন: জানলে তো শেখার জন্য পোষ্ট দিতাম না।
১৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৪
প্রকৃতির প্রতিফলন বলেছেন: দয়াকরে এই পোষ্টটি পড়ুন।
২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪২
চোরাবালি- বলেছেন: ধন্যবাদ এই পোষ্টটা পড়েন
Click This Link
১৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৩
বাক স্বাধীনতা বলেছেন: মধ্যযুগ হচ্ছে সেই সময়কাল যখন মুসলমানরা পৃথিবী শাসন করত। সে সময়ে ইউরোপে ডাইনী সন্দেহে মেয়েদের পুড়িয়ে মারা হত আর উপমহাদেশে সতীদাহ্ প্রথার নামে মেয়েদের পুড়িয়ে মারা হত।
মধ্যযুগ হচ্ছে সেই সময়কাল যখন মুসলমান মেয়েরা পিতার সম্পত্তির অংশীদার হত পূর্ণভাবে; পুত্রের কল্যাণের জন্য যখন সম্পত্তি কন্যাকে বঞ্চিত করে আগে ভাগেই পুত্রের নামে লিখে দেয়া হত না। সেই সময়ে ইউরোপ ও উপমহাদেশে মেয়েদের সম্পত্তি? সেটা আবার কি?
মধ্যযুগ হচ্ছে সেই সময় যখন মুসলমান মেয়েরা পিতার ব্যবসার মালিক হতে পারতো আর নিজেরাও ব্যবসা পরিচালনা করতে পারত (উদাহরণঃ হযরত খাদিজা (রাঃ)), সেই সময়ে ইউরোপ ও উপমহাদেশে মেয়েদের সম্পত্তি? সেটা আবার কি?
মধ্যযুগ হচ্ছে সেই সময় যখন মুসলমানরা ছিল জ্ঞান বিজ্ঞান, অর্থনীতি, অবগাঠামোগত উন্নয়ন সব দিক থেকে এগিয়ে, সে সময় মুসলিম অধ্যুষিত স্পেন এ স্ট্রিট ল্যাম্প পর্যন্ত ছিল। সে সময়ে ইউরোপ ও উপমহাদেশের লোকজন কুঁড়ে ঘরে বসবাস করত।
১৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫১
দীপ্তপন বলেছেন: লেখকের দেয়া লিংটা পড়ে অনেকিছু জানতে পারলাম। ধন্যবাদ।
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৯
চোরাবালি- বলেছেন: ধন্যবাদ আপনাকে
১৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২০
অন্য কথা বলেছেন: আমি ইউরোপিয়ান হিস্ট্রির দিকে না তাকিয়ে ইসলামিক হিস্ট্রির দিকে তাকিয়ে ৫০০-১৫০০ শতকের কথা বলেছি । কেউ ইউরোপিয়ান হিস্ট্রির দিকে তাকিয়ে "অন্ধকারাচ্ছন্ন সময়" বা "মধ্য যুগীয় কায়দায় নির্যাতন, মধ্য যুগীয় কায়দায় ধর্ষণ" কথা বললে ঠিক আছে। কিনতু ইসলামিক হিস্ট্রির দিকে তাকিয়ে ৫০০-১৫০০ শতকের ইসলামিক শাসন আমল "অন্ধকারাচ্ছন্ন সময়" বা "মধ্য যুগীয় কায়দায় নির্যাতন, মধ্য যুগীয় কায়দায় ধর্ষণ" বললে মানা যাবে না ।
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৯
চোরাবালি- বলেছেন: আমরা সথ্যের পক্ষে থাকতে চাই অন্যায়ের বা আবেগের পক্ষে না।
১৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩০
অন্য কথা বলেছেন: ' ছরি ভাই আপনাকে না। উপরে একটা ছাগল এসেছে তাকে উদ্দেশ্য করে' বা 'উপ্রে একটা ছাগল আছে, ঐটারে গদাম দেন।' ... ভাষাগুলো ভাল লাগেনি
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২১
চোরাবালি- বলেছেন: হ্যাঁ ভাষাগুলি ভাল লাগার মত না। কিন্তু উনার লিঙ্কটা পড়ে আসলে আপনার মন্তব্যও হয়তো ভিন্ন রকম হয়ে যেতে পারত।
১৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৫
অন্য কথা বলেছেন: এখানে দেখতে পারেন -
Click This Link
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২০
চোরাবালি- বলেছেন: লিঙ্কের জন্য ধন্যবাদ
১৯| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৯
অন্য কথা বলেছেন: ভাই চোরাবালি, আমার-আপনার ভালো ব্যবহার হয়তো ভুল পথিককে সঠিক পথ দেখাতে সাহায্য করবে। কেউ খারাপ কথা বলুক আমরা কেন বলতে যাব। কেউ গালি দিল আমিও যদি দেই তা হলে তার আর আমার মধ্যে পার্থক্য রইল কই।
নতুন প্রজন্ম থেকে নতুন আর ভালো সব আসুক এ প্রত্যাশা আমার সবসময়।
আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৫
উঠতি বুদ্ধিজীবী বলেছেন: যেইডা অহন চলতাছে, এইডাই মধ্যযুগ